12/09/2019
অল্প পুঁজিতে মেডিসিন/“ফার্মেসী” এর লাভজনক,সম্মানজনক, সেবামুলক ব্যবসা!! স্মার্ট বিজনেস প্ল্যান!!!
সেটা আপনে নিজে দোকান দিয়ে করতে পারবেন আবার কুম্পানির সাথে থেকেও করতে পারবেন,সেটা পার্ট/ফুল টাইম করতে পারবেন। সকল ধরনের সুযোগ সুবিদা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠিত ও সম্মানজনক ব্যবসার মধ্যে ফার্মেসি ব্যবসা অন্যতম। এখানে কম পুঁজি বিনিয়োগ করে সহজেই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ইচ্ছা করলেই যে কেউ ফার্মেসী ব্যবসা শুরু করতে পারবে না। একটা দোকানে কিছু ওষুধ নিয়ে বসে পড়া বেশ সহজ, কিন্তু প্রক্রিয়াটা অবৈধ। এ জন্য আপনাকে অবশ্যই ব্যবসার অন্যান্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আরো অতিরিক্ত করতে হবে ফার্মেসীস্টের ট্রেনিং এবং ড্রাগ লাইসেন্স। ওষুধ তিনিই বিক্রি করতে পারবেন যার ফার্মেসীস্ট ট্রেনিং আছে এবং যিনি ড্রাগ লাইসেন্স পেয়েছেন।
ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধের ব্যবসা সম্পূর্ণ অবৈধ এবং আইনগত ভাবে এটি একটি দন্ডনীয় অপরাধ। আর ওষুধ ব্যবসার জন্যে অতি প্রয়োজনীয় এই ড্রাগ লাইসেন্সটি ইস্যু করে বাংলাদেশ সরকারের 'ওষুধ প্রশাসন অধিদপ্তর'। ড্রাগ লাইসেন্সটি অর্জন করতে হলে অনেক কষ্ট করে এবং টাকা খরচ করতে হবে, আর বর্তমানে ড্রাগ লাইসেন্স বন্দ করা হয়েছে।
বাট আপনে আমাদের কোম্পানির সাথে কাজ করলে বা সেল সেন্টার নিলে আপনাকে কোম্পানির পক্ষ থেকে ডাক্তার ফ্রি দিব +ড্রাগ লাইসেন্স করে ফ্রি দিব+এবং ফ্রি ট্রেনিং করার মাধ্যমে আপনাকে সব কিছু শিখিয়ে দেওয়া হবে আর পাশাপাশি নিজেও সুস্ত থেকে আপনার পরিবার ও সমাজকে ন্যাচারাল ভাবে সুস্ত রাখতে পারবেন।
এছাড়াও আপনাকে অনেক সুযোগ সুবিদা দেওয়া হবে, তাই যারা সেল সেন্টার নিয়ে ফার্মেসি করতে আগ্রহি সরাসরি অফিসে আসুন।
বাংলাদেশের প্রতোকটা জেলা ও উপজেলাতে ডিলার ও এজেন্সি নিয়োগ দেওয়া হচ্ছে, আগ্রহিরা এখনি যোগাযোগ করুন।
ইন্ডেক্স ল্যাবরেটরীজ আপনাকে মাত্র১৫ হাজার টাকায় ডিলার দিচ্ছে,৩০ হাজারে এরিয়া ম্যানেজার, আর নিম্নে ১ লক্ষ টাকায় সেল সেন্টার করার সুযোগ করে দিচ্ছি, সাথে প্রমোশনের ব্যবস্তাও আসে এবং কোম্পানির পক্ষ থেকে ভিজিট করানোরও ব্যবস্তাসহ আরো অনেক সুবিদা রয়েছে।
আলহামদুলিল্লাহ আমাদের মেডিসিনও খুব ভাল যাহা ইন্সুলিনের ও ইনহেলার বিকল্প চিকিৎসা।
বিঃদ্র -ছাত্র/ছাত্রী,ব্যবসায়ী,মহিলা পুরুষ সবাই করতে পারবেন।তবে অবশ্যয়, এস এসি/দাখিল পাস হতে হবে,সৎ,ভদ্র,এবং আগ্রহি হতে হবে।
আর খুশির খবর হল প্রতি সাপ্তাহে শনি,রবি,সোম ডাকা হেড অফিসে ফ্রি ট্রেনিং করানো হয় এবং সিলেটে বিভাগে ২ দিনের ট্রেনিং করানো হয়। ট্রেনিং করানোর মাধ্যমে মেডিসিন এর উপরে দক্ষ করে তুলা হয় এবং সনদও প্রদান করা হয় কুম্পানির পক্ষ থেকে।
আপনে চাইলেও গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ে অংশ গ্রহন করে নিজের জীবনটাকে উজ্জল করতে পারেন,আবার ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি খরচে।
তাই দেরি না করে মানব সেবার পাশাপাশি ইনকাম করার মাধ্যমে নিজের লাইফকে গড়িয়ে তুলুন।
বিস্তারিত জানতে আগ্রহিরা সরাসরি ইমুতে বা কল করুন বা সরাসরি অফিসে দেখা করুন, ফোন 01733959383