28/08/2022
পুলিশ ঘুষ খায়। আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না, আমি ৫ টাকার মাক্স ১০০ টাকায় বিক্রি করি। আমি শিক্ষক আমি ঘুষ খাইনা, আমার নিকট যে সকল ছাত্র-ছাত্রী প্রাইভেট পরবে আমি তাকে পরীক্ষায় পাশ করে দেই। আমি ডাক্তার আমি ঘুষ খাইনা, আমি একজন মাকে নরমাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল আমি ঘুষ খাইনা, আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। আমি সাধারণ জনগন আমি ঘুষ খাইনা, আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই।
সব শেষে শুধু পুলিশ ঘুষ খায় 😄😄
collected