23/12/2025
কালোজাদু আক্রান্ত ব্যক্তির লক্ষণসমূহ:
শারীরিক সমস্যা:
হঠাৎ অজানা ব্যথা, মাথা বা পিঠে ব্যথা
নিদ্রাহীনতা বা অতিরিক্ত ঘুম
হঠাৎ ওজন কমা বা বাড়া
অজানা রোগ, যা ডাক্তার দেখিয়েও ঠিকমতো ভালো হয় না
মানসিক সমস্যা:
অতিরিক্ত উদ্বেগ, ভয় বা হতাশা
হঠাৎ রাগ বা মানসিক চাপ
মনোযোগের অভাব, সহজে মনোযোগ হারানো
অস্বাভাবিক চিন্তা বা আচরণ
সামাজিক সমস্যা:
মানুষজন থেকে দূরে থাকা, লাজুক বা অস্বাভাবিক আচরণ
হঠাৎ সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব বা পারিবারিক সমস্যা
অজানা কারণে বন্ধু বা পরিবারের সাথে দূরত্ব
আধ্যাত্মিক লক্ষণ:
নামাজ বা ইবাদত করতে অনীহা
হঠাৎ প্রার্থনা বা রোজার প্রতি অনীহা
হঠাৎ জীবনে বাধা বা অজানা সমস্যা
এসব লক্ষ্মণ দেখা দিলে রুকইয়াহ সেশন নিয়ে দেখা উচিত আসলেই জাদুতে আক্রান্ত কি না। তারপর যথাসম্ভব দ্রুত চিকিৎসা নেওয়া উচিৎ।
সমস্যা বেশী মনে হলে আমাদের অভিজ্ঞ রাকির সাহায্যে কুরআনের আলেকে রুকইয়াহ করতে কল করুন +8801336-202150 (whatsap)