Ruqyah Healing

Ruqyah Healing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah Healing, Alternative & holistic health service, কাজলা ওভার ব্রিজ সংলগ্ন, কাজলা, যাত্রাবাড়ী, Dhaka.

সমস্ত চিকিৎসার উপরে আল্লাহর কালামের চিকিৎসা, আসুন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি
কুরআন-সুন্নাহ থেকে চিকিৎসা নেই।

📍 আমাদের ঠিকানা: দক্ষিণ কাজলা ফুট ওভার ব্রিজ সংলগ্ন, আদর্শ স্কুলের গলি,কুতুবখালী,যাত্রাবাড়ী, ঢাকা। 𝟬𝟭𝟯𝟯𝟲-𝟮𝟬𝟮𝟭𝟱𝟬 রুকইয়াহ জিন জাদু বদনজর হাসাদ এবং এগুলোর কারণে সৃষ্ট রোগ সমূহের চিকিৎসায় রুকইয়াহ কার্যকরী ও নিরাপদ চিকিৎসা। জাদুকর তান্ত্রিক এবং কুফর শিরকের বিরুদ্ধে এক মহা বিপ্লব।
▶যেসব বিষয়ে রুকইয়াহ করা হয়
মৌলিক বিষয় সমূহ
১/ জ্বিনের আছর।
২/ যাদুটোনা ( ব্লাক ম্যাজিক)
৩/ বদনজর, হাসাদ।
🩺শাখা বিষয় সমূহ
#জিনের আছর
#আশিক জিন সমস্যা
#বদনজর, হাসাদ
#ওয়াসওয়াসা, কুমন্ত্রণা (ওসিডি বা শুচিবায়ু,)
#পাগল বানানোর যাদু
#পড়ালেখা নষ্ট করার যাদু
#বিবাহ বন্ধের যাদু
#বিবাহ বিচ্ছেদের যাদু
#মেরে ফেলার যাদু
#অসুস্থ বানানোর যাদু
#অনিয়মিত পিরিয়ডের সমস্যা।
#সহবাসে অক্ষমতার যাদু
#বাচ্চা না হওয়া বা বন্ধ্যাত্বের যাদু
#আসক্ত বা বশ করার যাদু
#আর্থিক আয় উন্নতি বন্ধের যাদু
#খেয়ালের যাদু।
#মৃগীরোগ।
#আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর মাঝে বিচ্ছেদের জাদু।
#জ্বিন যাদুর কারণে সৃষ্ট ওভারিয়ান সিস্ট
#জরায়ু সিস্ট
#ব্রেস্টের বিভিন্ন সমস্যা।
#জিন যাদুর কারণে যে কোনো ক্যানসার
#মুখের ব্রণ
#চুল পড়া সমস্যা।
#প্যারালাইজড
#শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা।
#বোবা করার যাদু
#অন্ধ বধির বানানোর যাদু
#শ্বাসকষ্টের সমস্যার যাদু
#ঈমানের উপর ও আমলে বাধা সৃষ্টির যাদু
#কল্পনাপ্রবন যাদু (হ্যালুসিনেশন)
#মতিভ্রম ও ভুলে যাওয়ার যাদু
#ব্যবসায় দেউলিয়া বানানোর যাদু
#চাকরি না পাওয়া ইত্যাদি।
#কাজ ধংস করার যাদু
#সম্পদ দখলের যাদু
#অশ্লীলতার যাদু। যেমন পতিতা বা পার্ভার্ট বা জানি বানানোর জাদু।
#আইবিএস(IBS)( কোষ্টকাঠিন্য/পেট খারাপ করার সমস্যা।

22/01/2026

নিজের উপর বদনজর লাগার কোন সত্যতা আছে কি? জানুন বিস্তারিত ভিডিও তে।

আলহামদুলিল্লাহ 🥀🥀
22/01/2026

আলহামদুলিল্লাহ 🥀🥀

22/01/2026

রুকইয়াহ

গর্ভাবস্থায় সেল্ফ রুকইয়াহ ধাপ–১: বসা/শোয়াওযু থাকলে ভালো (না থাকলেও সমস্যা নেই)আরাম করে বসুন বা শুয়ে পড়ুনমন শান্ত রাখুনধা...
22/01/2026

গর্ভাবস্থায় সেল্ফ রুকইয়াহ
ধাপ–১: বসা/শোয়া
ওযু থাকলে ভালো (না থাকলেও সমস্যা নেই)
আরাম করে বসুন বা শুয়ে পড়ুন
মন শান্ত রাখুন
ধাপ–২: নিয়ত
মনে মনে বলবেন—
“হে আল্লাহ, আমি ও আমার গর্ভের সন্তানকে সব ক্ষতি থেকে হেফাজতের জন্য রুকইয়াহ করছি।”
ধাপ–৩: হাত রাখুন
ডান হাত পেটের উপর রাখুন
চাইলে এক হাত পেটে, এক হাত মাথায় রাখতে পারেন
ধাপ–৪: আয়াত পড়া (এই ক্রমে)
আস্তে, পরিষ্কারভাবে পড়বেন—
1️⃣ সূরা ফাতিহা – ১ বার
2️⃣ আয়াতুল কুরসি – ১ বার
3️⃣ সূরা ইখলাস – ৩ বার
4️⃣ সূরা ফালাক – ৩ বার
5️⃣ সূরা নাস – ৩ বার
👉 সবগুলো পড়া শেষ করে হালকা ফুঁ দেবেন পেটের দিকে
ধাপ–৫: দোয়া পড়ুন
এই দোয়াটি ১ বার পড়বেন—
“আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিও ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।”
(পড়ার পর আবার হালকা ফুঁ)
ধাপ–৬: পানিতে রুকইয়াহ (ঐচ্ছিক কিন্তু ভালো)
এক গ্লাস পানিতে উপরের আয়াতগুলো পড়ে ফুঁ দিন
পানি পান করুন
চাইলে সেই পানি দিয়ে পেট ও মুখে হাত বুলান
ধাপ–৭: সময়
দিনে ১–৩ বার করতে পারেন—
ফজরের পর
মাগরিবের পর
ঘুমানোর আগে (সবচেয়ে ভালো)
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা
❌ জোরে চিৎকার করে পড়বেন না
❌ কোনো তাবিজ, কবিরাজি, অজানা আমল নয়
✔️ শুধু কুরআন ও দোয়া
✔️ নিয়মিত করলে ইনশাআল্লাহ উপকার হবে

সমস্যা বেশী মনে হলে আমাদের অভিজ্ঞ রাকির সাহায্যে কুরআনের আলেকে রুকইয়াহ করতে কল করুন +8801336-202150 (whatsap)

সাইয়্যেদুল ইস্তিগফার
22/01/2026

সাইয়্যেদুল ইস্তিগফার

21/01/2026

রুকইয়াহ করার পরও পরিবর্তন নেই?
এই ভুলগুলো করছেন না তো?
(জানুন ভিডিওতে)

অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আমাদের শরঈ অবস্থান প্রসঙ্গেগতকাল আমাদের চেম্বারে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে আমি, মুফত...
21/01/2026

অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আমাদের শরঈ অবস্থান প্রসঙ্গে

গতকাল আমাদের চেম্বারে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে আমি, মুফতি আবুল হাসান আজমী , কিছু বিষয় স্পষ্ট করছি।

সেবাগ্রহীতা বোন বর্ষা যখন আমাদের চেম্বারে আসেন,
তার পূর্বের ইতিহাস বা অবস্থা সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। তিনি টিকটকার না অন্য কিছু ।

তিনি আমার কাছেই রুকইয়াহ (ঝাড়ফুঁক) করাতে চেয়েছিলেন।
কিন্তু নিয়তির লিখন, ব্যক্তিগত প্রয়োজনে আমি গ্রামের বাড়িতে অবস্থান করছিলাম। এমতাবস্থায়, আমার অনুপস্থিতিতে চেম্বারের অন্য একজন অভিজ্ঞ রাকি তার রুকইয়াহর দায়িত্বভার গ্রহণ করেন।

রুকইয়াহ চলাকালীন এক পর্যায়ে বোনটির ওপর জিনের প্রভাব প্রবল হয়ে ওঠে এবং জিন একটিভ বা সচল হয়ে যায়।
ঠিক সেই নাজুক মুহূর্তে, বাস্তবিক অর্থেই কোনো হিতাহিত জ্ঞান থাকে না নিজের সম্পর্কে
ঠিক সেই মুহূর্তগুলোর ভিডিও ধারণ করেন রোগীর সাথে আসা তার এক সঙ্গী আমাদের অগোচরে এবং নীতিবহির্ভূতভাবে সেই দৃশ্যটি ভিডিও ধারণ করেন।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সেই ভিডিওটি পরবর্তীতে সোশাল মিডিয়াতে প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়। পর্দাহীন অবস্থায় ।

আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের চেম্বারে রুকইয়াহ করার পূর্বশর্তই হলো পূর্ণাঙ্গ পর্দা বা হিজাব মেইনটেইন করা। পর্দার বিধান লঙ্ঘন করে, রোগীর গোপনীয়তা ক্ষুণ্ন করে ভিডিও ধারণ ও প্রচার করা আমাদের নীতি এবং শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। এই অনাকাঙ্ক্ষিত কাজের দায়ভার সম্পূর্ণই সেই ভিডিওধারণকারীর, আমাদের চেম্বার বা রাকিবৃন্দ সর্বদা পর্দার ব্যাপারে আপোষহীন।

আল্লাহ বোনকে হেদায়েত দান করেন,,, আমীন

শাবান মাসে কেন জাদু/জ্বীনের সমস্যা বাড়ে?অনেকে লক্ষ্য করেন—শাবান মাস এলেই হঠাৎমাথা ব্যথা, অস্থিরতা, ভয়, ইবাদতে অলসতা, স্ব...
21/01/2026

শাবান মাসে কেন জাদু/জ্বীনের সমস্যা বাড়ে?
অনেকে লক্ষ্য করেন—শাবান মাস এলেই হঠাৎ
মাথা ব্যথা, অস্থিরতা, ভয়, ইবাদতে অলসতা, স্বপ্নে ভয়, সংসারে অশান্তি বেড়ে যায়।
এর পেছনে কয়েকটি কারণ আছে👇
১️⃣ রমজান আসার আগে শয়তানের শেষ আক্রমণ
রমজান মাসে শয়তান শিকলবন্দী হয়।
তাই তার আগে—শাবান মাসে শয়তান ও জ্বীনের দল শেষ চেষ্টা করে মানুষকে দুর্বল করতে।
👉 ঈমান ভাঙা
👉 ইবাদত থেকে দূরে রাখা
👉 রুকইয়াহ ও আমল বন্ধ করানো
২️⃣ মানুষ শাবান মাসে গাফিল থাকে
অনেকে ভাবে— “রমজানে ইবাদত শুরু করব”
এই গাফিল সময়টাকেই
❌ জাদুকর
❌ বদনজরকারী
❌ শয়তানি শক্তি
ব্যবহার করে।
৩️⃣ হিংসা ও শত্রুতা এই সময় বাড়ে
বিয়ে, ব্যবসা, সন্তান, সৌন্দর্য—
এগুলো ঠিক হতে থাকলে হিংসুকরা জাদুর আশ্রয় নেয়,
আর শাবান মাসে তা বেশি লক্ষ্য করা যায়।
৪️⃣ জাদু থাকলে এই মাসে তার প্রভাব প্রকাশ পায়
অনেক সময় জাদু আগে থেকেই থাকে,
কিন্তু শাবান মাসে এসে—
পুরোনো জাদু একটিভ হয়
লক্ষণ স্পষ্ট হয়
শরীর ও মনে চাপ বাড়ে
৫️⃣ আমল কমলে শয়তানি প্রভাব বাড়ে
যেখানে— ✔️ কুরআন কম
✔️ যিকর কম
✔️ নামাজে গাফিলতি
সেখানে জ্বীন ও জাদুর প্রভাব সহজে কাজ করে।
🛡️ সমাধান কী?
🔹 এখনই কুরআনে ফিরে আসুন
🔹 সূরা বাকারা চালু করুন
🔹 সকাল-সন্ধ্যার যিকর
🔹 নিয়মিত শরঈ রুকইয়াহ

সমস্যা বেশী মনে হলে আমাদের অভিজ্ঞ রাকির সাহায্যে কুরআনের আলেকে রুকইয়াহ করতে কল করুন +8801336-202150 (whatsap)

পেটে খাওয়ানো জাদু কী?কিছু মানুষ হিংসা, শত্রুতা বা ক্ষতির উদ্দেশ্যে খাবার বা পানীয়ের মাধ্যমে জাদু প্রয়োগ করে। সম্ভাব্য লক...
21/01/2026

পেটে খাওয়ানো জাদু কী?
কিছু মানুষ হিংসা, শত্রুতা বা ক্ষতির উদ্দেশ্যে খাবার বা পানীয়ের মাধ্যমে জাদু প্রয়োগ করে।

সম্ভাব্য লক্ষণসমূহ
⚠️ সব লক্ষণই যে জাদু হবে—এমন নয়
পেটে অকারণ ব্যথা, জ্বালা বা ভারী ভাব
খাবার খেলেই অস্বস্তি, বমিভাব
কুরআন তিলাওয়াতের সময় পেটে নড়াচড়া বা ব্যথা
মানসিক অস্থিরতা, রাগ, হতাশা
দুঃস্বপ্ন, ঘুমে অস্বস্তি
ইবাদতে অলসতা
শরিয়তসম্মত রুকইয়াহ করণীয়
✔️ সূরা ফাতিহা
✔️ আয়াতুল কুরসি
✔️ সূরা বাকারার শেষ দুই আয়াত
✔️ সূরা ইখলাস, ফালাক, নাস (৩ বার)
এই আয়াতগুলো পড়ে পানিতে ফুঁ দিয়ে পান করা যেতে পারে।

মনে রাখবেন
জাদু আল্লাহর অনুমতি ছাড়া ক্ষতি করতে পারে না (সূরা বাকারা: ১০২)
শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
তাবিজ, জিন ডাকা, শিরক থেকে দূরে থাকুন

সমস্যা বেশী মনে হলে আমাদের অভিজ্ঞ রাকির সাহায্যে কুরআনের আলেকে রুকইয়াহ করতে কল করুন +8801336-202150 (whatsap)

রিযিক লাভের দোআ
21/01/2026

রিযিক লাভের দোআ

20/01/2026

❓ ব্যস্ত এই ঢাকা শহরে হঠাৎ করেই কি আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত ঝড়?
❓ সাজানো সংসারে অশান্তি বা হাজারও চেষ্টা করে বিয়ে না হওয়া?
❓ ব্যবসায় লস কিংবা ডাক্তারি রিপোর্টে সব ঠিক থাকার পরেও শরীরে অসহ্য যন্ত্রণা?
সন্তান হচ্ছে না ❓
এগুলো সাধারণ সমস্যা নাও হতে পারে। হতে পারে বদনজর, হাসাদ বা জাদুর প্রভাবে আপনি বা আপনার পরিবার আক্রান্ত।

🤝 ভয় নেই, সুন্নাহর ছায়ায় আমরা আছি আপনার পাশে।
📍আমরা সমগ্র ঢাকা শহর জুড়ে দিচ্ছি ১০০% শরিয়াহ সম্মত রুকইয়াহ্ ও হিজামা সার্ভিস। উত্তরা থেকে যাত্রাবাড়ী—আমাদের অভিজ্ঞ টিম আছে আপনার কাছাকাছিই।
🏚️চাইলে নিতে পারবেন হোম সার্ভিস সেবা ।

🛡️ আমাদের সেবাসমূহ:
🌿 জিন ও জাদুর প্রভাব থেকে মুক্তি
🌿সন্তান না হওয়া বা বন্ধ্যাত্ব থেকে মুক্তি
🌿 বদনজর ও হাসাদ দূরীকরণ
🌿 বিয়ে ও রিজিকের অনাকাঙ্ক্ষিত বাধা দূর করা
🌿 শারীরিক সুস্থতায় সুন্নাহ সম্মত হিজামা থেরাপি
🌿 বাত-ব্যথাসহ দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা
আপনার সুস্থতাই আমাদের একমাত্র কাম্য।

📞 অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার নিকটস্থ শাখায় কল করুন:
📍 উত্তরা শাখা: 01992-575874
📍 যাত্রাবাড়ী শাখা: 01336-202150
(দ্রষ্টব্য: চট্টগ্রাম শাখা: 01336-202151)
📩 সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে ক্লিক করুন:
🔗 https://chat.whatsapp.com/LYzpDxIuR9mIMIoXbZr6XS
📍 সার্ভিস এরিয়া: সমগ্র ঢাকা মহানগর ও সমগ্র বাংলাদেশ ।

ঔষধ যেখানে ব্যর্থ, আল্লাহর হুকুম ও সুন্নাহ সেখানে পথ দেখায়। 🌿হঠাৎ করেই কি আপনার সাজানো সংসারে অশান্তি নেমে এসেছে? 😔নানা ...
20/01/2026

ঔষধ যেখানে ব্যর্থ, আল্লাহর হুকুম ও সুন্নাহ সেখানে পথ দেখায়। 🌿

হঠাৎ করেই কি আপনার সাজানো সংসারে অশান্তি নেমে এসেছে? 😔
নানা চেষ্টা করেও বিয়ে হচ্ছে না,
কিংবা ব্যবসায় বরকত পাচ্ছেন না?
মাঝে মাঝে ডাক্তারি রিপোর্টে সব ঠিক থাকলেও শরীরে অসহ্য যন্ত্রণা বা মানসিক অস্থিরতা কাজ করে।
এগুলো হতে পারে বদনজর, হাসাদ বা জাদু সমস্যার লক্ষণ।

আপনার এই কঠিন সময়ে সুন্নাহর ছায়ায় আমরা আছি আপনার পাশে। 🤝

✅ আমরা সারা বাংলাদেশে দিচ্ছি শরিয়াহ সম্মত রুকিয়া ও হিজামা সার্ভিস।

আমাদের সেবাসমূহ:
🌿 জিন ও জাদুর প্রভাব থেকে মুক্তি
🌿 বদনজর ও হাসাদ দূরীকরণ
🌿 বিয়ে ও রিজিকের অনাকাঙ্ক্ষিত বাধা দূর করা
🌿 সন্তান না হওয়া
🌿 শারীরিক সুস্থতায় সুন্নাহ সম্মত হিজামা থেরাপি
🌿 ব্যাথা জাতীয় সমস্ত রোগের চিকিৎসা

🔥ভুল পথে না গিয়ে, আল্লাহর কালাম ও রাসুল (সা.)-এর দেখানো পথেই খুঁজুন সমাধান।
আপনার সুস্থতাই আমাদের কাম্য।

📞 পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01336-202150 / 01336202151
📩 সরাসরি ইনবক্স করুন: https://chat.whatsapp.com/LYzpDxIuR9mIMIoXbZr6XS

📍 সার্ভিস এরিয়া: সমগ্র বাংলাদেশ 🇧🇩

Address

কাজলা ওভার ব্রিজ সংলগ্ন, কাজলা, যাত্রাবাড়ী
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah Healing:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram