25/11/2025
কালোজাদু কি সবসময় থাকে?
না। সব কালোজাদু চিরদিন থাকে না।
✅ কখন শেষ হয়ে যায়?
দুর্বল ধরনের জাদু
➡ কয়েকদিন/কয়েক সপ্তাহে
➡ নিজে থেকেই কমে যায়
➡ অনেক সময় পুরাই শেষ হয়ে যায়।
❗ কোনগুলো শেষ হয় না?
শক্তিশালী জাদু যেমন—
বিবাহ বাঁধন
রিজিক/কাজ বাঁধন
পরিবারের ঝগড়ার জাদু
এসব নিজে থেকে যায় না, এগুলো রুকইয়াহ ছাড়া পুরো শেষ হয় না।
✅ সারসংক্ষেপ
দুর্বল জাদু → সময় গেলে নিজে নিজে শেষ হয়
শক্তিশালী জাদু → থাকে, রুকইয়াহ দরকার
নামাজ–কুরআন পড়লে জাদু দ্রুত কমে যায়
আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন