22/11/2025
🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
🩺 ২৫ বছরের একজন যুবতী আপনার চেম্বারে আসলেন। আপনি দূর থেকে দেখলেন, তার ফেইসে নাকের দুই সাইডে লালচে লালচে হয়ে আছে।
👨⚕️: বসুন, বলুন কি সমস্যা?
🤦♀️: স্যার, কয়েক মাস ধরে শরীরটা খুব ক্লান্ত লাগে। সকালে উঠলেই হাত–পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়।
👨⚕️: ব্যথা কি ফুলে যায়? আর ব্যথা কি দুই পাশেই সমান থাকে?
🤦♀️: জি, দুই হাতেই থাকে, আর মাঝে মাঝে আঙুল ফুলে থাকে।
👨⚕️: আচ্ছা! আর কি মুখে বা গালে কোনো দাগ দেখা গেছে? বিশেষ করে রোদে বের হলে?
🤦♀️: জি স্যার! রোদে বের হলেই গালের ওপর প্রজাপতির মত লাল লাল দাগ হয়ে যায়।
👨⚕️: বুঝলাম। আপনার কি মুখের ভেতরে ঘা হয়? বা চুল বেশি ঝরে?
🤦♀️: জি, মাঝে মাঝে মুখে ঘা হয়, আর চুলও ইদানীং অনেক পড়ে যাচ্ছে।
👨⚕️: জ্বর, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট বা প্রস্রাবে ফেনা–এসব কিছু হয়েছে?
🤦♀️: হালকা হালকা গায়ে গায়ে জ্বর হয়, আর মাঝে মাঝে প্রস্রাবে ফেনা দেখি।
👨⚕️: আমরা কিছু পরীক্ষা করবো। এরপর চিকিৎসা শুরু করবো ইনশাআল্লাহ
🤦♀️: এই রোগ কি সম্পূর্ণ ভালো হয় স্যার?
👨⚕️: এটা একটি দীর্ঘমেয়াদি রোগ, তবে ওষুধ ও নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে রাখা যায়।
🤦♀️: আচ্ছা স্যার, আমি পরীক্ষাগুলো করে রিপোর্ট নিয়ে ফলোআপে আসবো ইনশাআল্লাহ
🎯 ৩ দিন পর রোগী পরীক্ষার রিপোর্ট নিয়ে ফলোআপে আসলেন 👇
রিপোর্টে দেখলেন ⬇️
✅ CBC ➡️ Hb: 9 g/dl, WBC: 6.5 x 109/L, N-66%, L-32%, M-2%
Platelets: 230 x 109/L
✅ ESR: 60 mm in 1st hour
✅ CRP: 5 mg/L
✅ Urine R/E: Albumin ++, Pus cell 4-6/HPF, RBC 10-15/HPF, RBC cast ++
🩺 রোগীর সাথে কথোপকথন করে এবং রিপোর্টগুলো দেখে আপনি কি বুঝলেন❓এখন আপনি কোনদিকে আগাবেন❓ডায়াগনোসিস নিশ্চিত করার জন্যে আর কি পরীক্ষা করতে দিতে চান❓ আপনার ডায়াগনোসিস কি হতে পারে❓
📎 তাই এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসায় এবং নিয়ম-কানুন মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
(ভিডিও রোগের ধরন বুঝানোর জন্যে)
✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️
©️🖋️by, Dr. Fahad Bin Jaman