Dr. Fahad Bin Jaman

Dr. Fahad Bin Jaman Dr. Fahad Bin Jaman
MBBS(SSMC-DU)
BCS(Health),
FCPS(Medicine)Final Part,
Indoor Medical Officer, Mitford Hospital, Dhaka.

Admin, FCPS Part-1 Medicine & FCPS Mid-term Medicine Group. YouTube Link:- https://youtube.com/?si=wbnFAMzkHIKMwnu1

30/11/2025

Beauty of my first posting place ❤️🌿

29/11/2025

🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
🩺 ৭০ বছরের একজন চাচা আপনার চেম্বারে আসলেন। দূর থেকে দেখলেন তার দুই হাত কাঁপছে, ছোট ছোট স্টেপ দিয়ে আপনার দিকে এগিয়ে আসতেছে।

👨‍⚕️: আসসালামু আলাইকুম চাচা। কী সমস্যা হচ্ছে বলুন?
👴: ওয়ালাইকুম আসসালাম বাবা। কয়দিন ধইরা হাত কাঁপতাছে, যখন আমি বিশ্রামে থাকি তখন।

👨‍⚕️: হাত কাঁপা কখন বেশি হয়? কাজ করার সময়, নাকি বিশ্রামের সময়?
👴: বিশ্রামের সময় বেশি হয়। কাজ করলে একটু কম লাগে।

👨‍⚕️: ঠিক আছে। হাঁটতে কোনো সমস্যা হয়?
👴: হাঁটার সময় মনে হয় পা ছোট হইয়া যাইতাছে… গতি ধীরে ধীরে কইমা যাইতাছে!

👨‍⚕️: শরীর শক্ত হয়ে যায় বা নড়াচড়া শুরু করতে কষ্ট হয়?
👴: হ বাবা, সকালে ঘুম থিকা উঠলে হাত-পা শক্ত থাকে। চলাফেরা শুরু করতে সময় লাগে।

👨‍⚕️: লিখতে কোনো সমস্যা হচ্ছে?
👴: হ বাবা, লেখা ছোট হয়ে যাইতাছে আগের মতো স্পষ্ট হয় না।

👨‍⚕️: মুখের অভিব্যক্তি বা কথা বলায় কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন?
👴: পরিবার বলছে আমার মুখটা নাকি একটু “মাস্কের মতো” লাগে। কথা বললেও একটু নিচু স্বরে হয়।

👨‍⚕️: ঠিক আছে। বুঝতে পেরেছি।
👴: এর চিকিৎসা কীভাবে হইব?

👨‍⚕️: চাচা, ওষুধ দিয়ে বেশিরভাগ সময় লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়মিত ফলো-আপ, ব্যায়াম এবং ফিজিওথেরাপিও খুব গুরুত্বপূর্ণ।
👴: আচ্ছা বাবা, আমি নিয়মিত আসবো।

👨‍⚕️: ঠিক আছে। চিন্তা করবেন না, আমরা ধাপে ধাপে চিকিৎসা চালিয়ে যাবো ইনশাআল্লাহ

🩺 রোগীর সাথে কথোপকথন করে কি বুঝলেন❓এখন আপনি কোনদিকে আগাবেন❓কি ট্রিটমেন্ট শুরু করবেন❓আপনার ডায়াগনোসিস কি হতে পারে❓

📎 তাই এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসায় এবং নিয়ম-কানুন মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
(ভিডিও রোগের ধরন বুঝানোর জন্যে)

✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️

©️🖋️by, Dr. Fahad Bin Jaman

28/11/2025

Through back to 24th Bangladesh Society of Medicine International Congress & Scientific Seminar 2025 🖋️

24/11/2025

🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
🩺 ৫৫ বছরের একজন চাচা। খুবই উদ্বিগ্ন, চোখেমুখে দুশ্চিন্তার ছাপ, আপনার চেম্বারে আসলেন।

👨‍⚕️: আসসালামু আলাইকুম চাচা, বসুন। বলুন কি সমস্যা?
👴: বাবা, আমার লিভারের অবস্থা নিয়া খুব চিন্তায় আছি। আপনি বলছিলেন আমার Hepatitis B থেকে লিভার ড্যামেজ হইছে এবং এখন খারাপ অবস্থার(Decompensated stage) দিকে আছে! এর মানে কী?

👨‍⚕️: বুঝতে পারছি আপনি উদ্বিগ্ন। Decompensated CLD মানে লিভার তার স্বাভাবিক কাজ করতে পারছে না, এবং জটিলতা দেখা দিয়েছে — যেমন: পেটে অস্বাভাবিকভাবে পানি জমতেছে(ascites), jaundice, মস্তিষ্কের কর্মহীনতা (encephalopathy) অথবা পেটের ভেতর অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ(variceal bleeding)।আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো Grade-3 esophageal varix, যেটা ফেটে রক্তক্ষরণ করতে পারে।

👴: তাইলে কি অবস্থাটা খুব খারাপ?
👨‍⚕️: এটা অবশ্যই সিরিয়াস, কিন্তু আমরা চিকিৎসা ও নিয়ম মেনে চলার মাধ্যমে ঝুঁকি অনেকটা কমাতে পারি। Beta-blocker, endoscopic band ligation, sodium restriction, antiviral therapy—এই চিকিৎসাগুলো খুব গুরুত্বপূর্ণ।

👴: আমার কতদিন বাঁচার আশা করা যায়?
👨‍⚕️: Prognosis নির্ভর করে কিছু ফ্যাক্টরের ওপর—
✅ Liver function (Child-Pugh/MELD score)
✅ Bleeding control
✅ Infection prevention
✅ Antiviral response
✅ Lifestyle factors

অনেক রোগী সঠিক চিকিৎসায় কয়েক বছর স্থিতিশীলভাবে থাকতে পারেন। তবে uncontrolled bleeding বা repeated decompensation থাকলে ঝুঁকি বেড়ে যায়।

👴: আমার Liver transplantation কি লাগবো?
👨‍⚕️: ভবিষ্যতে transplant consideration লাগতে পারে—বিশেষত যদি 👇
🚩বারবার bleeding হয়
🚩Encephalopathy বাড়তে থাকে
🚩ascites control না হয়
🚩MELD score বেশি হয়

তবে এখনই আমরা অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো।

👴: আমি কী করলে অবস্থার উন্নতি হবে?
👨‍⚕️: ✅ Antiviral নিয়মিত নিতে হবে
✅ Alcohol খেয়ে থাকলে সম্পূর্ণ বন্ধ করতে হবে
✅ Low-salt diet (কম লবণযুক্ত খাবার)
✅ নিয়মিত follow-up endoscopy
✅ Vaccination (HAV, pneumococcal)
✅ হঠাৎ করে বমি ও বমির সাথে রক্ত আসা, কাল পায়খানা–এ সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে

👴: শুনে একটু সাহস পাইতাছি। ধন্যবাদ স্যার।
👨‍⚕️: আপনাকেও ধন্যবাদ। মানসিকভাবে দৃঢ় থাকুন, নিয়ম মেনে চলুন—আমরা আপনার পাশে আছি।

📎 তাই এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসায় এবং নিয়ম-কানুন মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
(ভিডিও রোগের ধরন বুঝানোর জন্যে)

✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️

©️🖋️by, Dr. Fahad Bin Jaman

23/11/2025

অনেক সুন্দর একটি মুহুর্ত ছিল ❤️ বলুন তো, জায়গাটা কোথায়?

22/11/2025

🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
🩺 ২৫ বছরের একজন যুবতী আপনার চেম্বারে আসলেন। আপনি দূর থেকে দেখলেন, তার ফেইসে নাকের দুই সাইডে লালচে লালচে হয়ে আছে।
👨‍⚕️: বসুন, বলুন কি সমস্যা?
🤦‍♀️: স্যার, কয়েক মাস ধরে শরীরটা খুব ক্লান্ত লাগে। সকালে উঠলেই হাত–পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়।

👨‍⚕️: ব্যথা কি ফুলে যায়? আর ব্যথা কি দুই পাশেই সমান থাকে?
🤦‍♀️: জি, দুই হাতেই থাকে, আর মাঝে মাঝে আঙুল ফুলে থাকে।

👨‍⚕️: আচ্ছা! আর কি মুখে বা গালে কোনো দাগ দেখা গেছে? বিশেষ করে রোদে বের হলে?
🤦‍♀️: জি স্যার! রোদে বের হলেই গালের ওপর প্রজাপতির মত লাল লাল দাগ হয়ে যায়।

👨‍⚕️: বুঝলাম। আপনার কি মুখের ভেতরে ঘা হয়? বা চুল বেশি ঝরে?
🤦‍♀️: জি, মাঝে মাঝে মুখে ঘা হয়, আর চুলও ইদানীং অনেক পড়ে যাচ্ছে।

👨‍⚕️: জ্বর, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট বা প্রস্রাবে ফেনা–এসব কিছু হয়েছে?
🤦‍♀️: হালকা হালকা গায়ে গায়ে জ্বর হয়, আর মাঝে মাঝে প্রস্রাবে ফেনা দেখি।

👨‍⚕️: আমরা কিছু পরীক্ষা করবো। এরপর চিকিৎসা শুরু করবো ইনশাআল্লাহ
🤦‍♀️: এই রোগ কি সম্পূর্ণ ভালো হয় স্যার?

👨‍⚕️: এটা একটি দীর্ঘমেয়াদি রোগ, তবে ওষুধ ও নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে রাখা যায়।
🤦‍♀️: আচ্ছা স্যার, আমি পরীক্ষাগুলো করে রিপোর্ট নিয়ে ফলোআপে আসবো ইনশাআল্লাহ

🎯 ৩ দিন পর রোগী পরীক্ষার রিপোর্ট নিয়ে ফলোআপে আসলেন 👇
রিপোর্টে দেখলেন ⬇️
✅ CBC ➡️ Hb: 9 g/dl, WBC: 6.5 x 109/L, N-66%, L-32%, M-2%
Platelets: 230 x 109/L
✅ ESR: 60 mm in 1st hour
✅ CRP: 5 mg/L
✅ Urine R/E: Albumin ++, Pus cell 4-6/HPF, RBC 10-15/HPF, RBC cast ++

🩺 রোগীর সাথে কথোপকথন করে এবং রিপোর্টগুলো দেখে আপনি কি বুঝলেন❓এখন আপনি কোনদিকে আগাবেন❓ডায়াগনোসিস নিশ্চিত করার জন্যে আর কি পরীক্ষা করতে দিতে চান❓ আপনার ডায়াগনোসিস কি হতে পারে❓

📎 তাই এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসায় এবং নিয়ম-কানুন মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
(ভিডিও রোগের ধরন বুঝানোর জন্যে)

✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️

©️🖋️by, Dr. Fahad Bin Jaman

20/11/2025

বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা ❤️

19/11/2025

🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
🩺 ৩৫ বছরের একজন পুরুষ আপনার চেম্বারে আসলেন, চেহারায় বিষন্নতার ছাপ!

👨‍⚕️: আসসালামু আলাইকুম। বসুন, কী সমস্যা নিয়ে এসেছেন?
🤦‍♂️: ওয়ালাইকুম আসসালাম স্যার। কয়েক সপ্তাহ ধইরা মাঝে মইধ্যেই শ্বাসকষ্ট হইতাছে। বিশেষ কইরা সিঁড়ি দিয়া উঠলে, আবার একটু জোরে হাঁটলে মনে হয় বুক ধড়ফড় করতাছে!

👨‍⚕️: আগে কি এমন ছিল?
🤦‍♂️: না স্যার। আগের মত কাজ করবার পারিনা। আর একটা ব্যাপার—গত কয়দিন ধইরা রাইতে বালিশ উঁচা কইরা ঘুমাইতে হয়, নইলে শ্বাস নিতে কষ্ট হয়।

👨‍⚕️: ঠিক আছে। বুকে ব্যথা, মাথা ঘোরা বা দুর্বলতা হয়?
🤦‍♂️: মাঝে মইধ্যে বুকের মইধ্যে চাপ অনুভব করি, আর দুর্বল লাগে।

👨‍⚕️: আচ্ছা, আমি আপনার pulse একটু দেখি। (Pulse ধরে) আপনার pulse টা জোরে উঠে আবার হঠাৎ নেমে যায়, যেটাকে আমরা collapsing pulse বা Corrigan’s sign বলি।
🤦‍♂️: এটা কেমন সমস্যা ডাক্তার?

👨‍⚕️: এটার মানে হৃদপিণ্ডের বাম দিকের একটি ভাল্ভ ঠিকমত বন্ধ হচ্ছে না। ফলে হার্ট থেকে রক্ত বের হওয়ার পর আবার কিছু রক্ত উল্টো পথে ফিরে আসে।
🤦‍♂️: তাই নাকি! তাই কি শ্বাসকষ্ট হইতাছে?

👨‍⚕️: জি। কারণ হার্টকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এর ফলে:
দ্রুত pulse, বুক ধড়ফড় করা, সিড়ি দিয়ে উপরে উঠলে বা জোরে হাঁটলে শ্বাসকষ্ট, রাতে শ্বাসকষ্ট, দুর্বলতা
—এসব লক্ষণ দেখা যায়।
🤦‍♂️: এটা কী খুব গুরুতর স্যার?

👨‍⚕️: সঠিক চিকিৎসা করলে নিয়ন্ত্রণ করা যায়। কিছু ক্ষেত্রে ওষুধ দিয়ে লক্ষ্মণ কমানো হয়, আর যদি সমস্যা বেশি হয় তাহলে valve repair বা replacement লাগতে পারে।
🤦‍♂️: এখন কী করা লাগবো?

👨‍⚕️: আপনার একটি echocardiogram করতে হবে। এতে আমরা নিশ্চিত হতে পারব ভাল্ভের সমস্যা কতটা। সাথে কিছু রক্ত পরীক্ষা করাবেন। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।
🤦‍♂️: ঠিক আছে স্যার। ধন্যবাদ।

👨‍⚕️: আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা করবেন না। রিপোর্ট দেখে আমরা সঠিকভাবে চিকিৎসা শুরু করব ইনশাআল্লাহ

🩺 রোগীর সাথে কথোপকথন করে আপনি কি বুঝলেন❓এখন আপনি কোনদিকে আগাবেন❓ কি পরীক্ষা করতে দিবেন❓ আপনার ডায়াগনোসিস কি হতে পারে❓

📎 তাই এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসায় এবং নিয়ম-কানুন মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
(ভিডিও রোগের ধরন বুঝানোর জন্যে)

✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️

©️🖋️by, Dr. Fahad Bin Jaman

18/11/2025

যে বলতে পারবে জায়গাটা কোথায় তার জন্যে একটা বিশেষ পুরষ্কার আছে‼️🎁
সিলেট বিভাগের কে কে আমার লিস্টে আছেন? ❤️

17/11/2025

🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
শীতের সিজনে Bronchial Asthma এবং COPD তে আক্রান্ত রোগীদের কাশি এবং শ্বাসকষ্টের তীব্রতা(exacerbation) বেড়ে যেতে পারে। তাই Asthma & COPD তে আক্রান্ত রোগীদের অন্যান্য ওষুধের পাশাপাশি Inhaler সঠিক নিয়মে নেওয়া খুবই প্রয়োজন, এতে করে Inhaler এর সঠিক ব্যাবহার নিশ্চিত হয়, রোগের তীব্রতা অনেকাংশে কমে যায়। কারণ অনেক রোগীর ক্ষেত্রেই অভিযোগ থাকে যে, ইনহেলার নিয়মিত নিচ্ছি কিন্তু কাশি আর শ্বাসকষ্ট কমতেছে না! তাই সকল রোগীর ক্ষেত্রে ইনহেলারের সঠিক ব্যাবহার নিশ্চিত করতে হবে।

✅ চলুন, Inhaler নেওয়ার সঠিক নিয়ম (Step-by-Step Guide) জেনে নেয়া যাক 👇

👴 1. MDI (Metered Dose Inhaler / পাফ ইনহেলার) ব্যবহারের নিয়ম,
যেমন: Salbutamol, Fluticasone, Budesonide ইত্যাদি

👉 স্পেসার থাকলে সবচেয়ে ভালো (বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য)

ধাপসমূহ ⬇️
1️⃣ ইনহেলার ভালোভাবে ঝাঁকাতে হবে (5–10 বার)।
2️⃣ কভার খুলে মুখে স্পেসার লাগান (স্পেসার ছাড়া হলে সরাসরি মুখে নিন)।
3️⃣ প্রথমে দম ছাড়ুন (exhale)।
4️⃣ এখন মুখ দিয়ে স্পেসারের মুখপত্র/ইনহেলার পুরোপুরি চেপে ধরুন।
5️⃣ ইনহেলার চাপ দিন এবং সাথে সাথে ধীরে ধীরে লম্বা শ্বাস নিন।
6️⃣ শ্বাস নেওয়ার পর 10 সেকেন্ড নিঃশ্বাস আটকে রাখুন।
7️⃣ তারপর ধীরে ধীরে দম ছাড়ুন।
8️⃣ প্রয়োজনে ২য় পাফ নেওয়ার আগে 30–60 সেকেন্ড অপেক্ষা করুন।
⭐ গুরুত্বপূর্ণ তথ্য 👇
স্টেরয়েড ইনহেলার, যেমন, (Budesonide/Fluticasone/Seretide) নেওয়ার পর মুখ ধুয়ে কুলি করতে হবে → Oral candidiasis (ফাঙ্গাল ইনফেকশন) থেকে বাঁচতে।

🧓 2. DPI (Dry Powder Inhaler) ব্যবহারের নিয়ম,
যেমন: Turbuhaler, Accuhaler, Rotacaps ইত্যাদি

ধাপসমূহ ⬇️
1️⃣ ডিভাইস খুলুন এবং ডোজ লোড করুন (যেমন Turbuhaler ঘুরিয়ে, Accuhaler স্লাইড করে)।
2️⃣ প্রথমে দম ছাড়ুন (ডিভাইসে ফুঁ দেবেন না)।
3️⃣ ডিভাইস মুখে নিয়ে জোরে ও গভীরভাবে শ্বাস নিন (Inhale fast & deep)।
4️⃣ 10 সেকেন্ড নিঃশ্বাস চেপে রাখুন।
5️⃣ ধীরে শ্বাস ছাড়ুন।
6️⃣ প্রয়োজনে পুনরায় ডোজ লোড করে একইভাবে নিন।

⭐ মনে রাখবেন 👇
DPI তে ঝাঁকানোর প্রয়োজন নেই।
মুখ শুকনো থাকলে কাজ কমে যেতে পারে, তাই ইনহেলারের আগে বা পরে পানি খান।

✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️

©️🖋️by, Dr. Fahad Bin Jaman

16/11/2025

🔎 টিপস্ অফ দ্যা ডে ⬇️
৩০ বছরের একজন যুবক আপনার চেম্বারে আসলেন। চেহারা ভীত-সন্ত্রস্ত, চোখেমুখে দুশ্চিন্তার ছাপ! আপনি চেয়ারে বসতে বললেন।

🤦‍♂️: আসসালামু আলাইকুম স্যার।
👨‍⚕️: ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা বলুন?

🤦‍♂️: আমার গলায় একটা গোটা কয়েকদিন ধরে বড় হইতাছে। একটু ব্যথাও হয়।

👨‍⚕️: কতদিন ধরে ফোলা আছে?
🤦‍♂️: প্রায় এক মাস হইব। আস্তে আস্তে বড় হইতাছে। মাঝে মইধ্যে ব্যথাও করে, আবার কহনো ব্যথা থাকে না।

👨‍⚕️: জ্বর হয়? বিশেষ করে বিকেল বা রাতে?
🤦‍♂️: জ্বর হয় স্যার। বিকালের দিকে শরীর গরম গরম লাগে, রাইতে ঘাম দিয়া জ্বর ছাড়ে।

👨‍⚕️: ওজন কমেছে কি? ক্ষুধা কেমন?
🤦‍♂️: হ, গত এক মাসে ওজন কইম্মা গেছে। ক্ষুধাও কইম্মা গেছে! ঠিকমতন ভাত খাইবার পারিনা!

👨‍⚕️: ফোলা জায়গাটা দেখান তো… (শরীরের লিম্ফ নোড গুলো পরীক্ষা করে দেখার পর) ঘাড়ের বাম দিকের এই লিম্ফ নোডটা নরম, মোবাইল এবং একটু টেন্ডার। কখনো পুঁজ বের হয়েছে নাকি?
🤦‍♂️: না, এহনো হয়নাই। তবে মাঝে মইধ্যে মনে হয় ভিতরে নরম হইয়া গেছে।

👨‍⚕️: বুঝলাম। আপনি আগে টিবির চিকিৎসা নিয়েছেন কখনো? আপনার বাড়িতে কারো টিবি রোগ হইছিল কখনো?
🤦‍♂️: না, কখনো না। তবে আমাদের বাড়িতে আগে একজনের টিবি হইছিল।

👨‍⚕️: ঠিক আছে। আপনার রোগ নিশ্চিত হওয়ার জন্য আমরা কিছু পরীক্ষা করব—
🤦‍♂️: চিকিৎসা কি কঠিন?

👨‍⚕️: না, চিন্তা করবেন না। রিপোর্ট নিশ্চিত হলে অ্যান্টি-টিবি চিকিৎসা (ATT) শুরু করব। নিয়মিত খেলে সম্পূর্ণ ভালো হয়ে যাবেন।
🤦‍♂️: ঠিক আছে স্যার, আমি পরীক্ষা করিয়ে আসব।
👨‍⚕️: ভালো। রিপোর্ট নিয়ে আসলে আমরা চিকিৎসা শুরু করব ইনশাআল্লাহ

🩺 রোগীর সাথে কথোপকথন করে আপনি কি বুঝলেন❓এখন আপনি কোনদিকে আগাবেন❓ কি পরীক্ষা করতে দিবেন❓ আপনার ডায়াগনোসিস কি হতে পারে❓

📎 তাই এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসায় এবং নিয়ম-কানুন মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
(ভিডিও রোগের ধরন বুঝানোর জন্যে)

✅ নিয়মিত এইরকম পেতে পেইজটি করুন এবং সবাইকে সচেতন করতে পোস্টটি করে দেয়ার অনুরোধ রইলো, ধন্যবাদ ❤️

©️🖋️ by, Dr. Fahad Bin Jaman

Address

Premio Bijoy Garden, Sadek Khan Road, Rayer Bazar, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801787343077

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fahad Bin Jaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fahad Bin Jaman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category