Happy Paikari Shop

Happy Paikari Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Happy Paikari Shop, Medical and health, dhaka, Dhaka.

হলুদ নাকি গোলাপি 🥰🥰Dr Good health / Health Fit বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি...
05/12/2025

হলুদ নাকি গোলাপি 🥰🥰
Dr Good health / Health Fit
বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি প্রোডাক্ট যেগুলো অরজিনাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন
সবচেয়ে কম দামে

* উপকারিতা খাবারের রুচি বৃদ্ধি করে
🟢ঘুমের সমস্যা দূর করে
🟢হজমের সমস্যার দূর হয়
🟢সাদা স্রাবের সমস্যা দূর হয়
🟢ডিপ্রেশন কমাতে সাহায্য করে
🟢এবং ওজন বাড়ায়
🟥অর্ডার করতে নাম ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা
🟥যোগাযোগ করুন : 09638775428 📞
যেকোনো নাম্বার থেকে কল করলে পাবে

*ডেলিভারি চার্জ আলাদা
সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে
Weight Gain Dr Good health
*সবার শরীরে একরকম নয় তাই যাচাই-বাছাই করে এবং ইউটিউব গুগল এবং ডক্টর পরামর্শ ক্রমে নিজ ইচ্ছায় নিতে পারেন

Dr Good health
Helath Fit
Weight Gain




যারা ওজন বাড়াতে চান তাদের জন্য অনেক কার্যকর ডঃ বিশ্বাসের গুড হেলথ খাবারের রুচি এবং ঘুমের সমস্যার জন্য দারুন কাজ করে অর্...
12/11/2025

যারা ওজন বাড়াতে চান তাদের জন্য অনেক কার্যকর ডঃ বিশ্বাসের গুড হেলথ
খাবারের রুচি এবং ঘুমের সমস্যার জন্য দারুন কাজ করে অর্ডার করতে এখন ইনবক্স করুন

Dr. Biswash Good Health Capsule50capsule Stock NowOrder Now ?
30/09/2025

Dr. Biswash
Good Health Capsule
50capsule

Stock Now
Order Now ?

হলুদ নাকি গোলাপি 🥰🥰Dr Good health / Health Fit বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি...
15/03/2025

হলুদ নাকি গোলাপি 🥰🥰
Dr Good health / Health Fit
বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি প্রোডাক্ট যেগুলো অরজিনাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন
সবচেয়ে কম দামে

* উপকারিতা খাবারের রুচি বৃদ্ধি করে
🟢ঘুমের সমস্যা দূর করে
🟢হজমের সমস্যার দূর হয়
🟢সাদা স্রাবের সমস্যা দূর হয়
🟢ডিপ্রেশন কমাতে সাহায্য করে
🟢এবং ওজন বাড়ায়
🟥অর্ডার করতে নাম ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা
🟥যোগাযোগ করুন : 09638775428 📞
যেকোনো নাম্বার থেকে কল করলে পাবে

*ডেলিভারি চার্জ আলাদা
সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে
Weight Gain Dr Good health
*সবার শরীরে একরকম নয় তাই যাচাই-বাছাই করে এবং ইউটিউব গুগল এবং ডক্টর পরামর্শ ক্রমে নিজ ইচ্ছায় নিতে পারেন

Dr Good health
Helath Fit
Weight Gain




হলুদ নাকি গোলাপি 🥰🥰Dr Good health / Health Fit বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি...
15/03/2025

হলুদ নাকি গোলাপি 🥰🥰
Dr Good health / Health Fit
বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি প্রোডাক্ট যেগুলো অরজিনাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন
সবচেয়ে কম দামে

* উপকারিতা খাবারের রুচি বৃদ্ধি করে
🟢ঘুমের সমস্যা দূর করে
🟢হজমের সমস্যার দূর হয়
🟢সাদা স্রাবের সমস্যা দূর হয়
🟢ডিপ্রেশন কমাতে সাহায্য করে
🟢এবং ওজন বাড়ায়
🟥অর্ডার করতে নাম ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা
🟥যোগাযোগ করুন : 09638775428 📞
যেকোনো নাম্বার থেকে কল করলে পাবে

*ডেলিভারি চার্জ আলাদা
সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে
Weight Gain Dr Good health
*সবার শরীরে একরকম নয় তাই যাচাই-বাছাই করে এবং ইউটিউব গুগল এবং ডক্টর পরামর্শ ক্রমে নিজ ইচ্ছায় নিতে পারেন

Original Dr Biswas Good Helath Available
15/03/2025

Original Dr Biswas Good Helath Available

সারা বিশ্বেই ডিপ্রেশন বা বিষণ্নতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে বর্তমানে প্রায় ৩৫০ ...
14/03/2025

সারা বিশ্বেই ডিপ্রেশন বা বিষণ্নতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে বর্তমানে প্রায় ৩৫০ মিলিয়ন লোক বিষণ্নতা ব্যাধিতে ভুগছে, যা তাদেরকে অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশেও দিন দিন বিষণ্নতায় ভোগা রোগীর সংখ্যা বাড়ছে। দুঃখজনক হলো, বিষণ্নতা যে একটি রোগ সেটা অনেকে বোঝে না বা বুঝলেও তা স্বীকার করতে চায় না।

ডিপ্রেশন যে কি ভয়াবহ মানসিক ব্যাধি, যারা এ রোগে ভুগছেন তারাই বোঝেন তারা কোনো কাজ করতে পারেন না, কোনো কিছুতে উৎসাহ পান না, ঠিকমতো কারও সঙ্গে কথা বলেন না, সারা দিন কান্নাকাটি করেন। ভয়াবহ অবস্থা! প্রথমে কেউ বুঝতে পারেন না। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যায়। শুধু বিষণ্নতা রোগের কারণে তার নিজের তো বটেই, তার সন্তানদের জীবন পর্যন্ত বিপর্যস্ত হয়।

ডিপ্রেশন খুবই কমন কিন্তু মারাত্মক এক ধরনের মানসিক ব্যাধি, যা আপনার অনুভূতি, চিন্তাচেতনা ও কাজকর্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা অনেক সময় দুঃখবোধ (Sadness) ও বিষণ্নতাকে (Depression) এক বলে মনে করি। এ দুটি কিন্তু এক নয়। দুঃখবোধ হলো সাময়িক মন খারাপ; যা অল্প কিছু সময় পরই ঠিক হয়ে যায়। এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদিকে, ডিপ্রেশন দীর্ঘকালীন সমস্যা। যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত চিকিৎসার ও পরামর্শের প্রয়োজন হয়।

* ডিপ্রেশন কেন হয়

ডিপ্রেশন একটি জটিল রোগ। কেন এ রোগ হয় নির্দিষ্ট করে কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে অনেকের ক্ষেত্রেই কিছু কমন কারণ থাকে, যার জন্য এ রোগের উৎপত্তি হতে পারে।

▶ অপমানবোধ

মানসিক বা শারীরিকভাবে অবমাননার স্বীকার হলে অনেকে ডিপ্রেশন বা বিষণ্নতায় আক্রান্ত হয়।

▶ নিরাপত্তাহীনতা বা একাকিত্ব

সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতার কারণে অনেকে বিষণ্নতার স্বীকার হয়। তা ছাড়া, বাবা-মা, বন্ধুবান্ধব বা অন্য কাছের মানুষদের সঙ্গে সম্পর্কহীনতা বা মতবিরোধ থেকেও অনেকে বিষণ্নতায় ভুগে থাকেন।

▶ মৃত্যুশোক

কাছের মানুষের মৃত্যু অনেকের ক্ষেত্রে বিষণ্নতার ঝুঁকি বাড়ায়।

▶ বংশগত প্রভাব

পরিবারে কারও ডিপ্রেশন থাকলে তা অন্যদের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

▶ জীবন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন

জীবনে বড় কোনো পরিবর্তন ঘটলে তা থেকে অনেকে বিষণ্নতায় ভোগে। চাকরি হারালে, অবসরে গেলে, আয় কমে গেলে, জায়গা পরিবর্তন করলে, বিবাহবিচ্ছেদ ঘটলে, এমনকি নতুন বিয়ে করলেও অনেকে ডিপ্রেশনের স্বীকার হয়।

▶ বড় কোনো রোগের পার্শ্বপ্রতিক্রিয়া

বড় ধরনের কোনো রোগ থাকলে রোগী ডিপ্রেশনের স্বীকার হতে পারে।

▶ ওষুধের প্রভাব

নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের ফলেও কেউ কেউ বিষণ্নতায় আক্রান্ত হয়। যেমন, ব্রণের চিকিৎসায় ব্যবহৃত আইসোট্রেটিনিয়ন বা অ্যান্টিভাইরাল ‘ইন্টারফেরন-আলফা’ জাতীয় ওষুধ সেবনেও অনেকে বিষণ্নতায় আক্রান্ত হয়।

এ ছাড়াও আরও বিভিন্ন কারণে মানুষ বিষণ্নতায় ভুগে থাকে। ব্যক্তিভেদে বিষণ্নতার কারণে পার্থক্য দেখা যায়।

* কীভাবে বুঝবেন আপনি বিষণ্নতায় ভুগছেন

▶ কাজের প্রতি অনীহা

শখের কাজগুলোতে আপনি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছেন। কোনো কাজেই উৎসাহ পাচ্ছেন না। সারা দিন শুয়ে-বসে থাকাকেই মনে হবে সবচেয়ে সহজ কাজ এবং এর বাইরে সব কাজকেই বোঝা মনে হবে। একসময় যে কাজে খুব আনন্দ পেতেন ডিপ্রেশড হয়ে যাওয়ার পর সে কাজে কোনো আগ্রহই খুঁজে পাবেন না।

▶ খাদ্যাভ্যাসে পরিবর্তন

ডিপ্রেশনে আক্রান্ত হলে রেগুলার খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দেবে। হয় স্বাভাবিকের চেয়ে বেশি খাবেন আর নয়তো খাবারে অরুচি দেখা দেবে। ফলে আপনার ওজন দ্রুত বাড়বে বা কমতে থাকবে, যা শরীরে বিভিন্ন জটিলতার সৃষ্টি করবে।

▶ দীর্ঘকালীন অনিদ্রা

দীর্ঘসময় ধরে অনিদ্রা বিষণ্নতার একটি লক্ষণ। প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা বিষণ্নতায় ভুগছেন তাদের আশি ভাগেরই অনিদ্রার সমস্যা রয়েছে। যেসব রোগীর দীর্ঘকালীন অনিদ্রাজনিত সমস্যা রয়েছে তাদের বিষণ্নতায় আক্রান্ত হওয়ার আশংকা, যাদের এ সমস্যা নেই তাদের চেয়ে তিন গুণ বেশি। অনেক চিকিৎসকরা বিশ্বাস করেন, অনিদ্রা রোগের যথাযথ চিকিৎসার মাধ্যমে বিষণ্নতা রোগের তীব্রতা প্রশমন করা সম্ভব। যদি কারও দীর্ঘকালীন অনিদ্রজনিত সমস্যা থেকে থাকে, তবে হয়তোবা তিনি বিষণ্নতা রোগে ভুগছেন।

▶ অবসাদ

বিষণ্নতায় আক্রান্ত হলে অবসাদ আপনাকে গ্রাস করবে। তাই যখন দেখবেন আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো কিছুতেই উৎসাহ পাচ্ছেন না, তখন বুঝবেন আপনি একজন ডিপ্রেশনের রোগী।

▶ নিজের মধ্যে গুটিয়ে যাওয়া

বিষণ্নতার কারণে আপনি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে ফেলতে থাকবেন। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গ ভালো লাগবে না। সামাজিকতা অনেক সময় অসহনীয় হয়ে দেখা দেবে। একাকিত্ব ঘিরে ফেলবে আপনাকে, যা আপনার অসুস্থতা আরও বাড়িয়ে তুলবে।

▶ সবকিছুতেই মনোযোগের অভাব

বিষণ্নতার ফলে আপনি একটা ঘোরের মধ্যে ঢুকে যেতে থাকবেন। কোনো কিছুতেই ঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না। অন্যদের কথা মন দিয়ে শুনতে পারবেন না বা কোনো আলেচনায় অংশ নিতে পারবেন না।

▶ সব বিষয়ে নেতিবাচক মনোভাব

দুঃখবোধ, আশাহীনতা ও হতাশা আপনাকে ঘিরে ফেলবে। সবকিছুতেই নেতিবাচক মনোভাব দেখা দিতে থাকবে।

হলুদ নাকি গোলাপি 🥰🥰Dr Good health / Health Fit বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি...
04/11/2024

হলুদ নাকি গোলাপি 🥰🥰
Dr Good health / Health Fit
বর্তমান সময়ের খাবারের রুচি এবং হজম এবং ওজন বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর দুটি প্রোডাক্ট যেগুলো অরজিনাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন
সবচেয়ে কম দামে

* উপকারিতা খাবারের রুচি বৃদ্ধি করে
🟢ঘুমের সমস্যা দূর করে
🟢হজমের সমস্যার দূর হয়
🟢সাদা স্রাবের সমস্যা দূর হয়
🟢ডিপ্রেশন কমাতে সাহায্য করে
🟢এবং ওজন বাড়ায়
🟥অর্ডার করতে নাম ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা

যেকোনো নাম্বার থেকে কল করলে পাবে

*ডেলিভারি চার্জ আলাদা
সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে
Weight Gain Dr Good health
*সবার শরীরে একরকম নয় তাই যাচাই-বাছাই করে এবং ইউটিউব গুগল এবং ডক্টর পরামর্শ ক্রমে নিজ ইচ্ছায় নিতে পারেন

Dr. Biswas Good Health Capsule উপকরণ:  অশ্বগন্ধা, অনন্তমুল, দ্রক্ষ, ব্রাহ্মী, সাতমূলী, যষ্টিমধু, জটামংশী, শঙ্খপুষ্পী, বী...
29/08/2024

Dr. Biswas Good Health Capsule

উপকরণ:

অশ্বগন্ধা, অনন্তমুল, দ্রক্ষ, ব্রাহ্মী, সাতমূলী, যষ্টিমধু, জটামংশী, শঙ্খপুষ্পী, বীরাঙ্গ, গোখুর, আমলকি

11/06/2024

SB Harbo Health fit supplement 🔥
এটি ছেলে মেয়ে উভয়ই খেতে পারে।
চিকন ও পাতলা স্বাস্হ্যের জন্য চিকিৎসা বিজ্ঞানের এক সফল পন্য। এটি আপনার খুদা বাড়িয়ে দিবে।
Good Health হাল্কা পাতলা শরীরের ওজন বাড়িয়ে চেহারাকে করে তোলে সুন্দর এবং স্মার্ট।

অর্ডার করতে কল করুন পেইজে মেসেজ করুন

🍁Good Health শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তির যোগান দিয়ে ওজন বাড়াতে সাহায্য করে।
🍁 নিয়মিত খাওয়ার সঙ্গে সঙ্গে ৩-৪ সপ্তাহের মধ্যে কার্যকরীতা বোঝা যায়।
🍁 এটি গ্রহনের পাশাপাশি ব্যায়াম করলে শরীর দৃঢ় এবং সুগঠিত হয়।
খাওয়ার নিয়ম:
১ টা করে ক্যাপসুল সকালে খাবারের পরে।
১ টা করে ক্যাপসুল রাতে খাবারের পরে।
* শুধুমাত্র আমরাই দিচ্ছি 😍😍 ঢাকাতে মাত্র 70 ঢাকার বাইরে 120 টাকা তাও পাচ্ছেন হোম ডেলিভারি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট পেতে পারেন
* আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে আপনার *
নাম :
ঠিকানা :
এবং মোবাইল নম্বর লিখে ইনবক্স এ মেসেজ করুন
24 থেকে 48 ঘণ্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে 🥰🥰
( রেজিস্ট্রার ডক্টর এর পরামর্শ ব্যবহার করবেন )

26/05/2024

একটা অসাধারণ ভিটামিন সাপ্লিমেন্ট
Bicozin সবাইকে ইউজ করতে পারেন
যাদের ভিটামিন বি সমস্যা

26/05/2024

available😊 paikari

Address

Dhaka
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Paikari Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram