29/12/2025
⚠️স্বামী-স্ত্রীর সম্পর্কে বদনজরের শিকার হতে পারে-একটি ভিন্ন সত্য ঘটনা❗
ফারিহা আর সামিউল।
দুজনেই উচ্চশিক্ষিত, সচেতন, স্বপ্নবাজ এক
নবদম্পতি।বিয়ের পর প্রথম ছয় মাস যেন সিনেমার মতো কেটেছিল কখনো হুট করে ঘুরতে যাওয়া, একে অপরকে চমকে দেওয়া, ফেসবুক আর ইনস্টাগ্রামে
হাসিমাখা ছবি ভরা।পরিবার-পরিজন থেকে বন্ধুবান্ধব -সবার প্রশংসা, সবার নজর তাদের দিকেই।
কিন্তু ধীরে ধীরে অদ্ভুত এক অস্বস্তি ঢুকে পড়ল সংসারে।যা আগে আনন্দ ছিল, তা হয়ে উঠল ঝামেলার কারণ।সামিউল অকারণে ক্ষেপে যাচ্ছেন, ছোট কথায় বড় তর্ক।ফারিহার মনে অযাচিত সন্দেহ ঢুকছে,
অহেতুক কান্না আর ভুল বোঝাবুঝি বাড়ছে।একসময় এমন হলো-এক বিছানায় থেকেও যেন দূরত্ব বাড়তে লাগল।শুধু ঝগড়া আর অভিযোগ-সম্পর্ক বিষিয়ে উঠতে দেরি হলো না।
ডাক্তারের পরামর্শ, পারিবারিক হস্তক্ষেপ, দাম্পত্য থেরাপি-সবই তারা চেষ্টা করেছে।কিন্তু শান্তি আর হাসি যেন আর ফিরে আসে না।অবশেষে এক আত্মীয়ের কথায় রুকইয়াহ চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
প্রথম দিনেই যখন কুরআনের আয়াতের মাধ্যমে ডায়াগনোসিস রুকইয়াহ শুরু হলো, অদ্ভুত কিছু ঘটতে শুরু করল।সামিউলের মাথা ব্যথা বেড়ে গেল, ফারিহা চুপচাপ কান্নায় ভেঙে পড়লেন।রুকইয়াহর সাথে থাকা রাকি বললেন-বহুদিন ধরে এই দাম্পত্য বদনজরের ছায়ায় আছে।অজান্তেই অনেকে হিংসার চোখে দেখেছে, কেউ প্রশংসা করেছে ‘মাশা’আল্লাহ’ ছাড়া।সবাইকে দেখাতে গিয়ে নিজেরাই হয়ে গেছেন বদনজরের শিকার।
তাদের বলা হলো কিছু করণীয়।
দুজন একসাথে বসে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে একে অপরের উপর ফুঁ দিতে থাকলেন।সোশ্যাল মিডিয়া থেকে ব্যক্তিগত ছবিগুলো সরিয়ে ফেললেন।প্রতিদিন ঘরে সূরা বাকারাহ তিলাওয়াত শুরু হলো।রাতে ছোট ছোট রুকইয়াহ আমল স্থায়ীভাবে চালু রাখলেন।
দুই সপ্তাহের মধ্যে দৃশ্যই বদলে গেল।
ঝগড়া কমতে শুরু করল।রাতে আর অশান্তি থাকল না।একসময় যে দূরত্ব তৈরি হয়েছিল, আবারও তা মুছে গেল।ফারিহার মুখে হাসি ফিরল, সামিউলের চোখে মমতা ফিরে এলো।সবই আল্লাহর রহমত আর
কুরআনের শক্তি।
🔒 আপনার সংসার কি নিরাপদ?
যে কারো সম্পর্কেই বদনজর লাগতেপারে-বন্ধু,আত্মীয়, এমনকি কাছের মানুষ থেকেও।তাই প্রতিদিনের রুকইয়াহর আমল করা জরুরি।অপ্রয়োজনীয় ছবি আর সুখের গল্প প্রকাশ বন্ধ রাখুন।কারো প্রশংসা শুনলে ‘মাশা’আল্লাহ’ বলতে মনে করিয়ে দিন।
কুরআনের আলোয় জীবন গড়ুন, রুকইয়াহ সম্পর্কে ধারণা রাখুন, নিরাপদে থাকুন।আপনাদের সম্পর্ক কি অজান্তে বদনজরের শিকার?সেটা নিশ্চিত হতে আজই ডায়াগনোসিস করুন।সঠিক কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করুন।আল্লাহ চাইলে অসম্ভব কিছুই অসম্ভব নয়।
ডায়াগনোসিস করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।
Holi Healing Ruqyah & Hijama Center
House 12, Road 11, Nikunja-2, Khilkhet, Dhaka-1229 (Ground Floor)
📞 01928-104339
❗রুকইয়াহ সম্পর্কে বিস্তারিত জানতে ও ডায়াগনোসিস কীভাবে হয়,বিস্তারিত জানতে নিচের মন্তব্য পড়ুন ইনশাআল্লাহ❗
#স্বামীস্ত্রীসম্পর্ক