Raqi Ibn Foyez

Raqi Ibn Foyez বদনজর, বিয়ে বন্ধ ও জিন-যাদু ইত্যাদির যে কোনো প্যারানরমাল সমস্যর সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
(1)

30/12/2025

সুরা নাস,সুরা ফালাকের রুকইয়াহ

30/12/2025

আল্লামা নজরুল ইসলাম কাসেমী হাফিঃ কে নিয়ে সর্বশেষ আপডেট!আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ আছেন সবাই উনার জন্য দোয়া করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন।

30/12/2025

বাংলাদেশে এমন আইন হওয়া জরুরি, যেখানে সন্তানেরা যদি তাদের বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব না নেয়, তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে। যাতে ভয় নয়, বরং দায়িত্ববোধ থেকে হলেও তারা বাবা-মায়ের দেখভাল করে এবং সম্মানের সাথে রাখে।

আমাদের মা-বাবা সন্তানের শৈশবের সব কষ্ট, সব আবদার ও দুর্বলতা নিঃশর্তভাবে সহ্য করেন। অথচ আমরা সন্তানরা অনেক সময় তাদের বৃদ্ধকালের সামান্য অসহায়তা, অসুস্থতা সহ্য করতে পারি না!

আজ সামাজিক মাধ্যমে বৃদ্ধ বাবা–মায়ের কষ্টের ভিডিও সবাই শেয়ার দিচ্ছে, সহানুভূতি দেখাচ্ছে অনেকে দায়িত্ব নিতে চাচ্ছেন, তাদের প্রতি হাজার সম্মান জানাই, কিন্তু একবার ভেবে দেখুন,এই বাবা–মায়েদের কি সন্তান নেই? থাকলেও তারা কি সত্যিই তাদের দায়িত্ব পালন করছে? আমাদের সহানুভূতির চেয়ে এখন সবচেয়ে বেশি দরকার দায়িত্ববোধ আর কার্যকর আইন।

⚠️স্বামী-স্ত্রীর সম্পর্কে বদনজরের শিকার হতে পারে-একটি ভিন্ন সত্য ঘটনা❗ফারিহা আর সামিউল।দুজনেই উচ্চশিক্ষিত, সচেতন, স্বপ্ন...
29/12/2025

⚠️স্বামী-স্ত্রীর সম্পর্কে বদনজরের শিকার হতে পারে-একটি ভিন্ন সত্য ঘটনা❗

ফারিহা আর সামিউল।
দুজনেই উচ্চশিক্ষিত, সচেতন, স্বপ্নবাজ এক
নবদম্পতি।বিয়ের পর প্রথম ছয় মাস যেন সিনেমার মতো কেটেছিল কখনো হুট করে ঘুরতে যাওয়া, একে অপরকে চমকে দেওয়া, ফেসবুক আর ইনস্টাগ্রামে
হাসিমাখা ছবি ভরা।পরিবার-পরিজন থেকে বন্ধুবান্ধব -সবার প্রশংসা, সবার নজর তাদের দিকেই।

কিন্তু ধীরে ধীরে অদ্ভুত এক অস্বস্তি ঢুকে পড়ল সংসারে।যা আগে আনন্দ ছিল, তা হয়ে উঠল ঝামেলার কারণ।সামিউল অকারণে ক্ষেপে যাচ্ছেন, ছোট কথায় বড় তর্ক।ফারিহার মনে অযাচিত সন্দেহ ঢুকছে,
অহেতুক কান্না আর ভুল বোঝাবুঝি বাড়ছে।একসময় এমন হলো-এক বিছানায় থেকেও যেন দূরত্ব বাড়তে লাগল।শুধু ঝগড়া আর অভিযোগ-সম্পর্ক বিষিয়ে উঠতে দেরি হলো না।

ডাক্তারের পরামর্শ, পারিবারিক হস্তক্ষেপ, দাম্পত্য থেরাপি-সবই তারা চেষ্টা করেছে।কিন্তু শান্তি আর হাসি যেন আর ফিরে আসে না।অবশেষে এক আত্মীয়ের কথায় রুকইয়াহ চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

প্রথম দিনেই যখন কুরআনের আয়াতের মাধ্যমে ডায়াগনোসিস রুকইয়াহ শুরু হলো, অদ্ভুত কিছু ঘটতে শুরু করল।সামিউলের মাথা ব্যথা বেড়ে গেল, ফারিহা চুপচাপ কান্নায় ভেঙে পড়লেন।রুকইয়াহর সাথে থাকা রাকি বললেন-বহুদিন ধরে এই দাম্পত্য বদনজরের ছায়ায় আছে।অজান্তেই অনেকে হিংসার চোখে দেখেছে, কেউ প্রশংসা করেছে ‘মাশা’আল্লাহ’ ছাড়া।সবাইকে দেখাতে গিয়ে নিজেরাই হয়ে গেছেন বদনজরের শিকার।

তাদের বলা হলো কিছু করণীয়।
দুজন একসাথে বসে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে একে অপরের উপর ফুঁ দিতে থাকলেন।সোশ্যাল মিডিয়া থেকে ব্যক্তিগত ছবিগুলো সরিয়ে ফেললেন।প্রতিদিন ঘরে সূরা বাকারাহ তিলাওয়াত শুরু হলো।রাতে ছোট ছোট রুকইয়াহ আমল স্থায়ীভাবে চালু রাখলেন।

দুই সপ্তাহের মধ্যে দৃশ্যই বদলে গেল।
ঝগড়া কমতে শুরু করল।রাতে আর অশান্তি থাকল না।একসময় যে দূরত্ব তৈরি হয়েছিল, আবারও তা মুছে গেল।ফারিহার মুখে হাসি ফিরল, সামিউলের চোখে মমতা ফিরে এলো।সবই আল্লাহর রহমত আর
কুরআনের শক্তি।

🔒 আপনার সংসার কি নিরাপদ?
যে কারো সম্পর্কেই বদনজর লাগতেপারে-বন্ধু,আত্মীয়, এমনকি কাছের মানুষ থেকেও।তাই প্রতিদিনের রুকইয়াহর আমল করা জরুরি।অপ্রয়োজনীয় ছবি আর সুখের গল্প প্রকাশ বন্ধ রাখুন।কারো প্রশংসা শুনলে ‘মাশা’আল্লাহ’ বলতে মনে করিয়ে দিন।

কুরআনের আলোয় জীবন গড়ুন, রুকইয়াহ সম্পর্কে ধারণা রাখুন, নিরাপদে থাকুন।আপনাদের সম্পর্ক কি অজান্তে বদনজরের শিকার?সেটা নিশ্চিত হতে আজই ডায়াগনোসিস করুন।সঠিক কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করুন।আল্লাহ চাইলে অসম্ভব কিছুই অসম্ভব নয়।

ডায়াগনোসিস করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।
Holi Healing Ruqyah & Hijama Center
House 12, Road 11, Nikunja-2, Khilkhet, Dhaka-1229 (Ground Floor)
📞 01928-104339

❗রুকইয়াহ সম্পর্কে বিস্তারিত জানতে ও ডায়াগনোসিস কীভাবে হয়,বিস্তারিত জানতে নিচের মন্তব্য পড়ুন ইনশাআল্লাহ❗

#স্বামীস্ত্রীসম্পর্ক

অনেকের শরীরের বিভিন্ন অংশে হঠাৎ হঠাৎ গোশত লাফানো, কাঁপা বা নড়াচড়া অনুভূত হয়।অভিজ্ঞতায় দেখা যায় এটি অধিকাংশ সময় বদন...
29/12/2025

অনেকের শরীরের বিভিন্ন অংশে হঠাৎ হঠাৎ গোশত লাফানো, কাঁপা বা নড়াচড়া অনুভূত হয়।

অভিজ্ঞতায় দেখা যায় এটি অধিকাংশ সময় বদনজর অথবা যাদুর প্রভাবের কারণে হয়ে থাকে,তবে সব ক্ষেত্রেই জাদু বদনজরের কারণেই হয়ে থাকে বিষয়টি ঠিক এমনটি নয়।

🩺 শরীরের বিভিন্ন অংশে ঝাঁকি দেওয়াকে,মেডিকেলি ভাষায় বলা হয়।Muscle Twitching /Muscle Fasciculation

এই সমস্যাটি হতে পারে,স্নায়বিক দুর্বলতা,ভিটামিন ও মিনারেলের ঘাটতি,অতিরিক্ত মানসিকচাপ,দীর্ঘদিনের ক্লান্তি ইত্যাদি।প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

আর যদি কোনো মেডিকেল কারণ না পাওয়া যায়,তখন প্যারানরমাল চিকিৎসকের (রাকি) সাথে কাউন্সিলিং করা আবশ্যক।

::আমল।
প্রথম দিন এই আমলটি করে তেলে ফুঁ দিন,তারপর সেই তেল নিয়মিত ব্যবহার করুন ইনশাআল্লাহ।

:: নিয়ত।
মনে মনে দৃঢ় নিয়ত করবেন,হে আল্লাহ, বদনজর, যাদু বা যে কোনো অদৃশ্য ক্ষতির কারণে আমার শরীরে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, আপনি নিজ রহমতে সেগুলো সম্পূর্ণভাবে দূর করে দিন।নিয়ত যত শক্ত হবে, আল্লাহর সাহায্য তত দ্রুত আসবে‌ ইনশাআল্লাহ।

::তেলের পরিমাণ।
কালিজিরার তেল : ৩০ মিলি,অলিভ অয়েল : ৫০ মিলি
ভালো মানের আতর :৬/১০ মিলি,সবগুলো একটি পরিষ্কার বোতলে একসাথে মিশিয়ে নিন।

::দুরুদ শরীফ।
শুরুতে ১১ বার।
শেষে ১১ বার।

তেলাওয়াতযোগ্য আয়াতসমূহ
১️⃣ সূরা ফাতিহা ৭ বার
سورة الفاتحة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

২️⃣ প্রতিটি আয়াত ৩ বার করে।
সূরা ইউসুফ ১২:৬৭
وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ
সূরা কলম ৬৮:৫১
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ
সূরা ফালাক ১১৩:৫
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

৩️⃣ প্রতিটি আয়াত ৩ বার করে।
সূরা ইয়াসীন ৩৬:৭৮
قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ
সূরা হাজ্জ ২২:৫
وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ
সূরা মুমিনূন ২৩:১৪
فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا

৪️⃣প্রতিটি আয়াত ৩ বার করে।
সূরা নাহল ১৬:৮০
وَاللَّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا
সূরা ফুসসিলাত ৪১:২১
قَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا
সূরা মুদ্দাসসির ৭৪:২৯
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

৫️⃣ প্রতিটি আয়াত ৩ বার করে।
সূরা আনফাল ৮:২৫
وَاتَّقُوا فِتْنَةً لَّا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنكُمْ خَاصَّةً
সূরা আনআম ৬:৬৫
قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا
সূরা ইবরাহিম ১৪:৫০
سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ

৬️⃣ প্রতিটি আয়াত ৩ বার করে।
সূরা বাকারা ২:১০২
وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ
সূরা ইউনুস ১০:৮১–৮২
إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ
সূরা ত্বা-হা ২০:৬৯
وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ

৭️⃣ প্রতিটি আয়াত ৩ বার করে।
সূরা ইউনুস ১০:৫৭
قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ
সূরা ইসরা ১৭:৮২
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
সূরা শুআরা ২৬:৮০
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

::ফুঁ দেওয়ার নিয়ম‌।
সবগুলো আয়াতের তেলাওয়াত শেষে,
তেল ও আতর মিশ্রিত বোতলে ৩ বার ফুঁ দিবেন, তবে প্রতিটি আয়াতের জন্য আলাদা আলাদা বিসমিল্লাহির রহমানির রাহিম,বলতে পারলে ভালো, না বললে সমস্যা নাই।

::ব্যবহার পদ্ধতি।
প্রতিদিন রুকইয়াহর গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে যে যে জায়গায় গোশত লাফায়,সেখানে ডিপ ম্যাসাজের মতো করে আপনার তৈরি কৃত সাপ্লিমেন্টি ব্যবহার করুন।

::দ্রষ্টব্য।
এই সাপ্লিমেন্ট একবার প্রস্তুত করলে
৭–১৪ দিন ব্যবহার করুন, যদি সাপ্লিমেন্ট নষ্ট না হয়, যেমন দুর্গন্ধ, জমে যাওয়া ইত্যাদি সমস্যা পরিলক্ষিত না হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে। সুস্থতা কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে।

আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে পূর্ণ আরোগ্য দান করুন,আল্লাহুম্মা আমিন।
.✍️Raqi Ibn Foyez

29/12/2025

আপনার বাসায় এমন হয় ⁉️

গতকাল থেকে একটি কাক আমাদের বাড়ির আশপাশে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কাকটির গলায় কিছু বাঁধা আছে বলে প্রথমে ...
28/12/2025

গতকাল থেকে একটি কাক আমাদের বাড়ির আশপাশে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কাকটির গলায় কিছু বাঁধা আছে বলে প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সময় যত গড়াতে থাকে, কাকটির আচরণ তত বেশি সন্দেহজনক মনে হতে থাকে। আজ সকালে জাল দিয়ে কাকটিকে ধরা হলে তার গলায় বাঁধা অবস্থায় দুটি তাবিজ পাওয়া যায়। বিষয়টি স্বাভাবিক নয় এবং যেকোনো সচেতন মানুষের জন্যই এটি উদ্বেগের।

তাবিজ দুটি খুলে দেখা হলে ভেতরে কিছু নাম লেখা পাওয়া যায়। এর মধ্যে ছিল জন্নাতুল বকুয়া এবং খুকন আরা। এই নামগুলো কার বা কী উদ্দেশ্যে লেখা হয়েছে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে এ ধরনের পদ্ধতি সাধারণত মানুষের ক্ষতি করার উদ্দেশ্যেই ব্যবহার করা হয় বলে সমাজে প্রচলিত ধারণা রয়েছে। আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না, বরং বিষয়টিকে আল্লাহর দরবারে সোপর্দ করছি। আল্লাহ যেন সব ধরনের খারাপ নিয়ত ও অকল্যাণকর কাজ থেকে মানুষকে হেফাজত করেন।

বর্তমান সময়ে দেখা যাচ্ছে, অনেক মানুষ নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সহজ পথ হিসেবে জাদু ও তাবিজের আশ্রয় নিচ্ছে। বিশেষ করে পাগল করার জাদু নামক একটি ভয়ংকর প্রবণতা দিন দিন বাড়ছে। এই ধরনের কাজের মূল উদ্দেশ্য হয় কাউকে মানসিকভাবে ভেঙে ফেলা, তাকে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করা এবং ধীরে ধীরে অসুস্থ করে তোলা। অনেক সময় ভুক্তভোগী নিজেও বুঝতে পারে না তার সঙ্গে কী ঘটছে।

পাগল করার জাদুর শিকার হলে মানুষের আচরণে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। অকারণে হাসি কান্না, নিজের সঙ্গে নিজে কথা বলা, প্রচণ্ড রাগ বা ভয়, পরিচিত মানুষকে চিনতে না পারা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে। একই সঙ্গে মাথায় চাপ, ঘাড়ে ভারী অনুভূতি, ঘুমের মধ্যে চিৎকার করা কিংবা বুক ধড়ফড় করার সমস্যাও দেখা যায়।

এই ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তির ইবাদতেও বিঘ্ন ঘটে। কুরআন তিলাওয়াত বা শুনলে অস্বস্তি লাগে, নামাজে মন বসে না, আজান বা জিকিরে বিরক্তি তৈরি হয়। অনেক সময় হঠাৎ করেই ধর্মীয় বিষয় থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা দেখা যায়, যা আগে ছিল না।

এ ধরনের পরিস্থিতিতে ভয় পাওয়ার কিছু নেই। একজন মুমিনের প্রধান আশ্রয় আল্লাহ। সকাল ও সন্ধ্যার যিকিরে যত্নবান হওয়া, নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা এবং কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়ার ওপর আমল করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে অভিজ্ঞ ও বিশ্বস্ত রুকইয়াহ চিকিৎসকের সাহায্য নেওয়া যেতে পারে।

সবশেষে বলা যায়, সমাজে এমন ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা যেন কখনো হিংসা, প্রতিশোধ বা দুনিয়াবি স্বার্থের জন্য হারাম ও কুফরি পথে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাদু, বদনজর ও শয়তানি ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখুন। আমিন।
সংগৃহীত পরিমার্জিত।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহনবীজির উম্মত, প্রিয় ভাই ও বোনেরা। কেমন আছেন আপনারা? অনেক সময় একটি পরিবারে এমন কিছু অদ...
28/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
নবীজির উম্মত, প্রিয় ভাই ও বোনেরা। কেমন আছেন আপনারা?

অনেক সময় একটি পরিবারে এমন কিছু অদৃশ্য বন্ধন কাজ করে,যাকে বলা যায় যৌথ জাদু বা পারিবারিকর জাদু।এই ধরনের জাদু একা একজনকে নয়, বরং একসাথে গোটা পরিবারকে কিংবা পরিবারের একাধিক সদস্যকে প্রভাবিত করে।

🎯যৌথ জাদুর ধরন।
এই বন্ধন সাধারণত দেখা যায়,সন্তান না হওয়ার মাধ্যমে,বিয়ে বা দাম্পত্য জীবন নষ্ট করার মাধ্যমে,
কর্মজীবন ও জীবিকার পথে বাধা সৃষ্টি করার মাধ্যমে।
অনেক ক্ষেত্রে এই বন্ধন মা ও সন্তানদের সাথে, আবার কখনো ভাই-বোনদের সাথে, কখনো কখনো পুরো পরিবারের প্রত্যেককেই প্রত্যেকের সাথে এই জাদু জড়িয়ে থাকে।

🎯 একটি বাস্তব ঘটনা।
দুই দিন আগে একজন বোন ফোন দিয়ে, বাংলাদেশীবংশদ্ভূত,যিনি বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন,তার জন্য অনলাইনে রুকইয়াহ করার অনুরোধ করেন।

✍️উপসর্গগুলো বিশ্লেষণ করে যা পাওয়া যায়।
(১)স্বামীর মুখের দিকে তাকাতে না পারা।
(২)স্বামীর সাথে কথা বলতে তীব্র অস্বস্তি।
(৩)স্বামীর প্রতি চরম বিমুখতা ও অনুভূতিহীনতা।
(৪)পেট, জরায়ু ও ডিম্বাশয়ে ব্যথা।
(৫)হাড়ে ব্যথা।
(৬)ঘুমের মধ্যে আক্রমণের অনুভূতি।
(৭)বুকে চাপ ও অস্থিরতা।
(৮)মৃত মানুষ ও কবরস্থান দেখা।
(৯)তিনি ছয় বছর ধরে বিবাহিত, কিন্তু এখনো সন্তান হয়নি।

🎤রুকইয়াহ চলাকালীন লক্ষণসমূহ।
রুকইয়াহ শুরু হতেই তিনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান অবস্থাতেই কুরআন তিলাওয়াত চলতে থাকে।এই সময় তিনি তার স্বামীকে জড়িয়ে ধরে চাপ দিচ্ছেন, কখনো স্বামীর শরীর, আবার কখনো তার‌ ডান পায়ে বিশেষভাবে প্রতিক্রিয়া হচ্ছে।

জাদু নষ্ট হওয়ার সময় স্বামীর জুতার ফিতা খুলে ফেলেন,নিজের জুতার ফিতাও খুলে ফেলেন
যখন সবচেয়ে শক্তিশালী গিঁট নষ্ট হওয়ার জন্য দোয়া করা হয়, তখন তিনি বারবার তার বড় বোনের নাম বলতে থাকেন।

👨‍👩‍👧‍👦 গোপন রহস্য উন্মোচন.....!!
জিজ্ঞাসা করে জানা যায় ভাই-বোনেরা সবাই বিবাহিত
কিন্তু কারোই সন্তান নেই,বয়স বেড়ে যাওয়ায় এখন সন্তান হওয়ার সম্ভাবনাও নেই,সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে একসাথে পারিবারিক জাদু নষ্ট হওয়ার নিয়তে পুনরায় রুকইয়াহ করা হয়।

এরপর বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়।
তীব্র চিৎকার,প্রচণ্ড ব্যথা,পায় বেঁকে যাওয়া ও খিঁচুনি
ফোকাস চলে যায় বড় বোনের ওপর।কারণ সন্তান না হওয়া সহ সমস্ত জাদুর মূল গিটটি তার সাথেই যুক্ত ছিলো, যেহেতু তাদের মা দুনিয়াতে বেঁচে নেই তাই বড় বোনের সাথেই সবগুলো জাদু সম্পৃক্ত করে একসাথে গিঁট দেওয়া হয়েছে।

বিশেষ দ্রষ্টব্যঃ- অনেক অজ্ঞ রাকি এবং ওয়াসওয়াসায় আক্রান্ত রোগীরা মনে করবে,বড় বন নিজেই জাদুগুলো করেছে‌।

আল্লাহ‌ তায়ালার ইচ্ছায় শরীরের শক্তিশালী গিটগুলো ধ্বংস হওয়ার পরপরই, শরীরের সমস্ত ব্যথা ক্লান্তি দুর্বলতা আলসানি ইত্যাদি চলে যায় মন ও শরীরে এক ধরনের প্রশান্তি শুরু হয়। আলহামদুলিল্লাহ।
সুতরাং এটাই ছিল যৌথ জাদুর একটি স্পষ্ট বাস্তব উদাহরণ।

⚠️ গুরুত্বপূর্ণ বার্তা....!!
অনেক পরিবারে দেখা যায় ভাই-বোনদের কেউ বিয়ে করতে পারে না বিয়ে হলেও দ্রুত বিচ্ছেদ হয়ে যায়
জীবন থমকে থাকে,এমন ক্ষেত্রে সবাইকে নিয়ে একসাথে রুকইয়াহ করা জরুরি, এবং বিশেষভাবে মনোযোগ দিতে হয় ওই ব্যক্তির প্রতি যার সাথে জাদুর মূল গিঁটটি সংযুক্ত। আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ।আমরা কেবল মাধ্যম মাত্র।

প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর ওপর দরূদ পাঠ করতে ভুলবেন না। যারা এই পোস্ট করবেন প্রত্যেকেই বলুন (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

28/12/2025

আলহামদুলিল্লাহ।
আজ একজন বোন জানালেন, তার ছেলে পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।চিকিৎসার আগে সে ছিল অমনোযোগী, আচরণে অস্বাভাবিক ও রাগী! রুকইয়াহ গ্রহণের পর ধীরে ধীরে সব সমস্যা দূর হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা রুকইয়াকে অবহেলা করে, তারা এর বাস্তব উপকারিতা বুঝতে পারে না।
.....✍️Raqi Ibn Foyez

27/12/2025

শারীরিক রোগ ও আধ্যাত্মিক রোগের পারস্পরিক সম্পর্ক,কোনো বিবেকবান মানুষই অস্বীকার করতে পারে না যে শারীরিক রোগের সাথে আধ্যাত্মিক রোগ যেমন হাসাদ (হিংসা), বদনজর (চোখ লাগা) ও পুরনো জাদু এর গভীর সম্পর্ক রয়েছে।

বরং অনেক সময় শয়তানি আক্রমণই বহু শারীরিক রোগের মূল কারণ হয়ে দাঁড়ায়।এ বিষয়টি আমি নিজে বহুবার লক্ষ্য করেছি যেসব রোগীকে আমি রুকইয়াহ করেছি বা যারা আমার কাছে চিকিৎসা নিয়েছে, তাদের দশকের পর দশক সংখ্যক কেসে এই বাস্তবতা স্পষ্ট হয়েছে।

রুহানী আক্রমণের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শারীরিক রোগসমূহ।
🔹 গ্রন্থির কার্যকারিতার সমস্যা, বিশেষ করে থাইরয়েড গ্রন্থি যার ফলে আক্রান্ত ব্যক্তি অস্বাভাবিকভাবে হঠাৎ ওজন বেড়ে যায়
অথবাঅস্বাভাবিকভাবে অতিরিক্ত শুকিয়ে যায়।

🔹 রক্তচাপের সমস্যা উচ্চ বা নিম্ন উভয়ই,
এছাড়া ডায়াবেটিস।বদনজর ও ডায়াবেটিসের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা আমি পূর্বে ডায়াবেটিস ও বদনজরের সম্পর্ক” শীর্ষক লেখায় উল্লেখ করেছি।

🔹 হাড় ক্ষয় (অস্টিওপোরোসিস) ও জয়েন্টে প্রদাহ,
বিশেষ করে যদি জাদু মাটিতে ছিটানো (مرشوش) হয় এবং তার উপর দিয়ে মানুষ হাঁটে,
তাহলে এর প্রভাব সরাসরি হাড়ের উপর পড়ে বিশেষত শরীরের নিচের অংশে।

🔹 ইরিটেবল বাওয়েল সিনড্রোম (কোলনের সমস্যা) ও দীর্ঘস্থায়ী ব্যথা।
🔹 শরীরে আয়রন ও খনিজ পদার্থের ঘাটতি।
🔹 ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি।
🔹 স্নায়ু দুর্বলতা ও পেশির ঢিলাভাব।

কেন এসব সমস্যা তৈরি হয়?
কারণ, জাদু বা বদনজরের সাথে যুক্ত জ্বীন যখন শরীরে প্রবেশ করে বা শরীরকে স্পর্শ করে,তা কখনোই ক্ষতি ছাড়া যায় না।বরং সে শরীরের ভেতরে চলাচল করে বহু স্বাস্থ্যগত সমস্যা রেখে যায়।

হাদিসে এসেছে।
শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়।
(সহিহ হাদিস)এভাবে শরীরের রক্তনালীর ভেতর দিয়ে চলাচল করা মোটেও সহজ বা ক্ষতিহীন নয়।এর ফলে আক্রান্ত ব্যক্তি শয়তানের ধাক্কা ও প্রভাব থেকে রেহাই পায় না।

কুরআনে আল্লাহ বলেন।
তারা দাঁড়াতে পারবে না,যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দেয়(সূরাআল-বাকারা)
শুধু ওষুধে কেন কাজ হয় না?যখন রোগের মূল কারণ রুহানী থাকে,আর তা দূর না করা হয়,তখন কেবল মেডিকেল চিকিৎসা অনেক সময় ফলপ্রসূ হয় না।
এ কারণে শরীয়তসম্মত রুকইয়াহকে উপেক্ষা করা উচিত নয়।

বরং আক্রমণের মাত্রা অনুযায়ী রুকইয়াহ করা জরুরি।
রাসূলুল্লাহ ﷺ অসুস্থ হলে মু‘আউইযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) পড়ে নিজের উপর ফুঁ দিতেন—
এটি সুন্নাহ।যারা শারীরিক প্রভাব অস্বীকার করে তাদের উদ্দেশ্যে যারা বলে যে জাদু বা বদনজরের কারণে শরীরের রোগ হয় না।

তাদের প্রশ্ন‌...!!
▪ নবী ﷺ নিজে জাদুর কারণে অসুস্থ হয়েছিলেন—এ বিষয়ে আপনার কী মত?
▪ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘদিন জাদুর কারণে অসুস্থ ছিলেন এ হাদিসগুলোর কী ব্যাখ্যা?
সব প্রমাণ সহিহ হাদিসে বিদ্যমান।আল্লাহই সর্বাধিক জ্ঞাত।

27/12/2025

হে আল্লাহ হিংসুকের সমস্ত হিংসা গুলো, ধ্বংস করে দিন।

Address

House-12, Road-11, Nikunja-2, Khilkhet Dhaka
Dhaka
1229

Telephone

+8801928104339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Ibn Foyez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Ibn Foyez:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram