First Aid Foundation

First Aid Foundation Non Profit Organisation

" First Aid Foundation"
এর কর্মকাণ্ড নিম্নরূপঃ

১) দেশের যে কোন স্থানে যে কোন সময় যে কোন ধরনের দুর্যোগে সব রকম সহায়তা নিয়ে এগিয়া যাওয়া।

1) Helping people anywhere in the country when there is a crisis.

২) দুর্গম এলাকার সম্পূর্ণ অসহায়ের মানুষের চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী পুনর্বাসন।

2) Helping to get treatment and Medicine in the remote parts of the country.

৩) দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা।

3) Working fore save pregnancy in the remote areas.

৪) দুর্গম এলাকায় নিরাপদ পানির উৎস তৈরি।
4) Making safe water source in the remote areas. .

৫) দুর্গম এলাকায় মানব সম্পদ উন্নয়নে কাজে যেমন সেলাই ম্যাসিন প্রদান ও প্রশিক্ষণ, হস্থ শিল্পে প্রশিক্ষণ, ছোট হাঁস/ মুরগির খামাড় তৈরি ইত্যাদি ।

5) Working on manpower development in remote areas by different training and support.

৬) সকল এলাকায় পরিত্যাক্ত শিশু আর অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পুনর্বাসনে ব্যবহার করা।
6) Working everywhere for poor and week women & children & elderly person.

৭) দুর্গম এলাকার ছাত্র- ছাত্রীদের উচ্চ শিক্ষায় সাহায্য করা ও বৃত্তির ব্যাবস্থা করা।
7) Helping poor students in remote areas to get education.

যারা দান করতে ইচ্ছুক তারা ঠিক করে দিতে পারবেন দানের টাকা কোন ক্ষাতে খরচ করতে হবে। দেই সাথে যারা যে কোন পরিমান অর্থ দান করতে চান, তারা আমাকে ইনবক্স বা এই পোষ্টের নিচে কমেন্ট করতে পারেন। সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।

We need Your support with suggestion and Finance.

অথবা নিচের ঠিকানায়ঃ-

বাড়ি নাম্বারঃ ৪০৮, রোডঃ ২৯,
মহাখালি ডিওএইচএস,
ঢাকা। (নিচ তলা)

Our Address:

House: 408, Road: 29,
Mohakhali DOHS,
Dhaka Contentment, Dhaka. You can send money through B cash.
বি ক্যাস নাম্বার (পার্সোনাল)
B cash Number (Personal)

01971800100

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হলে

Md. Shamsuddoha Tapos
SB A/C No. 2126217004849
Prime Bank Limited,
Foreign Exchange Branch (170272326).



আমাদের এই উদ্যোগটি এগিয়ে নিতে আপনার সহায়তা চাইছি।

আল্লাহ্‌ আমাদের সকলের সহায় হোক।

We are deeply saddened by the tragic aircraft incident at Milestone School and Collage. Heartfelt condolences to the fam...
21/07/2025

We are deeply saddened by the tragic aircraft incident at Milestone School and Collage. Heartfelt condolences to the family members of Pilot Toukir and innocent kids. And the incident left many students severely injured. Sharing some blood donors contact information if it saves anybody’s life.

22/08/2024

ইমার্জেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে ত্রান সহায়তা যাচ্ছে খাগড়াছড়ির দিঘিনালায়...

খাগড়াছড়ি সদর এবং আশেপাশে এলাকার জন্য আমাদের ত্রান সহায়তা অব্যাহত থাকবে, চাইলে যে কেউ সহযোগিতা করতে পারেন।ব্যাংক অ্যাকা...
22/08/2024

খাগড়াছড়ি সদর এবং আশেপাশে এলাকার জন্য আমাদের ত্রান সহায়তা অব্যাহত থাকবে, চাইলে যে কেউ সহযোগিতা করতে পারেন।

ব্যাংক অ্যাকাউন্টঃ
AC Name: Emergency First Aid Foundation
AC. No. 00733004830
Scotia Branch
Routing No. 070276130

বিকাশ (ব্যক্তিগত):
01715029020; 01971800100; 01781557799

যদি কেউ সহায়তা করার জন্য, সরাসরি টাকা জমা/পাঠান, তাহলে দয়া করে ম্যাসেজ এ জানাবেন

"ইমার্জেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন"-এর ট্রাস্টি বোর্ডের তাৎক্ষণিক সিদ্ধান্তে আজ খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এবং পেরাছড়া এল...
21/08/2024

"ইমার্জেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন"-এর ট্রাস্টি বোর্ডের তাৎক্ষণিক সিদ্ধান্তে আজ খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এবং পেরাছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কিছু পরিবারকে নিজেদের জরুরী ফান্ড থেকে জরুরী ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মাত্র কয়েক ঘন্টার ভেতর এই ত্রাণ কার্যে প্রত্যক্ষ সমন্বয় করেছে আমার ভাতিজা Futanta Chakma সহযোগিতা করেছেন Hithertha Chakma দাদা।

আপনারা যারা আমাদের ফাউন্ডেশন সম্পর্কে জানেন তারা অবশ্যই জেনে থাকবেন খাগড়াছড়ি সহ পাহাড়ের তিন জেলায় যে কোন জরুরি প্রয়োজনে ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন রেসপন্স সবসময়ই খুব দ্রুত হয়। এই ধরনের সহায়তা নিয়মিত, চলমান এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করবো যথাসাধ্য অব্যাহত রাখতে।

www.efafbd.org

তালেমন নেছা, স্বামীঃ আব্দুস সাত্তার, ঠিকানাঃ ধনার চর টাংরা পাড়া,রৌমার, কুড়িগ্রাম।মাত্র কয়দিন আগে এই অসহায় বৃদ্ধা মহিলা অ...
01/10/2023

তালেমন নেছা,
স্বামীঃ আব্দুস সাত্তার,
ঠিকানাঃ ধনার চর টাংরা পাড়া,
রৌমার, কুড়িগ্রাম।

মাত্র কয়দিন আগে এই অসহায় বৃদ্ধা মহিলা অন্যের বাড়ি থেকে পানি আনার সময় আছাড় খেয়ে পড়ে চরমভাবে আহত হন।

টিউবওয়েল'টি স্থাপন এবং পাকা করে দেয়ার যাবতীয় খরচ প্রদান করেছেন এক নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী।

উল্লেখ্য যে কুড়িগ্রামের রৌমারীর বিভিন্ন স্থানে আমাদের উদ্যোগে টিউবওয়েল এবং স্যানেটারি ল্যাট্রিন নিয়মিতই স্থাপন করা হয়।

Emergency First Aid Foundation এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আমানউল্লাহ চৌধুরীর ( Aman Chowdry আংকেল) আমাদের ছেড়ে অসময়ে...
30/04/2023

Emergency First Aid Foundation এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আমানউল্লাহ চৌধুরীর ( Aman Chowdry আংকেল) আমাদের ছেড়ে অসময়ে চলে যাওয়ার আজ ৩ বছর।

আল্লাহ আমান আংকেল কে বেহেশত নসিব করুক।

বল্লমঝাড় ইউনিয়ন এবং গাইবান্ধা বাসস্ট্যান্ড, সদর, গাইবান্ধা...ঈদের ঠিক আগে গভীর রাতে যখন গাইবান্ধা জেলা পুলিশের সদস্যরা...
26/04/2023

বল্লমঝাড় ইউনিয়ন এবং গাইবান্ধা বাসস্ট্যান্ড, সদর, গাইবান্ধা...

ঈদের ঠিক আগে গভীর রাতে যখন গাইবান্ধা জেলা পুলিশের সদস্যরা আমাদের ফাউন্ডেশনের খাদ্য সহায়তার প্যাকেট নিয়ে বাড়িতে যখন উপস্থিত হন তখন এই বয়স্ক অভুক্ত মহিলা কান্নায় ভেঙে পরেন...

এই চোখের পানি কৃত্রিম না...
এই কান্না কৃত্রিম না, আর এটাই এখন সারাদেশের কোটি পরিবারের বাস্তবতা...

আলহামদুলিল্লাহ, আমাদের এবারের ঈদের খাদ্য সহায়তা'র প্যাকেট বিতরণের সবচেয়ে বড় অধ্যায়'টা এইমাত্র শেষ হলো। আজকে রাতের বিতরণ...
21/04/2023

আলহামদুলিল্লাহ,

আমাদের এবারের ঈদের খাদ্য সহায়তা'র প্যাকেট বিতরণের সবচেয়ে বড় অধ্যায়'টা এইমাত্র শেষ হলো।

আজকে রাতের বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হবে। আমরা সবাই খুব ক্লান্ত। বিস্তারিত পরে জানানো হবে।

মানুষগুলো'র আনন্দের সাথে আপনারা যারা আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক।

website: http://efafbd.org

ভয়াবহ গরম, তার ভেতরেই বিশাল কর্মযজ্ঞ। সব সময়ই আমাদের কেউ না কেউ উপস্থিত। আমরা চেষ্টা করি প্রতিটি জিনিসের পরিমাপ এবং মান ...
19/04/2023

ভয়াবহ গরম, তার ভেতরেই বিশাল কর্মযজ্ঞ। সব সময়ই আমাদের কেউ না কেউ উপস্থিত। আমরা চেষ্টা করি প্রতিটি জিনিসের পরিমাপ এবং মান যেন পারফেক্ট থাকে।

বাজারে গিয়ে মাথা খারাপ হবার অবস্থা। মাত্র ২ দিনে চিনির দাম ১০ টাকা বেশি, পোলাওর চাল ১২ টাকা, আলু ৩ টাকা, পেয়াজ ৬ টাকা, সেমাই ২০ টাকা, ভাতের চাল ১ টাকা বেশি কেজিতে। গুড় দুধ প্যাকেটে ১০/১৫ টাকা বেশি। এদিকে মুরগী আবার ভাবছে সে থেমে থাকবে কেন? রকেটের গতিতে উপরে ওঠার চেষ্টায় আছে।

১ বা ২ পরিবারের জন্য হলে বিষয়'টা তেমন চিন্তার কিছু না। কিন্তু হিসেব টা শতশত পরিবারের। কোন জিনিস ১ কেজি করে দিলেও ৩/৪ শ কেজি কিনতে হচ্ছে। বাজেট বাবাজী আমাদের পিষে দিচ্ছে একেবারে।

আলহামদুলিল্লাহ, তারপরও আনন্দ, তৈরি হচ্ছে আমাদের ঈদের খাদ্য সহায়তা প্যাকেট। যা দিয়ে ঈদের পরেও একটা পরিবার অনায়াসে ১০ দিন পার করে দিতে পারবে। কয়েকশ পরিবার ঈদের আনন্দের অংশিদার হবে আপনাদের সাথে যারা আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে ছিলেন।

অনেক ধন্যবাদ

website: http://efafbd.org

আলহামদুলিল্লাহ, প্রতি বছরের রমজানের মতন আজকে Emergency First Aid Foundation এর পক্ষ থেকে পুরান ঢাকার আলমগঞ্জে বুড়িগঙ্গা ...
16/04/2023

আলহামদুলিল্লাহ,

প্রতি বছরের রমজানের মতন আজকে Emergency First Aid Foundation এর পক্ষ থেকে পুরান ঢাকার আলমগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত "মুস্তাফিয়া হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায়" ছাত্র শিক্ষাকদের জন্য ইফতার, রাতের খাবার ও সাহারির আয়োজন করা হয়েছে।

Website: http://efafbd.org

Address

House 408, Road 29, Mohakhali DOHS
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

008801971800100

Alerts

Be the first to know and let us send you an email when First Aid Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram