19/04/2023
ভয়াবহ গরম, তার ভেতরেই বিশাল কর্মযজ্ঞ। সব সময়ই আমাদের কেউ না কেউ উপস্থিত। আমরা চেষ্টা করি প্রতিটি জিনিসের পরিমাপ এবং মান যেন পারফেক্ট থাকে।
বাজারে গিয়ে মাথা খারাপ হবার অবস্থা। মাত্র ২ দিনে চিনির দাম ১০ টাকা বেশি, পোলাওর চাল ১২ টাকা, আলু ৩ টাকা, পেয়াজ ৬ টাকা, সেমাই ২০ টাকা, ভাতের চাল ১ টাকা বেশি কেজিতে। গুড় দুধ প্যাকেটে ১০/১৫ টাকা বেশি। এদিকে মুরগী আবার ভাবছে সে থেমে থাকবে কেন? রকেটের গতিতে উপরে ওঠার চেষ্টায় আছে।
১ বা ২ পরিবারের জন্য হলে বিষয়'টা তেমন চিন্তার কিছু না। কিন্তু হিসেব টা শতশত পরিবারের। কোন জিনিস ১ কেজি করে দিলেও ৩/৪ শ কেজি কিনতে হচ্ছে। বাজেট বাবাজী আমাদের পিষে দিচ্ছে একেবারে।
আলহামদুলিল্লাহ, তারপরও আনন্দ, তৈরি হচ্ছে আমাদের ঈদের খাদ্য সহায়তা প্যাকেট। যা দিয়ে ঈদের পরেও একটা পরিবার অনায়াসে ১০ দিন পার করে দিতে পারবে। কয়েকশ পরিবার ঈদের আনন্দের অংশিদার হবে আপনাদের সাথে যারা আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে ছিলেন।
অনেক ধন্যবাদ
website: http://efafbd.org