" First Aid Foundation"
এর কর্মকাণ্ড নিম্নরূপঃ
১) দেশের যে কোন স্থানে যে কোন সময় যে কোন ধরনের দুর্যোগে সব রকম সহায়তা নিয়ে এগিয়া যাওয়া।
1) Helping people anywhere in the country when there is a crisis.
২) দুর্গম এলাকার সম্পূর্ণ অসহায়ের মানুষের চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী পুনর্বাসন।
2) Helping to get treatment and Medicine in the remote parts of the country.
৩) দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা।
3) Working fore save pregnancy in the remote areas.
৪) দুর্গম এলাকায় নিরাপদ পানির উৎস তৈরি।
4) Making safe water source in the remote areas. .
৫) দুর্গম এলাকায় মানব সম্পদ উন্নয়নে কাজে যেমন সেলাই ম্যাসিন প্রদান ও প্রশিক্ষণ, হস্থ শিল্পে প্রশিক্ষণ, ছোট হাঁস/ মুরগির খামাড় তৈরি ইত্যাদি ।
5) Working on manpower development in remote areas by different training and support.
৬) সকল এলাকায় পরিত্যাক্ত শিশু আর অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পুনর্বাসনে ব্যবহার করা।
6) Working everywhere for poor and week women & children & elderly person.
৭) দুর্গম এলাকার ছাত্র- ছাত্রীদের উচ্চ শিক্ষায় সাহায্য করা ও বৃত্তির ব্যাবস্থা করা।
7) Helping poor students in remote areas to get education.
যারা দান করতে ইচ্ছুক তারা ঠিক করে দিতে পারবেন দানের টাকা কোন ক্ষাতে খরচ করতে হবে। দেই সাথে যারা যে কোন পরিমান অর্থ দান করতে চান, তারা আমাকে ইনবক্স বা এই পোষ্টের নিচে কমেন্ট করতে পারেন। সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।
We need Your support with suggestion and Finance.
অথবা নিচের ঠিকানায়ঃ-
বাড়ি নাম্বারঃ ৪০৮, রোডঃ ২৯,
মহাখালি ডিওএইচএস,
ঢাকা। (নিচ তলা)
Our Address:
House: 408, Road: 29,
Mohakhali DOHS,
Dhaka Contentment, Dhaka. You can send money through B cash.
বি ক্যাস নাম্বার (পার্সোনাল)
B cash Number (Personal)
01971800100
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হলে
Md. Shamsuddoha Tapos
SB A/C No. 2126217004849
Prime Bank Limited,
Foreign Exchange Branch (170272326).
আমাদের এই উদ্যোগটি এগিয়ে নিতে আপনার সহায়তা চাইছি।
আল্লাহ্ আমাদের সকলের সহায় হোক।