স্বাস্থ্যকথা - HealthTalk BD

স্বাস্থ্যকথা - HealthTalk BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বাস্থ্যকথা - HealthTalk BD, Medical and health, Kazi Nazrul Islam Avenue, Dhaka.

স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ বিশেষ করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংযুক্ত হাসপাতাল( পিজি হাসপাতাল) এবং "সুপার স্পেশালাইজড হাসপাতাল" এর তথ্য........
"জানুন, বুঝুন, সুস্থ থাকুন — স্বাস্থ্যকথার সাথে!"

17/11/2025
📢 বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সার নির্মূল দিবস ২০২৫ উদযাপিতআজ ১৭ নভেম্বর ২০২৫, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএম...
17/11/2025

📢 বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সার নির্মূল দিবস ২০২৫ উদযাপিত
আজ ১৭ নভেম্বর ২০২৫, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযোগ্য মর্যাদায় পালিত হলো World Cervical Cancer Elimination Day-2025। জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ উপলক্ষে বটতলা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ—সময়সময়ে HPV টিকা, নিয়মিত VIA/HPV স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। সামাজিক কুসংস্কার ও লজ্জা দূর করে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।





📢 বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সার নির্মূল দিবস ২০২৫ উদযাপিতআজ ১৭ নভেম্বর ২০২৫, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএম...
17/11/2025

📢 বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সার নির্মূল দিবস ২০২৫ উদযাপিত
আজ ১৭ নভেম্বর ২০২৫, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযোগ্য মর্যাদায় পালিত হলো World Cervical Cancer Elimination Day-2025। জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ উপলক্ষে বটতলা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ—সময়সময়ে HPV টিকা, নিয়মিত VIA/HPV স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। সামাজিক কুসংস্কার ও লজ্জা দূর করে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।





17/11/2025

আউটডোর ১নং ভবন ও এ-ব্লক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
শাহবাগ, ঢাকা

বিএমইউ-তে আজ অনুষ্ঠিত হলো রোবটিক সার্জারি বিষয়ক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার— “The Role of Robotics in Surgery”। রোবটি...
17/11/2025

বিএমইউ-তে আজ অনুষ্ঠিত হলো রোবটিক সার্জারি বিষয়ক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার— “The Role of Robotics in Surgery”। রোবটিক প্রযুক্তি কীভাবে দেশের সার্জারি সেবাকে উন্নত করতে পারে, এর সুবিধা–অসুবিধা ও বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশেষজ্ঞরা।

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, রোবটিক সার্জারি চালু করা আমাদের স্বপ্ন, যা সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন সম্ভব। বিশেষ বক্তারা জানান, উন্নত চিকিৎসায় রোবটিক সার্জারির ভূমিকা অপরিসীম, তবে এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ ও দক্ষ জনবল।
সেমিনারে উপস্থাপিত গবেষণায় উঠে আসে—রোবটিক সার্জারির মাধ্যমে কম ব্যথা, কম রক্তপাত, দ্রুত সুস্থতা, 3D ভিশনসহ জটিল সার্জারি নিরাপদভাবে সম্পন্ন করার সুবিধাসমূহ।

🩸 ভ্যারিকোজ ভেইন কী?পায়ের শিরা ফুলে যাওয়া, মোচড়ানো বা কালচে হয়ে যাওয়াই ভ্যারিকোজ ভেইন। এটি সাধারণত তখন হয় যখন শিরা...
17/11/2025

🩸 ভ্যারিকোজ ভেইন কী?
পায়ের শিরা ফুলে যাওয়া, মোচড়ানো বা কালচে হয়ে যাওয়াই ভ্যারিকোজ ভেইন। এটি সাধারণত তখন হয় যখন শিরার ভাল্ভ দুর্বল হয়ে যায় এবং রক্ত সঠিকভাবে উপরে উঠতে পারে না।

💢 লক্ষণসমূহ:

👉পায়ের শিরা ফোলা ও বেঁকে যাওয়া
👉ভারী বা ব্যথাযুক্ত অনুভূতি
👉পায়ে ফোলা, চুলকানি বা জ্বালাপোড়া
👉রাতে খিঁচুনি
👉ত্বকের রঙ পরিবর্তন বা ক্ষত

💉 চিকিৎসা:
✅ লেজার ট্রিটমেন্ট (Laser Treatment):
👉আধুনিক, ব্যথাহীন ও নিরাপদ পদ্ধতি
👉কোন কাটাছেঁড়া নেই 🔥
👉দ্রুত আরোগ্য লাভ 💫
👉একই দিনে বাড়ি ফেরা সম্ভব 🏠

🌿 অন্যান্য চিকিৎসা:

👉স্ক্লেরোথেরাপি
👉রেডিওফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন (RFA)
👉কমপ্রেশন থেরাপি
💪 প্রতিরোধ:
👉দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন
👉নিয়মিত ব্যায়াম করুন
👉ওজন নিয়ন্ত্রণে রাখুন
👉পা উঁচু করে বিশ্রাম নিন

👨‍⚕️ চিকিৎসা নিন একজন অভিজ্ঞ ভাসকুলার সার্জনের পরামর্শে।
ভ্যারিকোজ ভেইনের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব! 🇧🇩

লিখেছেন -
ডা: রকিবুল হাসান অপু
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)

#লেজার_চিকিৎসা #ভ্যারিকোজভেইন

এমবিবিএস - বিডিএসে ৫১০০ আসনের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের  জন্য বরাদ্দ ২২৪ আসন
16/11/2025

এমবিবিএস - বিডিএসে ৫১০০ আসনের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসন

বিএমইউতে একাডেমিক সেশনের অনুষ্ঠিতবাংলাদেশের ক্যান্সার গবেষণায় অগ্রযাত্রা ত্বরান্বিত করতেবিএমইউ-তে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্ট...
16/11/2025

বিএমইউতে একাডেমিক সেশনের অনুষ্ঠিত
বাংলাদেশের ক্যান্সার গবেষণায় অগ্রযাত্রা ত্বরান্বিত করতে
বিএমইউ-তে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়েরই দাবি

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে আজ ১৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হলো ‘Evidence-Based Treatment Overview of Lung Cancer and Stereotactic Ablative Body Radiotherapy (SABR)’ শীর্ষক দুই দিনব্যাপী একাডেমিক সেশনের সমাপনী অনুষ্ঠান।

এই বৈজ্ঞানিক সেশনে মূল বক্তা হিসেবে যুক্তরাজ্যের সাউথএন্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. রফিকুল ইসলাম, MRCP, FRCR উপস্থিত ছিলেন। তিনি আন্তর্জাতিক গাইডলাইনভিত্তিক ফুসফুস ক্যান্সারের চিকিৎসা, স্টেজিং ও রিস্ক স্ট্রাটিফিকেশন, অত্যাধুনিক SABR প্রযুক্তি এবং সিস্টেমিক থেরাপির সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, আন্তর্জাতিক গাইডলাইনভিত্তিক চিকিৎসা প্রদান, আধুনিক রেডিওথেরাপি ও SABR স্ট্রাটেজি, সিস্টেমিক থেরাপির আপডেট, রোগী ব্যবস্থাপনায় বেস্ট প্র্যাকটিস ইত্যাদি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি ডা. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উচ্চমানের বৈজ্ঞানিক সেশন আমাদের রেসিডেন্টদের আন্তর্জাতিক মানের আপডেটেড চিকিৎসা শেখায় এবং হাতে-কলমে আধুনিক ক্যান্সার ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও বিএমইউ-এর একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকবেন। তিনি আরও বলেন, একজন অনকোলজিস্টের জন্য সবচেয়ে জরুরি হলো আধুনিক প্রমাণভিত্তিক চিকিৎসা, আন্তর্জাতিক গাইডলাইন এবং রেডিওথেরাপি ও সিস্টেমিক থেরাপির সর্বশেষ অগ্রগতির সঙ্গে নিজেকে সবসময় আপডেট রাখা। কারণ আধুনিক ও সঠিক জ্ঞানই রোগীর উৎকৃষ্ট চিকিৎসা নিশ্চিত করতে পারে। এ সময় তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে একটি পূর্ণাঙ্গ BMU Cancer Research Institute প্রতিষ্ঠা সময়েরই দাবি এবং ভবিষ্যৎ প্রজন্মের অনকোলজিস্ট তৈরি ও ক্যান্সার গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এটি অপরিহার্য। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন। উক্ত অনুষ্ঠানে এমডি ও এফসিপিএস ক্লিনিক্যাল অনকোলজি রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।

বিএমইউ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, বৈজ্ঞানিক লেকচার সিরিজ ও বিশেষায়িত প্রশিক্ষণ অব্যাহত থাকবে, যা দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

🧠 “মস্তিষ্কের জটিল সমস্যার সঠিক সমাধান শুরু হয় সঠিক ইমেজিং থেকে।”X-ray, MRA, MRI, CT Scan কিংবা PET-CT— প্রতিটি প্রযুক্ত...
16/11/2025

🧠 “মস্তিষ্কের জটিল সমস্যার সঠিক সমাধান শুরু হয় সঠিক ইমেজিং থেকে।”
X-ray, MRA, MRI, CT Scan কিংবা PET-CT— প্রতিটি প্রযুক্তি খুলে দেয় মস্তিষ্কের ভেতরের অদেখা রহস্য। সুস্থ মস্তিষ্ক, সুস্থ জীবন।

photo: collected

🔍 ব্রঙ্কোস্কোপি( Bronchoscopy) পরীক্ষাশ্বাসকষ্ট, দীর্ঘদিনের কাশি, ফুসফুসে জটিলতা—এসব সমস্যার সঠিক কারণ নির্ণয়ে ব্রঙ্কোস্...
16/11/2025

🔍 ব্রঙ্কোস্কোপি( Bronchoscopy) পরীক্ষা
শ্বাসকষ্ট, দীর্ঘদিনের কাশি, ফুসফুসে জটিলতা—এসব সমস্যার সঠিক কারণ নির্ণয়ে ব্রঙ্কোস্কোপি একটি অত্যন্ত কার্যকর পরীক্ষা।

🕒 পরীক্ষার সময়:
রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
⏰ সকাল ৮:০০ – দুপুর ২:০০( সকালে আসা উত্তম)

💰 টেস্ট মূল্য: মাত্র ৩,৫০০ টাকা

📍 রিসিট/ইনফরমেশন ডেস্ক:
নার্সিং স্টেশন (পশ্চিম পাশে), ২য় তলা, কেবিন ব্লক, বিএমইউ
📍 টেস্ট সম্পন্নের স্থান:
কক্ষ নং – ২২২, ২য় তলা, কেবিন ব্লক, বিএমইউ

🧪 পরীক্ষার আগে প্রয়োজনীয় টেস্টসমূহ:
• HBsAg
• Anti HCV, Anti HIV
• ECG / Echocardiogram
• RAT For COVID-19
• Chest X-Ray / CT Chest
• Sputum For Gene Xpert

👉 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ব প্রস্তুতিমূলক কিছু রিপোর্ট সঙ্গে আনতে হবে।

📣 নিজে জানুন, অন্যকেও জানাতে শেয়ার করুন!

#ব্রঙ্কোস্কোপি #স্বাস্থ্যপরীক্ষা #ফুসফুসপরীক্ষা #স্বাস্থ্যেরখবর

✨ BMU সুপার স্পেশালাইজড হাসপাতাল ✨আধুনিক চিকিৎসা সেবার এক অনন্য দৃষ্টান্ত! আউটডোরে ১৮টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরাম...
16/11/2025

✨ BMU সুপার স্পেশালাইজড হাসপাতাল ✨
আধুনিক চিকিৎসা সেবার এক অনন্য দৃষ্টান্ত! আউটডোরে ১৮টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে অপেক্ষমান —
যা আমাদের প্রতি আপনাদের বিশ্বাস ও আস্থার প্রমাণ। 🙏❤️

আমরা প্রতিদিনই প্রতিশ্রুতিবদ্ধ আরও উন্নত, সাশ্রয়ী ও মানবিক সেবা দিতে।
আপনাদের সুস্বাস্থ্যই আমাদের শক্তি!
📸 রিশিপশন, সুপার স্পেশালাইজড হাসপাতাল, বিএমইউ।

📍 Super Specialized Hospital, Bangladesh Medical University, Shahbagh, Dhaka-1000

🩺 Quality Care • Expert Doctors • Modern Facilities

Address

Kazi Nazrul Islam Avenue
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্যকথা - HealthTalk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram