02/09/2025
‼️ রক্তের চর্বি পরীক্ষা কখন করাবেন?
২০২৫ সালের ESC গাইডলাইন অনুযায়ী রক্তের চর্বি পরীক্ষা
যদি সম্ভব হয় তবে ১২ ঘন্টা অভুক্ত অবস্থায় ( খালি পেটে) করতে হবে বিশেষ করে Triglyceride ( TG ) পরীক্ষার জন্য।
খাবার পর স্বাভাবিক ভাবেই রক্তের TG বেড়ে যায়।
অনেকেই ভরাপেটে রক্তের চর্বি পরীক্ষা করে বেশি TG রিপোর্ট নিয়ে আসেন। ফলে রক্তের TG পরিমাণে বেশি হয়। TG আবার রক্তের সবচেয়ে খারাপ কোলেস্টেরল LDL-C পরিমাপে ব্যবহার করা হয়।
রেফারেন্স: কমেন্টস অংশে দেওয়া হয়েছে।
অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু
🫀হৃদরোগ বিশেষজ্ঞ।