30/10/2025
🎯মানসিক সমস্যা🎯 ↘️পর্ব-০১
✅✅✅
মানসিক সমস্যা মানবজাতির ইতিহাসের সবথেকে কমন বা প্রচলিত সমস্যাগুলো একটি। কিন্তু দুঃখের বিষয় হলো সামাজিক পারিবারিক বিভিন্ন কারণে তা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত বা অজানাই রয়ে যায়।
⛔⛔⛔
আমাদের শহর কিংবা গ্রামগুলোতে প্রচলিত ধ্যানধারণা হচ্ছে কারো মানসিক সমস্যা আছে মানেই সে পাগল। কিন্তু ব্যাপারটা আসলে তেমন নয় ❌❌❌
এগুলো হচ্ছে পুরোপুরি ভ্রান্তবিশ্বাস বা এক কথায় বললে কুসংস্কার 🎭🎭🎭।
✅✅✅মানসিক সমস্যা মানেই পাগল এ ধরনের আদিম অন্ধকারাচ্ছন্ন বিশ্বাস থেকে বের হয়ে আসতেই হবে। ⤵️⤵️⤵️
মানসিক সমস্যা গুলোর মধ্যে সাধারণত যেসব সমস্যা বেশি দেখা যায়⤵️⤵️⤵️
♻️ডিপ্রেশন বা বিষন্নতা।
♻️অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা।
♻️এডজাস্টমেন্ট ডিজঅর্ডার বা পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে না পারা।
✴️✴️✴️
গবেষণায় দেখা যায় পৃথিবীর 🌍 জেনারেল পপুলেশন বা সাধারণ মানুষের 🚻 শতকরা দশ ভাগেরও বেশি( >১০%)⬆️উপরে বর্ণিত মানসিক সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকেন।
✳️✳️✳️তাই মানসিক সমস্যা এখন আমি কোনভাবেই অবহেলা করা যাবে না। সবাইকে সচেতন থেকে প্রতিরোধ করতে হবে।
🎯আজ এ পর্যন্তই । পরবর্তী পর্বে মানসিক সমস্যা সমূহের ঝুঁকিপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করবো 🎯