Dr. Alim Akhtar Bhuiyan

Dr. Alim Akhtar Bhuiyan The official page for Dr. Alim Akhtar Bhuiyan

For Appointments: 10668, 02 222262466

06/05/2023

স্ট্রোকের প্রাথমিক লক্ষণ কিভাবে বুঝবেন?

#স্ট্রোকের_লক্ষণ:
* স্ট্রোকের লক্ষণ ও উপসর্গ সহজে চেনার জন্য বিশ্বব্যাপী ‘বি ফাস্ট’ বাক্যবন্ধ ব্যবহার করা হয়।
* বি অর্থ ব্যালেন্স বা ভারসাম্য। হঠাৎ ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া।
* ই অর্থ আই বা দৃষ্টি। হঠাৎ দেখতে সমস্যা।
* এফ অর্থ ফেস বা মুখমণ্ডল। হঠাৎ মুখের একদিক বাঁকা হয়ে যাওয়া।
* এ অর্থ আর্ম বা বাহু। হঠাৎ এক হাত দুর্বল হয়ে যাওয়া।
* এস অর্থ স্পিচ বা হঠাৎ কথা জড়িয়ে আসা।
* টি অর্থ টাইম বা সময়। এসব লক্ষণ দেখামাত্রই যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করা।

#স্ট্রোকের_প্রকারভেদ:
* মস্তিষ্ক আক্রান্ত হওয়ার ধরনের ওপর ভিত্তি করে স্ট্রোক দুই প্রকারের হতে পারে।

#ইসকেমিক_স্ট্রোক:
* মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে, অথবা শরীরের কোনো অংশ, বিশেষ করে হৃৎপিণ্ড থেকে জমাট বাঁধা রক্ত মস্তিষ্কের রক্তনালিতে এসে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যে স্ট্রোক হয়, তা ইসকেমিক স্ট্রোক। এ ধরনের স্ট্রোকে রোগীর মৃত্যুর আশঙ্কা কম থাকলেও ভালো হতে দীর্ঘ সময় লাগে। এতে অনেক রোগী স্থায়ী পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকেন।

#হেমোরেজিক_স্ট্রোক:
* মস্তিষ্কের কোনো রক্তনালি ফেটে গিয়ে মস্তিষ্কের ভেতর রক্ত ছড়িয়ে পড়লে তা হেমোরেজিক স্ট্রোক। এ ধরনের স্ট্রোকে উপসর্গ নির্ভর করে মস্তিষ্কের কোন অংশ কীভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ওপর। অনেক ক্ষেত্রেই রোগীর উচ্চ রক্তচাপ থাকে এবং রোগী অজ্ঞান অবস্থায় হাসপাতালে আসেন। এই স্ট্রোকে রোগীর মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে। যাঁরা প্রাথমিক ধকল কাটিয়ে উঠতে পারেন, দ্বিতীয়বার রক্তক্ষরণের ঝুঁকি তাঁদের কম থাকে। স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কাও কম।

দেশের একমাত্র আমেরিকান বোর্ড সার্টিফাইড‍ নিউরোলজিস্ট এবং মৃগীরোগ বিশেষজ্ঞ

ডা. আলিম আক্তার ভুঁইয়া
সিনিয়র কনসালটেন্ট
বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ
ইউনাইটেড হসপিটাল, ঢাকা।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ১০৬৬৬ অথবা ০২ ২২২২৬২৪৬৬

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।"ঈদ মোবারক"
21/04/2023

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
"ঈদ মোবারক"

শুভ নববর্ষ ১৪৩০! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
14/04/2023

শুভ নববর্ষ ১৪৩০! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

13/04/2023

পারকিনসন্স রোগের লক্ষণ ও চিকিৎসা কি? | Parkinson's Disease Symptoms and Treatment

দেশের একমাত্র আমেরিকান বোর্ড সার্টিফাইড‍ নিউরোলজিস্ট এবং মৃগীরোগ বিশেষজ্ঞ

ডা. আলিম আক্তার ভুঁইয়া
সিনিয়র কনসালটেন্ট
বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ
ইউনাইটেড হসপিটাল, ঢাকা।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ১০৬৬৬ অথবা ০২ ২২২২৬২৪৬৬

07/04/2023

এপিলেপ্সি বা মৃগিরোগ কি এবং করণীয়।

#কীভাবে_বুঝবেন?
* হঠাৎ শরীরের কোনো অংশে খিঁচুনি শুরু হওয়া ও পর্যায়ক্রমে তা সারা শরীরে ছড়িয়ে পড়া, হঠাৎ নমনীয়ভাবে ঢলে পড়া, শরীর শক্ত হয়ে গিয়ে হঠাৎ পড়ে যাওয়া, জ্ঞান হারানো, ঘন ঘন কাজে অমনোযোগী হয়ে পড়া।

* শিশুদের শরীর হঠাৎ ঝাঁকি খাওয়া, হঠাৎ মাথা বা পিঠ কিংবা পুরো শরীর সামনে ঝুঁকে পড়া, হাত থেকে হঠাৎ কিছু ছিটকে পড়া, হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করা এবং হাত, পা ও মুখের অস্বাভাবিক নাড়াচাড়া শুরু হওয়া, হঠাৎ শরীরের কোনো অংশে ভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি হওয়া ইত্যাদি।

#করণীয়:
* আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ জায়গায় রাখতে হবে। কাপড়চোপড় ঢিলেঢালা করে দিতে হবে।
* কাছাকাছি আগুন, গরম পানি বা ধারালো কিছু থাকলে সরিয়ে নিতে হবে।
* আরামদায়ক অবস্থায় কাত করে শুইয়ে দিতে হবে, যাতে মুখের লালা বাইরে পড়ে যেতে পারে।
* অনেক সময় রোগীকে চেপে ধরা হয়, নাকে জুতা ধরা হয়; এগুলো করা যাবে না।
* যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিতে হবে।

#রোগনির্ণয়:
* রোগীর ইতিহাস রোগনির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
* ইলেকট্রোইনসেফালোগ্রাম, সিটি স্ক্যান বা এমআরআই—মস্তিষ্কের এ রকম কয়েকটি পরীক্ষা করতে হয়।
* বিশেষ ক্ষেত্রে আরও কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। যেমন রক্তের ইলেকট্রোলাইট, শর্করা, মেরুদণ্ডের রস পরীক্ষা ইত্যাদি।

#চিকিৎসা:
* বেশির ভাগ ক্ষেত্রেই খিঁচুনির কারণ নির্মূল হলে রোগ ভালো হয়ে যায়।
* তবে প্রাইমারি এপিলেপসির চিকিৎসা দীর্ঘমেয়াদি, এমনকি সারা জীবনও প্রয়োজন হতে পারে।

২২ বছরেরও বেশী সময়ের অভিজ্ঞতা

দেশের একমাত্র আমেরিকান বোর্ড সার্টিফাইড‍ নিউরোলজিস্ট এবং মৃগীরোগ বিশেষজ্ঞ

ডা. আলিম আক্তার ভুঁইয়া
সিনিয়র কনসালটেন্ট
বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ
ইউনাইটেড হসপিটাল, ঢাকা।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ১০৬৬৬ অথবা ০২ ২২২২৬২৪৬৬

Welcome to the Official page of Dr. Alim Akhtar Bhuiyan

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।ডা. আলিম আক্তার ভুঁইয়া।সিনিয়র কনসালটেন্ট, বিভাগীয় প্রধান, নিউরোলজি বি...
26/03/2023

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

ডা. আলিম আক্তার ভুঁইয়া।
সিনিয়র কনসালটেন্ট, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল, ঢাকা।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৬৬ অথবা ০২ ২২ ২২ ৬২ ৪৬৬

Welcome to the Official page of Dr. Alim Akhtar Bhuiyan

২২ বছরেরও বেশী সময়ের অভিজ্ঞতাদেশের একমাত্র আমেরিকান বোর্ড সার্টিফাইড‍ নিউরোলজিস্ট এবং মৃগীরোগ বিশেষজ্ঞডা. আলিম আক্তার ভ...
25/03/2023

২২ বছরেরও বেশী সময়ের অভিজ্ঞতা

দেশের একমাত্র আমেরিকান বোর্ড সার্টিফাইড‍ নিউরোলজিস্ট এবং মৃগীরোগ বিশেষজ্ঞ

ডা. আলিম আক্তার ভুঁইয়া।
সিনিয়র কনসালটেন্ট,
বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ
ইউনাইটেড হসপিটাল।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৬৬ অথবা ০২ ২২ ২২ ৬২ ৪৬৬

Welcome to the Official page of Dr. Alim Akhtar Bhuiyan

25/03/2023

আলোচনার বিষয়: স্ট্রোকের কারণ, প্রতিকার ও ব্যবস্থাপনা

দেশের একমাত্র আমেরিকান বোর্ড সার্টিফাইড‍ নিউরোলজিস্ট এবং মৃগীরোগ বিশেষজ্ঞ

ডা. আলিম আক্তার ভুঁইয়া।
সিনিয়র কনসালটেন্ট,বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৬৬ অথবা ০২ ২২ ২২ ৬২ ৪৬৬

Welcome to the Official page of Dr. Alim Akhtar Bhuiyan

Address

United Hospital Limited
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Alim Akhtar Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category