Dr. Md. Moslam Patwary

Dr. Md. Moslam Patwary Musculoskeletal pain & Paralysis rehab specialist Ph.d (Fellow-JU), MRS (CRP) DU, MPT (Ortho), BPT (NITOR), DU

 #গ্লোবাল_ফিজিওথেরাপি_এন্ড_রিহ্যাবিলিটেশন_সেন্টার মাজার রোড, মিরপুর -১, ঢাকা। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫।ডায়াবেটিস ব্যব...
14/11/2025

#গ্লোবাল_ফিজিওথেরাপি_এন্ড_রিহ্যাবিলিটেশন_সেন্টার
মাজার রোড, মিরপুর -১, ঢাকা।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫।

ডায়াবেটিস ব্যবস্থাপনায় নিয়মিত শারীরিক কার্যক্রম একটি প্রমাণভিত্তিক উপাদান।
Physiotherapy নিরাপদ ব্যায়াম পরিকল্পনা, কার্যক্ষমতা বৃদ্ধি এবং জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সক্রিয় জীবনধারা গ্রহণই সুস্থতার মূল চাবিকাঠি।

গ্লোবাল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।মাজা রোড, মিরপুর- ১, ঢাকা।  স্ট্রোক বা প্যারালাইসিস পরবর্তী কিছু  নিয়ম ...
29/10/2025

গ্লোবাল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।
মাজা রোড, মিরপুর- ১, ঢাকা।

স্ট্রোক বা প্যারালাইসিস পরবর্তী কিছু নিয়ম কানুন মেনে চললে আমরা স্ট্রোক রোগীকে সুস্থ রাখতে পারি। যেমন :
১.নিয়মিত ওষুধ সেবন করা।
২. নির্দিষ্ট কিছু ব্যায়াম করা।
৩. খাদ্য তালিকায় মৌসুমী ফলমূল, শাকসবজি রাখা।
৪. পরিমিত ঘুমানো।
৫. মাঝে মধ্যে বাইরে ঘুরতে নেওয়া।
৬.ধূমপান ও চর্বি জাতীয় খাবার পরিহার করা।

11/10/2025
আজ ৬ অক্টোবর-২০২৫,বিশ্ব সেরিব্রাল পালসি দিবস।  .
06/10/2025

আজ ৬ অক্টোবর-২০২৫,বিশ্ব সেরিব্রাল পালসি দিবস।
.

আজ ১লা অক্টোবর-২০২৫। বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস।
01/10/2025

আজ ১লা অক্টোবর-২০২৫।
বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস।

09/09/2025

🌍 World Physiotherapy Day
Physiotherapy doesn’t just heal injuries — it restores movement, strength, and hope. 💪

At GSH, our expert physiotherapists are here to help you stay active, pain-free, and healthy. ❤️

09/09/2025

ব্যথামুক্ত জীবনের জন্য ফিজিওথেরাপি!

গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল -এ অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে হাঁটু, কোমর ও ঘাড়ের ব্যথা, স্ট্রোক ও প্যারালাইসিস পরবর্তী পুনর্বাসন, স্পোর্টস ইনজুরি রিহ্যাব, আর্থ্রাইটিস ও সেরিব্রাল পলসি, হাত-পা অবশ বা দুর্বলতা সহ শরীরের যেকোনো দীর্ঘস্থায়ী ব্যথা বা সমস্যায় ফিরে পান সুস্থ ও স্বাভাবিক জীবন।

সুস্থ জীবনের জন্য আজই নিন ফিজিওথেরাপির সঠিক যত্ন। 🙂

📞 এখনই কল করুন: 01715-818883

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

কোমর ব্যথা বা PLID তে অস্ত্রোপচার নয় বরং সমাধান দিবে ত্রিপল থেরাপি! কেন দরকার — ত্রিপল ফিজিওথেরাপি?১। পেশী শিথিল করে ও ড...
21/08/2025

কোমর ব্যথা বা PLID তে অস্ত্রোপচার নয় বরং সমাধান দিবে ত্রিপল থেরাপি!

কেন দরকার — ত্রিপল ফিজিওথেরাপি?

১। পেশী শিথিল করে ও ডিস্ক‑এর চাপ কমায় (যন্ত্রণা ও স্নায়ুর উপর চাপ থেকে মুক্তি)।

২।ম্যানুয়াল ট্র্যাকশনের মাধ্যমে দ্রুত ব্যথা ও ডিস্কের আলাইনমেন্ট উন্নত করে।

৩। ইন‑পেশেন্ট থেরাপিতে ১২ দিনে আরাম, ৯০ দিনে ৮০% রোগীর পূর্ণ পুনরুদ্ধার।

৪। অনুশীলন ও ম্যানুয়াল থেরাপি সামগ্রিক কার্যক্ষমতা, মানসিক অবস্থা ও জীবনের মান উন্নত করে।

৫।সার্জারির বিকল্প হিসেবে কার্যকর, খরচ‑সাশ্রয়ী এবং নিরাপদ উপায়।

08/08/2025

📌 ত্রিপল থেরাপি (কম্বিনেশন থেরাপি) ও ফিজিওথেরাপিস্টের ভূমিকা

ত্রিপল থেরাপি হলো ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ এবং ইলেকট্রো-মোডালিটির সমন্বয়ে গঠিত একটি পদ্ধতি, যা একক থেরাপির তুলনায় দ্রুত ও কার্যকর ফল দেয়। এটি ব্যথা উপশম, কার্যক্ষমতা উন্নয়ন এবং পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ।

🔶 ফিজিওথেরাপিস্টের ভূমিকা
১। স্পোর্টস ইনজুরি
▪ ব্যথা ও প্রদাহ কমানো
▪ শক্তি ও গঠন পুনরুদ্ধার
▪ কার্যকর পুনর্বাসন
২। অপারেশনের পর (পোস্ট-সার্জারি)
▪ ব্যথা ও মোবিলিটি উন্নয়ন
▪ গেইট ও ব্যালেন্স ফিরিয়ে আনা
▪ দীর্ঘমেয়াদি ফাংশনাল উন্নতি

৩। নিউরোলজিক্যাল সমস্যা
▪ ব্যালেন্স ও গেইট উন্নয়ন
▪ নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি
▪ মোটর নিয়ন্ত্রণে সহায়তা

✅ উপসংহার
ত্রিপল থেরাপি দ্রুত আরোগ্য, ব্যথা উপশম ও কার্যক্ষমতা বৃদ্ধিতে কার্যকর। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট এই থেরাপির সঠিক সমন্বয়ে রোগীর উন্নয়ন নিশ্চিত করেন।

ধন্যবাদান্তে,
ডা: মো:মোসলেম পাটোয়ারী
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি বিভাগ, আই আই এইচ এস।

“Butterflies turned to ashes!"Today, school hallways turned into scenes of heartbreak when a fighter jet crashed into Mi...
21/07/2025

“Butterflies turned to ashes!"

Today, school hallways turned into scenes of heartbreak when a fighter jet crashed into Milestone School in Uttara—our school crush turned into collective grief. May the bright young lives lost not be forgotten.

বৃষ্টির দিনে দুর্ঘটনায় একজন ফিজিওথেরাপিস্টের দৃষ্টিভঙ্গিবৃষ্টি মানেই একপাশে শান্তি, অন্যপাশে অনাকাঙ্ক্ষিত বিপদ। রাস্তাঘা...
29/05/2025

বৃষ্টির দিনে দুর্ঘটনায় একজন ফিজিওথেরাপিস্টের দৃষ্টিভঙ্গি

বৃষ্টি মানেই একপাশে শান্তি, অন্যপাশে অনাকাঙ্ক্ষিত বিপদ। রাস্তাঘাট ভেজা ও পিচ্ছিল হয়ে পড়ে, যার ফলে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়া, বাইক বা সাইকেল থেকে পড়ে যাওয়া, এমনকি বাস বা রিকশা থেকে নামতে গিয়েও অনেকে দুর্ঘটনায় পড়ে যান।

এই ধরণের দুর্ঘটনায় যেসব সমস্যা বেশি দেখা যায়:
-কোমরের চোট ও স্লিপড ডিস্ক
-গোড়ালির মচকানো (ankle sprain)
-হাঁটুর জয়েন্টে আঘাত
-মেরুদণ্ডে আঘাত বা পেশির টান
-বৃদ্ধদের ক্ষেত্রে হিপ ফ্র্যাকচার

এমন অনেকেই আছেন যারা ব্যথা সহ্য করে চুপ করে থাকেন, অথচ সময়মতো সঠিক ফিজিওথেরাপি নিলে ব্যথা সহজেই কমে যেত এবং জটিলতা এড়ানো যেত।

একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে বলবো—
-ব্যথাকে অবহেলা না করে গুরুত্ব দিন
-রিহ্যাব প্ল্যান অনুসরণ করুন
-পড়ে যাওয়া রোধে সিনিয়রদের জন্য ফিজিক্যাল ব্যালান্স ট্রেনিং দিন
-দুর্ঘটনার পর মোবিলিটি বা পেশি দুর্বলতা কমাতে থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃষ্টি উপভোগ করুন, তবে সাবধানে। সুস্থ জীবন গড়ে তুলুন সচেতনতায়।

ধন্যবাদান্তে,
ডা:মো:মোসলেম পাটোয়ারী
সহকারী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর
আই আই এইচ এস, ঢাকা।

Address

.. . . . .
Dhaka
1216

Telephone

+8801777315110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Moslam Patwary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Moslam Patwary:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram