Meditools BD

Meditools BD This is an online health device, therapy device & First aid item online selling & supplying platform.

নির্যাতনের বিপরীতে নীরবতা নয়—আমরাও গাজা'র পাশে।মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে!
07/04/2025

নির্যাতনের বিপরীতে নীরবতা নয়—আমরাও গাজা'র পাশে।
মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে!

🌙✨ আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা!ঈদ হোক আনন্দে ভরপুর, ভালোবাসায় উজ্জ্বল ও শান্তিতে পরিপূর্...
30/03/2025

🌙✨ আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা!
ঈদ হোক আনন্দে ভরপুর, ভালোবাসায় উজ্জ্বল ও শান্তিতে পরিপূর্ণ। 🕌💛
আপনার সুস্থতা ও সুখই আমাদের কাম্য।
🌟 ঈদ মোবারক! 🌟
্দ

সাহরীতে অনেকেই ইচ্ছামতো পানি খান এই আশায়, যে সেই পানি সারাদিন তাকে হাইড্রেটেড রাখবে।সমস্যা হচ্ছে, আমাদের মনের আশা আমাদের...
19/03/2025

সাহরীতে অনেকেই ইচ্ছামতো পানি খান এই আশায়, যে সেই পানি সারাদিন তাকে হাইড্রেটেড রাখবে।

সমস্যা হচ্ছে, আমাদের মনের আশা আমাদের শরীরে বোঝে না। সে যখন দেখে, একসাথে অনেক পানি শরীরে ঢুকছে সেটা সে খুব দ্রুত বের করে দেয়, প্রস্রাবের মাধ্যমে।

অর্থাৎ বেশি পানি খাওয়া কোন কাজে লাগে না।

এখন কথা হচ্ছে, কোনভাবে কি এই পানিটা শরীরে ধরে রাখা যায়?

একটা ছোট্ট ট্রিক হচ্ছে, সোডিয়াম এড করা।

আর সোডিয়ামের একটা ভালো উৎস হচ্ছে লবণ।

সাহরীতে পানি খাবার সময়, ১ গ্লাস পানিতে হাফ চিমটি লবণ মেরে দিবেন। হতে পারে পিংক সল্ট, হতে পারে সাধারণ লবণ।

শুধু লবণ পানি খেতে খারাপ লাগলে, এর মধ্যে একটু লেবু চিপে দিবেন। তাহলে লম্বা সময় হাইড্রেটেড থাকবেন।

17/03/2025

ডায়াবেটিস মাপার বাড়তি খরচের চিন্তা আর নয়!!🙂
এসে গেছে মাএ ৭ টাকায় সমাধান!!!

👉 বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর কতৃক অনুমোদিত
⭐️ নতুন টেকনোলজির ডায়াবেটিস মেশিনটিতে পাবেন একুরেট রেজাল্ট...
🔥 মাত্র ৭ টাকায় ডায়াবেটিস মাপুন

👉 মেশিনটির সাথে যা যা থাকছে
✅ ১টি ডায়াবেটিস মেশিন
✅ ১ টি ল্যাঞ্চিং ডিভাইস/কলম
✅ ১০ পিস স্ট্রিপ,১০ পিস সুই,১ টি লিথিয়াম ব্যাটারি
✅ ১ টি ক্যারিং ব্যাগ (পুরো সেটটি রাখার জন্য)
✅ সাথে পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি, যা নিশ্চিত করে আপনার পণ্যের দীর্ঘস্থায়িত্ব
✅ সহজে ব্যবহারযোগ্য ও বহনযোগ্য
✅ উপহার হিসেবে দারুণ একটি পছন্দ

👉ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোন স্থান থেকে।
🚚হোম ডেলিভারি চার্জ
✅ ঢাকার মধ্যে মাত্র ৭০ টাকা।
✅ সাব এরিয়া ঢাকা মাত্র ১০০ টাকা।
✅ ঢাকার বাইরে মাত্র ১২০ টাকা।

📩 অর্ডার করতে ফেইসবুক পেইজে ইনবক্স করুন ! অথবা
📞 কল করুন: 01686-644353
★শপের ঠিকানা : ২১/১, (হিমালয়া এন্টারপ্রাইজ) বাগদাদ সার্জিক্যাল মার্কেট, তোপখানা রোড, ঢাকা -১০০০

তাই দেরি না করে আপনার ও পরিবারের সুস্থতার আজই নিয়ে নিন ডায়াবেটিস মেশিনটি🙂🙂

14/03/2025

💥এক্সাইটিং নতুন কনটেস্ট আসছে!💥
সবাই রেডি তো ?

13/03/2025

আচ্ছা আপনারাই রিএক্ট করে বলেন
১.বুরিন্দা ❤️
২.বুন্দিয়া 😮
দেখি কোন টা জিতে

আপনাদের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ! 🏆✨আমাদের অনুরোধে আপনারা ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের স্টোরে ...
09/03/2025

আপনাদের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ! 🏆✨
আমাদের অনুরোধে আপনারা ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের স্টোরে এসে পুরস্কার গ্রহণ করেছেন! আপনাদের উচ্ছ্বাস আর হাসিমুখই আমাদের অনুপ্রেরণা। এমন আয়োজন চলতে থাকবে, আপনিও হতে পারেন পরবর্তী বিজয়ী! ❤️🎉

মেয়ে, মা, বোন—প্রতিটি সম্পর্কই একেকটা স্বপ্ন, সম্ভাবনা আর শক্তির প্রতিচ্ছবি।পরিবার থেকে সমাজ, নারীর প্রতি শ্রদ্ধাশীল দৃষ...
08/03/2025

মেয়ে, মা, বোন—প্রতিটি সম্পর্কই একেকটা স্বপ্ন, সম্ভাবনা আর শক্তির প্রতিচ্ছবি।

পরিবার থেকে সমাজ, নারীর প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের জন্য সবখানে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

নারী কিংবা পুরুষ, প্রত্যেকের নিজস্ব স্বপ্ন আছে, পথচলার গল্প আছে। আসুন, আমরা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে নিয়ে যাই আমাদের পরিবার, সমাজ, দেশ।

আপনার পরিবারের নারী সদস্যদের প্রতি আরও মনোযোগী হোন, তাদের যত্ন, সম্মান ও ভালোবাসায় সঙ্গী হোন।

💜 নারী দিবসের শুভেচ্ছা!

06/03/2025

স্বাস্থ্য সচেতন মানুষ কিসে আটকায়
🤔🤔🤔

রাত ১১টা। রিয়াদের ফোনটা বাজলো। অপরিচিত নম্বর।— "হ্যালো?"— "আপনি কি মিঃ রিয়াদ? আমি ট্রাফিক পুলিশ বলছি। আপনার বাবাকে রাস...
05/03/2025

রাত ১১টা। রিয়াদের ফোনটা বাজলো। অপরিচিত নম্বর।
— "হ্যালো?"
— "আপনি কি মিঃ রিয়াদ? আমি ট্রাফিক পুলিশ বলছি। আপনার বাবাকে রাস্তায় অসুস্থ অবস্থায় পেয়েছি। দ্রুত আসুন!"

রিয়াদের বুক ধক করে উঠলো। বাবা বাসা থেকে একটু হাঁটতে বের হয়ে ছিলেন, আর এখন তিনি রাস্তায় অসুস্থ! দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন, "উনার রক্তচাপ অনেক বেশি হয়ে গেছে।উনি কি নিয়মিত চেক করতেন না?"

রিয়াদ একটু লজ্জা পেয়ে বলল না ডক্টর।

ডাক্তার বললেন, "আপনার বাবার বয়স হয়েছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না রাখলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে!"

রিয়াদ মনে মনে বললো, "ইশ! যদি আগে থেকেই বাবার ব্লাড প্রেশার মেপে রাখতাম!"

রিয়াদ বাবার জন্য Meditools BD থেকে একটা ডিজিটাল প্রেসার মেশিন নিয়ে এলো। এখন বাসায় বসে রিয়াদের বাবা প্রতিদিন তার প্রেসার চেক করেন।

বাবারা সবসময় সন্তানের যত্ন নেয়, কিন্তু কখনো কখনো আমাদেরও যত্নও নেওয়া দরকার, তাই না?"

এই সমস্যা কিন্তু শুধু রিয়াদের পরিবারের না, আপনার পরিবারেও হতে পারে।
আপনার পরিবারের সুস্থতার জন্য ঘরে রাখুন ডিজিটাল প্রেসার মেশিন !

👉ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোন স্থান থেকে।
🚚হোম ডেলিভারি চার্জ
✅ ঢাকার মধ্যে মাত্র ৭০ টাকা।
✅ সাব এরিয়া ঢাকা মাত্র ১০০ টাকা।
✅ ঢাকার বাইরে মাত্র ১২০ টাকা।
📩 অর্ডার করতে ফেইসবুক পেইজে ইনবক্স করুন ! অথবা
📞 কল করুন: 01686-644353
★শপের ঠিকানা : ২১/১, (হিমালয়া এন্টারপ্রাইজ) বাগদাদ সার্জিক্যাল মার্কেট, তোপখানা রোড, ঢাকা -১০০০

Address

21/1, Himalaya Enterprise, Bagdad Surgical Market, Topkhana Road, Purana Paltan
Dhaka
1000

Telephone

01787228819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meditools BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meditools BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram