06/01/2026
শীতের হাওয়ায় লাগল নাচন, আমলকির এই ডালে ডালে,
পাতাগুলি শিরশিরিয়ে, ঝরিয়ে দিলো তালে তালে।
বিখ্যাত এই রবীন্দ্র সংগীত এ কি সুন্দর পুষ্টির কথা বলা, খেয়াল করেছেন? আল্লাহ প্রকৃতিতে মানুষের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। শীতে একটি আমলকি খেলে ভিটামিন সি নিয়ে আর কোন চিন্তা নেই।ঠান্ডা সর্দি কাশি বা যেকোন ভাইরাস এর বিরুদ্ধে কাজ করে সৈন্যের মত।
আমি এই একটি বিষয় সবাইকে বোঝাতে চাই, প্রকৃতিকে ফলো করেন।আল্লাহর আপনাকে বাংলাদেশের মাটিতে পাঠিয়েছেন , আপনি তাই খাওয়া দাওয়ায় বাংলাদেশী থাকার চেষ্টা করুন।