19/11/2025
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বেসরকারি মেডিকেল কলেজগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বেসরকারি এসব মেডিকেলে ছয় হাজার একজন শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছেন।
নিচে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বীকৃত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ও আসন সংখ্যা তুলে ধরা হলো।
১. বাংলাদেশ মেডিকেল কলেজ, ধানমণ্ডি, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ১২০টি।
২. গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ৫০।
৩. ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেল্প সাইন্স, ফয়েস লেক, চট্টগ্রাম। এই মেডিকেলের আসন সংখ্যা ৮০টি।
৪. জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ। এখানে শিক্ষার্থী ভর্তির জন্য আসন সংখ্যা ১০০টি।
৫. মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হোপ, উত্তরা মডেল টাউন, ঢাকা। এই মেডিকেলের আসন আসন সংখ্যা ৯৫।
৬. জেড.এইচ শিকদার ইউমেন মেডিকেল কলেজ, পশ্চিম ধানমণ্ডি, ঢাকা। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ১০০ জন শিক্ষার্থী।
৭. ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, জনসন রোড, ঢাকা। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ আসন সংখ্যা ১৩০।
৮. কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ, ইসমাইল রোড, ময়মনসিংহ। এই মেডিকেলের আসন সংখ্যা ১৪০।
৯. জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, পাঠানটোলা, সিলেট। এখানে আসন সংখ্যা ১৩০।
১০. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ১২৫।
১১. নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ১২৫ জন শিক্ষার্থী।
১২. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ইসকাটন গার্ডেন রোড, ঢাকা। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১৪৫টি।
১৩. ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, টঙ্গী, গাজীপুর। এই মেডিকেলের আসন সংখ্যা ১৩০।
১৪. নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। এই মেডিকেলের আসন সংখ্যা ৮৫।
১৫. ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, উত্তরা ঢাকা। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ১২৭ জন শিক্ষর্থী।
১৬. কুমুদীনি উইমেন্স মেডিকেল কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১২০টি।
১৭. তাইরুন্নেছা মেডিকেল কলেজ, বোর্ডবাজার, গাজীপুর। এই মেডিকেলের আসন সংখ্যা ১০৫টি।
১৮. ইব্রাহীম মেডিকেল কলেজ, সেগুনবাগিচা, ঢাকা। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ করা আসনের সংখ্যা ১২০টি।
১৯. বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ১০০ জন শিক্ষার্থী।
২০. সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, গুলশান মডেল টাউন, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ৭৫টি।
২১. এনাম মেডিকেল কলেজ, সাভার, ঢাকা। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১৫৫টি।
২২. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, সফুরা, রাজশাহী। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ৮৫ জন শিক্ষার্থী।
২৩. ইবনে সিনা মেডিকেল কলেজ, ধানমণ্ডি, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ৬০টি।
২৪. সেন্ট্রাল মেডিকেল কলেজ, লাকসাম রোড, কুমিল্লাহ। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ৮০ জন শিক্ষার্থী।
২৫. ইস্টার্ন মেডিকেল কলেজ, রেসকোর্স, কুমিল্লাহ। এই মেডিকেলের আসন সংখ্যা ১১৫টি।
২৬. খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ, এনায়েতপুর, সিরাগঞ্জ। এই মেডিকেলে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১০৫টি।
২৭. চট্টগ্রাম, মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। এই মেডিকেলের আসন সংখ্যা ১১৫টি।
২৮. সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ, মিরবক্স টোলা, সিলেট। এখানে ভর্তি হতে পারেন ১০০ শিক্ষার্থী।
২৯. সাউদার্ন মেডিকেল কলেজ, ইস্ট নাসিরাবাদ, চট্টগ্রাম। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ৬৫টি।
৩০. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ৯০টি।
৩১. ডেল্টা মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা। ই প্রতিষ্ঠানে ভর্তির জন্য বরাদ্দ করা আসনের সংখ্যা ৭৫টি।
৩২. আদ-দ্বীন উইমেন মেডিকেল কলেজ, বড় মগবাজার, ঢাকা। নতুন শিক্ষার্থীদের জন্য এ মেডিকেলে বরাদ্দ আসনের সংখ্যা ১০০টি।
৩৩. ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, বড় মগবাজার, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ১০০টি।
৩৪. টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া। এই মেডিকেলে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১৫০টি।
৩৫. আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমণ্ডি, ঢাকা। এই মেডিকেলের আসন সংখ্যা ১৪৭টি।
৩৬. প্রাইম মেডিকেল কলেজ, পীরজাদাবাদ, রংপুর। এখানে প্রতি বছর ভর্তি হতে পারেন ১৩৫ জন শিক্ষার্থী।
৩৭. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, মেডিকেল ইস্ট গেইট, রংপুর। এই মেডিকেলে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১৩৫টি।
৩৮. ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, জিলটুলি, ফরিদপুর। এই মেডিকেলের আসন সংখ্যা ৫০টি।
৩৯. গ্রীণ লাইফ মেডিকেল কলেজ, ধানমণ্ডি, ঢাকা। নতুন শিক্ষার্থীদের জন্য এ মেডিকেলে বরাদ্দ আসনের সংখ্যা ১২০টি।
৪০. পপুলার মেডিকেল কলেজ, ধানমণ্ডি, ঢাকা। এই মেডিকেলে আসন সংখ্যা ১০৫টি।
৪১. এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, লাভ রোড, তেজগাঁও, ঢাকা। নতুন শিক্ষার্থীদের জন্য এ মেডিকেলে বরাদ্দ আসনের সংখ্যা ১০০টি।
৪২. মুন্নো মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। এখানে ভর্তি হতে পারেন ৮৫ জন শিক্ষার্থী।
৪৩. ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, শ্যামলী, ঢাকা। এই মেডিকেলে ভর্তির জন্য বরাদ্দ আসনের সংখ্যা ৭৫।
৪৪. ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা। আসন সংখ্যা ৫০।
৪৫. মার্কস মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা। আসন সংখ্যা ৫০।
৪৬. ময়নামতি মেডিকেল কলেজ, বড়পাড়া, কুমিল্লা। আসন সংখ্যা ১০০।
৪৭. আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ, যশোর। আসন সংখ্যা ৭৫।
৪৮. গাজী মেডিকেল কলেজ, সোনা ডাঙ্গা, খুলনা। আসন সংখ্যা ১০০।
৪৯. বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী। আসন সংখ্যা ১০৫।
৫০. সিটি মেডিকেল কলেজ, টাঙ্গাইল রোড, গাজীপুর। আসন সংখ্যা ৫০।
৫১. আসিয়ান মেডিকেল কলেজ, খিলক্ষেত, ঢাকা। আসন সংখ্যা ৫০।
৫২. আদ-দ্বীন আব্দুল মোমিন মেডিকেল কলেজ, কেরানীগঞ্জ। আসন সংখ্যা ৫০।
৫৩. প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আসন সংখ্যা ৫০।
৫৪. ইউনিভার্সাল মেডিকেল কলেজ, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা। আসন সংখ্যা ৬০।
৫৫. ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। আসন সংখ্যা ৬০।
৫৬. পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট। আসন সংখ্যা ৮২।
৫৭. মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসন সংখ্যা ৬৫।
৫৮. চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম। আসন সংখ্যা ৮০।
৫৯. ইউএস বাংলা মেডিকেল কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আসন সংখ্যা ৬০।
৬০. আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। আসন সংখ্যা ৬০।
৬১. খুলনা সিটি মেডিকেল কলেজ, খুলনা। আসন সংখ্যা ৫৫।
৬২. ইউনাইটেড মেডিকেল কলেজ, গুলশান, ঢাকা। আসন সংখ্যা ৫০।
৬৩. সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বরিশাল। আসন সংখ্যা ৫০।
৬৪. আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা। আসন সংখ্যা ৫০।
৬৫. ফজলুর রহমান মেডিকেল কলেজ, গেন্ডারিয়া, ঢাকা। আসন সংখ্যা ৫০।
৬৬. ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ, জুরাইন, ঢাকা। আসন সংখ্যা ৫০।