10/01/2019
আসসালামু-আলাইকুম।
আপনার যৌন সমস্যা আছে, বা আপনার সেক্স কম, অথবা আপনার স্ত্রীকে পরিপূর্ণ সময় দিতে পারছেন না, এমন কিছু লিখে কি আপনি আমাদেরকে ম্যাসেজ করেছিলেন?
যদি ম্যাসেজ করে থাকেন তাহলে এই পুরো লিখাটি আপনার যৌন সমস্যার সমাধান বা চিকিৎসাঃ-
প্রিয় ভাই, যৌন সমস্যা অনেক ধরনের হয়ে থাকে।
আমরা যদি ডাক্তারি ভাষায় বলি তাইলে আপনি বুজবেন না, তাই সহজ করে বলছি।
যেমন ধরুনঃ
১. আপনার উত্তেজিত হয় ঠিকই কিন্তু খুব দ্রুত আপনার বীর্য বের হয়ে যায়।
(এই সমস্যাটি আমাদের দেশের ৮০% মানুষেরই আছে)
২. এক রাতে আপনি ১বারের বেশি সেক্স করতে পারেন না, বা একবার বেরহয়ে গেল অই দিন আর আপনার লিঙ্গ শক্ত হয় না।
৩. আপনার একেবারেই উত্তেজনা নাই বা লিঙ্গ শক্ত হয় না, অথবা সেক্স করতে ইচ্ছা হয়না। যেইটা আমরা যৌন সমস্যার শেষ লেভেল বলে থাকি।
এই ৩ ধরনের সমস্যার মধ্যে আমরা উপরের প্রথম ২ ধরনের সমস্যার চিকিৎসা অনলাইনে বা সরাসরি দিয়ে থাকি। আর ৩নাম্বার সমস্যার জন্য অনলাইনে কোন প্রকার চিকিৎসা দেইনা। সরাসরি এশে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পরিক্ষা নিরিক্ষা করে তারপরে চিকিৎসা দেওয়া যেতে পারে।
এবার আশি আমরা আপনাকে কি ভাবে চিকিৎসা দিবোঃ-
প্রথমে আপনার সমস্যাটি শুরু থেকে শেষ পর্যন্ত বলুন, যদি আগে ১বার থাকেন তাহলে আর বলার দরকার নাই।
তবে আপনার আর কোন সমস্যা আছেকিনা তা আমাদেরকে জানাবেন প্লিজঃ-
যেমনঃ-
১। প্রথমেই আপনার লিঙ্গের আকার,
মানে লিঙ্গ ছোট কিনা? আগা মোটা গোরা চিকন কিনা?
২। বিয়ের আগে হস্তমৈথন কি খুব বেশি করেছেন?
বা কোন ধরনের সমকামিতা করেছেন কিনা?
৩। আপনার হাই প্রেসার আছে কিনা?
৪। ডায়াবেটিক আছে কিনা?
৫। গত ৫/৬ মাসে কোন ধরনের অপারেশন করিয়েছেন কিনা?
৬। গত ১ মাসে কাউকে রক্ত দিয়েছেন কিনা?
৭। আপনার মৃগি রোগ আছেকিনা?
৮। আপনার হাপানি বা শ্বাসকস্ট আছেকিনা?
৯। আপনার উচ্চতা কত? আপনার উজন কত? ও আপনার ব্লাড প্রেশার কত?
এই তথ্য গুলা আমাদেরকে জানালে সঠিক চিকিৎসা দিতে আমাদের জন্য সুবিধা হবে।
এখন আপনার এই সমস্যাটি আমি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার কি চিকিৎসা + কি কি পরামর্শ তা আপনাকে জানাবো।
এইজন্য আপনি আমাকে অল্প কিছু সময় দিবেন যেমন ১০/১৫মিনিট।
অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ডাক্তারের সাথে কথা বলতে পারেন।
তবে আপনি যদি সরাসরি আমাদের ডাক্তারের সাথে কথা বলতে চান তাইলে আগে ১০০টাকা ভিজিট দিতে হবে ১টি বিকাশ নাম্বারে। এমনিতে আমাদের ডাক্তারের ভিজিট ৩০০-৫০০টাকা।
১০০টাকা ভিজিট দিলে আপনি ডাক্তারের নাম্বার পাবেন, তখন আপনি সরাসরি ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিতে পারবেন এবং পরেও আপনি ডাক্তারের সাথে টুকটাক পরামর্শ নিতে পারবেন।
তবে মনে রাখবেন, ডাক্তারকে ১০০টাকা দিয়ে উনার সাথে কথা বলা আপনার জন্য জরুরি না। কারন আপনার সব সমস্যাই আমি ডাক্তারের কাছে বলে বা ম্যাসেজ দেখিয়েই আপনার জন্য চিকিৎসা নিবো। তবে উনার সাথে কথা বলতে পারলে অনেক ভাল হয়।
যাইহোক,
এখন আপনি ডাক্তারের সাথে কথা না বলতে চাইলে উপরের নিয়ম অনুযায়ী আপনার সকল সমস্যা এখানে লিখে জানাবেন।
(আশা করি আপনার সমস্যার পরিপূর্ণ সমাধান আমাদের কাছ হতে পাবেন ইনশা-আল্লাহ :))
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্যর :)