25/10/2025
MoU signing between Citizen Care Bangladesh & Pulse Healthcare Services
স্থান : পালস হেলথকেয়ার সার্ভিসেস অফিস, গুলশান-১
সময়: ১১.৩০
Citizen Care Bangladesh এবং Pulse Healthcare Service- মধ্যে একটি Memorandum of understanding (MoU) Signing হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, কার্যকর ও সাশ্রয়ী করতে উভয় প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।
MOU Ceremony তে উপস্থিত ছিলেন Citizen Care Bangladesh-এর কর্পোরেট এ্যাফিলিয়েশন টিম ও Pulse Healthcare Services-এর Shah Alam Noyon chief (HR, Admin, Accounts & Finance), Shafayet Chowdhury (Business Development Manager), Enamul Kabir (Head of Business Operations), Madhab Chandra Shill (Lead of Technology & Development) ও Mehnaz Binty Azam (Asst. Manager, Business Operations).
এই MoU-এর মূল লক্ষ্য হলো স্বাস্থ্য মনিটরিং, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং রোগী সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা। দুই প্রতিষ্ঠান যৌথভাবে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষা ও ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করবে, যা দেশের সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Signing ceremony-তে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
"ঘরে বসে প্রিভেনটিভ হেলথ কেয়ার, নিয়মিত হেলথ মনিটরিং ও হেলথ গাইডেন্স নিয়ে সুস্থ থাকতে সচেষ্ট হোন"