22/04/2025
আমাকে ছাড়া এই মেয়ে এত সহজে মুভ অন করতে পারে সেটা কল্পনাও করতে পারছি না। আর এসবে তার কোন অনুশোচনাও নাই।
By – “N***d R**a”
Gender- Male
Location- Unknown
আমি সহজ সরল ছেলে।জীবনে মেয়ে/প্রেম বলতে কিছু ছিল না। বাসায় বিয়ের কথা বলায় মায়ের সাথে মেয়ে দেখতে যাই। কিন্তু মেয়ের কথাবার্তা অসংলগ্ন লাগায় মেয়ে পক্ষের কাছ থেকে সে ব্যাপারে জানতে চাই। কোন সদুত্তর না দিয়ে মেয়ের বাবা মেয়েকে দিয়ে ফোন করায়। যেহেতু আমি মেয়েদের সাথে কথাবার্তায় অভ্যস্ত না তাই প্রথম প্রথম এসব ভাল লাগেনি। তবে মেয়ে কথাবার্তায় যথেষ্ট চালু, সহজে যে কোন ছেলে বশে আনতে পারবে। তাই কিভাবে জানি আমিও ওর কথা বার্তার জালে ফেসে গেলাম।
এদিকে দুই বার মেয়ে পক্ষ না বলার পরও মেয়ে আমাকে ফোন করে ইমোশনাল ব্লাক মেইল করতো। ৩-৪ মাস আমাকে ধরে রাখছে।কিন্তু আমার ফ্যামিলি রাজি হয় না। শেষ পর্যন্ত আমি ফ্যামিলিকে রাজি করাই। যখনি ওকে বললাম আমার ফ্যামিলি রাজি তখনি মেয়ে আমার থেকে ১০ দিনের সময় নেয়। কিন্তু এই ১০ দিনের ভিতর সে আরেকজনকে বিয়ে করে ফেলে।অথচ সে আমাকে বলতো আমি তোমার জন্য বিয়ে করছিনা।
এদিকে ওকে কথা দেয়ার পর আমি বিয়ের জন্য আর কোন মেয়ে খুজি নাই। কারন ও আমার প্রথম প্রেম আবার বিয়ে করার জন্য স্থির ছিলাম। আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। সে উচ্চবিলাসী ছিল। অথচ তার বিয়ে হয়ে গেছে সেটা আমি যখন অন্য জনের কাছ থেকে শুনি সে আমাকে বলে সে নাকি খাজা আজমীর শরীফে গিয়ে আমার জন্য দোয়া করেছে আমি যেন ভালো মেয়ে পাই!!
এই মেয়ে আমাকে ফোন দিত, আর আমি তার ফোন না ধরে পারতাম না। তার বাবা আমাকে ফোন দিয়ে বলতো আমি যেন তার সাথে কথা বলি। আমি বলতাম আমি আকদের পর কথা বলব। অথচ তার বাবা ফাইনাল কথার দিন শুধু একটা বেটার অপশন আসাতে আমাদেরকে অপমান করে মানা করে দেয়। আমার মনের মধ্য কি যে চলছে আমি বুঝাতে পারব না।
আমি এক বুক সমুদ্র ভালোবেসেছিলাম এই মেয়েকে হালাল ভাবে পাওয়ার জন্য।গত ৩-৪ মাস সে আমাকে ব্যবহার করেছে। সে কান্না করতো আমি কল না ধরলে। অথচ ১০ দিনের ভিতর সে ছলনা দেখিয়ে দিল৷ এখন সে বলে সামনে উমরাহ করতে যাবে, আল্লাহর ঘরে যাবে৷ আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সে নাকি কোন ভুল করে নাই !!
আমি কি পরিমাণ হতাশায় আছি তা বুঝাতে পারব না। জব,কাজ, খাওয়া সব কিছু থেকে মন উঠে গেছে। আমাকে ছাড়া এই মেয়ে এত সহজে মুভ অন করতে পারে সেটা কল্পনাও করতে পারছি না। আর এসবে তার কোন অনুশোচনাও নাই। সে তার স্বামীর সাথে খুব মজায় আছে। কিন্তু আমার জীবনটা যে সে অন্ধকার করে দিয়ে গেল …