30/12/2014
আসসালামুআলাইকুম,
সকলকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,আমরা আমাদের "PROJECT WARM - PHASE 4" এর প্রথম অংশ 'প্রোজেক্ট শীত' সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। এবারের প্রোজেক্ট ভেনু ছিল লালমনিরহাটে যা আমরা 'তারুণ্যের দিশারী' নামক অপর একটি সংস্থার সাথে যুগ্মভাবে সম্পন্ন করি। আমরা গত ২৬ ডিসেম্বর ২০১৪ লালমনিরহাটের মাহেন্দ্রনগর, রাজপুর এবং তিস্তা অঞ্চলের অসহায় এবং দুস্থ মানুষদের মাঝে কয়েকশ শীতবস্ত্র ও কম্বল বিতরন করি। শীতে কাঁপতে থাকা বৃদ্ধ ও শিশুদেরকে শীতের প্রকপ থেকে রক্ষা করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা থাকার পরেও আমরা অত্যন্ত সফলভাবে আমাদের প্রোজেক্ট সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। তাছাড়া বেসরকারি সংস্থা ব্র্যাকের স্থানীয় কিছু কর্মী আমাদের নিরলস ভাবে সাহায্য করেছেন।কিছু সমস্যা এবং সীমাবদ্ধতা থাকার পরেও সকলের সহযোগিতার মাধ্যমে আমরা কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।