Centre for Palliative Care

Centre for Palliative Care Centre for Palliative Care provide care to patient & family who are suffering from incurable disease

আজ ১২ অক্টোবর ২০২৫ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে গভীর শ্রদ্ধা, সহানুভূতি ও মানবি...
12/10/2025

আজ ১২ অক্টোবর ২০২৫ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে গভীর শ্রদ্ধা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হলো বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২৫।

এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল — “Achieving the Promise: Universal Access to Palliative Care”, যার আলোকে অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে মানবিকতা, সেবার অঙ্গীকার এবং জীবনের শেষ প্রান্তে মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসক, নার্স, হোম কেয়ার সার্ভিস প্রদানকারী ও প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট (PCA)-রা তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন, মমতা ও সহানুভূতির ছোট ছোট উদ্যোগও একজন রোগীর জীবনের শেষ যাত্রাকে শান্ত, মর্যাদাপূর্ণ ও মানবিক করে তুলতে পারে। এসব বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে এবং এই বার্তাটি আরও দৃঢ় করে — মানবিক সেবাই মানবতার সর্বজনীন ভাষা।

দ্য ল্যানসেট কমিশন–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ মানুষ প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন অনুভব করে, কিন্তু মাত্র ১৪ শতাংশ মানুষই এর সুবিধা পান। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৭ লক্ষ ৮১ হাজার মানুষের প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হয়, অথচ বর্তমানে সেবা পৌঁছায় ১ শতাংশেরও কম মানুষের কাছে। এ বাস্তবতা সরকার, চিকিৎসা প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে সামনে আনে।

বিএমইউ ইতিমধ্যে এই সেবাকে বিস্তৃত করার লক্ষ্যে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ কর্মসূচি, হোম-বেসড প্যালিয়েটিভ কেয়ার নেটওয়ার্ক গঠন, কমিউনিটি সম্পৃক্ততা বৃদ্ধি এবং নীতি-নির্ধারণী পর্যায়ে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার—বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভূগোল বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে প্যালিয়েটিভ কেয়ারের আওতায় আসতে পারেন।

Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) has successfully organised an International Sci...
21/09/2025

Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) has successfully organised an International Scientific Seminar (Hybrid) on “Palliative Care – An Integral Part of Caring for the Sick: The Empathy, Caring, and Curing” today.

(This Seminar is Co-Badged with Royal College and School of Medicine ARU, United Kingdom)

This seminar highlights the vital role of palliative care, emphasizing empathy, compassion, and fostering dialogue, awareness, and collaboration to enhance the quality of life for patients and families.

The successful completion of this program demonstrates that the Department of Palliative Medicine is capable of organizing events at an international level.

From hospital to community, relentless efforts of all team members made the program a success!

Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) is inviting you to the International Scientific...
17/09/2025

Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) is inviting you to the International Scientific Seminar (Hybrid) on “Palliative Care – An Integral Part of Caring for the Sick: The Empathy, Caring, and Curing.”

(This Seminar is Co-Badged with Royal College and School of Medicine ARU, United Kingdom)

Date: 21st September 2025, Sunday
Time: 10.00 AM – 02.00 PM
Location: Lecture Hall, Room no. 507, Super Specialized Hospital, BMU

This seminar highlights the vital role of palliative care, emphasizing empathy, compassion, and fostering dialogue, awareness, and collaboration to enhance the quality of life for patients and families. The Hon’ble Vice Chancellor, Prof. Dr. Md. Shahinul Alam has graciously consented to attend the seminar as the Chief Guest.

Be part of celebrating and advancing palliative care—your presence makes a difference!

You can join virtually via Zoom!

Zoom Meeting link: https://us06web.zoom.us/j/7687586590?pwd=UDRCWnRDZldVL3F2QzZrREZLV0lHUT09&omn=81554186994
Meeting ID: 768 758 6590
Passcode: 123456

Address

Shahbag
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Palliative Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Centre for Palliative Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category