04/12/2025
😃কান পাতা হাসি😃
তখনকার কথা, যখন বসন্তের হালকা বাতাস আর ব্যস্ততার গুঞ্জন আমাদের শ্রবণ সহায়তা কেন্দ্রে নিয়মিত সঙ্গী। এক দুপুরে এলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, হাতে কানের পরীক্ষার রিপোর্ট। দেখেই বোঝা যাচ্ছিল, তিনি আগে থেকেই অনেকটা প্রস্তুত হয়ে এসেছেন। রিপোর্টে দেখা গেল, তাঁর শ্রবণশক্তি হ্রাস (Hearing Loss) প্রায় ৬০-৭০ ডেসিবেল।
ভদ্রলোক আমাদের বসতে না বলতেই নিজেই শুরু করলেন—হিয়ারিং এইডের সুবিধা-অসুবিধা, বিভিন্ন ব্র্যান্ড, মডেল—সব যেন তাঁর নখদর্পণে। মনে হলো, তিনি শুধু সিদ্ধান্ত নিতে এসেছেন, তথ্য সংগ্রহ করতে নয়।
সব শুনে আমরা তাঁকে তাঁর প্রয়োজন ও জীবনযাত্রার সঙ্গে মানানসই সেরা কয়েকটি যন্ত্র দেখালাম। এরপর আসল সেই অনিবার্য প্রশ্ন: "দাম কত?"
আমরা যখন মডেল ও প্রযুক্তিভেদে দাম জানালাম, ভদ্রলোকের চোখজোড়া চিকচিক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে বললেন, "আসলে কী জানেন, অমুক হিয়ারিং সেন্টারে তো এর থেকেও কম দামে বিক্রি করছে। আপনারা এত বেশি চাইছেন কেন?"
পরিস্থিতিটা ছিল চিরাচরিত—দাম নিয়ে দর কষাকষি। কিন্তু আমাদের কেন্দ্রে আমরা বিশ্বাস করি, শ্রবণ যন্ত্র শুধু একটা পণ্য নয়, এটা জীবনের মান উন্নত করার চাবিকাঠি। তাই আমরা তাঁর সঙ্গে দাম নিয়ে কথা না বাড়িয়ে শুধু একটি সহজ, কিন্তু গভীর প্রশ্ন করলাম:
"স্যার, ধরুন দুটি দোকান। একটিতে একটি আপেলের দাম ২০ টাকা, অন্যটিতে ৪০ টাকা। আপনি কোনটা কিনবেন?"
ভদ্রলোক একটু থমকে গেলেন, ভাবলেন। তারপর বললেন, "কম দামেরটাই নেব, যদি দুটো আপেলই একই মানের হয়।"
মুচকি হেসে আমরা বললাম, "ঠিক ধরেছেন! কিন্তু কানের যন্ত্রের ক্ষেত্রে, এই 'মান' নির্ভর করে যন্ত্রটির টিউনিং বা প্রোগ্রামিংয়ের ওপর, যা একজন বিশেষজ্ঞ করেন। আমরা যদি কম দামে যন্ত্র বেচি, তাহলে কি সেই একই যত্ন, সময় আর সঠিক টিউনিং দিতে পারব, যা আপনার জীবনের মানকে truly (সত্যিই) বদলে দেবে?"
কথাটি যেন তীরের মতো তাঁর মনকে বিঁধল। তিনি নীরব হলেন। বুঝলেন, কানের যন্ত্রের দাম শুধু যন্ত্রটার নয়, এর সঙ্গে থাকা সেবা, নির্ভুল প্রোগ্রামিং এবং বহু বছরের যত্নের দামও যুক্ত থাকে। তিনি আমাদের বিশেষজ্ঞের পরামর্শমতো একটি মেশিন নিলেন, তবে তখনো তাঁর মনে সামান্য দ্বিধা ছিল—একটি যন্ত্রে কাজ চলবে কিনা।
কিন্তু সেই দ্বিধা উধাও হতে সময় নিল মাত্র পনেরোটি দিন।
ঠিক পনেরো দিন পর, হাসি মুখে তিনি আবার এলেন। সেই প্রথম যন্ত্রটি ব্যবহার করে তিনি এতটাই উপকৃত হয়েছিলেন যে, তাঁর মনে হলো, অন্য কানটাকেও আর বঞ্চিত করা ঠিক হবে না।
নীরবে, কোনো দর কষাকষি ছাড়াই, তিনি আরো একটি হিয়ারিং এইড কিনে নিলেন। একটি মাত্র প্রশ্নের মাধ্যমেই তিনি বুঝেছিলেন: কম দামের লোভে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস—ভালোভাবে শোনার আনন্দ—থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয়।
📍 এ্যাডভান্সড হিয়ারিং সেন্টার — শ্রবণ যত্নে বিজ্ঞান, অভিজ্ঞতায় বিশ্বাস।
এখানে নিয়মিত নাক, কান ও গলা বিশেষজ্ঞ চেম্বার করেন প্রতিদিন বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা (শুক্রবার বন্ধ)
পাশাপাশি যে সেবা গুলো আমরা দিয়ে থাকি:
Fibre Optic Laryngoscopy (FOL) পরীক্ষা
Otoendoscopy (Ear Endoscopy) পরীক্ষা
Nasal Endoscopy (Nasoendoscopy) পরীক্ষা
Polysomnography (Home Sleep Test)
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ব্যথাহীন ও নিরাপদ কানের ময়লা পরিষ্কার।
ডিজিটাল রিপোর্ট সহ কানের পরীক্ষা।
ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামেবল হিয়ারিং এইড (কানে শোনার মেশিন)
আমাদের ঠিকানা:
২৪/১ শান টাওয়ার (৪র্থ তলা -ডান পাশের লিফট ৩), (শশী হাসপাতাল, ব্র্যাক ব্যাংক ভবন), শান্তিনগর মোড়, চামেলীবাগ, ঢাকা-১২১৭
যোগাযোগ: (Imo & WhatsApp Available):
+8801755574799
+8801814091509
+8801975574799 (নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ সিরিয়ালের জন্য)
A sister concern of Advanced Group