MyHealthBD

MyHealthBD For millions of people, MyHealthBD is the trusted and familiar platform where they know they'll find a healing touch.

A patient can obtain multiple healthcare services such as online doctor's appointment, telemedicine, electronic medical records etc.

06/10/2022

একজন ডেন্টিস্ট হিসেবে আপনার ব্যস্ততম জীবনকে আরও সহজ এবং সাবলীল করতে মাইহেলথবিডি নিয়ে এলো ডিজিটাল প্রেসক্রিপশন সেবা 𝐌𝐲𝐑𝐱.
এখন খুব সহজেই অনলাইনে মাত্র কয়েকটি ক্লিক করার মাধ্যমে তৈরী করে নিন আপনার রোগীর প্রেসক্রিপশন!
নির্ভেজাল এবং ঝামেলাবিহীন ভাবে নিজের মোবাইল বা ল্যাপটপ দিয়েই ব্যবহার করা যাবে সবকয়টি চেম্বারে।
বিস্তারিত জানতে অথবা ডেমো দেখতে কল করুন ০১৮৪৭১২৮২৬২ নম্বরে।
আমাদের আরো সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.myhealthbd.com

07/07/2022

কোরবানির পর পশুর বর্জ্য ও রক্ত দ্রুত পরিষ্কার করে ফেলুন। আমরা সকলেই পরিবেশের অংশ সুতরাং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আনন্দে কাটুক আমাদের সকলের ঈদ।
মাইসফট এবং মাইহেলথবিডি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক!

02/05/2022

ভালোবাসা, সহমর্মিতা ও দানে
ঈদের মহিমা বাড়ুক বহুগুণে!
মাইসফট-মাইহেলথবিডি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক!

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর ।নারী দিবসে মাইসফট লিমিটেড এর পক্ষ থেকে ...
08/03/2022

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর ।নারী দিবসে মাইসফট লিমিটেড এর পক্ষ থেকে দেশের সকল নারীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ।

একুশের চেতনায় ফিরে আসি শেকড়ের টানে,মায়ের কাছে, মায়ের ভাষায়।
20/02/2022

একুশের চেতনায়
ফিরে আসি শেকড়ের টানে,
মায়ের কাছে, মায়ের ভাষায়।

ডাক্তারদের কাজকে আরও সহজ ও গতিশীল করতে মাই-হেলথবিডি'র 𝐌𝐲𝐑𝐱 ব্যবহার করে মাত্র ৩০ সেকেন্ডে প্রেসক্রিপশন তৈরি এবং পেশেন্ট এ...
25/01/2022

ডাক্তারদের কাজকে আরও সহজ ও গতিশীল করতে মাই-হেলথবিডি'র 𝐌𝐲𝐑𝐱 ব্যবহার করে মাত্র ৩০ সেকেন্ডে প্রেসক্রিপশন তৈরি এবং পেশেন্ট এর রেকর্ড সংরক্ষণ করা যাবে ই.এম.আর এ। 𝐌𝐲𝐑𝐱 ব্যবহারে বাড়তি কোন ঝামেলা নেই, নিজের মোবাইল বা ল্যাপটপ দিয়েই ব্যবহার করা যাবে সবকয়টি চেম্বারে।

"ডিজিটাল বাংলাদেশের, ডিজিটাল প্রেসক্রিপশন"

ডেমো দেখতে কল করুন ০১৮৪৭৪১৬০৯২ নাম্বারে যেকোন সময় যেকোন দিন।

**ক্যাম্পাইন চলাকালিন ১ম মাস ফ্রী সার্ভিস।

আরো জানতে ভিজিট করুনঃ www.myhealthbd.com

Welcome 2022!May the New Year bring renewed happiness and good health. Let's all start with a new beginning, with new po...
31/12/2021

Welcome 2022!

May the New Year bring renewed happiness and good health. Let's all start with a new beginning, with new possibilities, new milestones to achieve and new standards to set.

HAPPY NEW YEAR!

Best Wishes for our Honorable Managing Director Manjurul Hoque & Synergy Squad- সিনার্জি স্কোয়াড
23/12/2021

Best Wishes for our Honorable Managing Director Manjurul Hoque & Synergy Squad- সিনার্জি স্কোয়াড


মোঃ মঞ্জুরুল হক
ম্যানেজিং ডিরেক্টর
মাইহেলথবিডি.কম
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রযুক্তি এবং অটোমেশনের ব্যবহার প্রচলনে কাজ করে চলেছেন মোঃ মঞ্জুরুল হক। এই লক্ষ্যে ২০০৯ সালে তিনি গড়ে তোলেন মাইসফট লিমিটেড। হাসপাতাল, ল্যাব এবং রেডিওলজি সেবায় অটোমেশন সফটওয়্যার প্রস্তুতে স্পেশালাইজড প্রতিষ্ঠান হিসেবে খুব দ্রুতই নিজের অবস্থান তৈরি করে নেয় প্রতিষ্ঠানটি। বর্তমানে ২০০ এর অধিক প্রতিষ্ঠানকে সেবা দিয়ে চলেছে জনাব মঞ্জুরের এই প্রতিষ্ঠান।
একটি কার্যকর হসপিটাল ইনফর্মেশন সিস্টেম ইন্টিগ্রেশন সিস্টেম প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি হাসপাতাল ব্যবস্থাপনায় মেডিক্যাল, ফাইন্যান্সিয়াল, এডমিনিস্ট্রেটিভ, লিগ্যাল এবং কমপ্লায়েন্স ইলেক্ট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর), বিজনেস ইন্টেলিজেন্স এবং রেভিন্যিউ সাইকেল ব্যবস্থাপনায় এনেছে দারুণ সমন্বয়।
হসপিটাল ইনফর্মেশন সিস্টেম ছাড়াও মাইসফট তৈরি করেছে ল্যাবরেটরি ইনফর্মেশন সিস্টেম, রেডিওলজি ইনফর্মেশন সিস্টেম, পিকচার আর্কাইভিং এবং কমিউনিকেশন সিস্টেম, টেলেমেডিসিন সফটওয়্যার। মাত্র ৪ জনের টিম নিয়ে যাত্রা শুরু করা মাইসফট জনাব মঞ্জুরের নেতৃত্বে আজ ১২৫ জন সদস্যের পরিবার।
মাইসফট এর কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ২০১৮ সালে আইসিটি বিজনেস সার্ভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হিসেবে বেসিস ন্যাশনাল আইসিটি পুরস্কার জয়ের গৌরব অর্জন করে। এছাড়াও তাঁর আরেকটি প্রতিষ্ঠান মাইহেলথবিডি ২০২০ সালে WITSA হতে গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে,
জনাব মঞ্জুর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস, বাংলাদেশ কম্পিউটার সমিটি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং প্রভৃতি সংগঠনের সাথে যুক্ত আছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। জনাব মঞ্জুর একজন সান সার্টিফাইড জাভা প্রোগ্রামার এবং সান সার্টিফাইড ওয়েব কম্পোনেন্ট ডেভেলপার।



মনজুরুল হক বলেন, একতাবদ্ধ হয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে চাই। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটও...
20/12/2021

মনজুরুল হক বলেন, একতাবদ্ধ হয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে চাই। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস এর ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে এসেছি । এফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে (MID : AF-18-01-611) ‘সিনার্জি স্কোয়াড’ থেকে নির্বাচনে অংশ নিচ্ছি।
‘সবকিছুর কেন্দ্রে সদস্যরা, একসাথে গর্জাবো আমরা’ এই প্রত্যয় নিয়ে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব প্রদানের পথ সুগম করার প্রত্যয়ে একতাবদ্ধ ‘সিনার্জি স্কোয়াড’।


এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন। এ ধারাবাহিকতা বজায় রেখে আরও সামনের…

20/12/2021

বেসিস এক্সিকিউটিভ কমিটি ইলেকশন ২০২২-২৩ এ অংশগ্রহণ করছে ‘সিনার্জি স্কোয়াড’ (Synergy Squad)। 'সিনার্জি স্কোয়াড'-এর সদস্য মোঃ মঞ্জুরুল হক-এর মূল প্রতিশ্রুতি হলো, নিজ অভিজ্ঞতাকে বেসিস মেম্বারদের জন্য লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্ট মার্কেটিং নিয়ে কাজ করা।
বিস্তারিত জেনে নিন তাঁর কাছ থেকেই।


Synergy Squad- সিনার্জি স্কোয়াড ২০ই ডিসেম্বর সোমবার রাত ১০টা থেকে ১১ টা পর্যন্ত আপনাদের সামনে আসছে ফেসবুক লাইভ-এ। আমরা শ...
19/12/2021

Synergy Squad- সিনার্জি স্কোয়াড ২০ই ডিসেম্বর সোমবার রাত ১০টা থেকে ১১ টা পর্যন্ত আপনাদের সামনে আসছে ফেসবুক লাইভ-এ।
আমরা শুনতে চাই আপনাদের কথা কারণ আমাদের প্রতিশ্রুতি হলো "সব কিছুর কেন্দ্রে সদস্যরা, একসাথে গর্জাবো আমরা"।


এতো অল্প সময়ে আপনাদের সবার সাথে কথা বলার এবং মতামত নেয়ার সুযোগ অনেক কম, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি অবিরত। আমরা শুনতে চাই আপনাদের মতামত, প্রশ্ন, চিন্তা-ভাবনা এবং সর্বোপরি বেসিস নিয়ে আপনাদের প্রত্যাশা।
আর সেই জন্যই 'সিনার্জি স্কোয়াড' ২০ই ডিসেম্বর সোমবার রাত ১০টা থেকে ১১ টা পর্যন্ত আপনাদের সামনে আসছে ফেসবুক লাইভ-এ।

আমরা শুনতে চাই আপনাদের কথা কারণ আমাদের প্রতিশ্রুতি হলো "সব কিছুর কেন্দ্রে সদস্যরা, একসাথে গর্জাবো আমরা"।


আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের সাথে মিশে কিছু নিকৃষ্ট জীব, রাজাকার, আলবদর, আল শামসরা এদে...
14/12/2021

আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের সাথে মিশে কিছু নিকৃষ্ট জীব, রাজাকার, আলবদর, আল শামসরা এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক-সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরেরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় ২০০ জনের মত বুদ্ধিজীবীদের তাদের বাসা হতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। হায়েনারা তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগসহ অন্যান্য আরো অনেক স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের উপর বীভৎস নির্যাতন চালানো হয়। পরে তাদেরকে নৃশংসভাবে রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়। বাংলাপিডিয়া হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী শহিদ বুদ্ধিজীবীদের সংখ্যা নিম্নরূপ:
শিক্ষাবিদ ৯৯১
সাংবাদিক ১৩
চিকিৎসক ৪৯
আইনজীবী ৪২
অন্যান্য (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং প্রকৌশলী) ১৬
ড. গোবিন্দ চন্দ্র দেব (দর্শনশাস্ত্র)
ড. মুনীর চৌধুরী (বাংলা সাহিত্য)
ড. মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)
ড. আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)
ড. আবুল খায়ের (ইতিহাস)
ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)
ড. সিরাজুল হক খান (শিক্ষা)
ড. এ এন এম ফাইজুল মাহী (শিক্ষা)
অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)
অধ্যাপক ডা. আব্দুল আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)
অধ্যাপক ডা. শামসুদ্দীন আহমেদ
ডা. হুমায়ুন কবীর
ডা. আজহারুল হক
ডা. সোলায়মান খান
ডা. আয়েশা বদেরা চৌধুরী
শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)
নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)
সেলিনা পারভীন (সাংবাদিক)
সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)
আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)
আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)
ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)
যোগেশ চন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ুর্বেদিক চিকিৎসক)
জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার)
এভাবে চলতে থাকবে নাম বলা। প্রতিটি নাম, প্রতিটি মানুষ বাংলাদেশের জন্য একটি স্তম্ভস্বরূপ ছিলেন।
এই মানুষগুলোর চলে যাওয়ার ক্ষত বাংলাদেশ আজও বয়ে নিয়ে চলেছে।
আমরা তাঁদের ভুলবো না, তাঁদের আদর্শকে ভুলবো না, তাদের শিক্ষাগুলোকে ভুলবো না; তাঁদের বুকে নিয়ে আমরা এগিয়ে যাবো একটি সুন্দর বাংলাদেশের দিকে। আজকের দিনে, এই আমাদের প্রত্যাশা।
সালাম সালাম, হাজার সালাম,
সকল শহীদ স্মরণে...

Address

Level 7 (East), Software Technology Park (STP1), BDBL Bhaban, Kawran Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when MyHealthBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MyHealthBD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram