17/09/2025
✅ করোনারি আর্টারি ডিজিজ কি এর কারন গুলো কি কি?
📌 করোনারি আর্টারি ডিজিজ (Coronary Artery Disease, CAD) হল হার্টের একটি গুরুতর অবস্থা যা হার্টের পেশীগুলিতে রক্ত সরবরাহকারী ধমনীতে ব্লক বা সংকোচন ঘটায়। এটি সাধারণত হৃদরোগের প্রধান কারণ।
👉 কারণ:
🔵 আর্থেরোস্ক্লেরোসিস (Atherosclerosis): এটি হলো ধমনীর অভ্যন্তরীণ দেয়ালে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমে যাওয়ার প্রক্রিয়া। এ কারণে ধমনীর প্রস্থ কমে যায় এবং রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হয়।
🔵 ধূমপান: ধূমপান ধমনীর দেয়ালে ক্ষতি করে এবং আর্টারি ব্লকেজের ঝুঁকি বাড়ায়।
🔵 অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: উচ্চ কোলেস্টেরল, চর্বি ও লবণযুক্ত খাদ্য খাওয়া ধমনীর ব্লকেজের কারণ হতে পারে।
🔵 অতিরিক্ত মদ্যপান: বেশি মদ্যপান কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।
🔵 অস্বাস্থ্যকর জীবনযাপন: শারীরিক অঅক্রিয়তা ও স্থূলতা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
🔵 জিনগত কারণ: পারিবারিক ইতিহাস বা জেনেটিক প্রবণতা CAD-এর ঝুঁকি বাড়াতে পারে।
🔵 ডায়াবেটিস: উচ্চ রক্তের চিনি ধমনীর দেয়ালের ক্ষতি করতে পারে এবং CAD-এর ঝুঁকি বাড়াতে পারে।
🔵 উচ্চ রক্তচাপ: উচ্চ রক্তচাপ ধমনীর দেয়ালে চাপ সৃষ্টি করে এবং ব্লকেজের সম্ভাবনা বাড়ায়।
==
ডাঃ এস, চক্রবর্ত্তী
এমবিবিএস (ডিএমসি), এমডি ( কার্ডিওলজি)
ফেলো, সোসাইটি অফ কার্ডিওভাসকুলার এনজিওগ্রাম এন্ড ইন্টারভেনশনস (ইউএসএ)
সিনিয়র কনসালট্যান্ট,
ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি
-
অ্যাপয়েন্টমেন্ট এর জন্যঃ 01750-623246
✅চেম্বারঃ
🏨 ডেল্টা হাসপাতাল, মিরপুর
📍মিরপুর বাঙলা কলেজের কাছে, মিরপুর ১, দারুস সালাম, প্রিন্সিপাল আবুল কাশেম রোড,
মিরপুর ১ থেকে টেকনিক্যাল মোড় যাওয়ার মেইন রোডের উপর, টোলারবাগ, পানির ট্যাংকের সামনে।
৮ তলায় লিফট এর ৭, রুম নং ৮০০১
🕐রোগী দেখার সময়ঃ
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা (শুক্রবার, সোমবার ও সরকারি ছুটির দিন বাদে)
☎️যোগাযোগ করুনঃ 01750-623246
=
#করোনারিআর্টারিডিজিজ #হৃদরোগ #হার্টঅ্যাটাকঝুঁকি #ধমনীব্লকেজ