বিদেশে MBBS পড়ার তথ্য

বিদেশে MBBS পড়ার তথ্য An Informative page for study MBBS in Gov't Medical University to abroad. Call/ WhatsApp 01768961072 BMDC, WHO & UNESCO approved.

Study world's most advanced MBBS in Europe & Asia

Fully Government State Medical University in Ukraine, China, Kyrgyzstan & Russia etc. Affordable tuition fees with on campus hostel and food facilities. Skill migration opportunities in France, Italy, Belgium, Denmark, USA, UK, Canada and other European countries after graduation. Because of Government Medical university they offer less tuition fees than Bangladeshi Private medical college. Graduates are working more than 100 countries in the world. In Bangladesh there are good numbers of senior doctors those who have completed their MBBS / MD / PG from Ukraine. No need IELTS & Bank sponsor to get visa. There are lot Bangladeshi boys and girls studying in Ukraine. For more details please call us at +88 01768 961 072

STUDY IN SERBIA FAQFor Admission wa.me/+8801768961072১. সার্বিয়াতে কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারি?উত্তর: আপনি স...
22/03/2025

STUDY IN SERBIA FAQ
For Admission wa.me/+8801768961072

১. সার্বিয়াতে কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারি?
উত্তর: আপনি সার্বিয়ার University of Niš এবং University of Kragujevac (ক্রাগুয়েভ্যাক) এ আবেদন করতে পারেন।

২. অন্যান্য ইউনিভার্সিটি কি আন্তর্জাতিক শিক্ষার্থী নেয় না?
উত্তর: অবশ্যই নেয়! তবে বেশিরভাগ ইউনিভার্সিটির টার্গেট কান্ট্রি বাংলাদেশ নয়, তাই অনেক ইউনিভার্সিটি বাংলাদেশী শিক্ষার্থী এক্সেপ্ট করে না।

৩. কোন কোন বিষয়ে আবেদন করতে পারি?
উত্তর: ব্যাচেলর ইন মেডিক্যাল সাইন্স, ব্যাচেলর এবং মাস্টার্স ইন ইকোনমিক্স, ব্যাচেলর এবং মাস্টার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর এবং মাস্টার্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।

৪. ল্যাংগুয়েজ কোর্সে কি আসা যাবে?
উত্তর: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে কোন ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ প্রোগ্রামে ভর্তি নেয় না।

৫. ইনটেক কয়টি?
উত্তর: দুইটি।
সামার (ক্লাস: ফেব্রুয়ারি থেকে মে)
উইন্টার (ক্লাস: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর)

৬. IELTS নেই, তাহলে কি আমি ব্যাচেলরস বা মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ, পারবেন।

৭. SSC, HSC তে রেজাল্ট খারাপ (২.০০ এর নিচে) আমি কি এডমিশন নিতে পারবো?
উত্তর: আপনার এডুকেশন ডকুমেন্টস ইউনিভার্সিটির এডমিশন অফিসে যাবে, এবং তারা সিদ্ধান্ত নিবে আপনি এলিজিবল কিনা। প্রয়োজনে তারা ভিডিও কলে ইন্টারভিউ বা অনলাইনে এক্সাম নিতে পারে।

৮. টিউশন ফিস কত?
উত্তর: ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনুযায়ী 2000 থেকে 3500 ইউরো বাৎসরিক।

৯. প্রসেসিং কি?
ক. এডুকেশন ডকুমেন্টস ইউনিভার্সিটির এডমিশন অফিসে পাঠান। এলিজিবল হলে, তারা পেমেন্ট ইনভয়েস পাঠাবে। এক সেমিস্টারের টিউশন ফিস পাঠানোর পর ফাইনাল অফার লেটার পাবেন।
খ. ভিসার জন্য আবেদন করুন। নিচের ধাপগুলো পালন করতে হবে:
সার্টিফিকেট লিগালাইজেশন।
সার্টিফিকেট ইভ্যালুয়েশন (সার্বিয়ার এডুকেশন মিনিস্ট্রি থেকে)।
হেলথ ইনস্যুরেন্স।
ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন।
মিউনিসিপ্যালিটি রেজিস্ট্রেশন।
ভিসা এক্সটেনশন ফিস।
এসব বাবদ খরচ হবে প্রায় 800-900 ইউরো।
গ. ভিসার জন্য আবেদন করুন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে।
ঘ. ভিসা অ্যাপ্লিকেশন ফিস প্রায় 25K BDT - 30K BDT।
এই পোস্টে আরও প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।

সার্বিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ে International Student কোটায় সহজে ভর্তি ও ভিসার জন্য আবেদন করতে পারবে। wa.me/+88017689...
19/03/2025

সার্বিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ে International Student কোটায় সহজে ভর্তি ও ভিসার জন্য আবেদন করতে পারবে।
wa.me/+8801768961072 ⁩

Address

Silvy Heights, 73A, Gulshan Avenue
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when বিদেশে MBBS পড়ার তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বিদেশে MBBS পড়ার তথ্য:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram