27/01/2024
ফ্রি এনিমেশন সার্ভিস সাথে ১০০ টাকা মোবাইল ব্যালান্স ফ্রি
আর হ্যা -আপনার জন্যও রয়েছে উপহার । আপনার ফেসবুক প্রোফাইলে এই পোস্ট টি শেয়ার করুন আর ট্যাগ করুন আপনার যাদের দরকার আছে বলে মনে করেন । সর্বোচ্চ ট্যাগকারী পাবেন ১০০ টাকার মোবাইল ব্যালান্স দ্বিতীয়জন পাবেন ৫০ টাকার মোবাইল ব্যালান্স তৃতীয় জন পাবেন ২৫ টাকার মোবাইল ব্যালান্স। আপনাকে শেয়ারকৃত পোস্টটির স্ক্রিনশট পাঠিয়ে দিন কমেন্ট এ ।পোস্টটি কমপক্ষে ৭ দিন আপনার প্রফাইলে থাকতে হবে ।
আমার পরিষেবাগুলি হল:
1. অ্যানিমেটেড GIF ব্যানার (Daiub স্লাইড-2 সেকেন্ড)
3. সংক্ষিপ্ত ভিডিও বিজ্ঞাপন (পোস্ট এবং গল্প)- (ভিডিও, ছবি, আইকন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ Facebook, Twitter, এবং Instagram-এর জন্য সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন) (10 সেকেন্ড এবং সমস্ত সম্পদ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে)
4. অ্যানিমেটেড পণ্য প্রচারমূলক / ব্যাখ্যাকারী (10 সেকেন্ড এবং সমস্ত সম্পদ আপনাকে অবশ্যই সরবরাহ করতে হবে)
6. স্বাক্ষর লোগো অ্যানিমেশন/পাথ গতি (5 সেকেন্ড)
7. লোগো অ্যানিমেশন (8 সেকেন্ড এবং Ai বা লোগোর PDF ফাইল সরবরাহ করতে হবে)
9. 3D বইয়ের প্রচার (একটি পাঠ্য বিবরণ সহ)
12. ব্যাখ্যাকারী ভিডিও (20 সেকেন্ড এবং সমস্ত সম্পদ আপনার দ্বারা সরবরাহ করা আবশ্যক)
শর্ত সমূহ :
১. শুধু মাত্র সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম পরিচালনাকারীদের জন্য এই অফার প্রযোজ্য
২.ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া ফলোয়ার কমপক্ষে ১৫০০০ হতে হবে এবং গত এক মাসে কমপক্ষে ৪ টি পোস্ট থাকতে হবে ।
৩. একজনের জন্য শুধুমাত্র একটি ডাইমেনশন ১৯২০*১০৮০ অথবা ১০৮০*১৯২০ অথবা ১০৮০*১০৮০ প্রযোজ্য হবে ।
৪. সব কাজের জন্য অবশ্যই লোগো দিতে হবে ।
৫. নির্ধারিত সময় এর অতিরিক্ত ভিডিও চাইলে অতিরিক্ত প্রতি সেকেন্ডের জন্য প্রতি সেকেন্ড ৫০ টাকা অথবা ০০.৫০ ডলার চার্জ দিতে হবে ।
৬. প্রথম ৩০ জন এই অফার উপভোগ করতে পারবেন ।
৭. আপনার প্লাটফর্ম এ ভিডিও আপলোড করে এনিমেশন ক্রেডিট হিসাবে আমাকে ট্যাগ করতে হবে । এছাড়া প্রতিটি ভিডিও শেষে আমার একটি ব্যানার থাকবে তবে যদি কেউ পেমেন্ট করে ভিডিও বানাতে চান তার জন্য এই শর্ত প্রযোজ্য হবে না ।
৮. শুধু মাত্র ভিডিও ফাইল দেয়া হবে -কোনো " র" ফাইল দেয়া হবে না । যদি কারো দরকার হয় তাহলে ৫০০ টাকা বা ৫ ডলারের বিনিময়ে আপনি নিতে পারবেন ।
৯. প্রোডাক্ট প্রমোশনাল ভিডিওতে -আপনার লোগো ও প্রোডাক্টের হয় রেজুলেশন ছবি দিতে হবে (ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয় )
১০. এক্সপ্লেইনের ভিডিও র ক্ষত্রে লোগো , ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ড আপনার দিতে হবে (যদি আপনি অপারগ হন তাহলে টাকার বিনিময়ে আমি আপনাকে দিতে পারবো )
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার দরকার না হলেও আপনার পরিচিত যদি লাগে এজন্য আপনার প্রোফাইলে পোস্টটি শেয়ার করতে পারেন ।