আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার

আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার, Doctor, হাজী সবু খান রোড, জয়নাল মার্কেট ( আলিফ টাওয়ারের দিকে), দক্ষিণ খান, উত্তরা ৬, Dhaka.

Dr. Shamima Afrin Arifa
BHMS(On course),DU
DHMS(PHMCH)
Genetic Homeopath
Drug Inspector ( Homeopathic),
Directorate General of Drug Administration (DGDA)

👍👍🌏Google Location :
https://maps.app.goo.gl/zULtQTSbKazrXL8X7?g_st=aw

যদি এক ডজন ঔষধে আপনার রোগ সম্পূর্ণ নির্মূল হয় অথবা ৯০% নির্মূল হয়, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, জেনেটিক হোমিওপ্যাথির...
03/12/2025

যদি এক ডজন ঔষধে আপনার রোগ সম্পূর্ণ নির্মূল হয় অথবা ৯০% নির্মূল হয়, তাহলে কেমন হয় বলুন তো?
হ্যাঁ, জেনেটিক হোমিওপ্যাথির কল্যাণে আজ তাও সম্ভব।যারা ওষুধ খেতে চান না অথবা ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্যই নতুন হোমিওপ্যাথিক অর্থাৎ জেনেটিক হোমিওপ্যাথিক মেডিসিন। দীর্ঘদিনের অসুস্থতা অথবা তরুন রোগ, যেকোনো রোগের জন্যই সমাধান একটি মাত্র ডোজ।নতুন জেনেটিক হোমিওপ্যাথিক মেডিসিনে ইনশাল্লাহ আপনার অসুস্থতা নির্মূল হবে চিরতরে। আর আপনি হয়ে উঠবেন পূর্বের মতোই সবল ব্যক্তি। আপনার কাজ করার ইচ্ছা পূর্বের থেকেও আরো উদ্দীপ্ত হবে এবং প্রাণবন্ত হবে আপনার মন। তাহলে আর দেরি কেন, আপনার নিকটস্থ জেনেটিক হোমিওপ্যাথিক সেন্টারে জেনেটিক হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করুন।
আপনাদের সেবায় নিয়োজিত
ডাঃ শামীমা আফরিন আরিফা
ডিএইচএমএস-ঢাকা
বিএইচএমএস(অন কোর্স)-ঢাবি
(মেডিসিন ফ্যাকাল্টি)
ঔষধ পরিদর্শক(হোমিওপ্যাথিক) , ঔষধ প্রশাসন অধিদপ্তর
আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার জয়নাল মার্কেট (আলিফ টাওয়ারের দিকে),উত্তরা
মোবাইল :০১৩১৪৯৯৮২৩০

01/12/2025

সফল হোক ক্যাম্পেইন
"জামালপুর জেলাবাসী"দের জন্য সুখবর!

আগামী ৫ ও ৬ ডিসেম্বর ২০২৫ "জেনেটিক হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পিং"

চিকিৎসা দিবেন জেনেটিক হোমিওপ্যাথির আবিষ্কারক ডা. মো: ইকবাল হোসেনসহ Dr-Iqbal Bin Jinnah Salafi
দেশবরেণ্য জেনেটিক হোমিওপ্যাথগণ।( Shamima Afrin Arifa , Dr-Mohammad Tashrif , H Ph Sirajul Islam ....)

চেম্বার: মেলান্দহ,জামালপুর বারাকাহ জেনেটিক হোমিও কেয়ার
যোগাযোগঃ Ismail Bin Abdul Goni
Shahinur Rahman

জানুন
22/11/2025

জানুন

৭০ বছর বয়স। প্রোস্টেট বৃদ্ধি এবং সিস্ট হয়ে আছে কিডনিতে। কিডনিতে সহ  মূত্রনালী ইনফেকশন, সাথে দীর্ঘদিনের ১০-১৫ বছরের হাঁ...
18/11/2025

৭০ বছর বয়স। প্রোস্টেট বৃদ্ধি এবং সিস্ট হয়ে আছে কিডনিতে। কিডনিতে সহ মূত্রনালী ইনফেকশন, সাথে দীর্ঘদিনের ১০-১৫ বছরের হাঁপানি শ্বাসকষ্ট। এবং তার আলসারও রয়েছে।

গত এক দেড় মাস যাবত ক্যাথেটার পড়েছে এবং অনেক এন্টিবায়োটিকও খেয়েছে।

০৯/১০/২৫ -- GHM 10 দেই। ঐ দিন কয়েক ঘন্টা প্রস্রাব হয় না। GHMR ঘনঘন 10 মিনিট পর পর খেতে দিই,প্রস্রাব না হলে ক্যাথেটার লাগাতে হবে। কিন্তু ক্যাথেটার লাগানো লাগেনি।

১৫/১০/২৫ - GHM -10 । প্রস্রাবসহ সব সমস্যা অনেকটা ভালো আছে শুধু একটু ঘুমের সমস্যা।যেহেতু, 15-20 বছর যাবত ঘুমের ওষুধ খেতো, আমি বললাম ঘুমের সমস্যা হলে মাঝেমধ্যে ঔষধ খাবেন। রোগীকে প্রতিবারই চেম্বারে কয়েকজন ধরে নিয়ে আসতে হতো।

২২/১০/২৫ - এবারে শরীর আরও একটু দুর্বল হয়েছে। জন্ডিস হলো কিনা! তেমন কিছু খেতে পারছে না। তবে অন্যান্য কষ্ট ভালো আছে। পায়খানার জন্য অন্যের কথা একবার এলোপ্যাথিক ঔষধ দেওয়ার হয়েছে,পরে আরো বেশি সমস্যা হয়েছে।
আমি বললাম, কারো কথা শুনবেন না -সবাই ডাক্তার নয়। তেমন কিছুই হয়নি ওনার, দীর্ঘদিন এন্টিবায়োটিক চলেছে এবং প্রস্রাবের ইনফেকশন, কিডনি সমস্যা , প্রোস্টেট সমস্যার জন্য এমনটা হয়েছে।

একই সাথে GHM শক্তিশালী ওষুধ দুইটা ডোজ দেওয়ার জন্য শরীর দ্রুত কাজ করতে গিয়ে আয়রন প্রয়োজন, কিন্তু পর্ব থেকেই অনেক ঘাটতি ছিল আয়রনের।

কারো কোন কথা না শুনে আপনার পাশের এলাকায় এলোপ্যাথির সবচেয়ে ভালো ডাক্তারের পরামর্শে আয়রন ইঞ্জেকশন বা ব্লাড দিবেন এবং প্রয়োজনে একটু স্যালাইন দিবেন।

এরপর খুশি মনে আনন্দের সাথে সবাই চলে যায় এবং আয়রন স্বল্পতার জন্য স্যালাইন এবং ২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

০৩/১১/২৫ -- এবার অনেকটা ভালো আছে, শুধু খাওয়ার রুচিটা তেমন নেই। প্রস্রাবে মনে হয় একটু সুগার যায়। GHM 12 দেওয়া হলো।

১৮/১১/২৫-- GHMR ছাড়াই ৬ দিন এবং সমস্যা ৯০% ভালো। রোগী একাকী হেঁটে আসলো চেম্বারে।
No Medicine!!
বলা হলো কোন ওষুধ ছাড়াই থাকেন যদি কোন কিছু সমস্যা দেখা দেয় কখনো, তখন আসবেন।
শুধু প্রচলিত শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধের সংস্পর্শ নিষিদ্ধ।

(আরেকটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে এসেছে। চর্মরোগ এবং ইনফেকশন।এলোপ্যাথি দেখিয়েও কোন কিছু উন্নতি হচ্ছে না। আমি বললাম দুধের বাচ্চা যেহেতু ,বাচ্চা এবং মা দুজনের চিকিৎসা করতে হবে এবং আলাদা আলাদা তাদের খরচ লাগবে। আগামীকাল বাচ্চার মা সহ আসবে ইনশাআল্লাহ । কারণ আজকে বাচ্চাকে তার দাদীর সাথে পাঠিয়েছে।)

✅✅GHM -12 ইনশাআল্লাহ দ্রুত রোগ আরোগ্য করবে।

মাত্র ১ মাসে সকল ঔষধ মুক্ত আরোগ্য- অসাধারণ জেনেটিক হোমিওপ্যাথি। রোগী খুবই খুশি হয়, যখন বলা হয়- কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থতা আসবে এবং কোন ঔষধ ছাড়াই ইনশাআল্লাহ।

এত দ্রুত কোন প্যাথিতে সম্ভব না। যেখানে প্রতিটা ডাক্তারই বলেছেন, অপারেশন করা বাধ্যতামূলক। আর এই বয়সে অপারেশন করাও ভয়ানক ব্যাপার। এটাই জেনেটিক হোমিওপ্যাথি মিরাক্কেল❤️❤️
এভাবেই জেনেটিক হোমিওপ্যাথি ইনশাআল্লাহ ধাপে ধাপে আরও আপডেট হবে।

আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার

17/11/2025

ক্যাম্পেইন সফল হোক
ইনশাআল্লাহ, আগামী 21-22 নভেম্বর শুক্র ও শনিবার ২দিন ব্যাপী" বরিশাল জেনেটিক হোমিওপ্যাথি সেন্টারে " মেডিকেল ক্যাম্পিং।
যোগাযোগঃ +8801628582341
+8801711268036

এভাবেই জেনেটিক হোমিওপ্যাথি এগিয়ে যাবে। আপনার শহরে বা, কাছাকাছি সেবা কেন্দ্রে চলে আসুন।
প্রচারে:
আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার

এত অনিয়ম, দেখার কেউ নেই।যেমন ইচ্ছা তেমন টাকা নির্ধারণ করছে DHMS ভর্তির জন্য।
15/11/2025

এত অনিয়ম, দেখার কেউ নেই।
যেমন ইচ্ছা তেমন টাকা নির্ধারণ করছে DHMS ভর্তির জন্য।

12/11/2025

কি সুন্দর চিকিৎসা, এটাই ছিল আমার স্বপ্ন!

সকাল থেকে যত গুলি রোগী দেখলাম Genetic Homeopathy Medicine চেম্বারে প্রটেকশনসহ খাইয়ে দিলাম।
ইনশাআল্লাহ,যার যেই সমস্যা আছে ৩-৫ দিনের মধ্যে অন্তত ৭০% কমে যাবেই আশা করি।
বাসায় কোন মেডিসিন খেতে হবে না। অর্থাৎ NO Medicine। রোগী সামান্য কিছু ফি+ GHM যা খাওয়ানো হল সেটার মূল্য দিয়ে গেল ,সবাই খুবই খুশি।

কতদিন পর অসব? যতদিন ভাল থাকেন! সেটা ২/৩ মাস বা ১ বছর।

**অবশ্য এখনও কিছু মানুষকে GHMR দিতে হয় । কারণ এখনো মানুষ "ঔষধ ছাড়াই আমাদের ইমিউনিটিই শক্তিশালী করা হলে একাকী অসুখ সারায় এই বিশ্বাসে অটল নয়। আর বহু মানুষ ঔষধ নামক ড্রাগস খেতে খেতে এতটাই আসক্ত নিয়মিত ঔষধ নামক কিছুই খাওয়া লাগবেই"।

ইনশাআল্লাহ, অচিরেই একদিন আসবে যখন: জেনেটিক হোমিওপ্যাথ নয় মানুষ (patient) নিজেই সিদ্ধান্ত নিবে আমার ১ ডোজ Genetic Homeopathy Medicine(GHM) অথবা শুধু GHMR প্রয়োজন।
জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার চেয়ে "সহজ-নিরাপদ-দ্রুততর থেরাপিউটিক চিকিৎসা পৃথিবীতে দ্বিতীয়টি আর থাকবে না"।
Dr-Iqbal Bin Jinnah Salafi @জেনেটিক হোমিওপ্যাথি

গাজীপুরে মেডিকেল ক্যাম্পেইনে সবাইকে স্বাগতম
11/11/2025

গাজীপুরে মেডিকেল ক্যাম্পেইনে সবাইকে স্বাগতম

**সুখবর! সুখবর! দেশব্যাপী জেনেটিক হোমিওপ্যাথির পক্ষ থেকে এই প্রথম মেডিকেল ক্যাম্পিং হবে, যেখানে "দিনব্যাপী অন্তত ৪-৭ দক্...
07/11/2025

**সুখবর! সুখবর! দেশব্যাপী জেনেটিক হোমিওপ্যাথির পক্ষ থেকে এই প্রথম মেডিকেল ক্যাম্পিং হবে, যেখানে "দিনব্যাপী অন্তত ৪-৭ দক্ষ জেনেটিক হোমিওপ্যাথ উপস্থিত থেকে সেবা দিবেন ক্যান্সারসহ সর্বরোগের" ইনশাআল্লাহ।

জেনেটিক হোমিওপ্যাথি বিশেষ সেবাকেন্দ্রসমূহে সম্ভাব্য ক্যাম্পেইন তারিখ নিম্নরূপঃ

14-15/11/2025 ( গাজীপুর )

21-22/11/2025 (বরিশাল)

28-29/11/2025( জামালপুর)

05-06/12/2025 ( রাজশাহী)

12-13/12/2025 (ঢাকা - উত্তরা)

19-20/12/2025((ময়মনসিংহ )

26-27/12/2025 (কুমিল্লা চাঁদপুর )

02-03/01/2026 ( নাটোর)

09-10/01/2026 ( গাজীপুর )

**ক্যাম্পিং - সকাল ৮টা থেকে মাগরিব/ইশা পর্যন্ত।**

আয়োজনে
জেনেটিক হোমিওপ্যাথি বাংলাদেশ

ডিএইচ এম এস ভর্তির নির্দেশনা
04/11/2025

ডিএইচ এম এস ভর্তির নির্দেশনা

লিকি গাটস (Leaky Gut / Leaky Gut Syndrome ) ইনটেস্টিনাল পারমিয়াবিলিটি হলো এক ধরনের হজমজনিত সমস্যা, যেখানে অন্ত্রের প্রা...
30/10/2025

লিকি গাটস (Leaky Gut / Leaky Gut Syndrome ) ইনটেস্টিনাল পারমিয়াবিলিটি হলো এক ধরনের হজমজনিত সমস্যা, যেখানে অন্ত্রের প্রাচীর (intestinal lining) দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক পদার্থ রক্তপ্রবাহে প্রবেশ করে। সাধারণত, আমাদের অন্ত্রের প্রাচীর ক্ষুদ্র ছিদ্রযুক্ত হয়, যা প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে সাহায্য করে, কিন্তু লিকি গাটস হলে এই ছিদ্রগুলো বড় হয়ে যায় এবং অপাচিত খাবার, ব্যাকটেরিয়া, টক্সিন বা অন্যান্য ক্ষতিকর উপাদান রক্তে মিশে যায়।

লিকি গাটস হওয়ার প্রধান কারণসমূহ-
১. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
২. অতিরিক্ত ওষুধ সেবন
৩. অতিরিক্ত স্ট্রেস ও মানসিক চাপ
৪. অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান
৫. অটোইমিউন ডিজঅর্ডার ও দীর্ঘস্থায়ী রোগ
৬. পর্যাপ্ত প্রোবায়োটিক ও ফাইবারের অভাব
৭. পর্যাপ্ত ঘুম না হওয়া

#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
জেনেটিক হোমিওপ্যাথি

 # এন্টিবায়োটিক কোর্স কতটা ভয়ানক?   এন্টিবায়োটিক খেলেই সব রোগ শেষ। আসলে, ৭ কিংবা ১৪ দিনের স্বস্তির আড়ালে লুকিয়ে থাকতে প...
29/10/2025

# এন্টিবায়োটিক কোর্স কতটা ভয়ানক?

এন্টিবায়োটিক খেলেই সব রোগ শেষ। আসলে, ৭ কিংবা ১৪ দিনের স্বস্তির আড়ালে লুকিয়ে থাকতে পারে ৭ বা ১৪ বছর নয় বরং সারাজীবনের অশান্তির বীজ।

✓✓ধাপ ১: শুরু — সাময়িক স্বস্তি ও মিথ্যে ভরসা (The "Honeymoon" Phase)

কোন রোগ বা গ্যাস, বুক জ্বালা, ঢেঁকুর, ব্যথা... অসহ্য!
ডাক্তারের কাছে গেলে ৭ বা ১০ বা ১৪ দিনের এন্টিবায়োটিকের একটি কোর্স দিল। ৩-৫ দিনেই ম্যাজিক!
কষ্টগুলো বা ব্যথা গায়েব, জ্বালা কম।
স্বস্তির নিঃশ্বাস , "যাক, বেঁচে গেলাম! ওষুধ দারুণ কাজ করেছে। ডাক্তার খুবই ভাল অথবা মডার্ন মেডিসিন বা এলোপ্যাথি আল্লাহর বিশেষ নিয়ামত"...কিন্তু সত্যি কি তাই? নাকি এটা ঝড়ের আগে সেই অদ্ভুত নীরবতা?
আসল খেলাটা (বা ট্র্যাজেডি) এখন থেকেই শুরু হলো।

✓✓ধাপ ২: পেটের ভেতরে — "ওয়েক আপ, কিক!" (The Friendly Fire)

এন্টিবায়োটিক হলো সেই সেনাপতির মতো, যে শত্রু (খারাপ জীবাণু) মারতে গিয়ে নিজের ভালো সৈন্যগুলোকেও (উপকারী ব্যাকটেরিয়া) না চিনে মেরে ফেলে।
সে নির্বিচারে দুদলকেই ধ্বংস করে।
সাথে থাকা PPI (গ্যাসের ওষুধ) অ্যাসিড কমানোর সুইচটা টিপে ধরে।

✓ তাৎক্ষণিক ফল: অ্যাসিড কমে যাওয়ায় আপনার "ব্যথার সিগন্যাল" বন্ধ হয়ে যায়। আপনি আরাম পান।
🔥ভেতরের আসল সত্য: এটা হলো "অসুখ ঢেকে রাখা, সারানো নয়।" উপসর্গ সাইলেন্ট, কিন্তু ভেতরের প্রদাহ (আগুন) ঠিকই জ্বলতে থাকে।

✓✓ধাপ ৩: শত্রুপক্ষের পলায়ন (কিন্তু দুর্গ ভাঙা)
এন্টিবায়োটিক জীবাণুর সংখ্যা কমায়, এটা ঠিক। কিন্তু আপনার পেটের ভেতরের যে ক্ষতিগুলো আগেই হয়েছিল, সেগুলোর কী হবে?যেমন:
-আলসারের ক্ষত (Unhealed Ulcer)
-ইনফ্লেমড লাইনিং (Inflamed Lining)
-দুর্বল মিউকাস লেয়ার (Weak Mucus Layer)

✓ভঙ্গুর GIT টিস্যু (Fragile Gut Tissue)..ওষুধ এগুলোতে সরাসরি কোনো হাতই দেয় না। জীবাণু কমে ➔ ব্যথা কমে। কিন্তু আসল "ভাঙা দেয়াল" (Tissue) মেরামত না হলে রোগ যায় না, কেবল চুপ থাকে।

✓✓ধাপ ৪: কোর্স শেষ, পার্টি শুরু? ( রিপোর্ট রোগ নেই অর্থ প্যাথলজি নেই)
কোর্স শেষ! আপনি ভাবলেন, "আমি এখন ১০০% ফিট।"
ডাক্তারের কাছে গেলেন, টেস্ট রিপোর্টও হয়তো "নেগেটিভ" আসলো।
কিন্তু ভেতরে যা হচ্ছে:

🔸লুকিয়ে থাকা শত্রু: চালাক জীবাণুগুলো "বায়োফিল্ম" (একটা আঠালো বর্ম) তৈরি করে লুকিয়ে পড়ে, এবং সুযোগের অপেক্ষায় থাকে।
🔸নীরব প্রদাহ: প্রদাহ পুরোপুরি বন্ধ হয় না, শুধু "Slow Mode"-এ চলে যায়।
🔸অসম্পূর্ণ নিরাময়: সেই পুরনো ক্ষতটা ঠিকমতো শুকানোর সময়ই পায় না।
এটাই "সাইলেন্ট রিল্যাপস স্টেজ" — বাইরে সব শান্ত, কিন্তু ভেতরে ক্যান্সারের মতো নীরব ক্ষয় চালু থাকে।

✓✓ধাপ ৫: আসল বিপর্যয় — পেটের উপকারী বন্ধুদের গণহত্যা! (The Microbiome Collapse)

সবচেয়ে ভয়ংকর ব্যাপার! এন্টিবায়োটিক আপনার পেটের "উপকারী বন্ধু" (GUT Microbiome) - যারা খাবার হজম করায়, ভিটামিন বানায়, ইমিউনিটি ঠিক রাখে—তাদের লক্ষ কোটি মেরে ফেলে। এর ফলে যা ঘটে:

🔸বন্ধুশূন্য পেট: ভালো ব্যাকটেরিয়া শেষ, খারাপ ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস পার্টি শুরু করে।
🔸হজমের বারোটা: খাবার আর ঠিকমতো হজম হয় না।
🔸চিরশত্রুর জন্ম: শুরু হয় স্থায়ী গ্যাস, ফোলা ভাব (Bloating) আর বদহজম।
🔸লিকেজ শুরু: পেটের দেয়াল "ফুটো" (Leaky Gut) হয়ে যায়, যা দিয়ে ক্ষতিকর উপাদান রক্তে মেশে।
🔸আগুন ছড়ানো: এই পেটের আগুন (প্রদাহ) এবার সারা শরীরে ছড়িয়ে পড়ে।
..আর ঠিক এই মুহূর্তেই জন্ম নেয় IBS, IBD, Food Intolerance আর Chronic Gastritis-এর মতো জটিল রোগ।

✓✓ ধাপ ৬: digestive system অচল ! (Mouth to Re**um)

একবারের আঘাতে আপনার মুখ থেকে রেক্টাম পর্যন্ত পুরো "খাদ্যনালী পথ" অচল হয়ে পড়ে:
✓ খাদ্যনালী: সামান্য ঝাল বা তেলেই জ্বলে ওঠে (Hyper-sensitive)।
✓পাকস্থলী: দেয়াল পাতলা হয়ে যায়, অল্প খেলেই পেট ভার ও অস্বস্তি।
✓ ক্ষুদ্রান্ত্র (Small Intestine): ভিটামিন-খনিজ (B12, Iron, D) শুষে নিতে পারে না ➔ আপনি সারাক্ষণ দুর্বল থাকেন।
✓ বৃহদন্ত্র (Large Intestine): স্থায়ী প্রদাহ ➔ কখনো পাতলা পায়খানা, কখনো কষা (Irritable Bowel)।
পুরো সিস্টেমটাই একটা অসুস্থ, ভয়ংকর পরিবেশে পরিণত অথচ আমি কিছুই দেখতে পারছেন আবার জ্ঞানও শুধু বইয়ের পাতায়!

✓✓ধাপ ৭: পুরো Immune System ধস (The Point of No Return?)
যখন পেটের ভেতরে...
🔺 ক্ষত শুকায় না
🔺 জীবাণু লুকিয়ে থাকে
🔺 ভালো বন্ধু (ব্যাকটেরিয়া) থাকে না
✓প্রদাহ স্থায়ী হয়..তখন পেট তার স্বাভাবিক "ছন্দ" হারিয়ে ফেলে।
✓ফলাফল: বারবার রোগ ফিরে আসা (Relapse), সামান্য তেলেও অস্বস্তি, সারাদিন গ্যাস, আর নতুন নতুন খাবারে অ্যালার্জি।

✓ ধাপ ৮: ওজন অস্বাভাবিক কমাবাড়া কিন্তু শক্তি হারিয়ে যাচ্ছে? (The Energy Drain)
আপনি ভাবছেন, "আমি তো কম বা বেশি খাচ্ছি, তাও মোটা বা শুকিয়ে যাচ্ছি কেন?"
এর পেছনে ৪টি প্রধান কারণ:
১. শোষণ বন্ধ (Malabsorption): খাবার ঠিকমতো শোষণই হচ্ছে না।
২. শক্তি ক্ষয় (Chronic Inflammation): ভেতরের স্থায়ী প্রদাহ আপনার শরীরের সব শক্তি শুষে নিচ্ছে।
৩. মেটাবলিজম স্লো: অন্ত্র দুর্বল হওয়ায় আপনার মেটাবলিজম সমস্যা গ্রস্থ হয়ে গেছে।
৪. হরমোন সমস্যা (Hormone imbalance) - ফলে abnormal ভাবে ওজন বাড়ছে।

✓✓ধাপ ৯: শেষ দৃশ্য — শুধু পেট নয়, পুরো শরীর আক্রান্ত
প্রবাদ , ভুঁড়ি ঠিক তো মুড়ি ঠিক।
এই পেটের সমস্যা থেকেই ধীরে ধীরে শুরু হয়:
✓ IBS / IBD / UC (স্থায়ী ও জটিল বিভিন্ন পেটের রোগ)।
✓ বিভিন্ন ভিটামিন, B12, D, আয়রনের তীব্র অভাব সহ অন্যান্য মিনারেলসের ঘাটতি।
✓ থাইরয়েড, PCOS, PCOD ইমব্যালান্স সহ বিভিন্ন ধরনের সমস্যা।
✓ফ্যাটি লিভার, Kidney Disease
✓Insulin Resistance, Diabetes, Blood Pressure, ইত্যাদি।
✓ Anxiety ও Depression (কারণ পেট আর ব্রেইন সরাসরি যুক্ত - Gut-Brain Axis)
✓ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, Immunity weaker (ঘন ঘন ঠান্ডা-জ্বর লাগা) ইত্যাদি।

এন্টিবায়োটিক আপনার জন্য পারমানবিক বোমার মতোই ভয়ানক। কিন্তু আশেপাশের সবাইকে এন্টিবায়োটিক মুক্ত না রাখতে পারলে আপনি নিজেও এর ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া অসম্ভব।
হোমিওপ্যাথিক শক্তিকৃত ঔষধ অনিয়ন্ত্রিত ব্যবহার! এন্টিবায়োটিক! স্টেরয়েড! বিষয়ে এখনই সচেতন হয়ে কাজ করতে হবে।
#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
জেনেটিক হোমিওপ্যাথি

Address

হাজী সবু খান রোড, জয়নাল মার্কেট ( আলিফ টাওয়ারের দিকে), দক্ষিণ খান, উত্তরা ৬
Dhaka
1230

Opening Hours

Monday 05:00 - 22:00
Tuesday 05:00 - 22:00
Wednesday 05:00 - 22:00
Thursday 05:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 05:00 - 22:00

Telephone

+8801314998230

Alerts

Be the first to know and let us send you an email when আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category