আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার

আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার, Doctor, হাজী সবু খান রোড, জয়নাল মার্কেট ( আলিফ টাওয়ারের দিকে), দক্ষিণ খান, উত্তরা ৬, Dhaka.

Dr. Shamima Afrin Arifa
Genetic Homeopath
Drug Inspector ( Homeopathic),
Directorate General of Drug Administration (DGDA)

👍👍🌏Google Location :
https://maps.app.goo.gl/zULtQTSbKazrXL8X7?g_st=aw

😱ডায়াবেটিসের আসল কালপ্রিট(Culprit) কে⁉️ মিষ্টি বা ভাত নয়, আপনার পেটই পর্দার পেছনের আসল খেলোয়াড়!"পেটের সাথে -ইনসুলিন রেজি...
18/10/2025

😱ডায়াবেটিসের আসল কালপ্রিট(Culprit) কে⁉️ মিষ্টি বা ভাত নয়, আপনার পেটই পর্দার পেছনের আসল খেলোয়াড়!

"পেটের সাথে -ইনসুলিন রেজিস্ট্যান্স" এর সম্পর্ক— এ এক অদৃশ্য ষড়যন্ত্র, যা আপনার সুগার ও ওজনের আসল নিয়ন্ত্রক! 🚦⚖️

🔺 পেটের চর্বি কি চুম্বকের মতো আটকে আছে, কিছুতেই যাচ্ছে না?
🔺 ভাত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর কি প্রচন্ত ঘুম পায়? 😴
🔺 ঘাড়ে, গলায় বা বগলে কি কালো ছোপ পড়ছে?
🔺 ছোট ছোট আঁচিল ও Skin Tag কি বাড়ছে?
🔺 মিষ্টি বা ভাজাপোড়া খাওয়ার জন্য কি মন সারাক্ষণ ছটফট করে? 🍩
🔺 খাওয়ার একটু পরেই কি আবার ক্ষুধা লাগে?
🔺 খান কিন্তু সারাদিন শরীরে শক্তি পান না, ক্লান্ত লাগে?
🔺 ওজন কমাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন?
🔺 কাজে মন দিতে পারছেন না, মনোযোগ হারিয়ে ফেলছেন (Brain Fog)?
🔺মাসের পর মাস ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সমাধান মিলছে না?

আপনি হয়তো ভাবছেন—"সব দোষ আমার খাদ্যাভ্যাসের আর অলসতার!" 😔

কিন্তু সত্যিটা হলো, আপনার খাদ্যাভ্যাস বা শরীরচর্চার চেয়েও বড় একজন খেলোয়াড় আছে, যে আপনার পুরো শরীরকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে!
আর সেই মাস্টারমাইন্ড কে জানেন?
👉 আপনারই অন্ত্র বা Gut—আপনার শরীরের সবচেয়ে ক্ষমতাধর "সুগার কন্ট্রোল সিস্টেম"!

🏙️ ধরি, "আমাদের শরীর একটি শহর" !
আমরা ধরি, অন্ত্র হলো এই শহরের প্রধান গেট।
এবার ভাবুন—
শহরের প্রতিটি ফ্যাক্টরির (কোষ) জন্য শক্তির প্রয়োজন, যার কাঁচামাল হলো গ্লুকোজ (চিনি)। আর এই কাঁচামাল ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য একজন ট্রাফিক পুলিশ (ইনসুলিন) আছে, যে সিগন্যাল দিয়ে রাস্তা ক্লিয়ার করে।
কিন্তু প্রশ্ন হলো, যদি শহরের প্রধান গেটই (অন্ত্র) ভেঙে যায়, তখন কী হবে?
👉 শহরের নিরাপত্তা, ট্রাফিক সিস্টেম—সবকিছুর চাবি আসলে ঐ গেটের হাতেই!

💥 Gut–Insulin Axis: পর্দার আড়ালের যুদ্ধ ⚔️
আপনার অন্ত্রে বাস করে কোটি কোটি জীবাণুর এক বিশাল সমাজ—Gut Microbiome।
এই সমাজে যখন ভালো নাগরিক (উপকারী ব্যাকটেরিয়া) বেশি থাকে, তখন শহরের ট্রাফিক সিস্টেম (ইনসুলিন সেনসিটিভিটি) একদম নিখুঁত চলে।
কিন্তু যখন দুর্নীতিবাজ সদস্য (খারাপ ব্যাকটেরিয়া) বেড়ে যায়, তখনই শুরু হয় আসল বিশৃঙ্খলা!
🔹হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধ ব্যাক্টেরিয়া মিউটেট করে! খারাপ খাদ্যাভ্যাস, স্ট্রেস বা অ্যান্টিবায়োটিকের কারণে অন্ত্রের ভালো জীবাণুরা মারা যায়।
🔹 এর ফলে অন্ত্রের ভেতরের দেয়ালে ছিদ্র তৈরি হয়, যাকে বলে "লিকি গাট" (Leaky Gut)।
🔹 এই ভাঙা গেট দিয়ে ক্ষতিকর টক্সিন (বিষ), হজম না হওয়া খাবার ও খারাপ ব্যাকটেরিয়া সরাসরি রক্তে ঢুকে পড়ে!
এটাকে বলা হয় “Inflammatory Cascade” বা প্রদাহের বন্যা—
একবার এই বন্যা শুরু হলে, আপনার ইনসুলিন সিস্টেম নড়বড়ে হয়ে যায়!

📢 Gut নষ্ট হলে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে হয়?👇

১️⃣ লিকি গাট (Leaky Gut):
ভাঙা গেট দিয়ে LPS (Lipopolysaccharide) নামক টক্সিন রক্তে প্রবেশ করে। শরীর এই টক্সিনকে শত্রু ভেবে এক জরুরি অবস্থা জারি করে, যাকে বলে Inflammation (প্রদাহ)। এই প্রদাহের আগুনে কোষগুলো এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে, তারা ইনসুলিনের সিগন্যাল আর শুনতে পায় না। ফলাফল—ইনসুলিন রেজিস্ট্যান্স!

২️⃣ Dysbiosis (খারাপ ব্যাকটেরিয়ার রাজত্ব):
খারাপ ব্যাকটেরিয়ারা চিনি ও প্রক্রিয়াজাত খাবার খেয়ে আরও শক্তিশালী হয় এবং এমন কিছু রাসায়নিক তৈরি করে যা সরাসরি ইনসুলিনের কাজে বাধা দেয়। অন্যদিকে, ভালো ব্যাকটেরিয়ার অভাবে হজমশক্তি কমে যায়, ফলে রক্তে হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যায়।

৩️⃣ বিপাকীয় বিপর্যয় (Metabolic Chaos):
আপনার অন্ত্রের জীবাণু নির্ধারণ করে আপনার শরীর চর্বি জমাবে নাকি শক্তি হিসেবে ব্যবহার করবে। খারাপ গাট মানে ধীরগতির মেটাবলিজম, যা পেটের জেদি চর্বি ও ওজন বৃদ্ধির মূল কারণ।

🤔শহরটাকে এই বিপর্যয় থেকে কীভাবে বাঁচাবেন?

ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা শুরু হোক শহরের গেট (Gut) মেরামত দিয়ে এজন্য জেনেটিক হোমিওপ্যাথির ৫টি সূত্র প্রয়োগ করতে হবে!

🧩 ধাপ ১: ভাঙা গেট মেরামত করুন 👇
লিকি গাট সারানোর জন্য সেরা "সিমেন্ট" হলো জেনেটিক হোমিওপ্যাথি সাথে পানি অন্যান্য:
Bone Broth (হাড়ের স্যুপ): এটি কোলাজেন ও গ্লুটামিনে ভরপুর।
ফার্মেন্টেড খাবার: প্রোবায়োটিকের প্রাকৃতিক উৎস।
কলা ও ফাইবার: ভালো ব্যাকটেরিয়ার খাবার।

🧩 ধাপ ২: দুর্নীতিবাজদের শহরে ঢোকা বন্ধ করুন 👇
🚫 বাদ দিন:
প্রসেসড চিনি ও মিষ্টি পানীয় গ্লুটেন (আটা, ময়দা, পাউরুটি, বিস্কুট) ডেইরি (প্যাকেটজাত দুধ, চিজ) সয়াবিন ও অন্যান্য প্রক্রিয়াজাত তেল
ফাস্টফুড ও ভাজাভুজি। ( হঠাৎ মাঝেমধ্যে নিরুপায়ে ভিন্ন কথা)

🧩 ধাপ ৩: শহরে ভালো নাগরিকের সংখ্যা বাড়ান 👇
🌱 অন্ত্রের ভালো জীবাণু বাড়াতে জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি খান:
প্রচুর ফাইবার: সব ধরনের শাক, সবজি, ইত্যাদি।
প্রিবায়োটিকস: পেঁয়াজ, রসুন, কাঁচাকলা, ওটস।
ফার্মেন্টেড ফুড: ঘরে পাতা টক দই, পান্তা ভাত, কিমচি, আচার।
স্বাস্থ্যকর ফ্যাট: দেশি ঘি, নারকেল তেল, অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডো। (অতিরিক্ত নয় সামান্য পরিমাণ এরপরও শরীর ও মনের ভাষা বুঝে মাঝেমাঝে)

🧩 ধাপ ৪: শহরে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন 👇
মানসিক চাপ কমান: Genetic Homeopathic চিকিৎসা এবং ৫টি সূত্র অনুসরণ করুন।

🧩 ধাপ ৫: শরীরের বিপদ সংকেত শুনুন
যখন অন্ত্র অসুস্থ হয়, শরীর আপনাকে ছোট ছোট সিগন্যাল পাঠায়—
পেটে গ্যাস, হজমের সমস্যা, ত্বকের সমস্যা, ক্লান্তি, মিষ্টির লোভ, ওজন বৃদ্ধি—এগুলো হলো "গাটের SOS (Save Our Souls) অ্যালার্ম" 🚨

✍️ শুধু ওষুধ নামক ড্রাগস দিয়ে ব্লাড সুগার কমানোটা হলো উপসর্গকে চেপে রাখা। শহরের গেট মেরামত না করে শুধু ট্রাফিক পুলিশ বাড়িয়ে দিলে যেমন জ্যাম কমে না, তেমনি অন্ত্রকে সুস্থ না করে বা Gut Flora ঠিক না করে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য -
জেনেটিক হোমিওপ্যাথি
১৮-অক্টোবর ২০২৫

জেনেটিক হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্য -১) এখানে ক্যান্সারসহ যেকোন রোগ আরোগ্য হবে। একুইট বা কয়েক ধরে হওয়া জটিল কঠিন রোগ ...
17/10/2025

জেনেটিক হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্য -
১) এখানে ক্যান্সারসহ যেকোন রোগ আরোগ্য হবে। একুইট বা কয়েক ধরে হওয়া জটিল কঠিন রোগ "মাত্র ৩ দিন থেকে সর্বোচ্চ ৩মাসে" আরোগ্য হবে।
আর ডায়াবেটিস ক্যানসারের মত দুরারোগ্য রোগ নিয়ন্ত্রণে দ্রুত নিয়ন্ত্রণে আসবে কিন্তু অল্প খরচে সর্বদিকে উন্নতি হবে ধীরে ধীরে ঔষধ কমতে থাকবে ।
পাথর টিউমার আঁচিল ইত্যাদি অপারেশন ছাড়াই দুর হবে ইনশাআল্লাহ।

২) শারীরিক মানসিক সামাজিক ৩ দিকেই পুর্নাঙ্গ সুস্থতার দিকে এগিয়ে যাবেন।

৩)টেস্ট বাণিজ্য আর ঔষধ নির্ভরতা থেকে বাঁচতে চাইলে অবশ্যই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন।

৪) আমাদের চিকিৎসায় আপনার এলোপ্যাথি ঔষধ বন্ধ করতে হবে না বরং আপনার শরীর ধীরে ধীরে এলোপ্যাথি ঔষধ কমাতে বাধ্য করবে।

৫) খাবার পানীয় নিয়ে অবৈজ্ঞানিক কোন নিষেধাজ্ঞা নেই । বরং আপনার পছন্দের সকল খাবার পানীয় খেতে পারবেন।

৬) শুধুমাত্র প্রচলিত হোমিও শক্তিকৃত ঔষধ স্পর্শ ঘ্রাণ খাওয়া নিষিদ্ধ।

৭) নিতান্ত প্রয়োজনে এন্টিবায়োটিক , স্টেরয়েড বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শে ছাড়া নিষেধ । এছাড়া যেকোন ভেষজ খাবার খেতে পারবেন । প্রয়োজনে সাধারণ মডার্ণ ড্রা*গস স্বল্প পরিমাণ খাওয়া যাবে (তবে মনে রাখতে হবে সব কেমিকেল ক্ষতিকর)

৮) শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিরাপদ চিকিৎসা।

৯) আমাদের উদ্দেশ্য আপনি সকল প্রকার ঔষধমুক্ত শক্তিশালী ইমিউনিটির অধিকারী হবেন। আপনি ঔষধ্মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে প্রবেশ করুন।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
GENETIC HOMEOPATHY

The physician's  high and only mission is to restore the sick to health,to cure,as it is termed.
14/10/2025

The physician's high and only mission is to restore the sick to health,to cure,as it is termed.

BHMSএর ৪৬ ব্যাচ- এর অরিয়েন্টেশন
12/10/2025

BHMSএর ৪৬ ব্যাচ- এর অরিয়েন্টেশন

রোগীর নাম: জাকির হোসেনবয়স: ২৬➡️সমস্যা : হাতে চুলকানি ও ফুস্কুড়ি, চোখে ময়লা/পিচুটি,চোখ লাল,নাকের হাড় বাঁকা, হাত কাপেঁ,পেছ...
07/10/2025

রোগীর নাম: জাকির হোসেন
বয়স: ২৬
➡️সমস্যা : হাতে চুলকানি ও ফুস্কুড়ি, চোখে ময়লা/পিচুটি,চোখ লাল,নাকের হাড় বাঁকা, হাত কাপেঁ,পেছন থেকে কেউ কথা বলছে মনে হয়( অনেক বছর ধরে),পলিপাস,কান থেকে আঠালো পদার্থ বের হয়(শাননিক),মলদ্বার থেকে লিঙ্গের পাশে ভেজা থাকে।
✅✅সমাধান: রোগী দীর্ঘদিন ধরে আমাদের জেনেটিক হোমিওপ্যাথির সাথে আছে, এজন্য আমরা কৃতজ্ঞ।
তবে,১ টা GM ডোজ নেওয়ার পর থেকেই তার পরিবর্তন লক্ষ্য করা যায়।পূর্বের সমস্যা ৭০% দূর হয়।তারপর ৬ মাস কোন GM দেওয়া হয়নি। শুধু GMR এ রোগীর অবস্থা উন্নতির দিকেই ছিল। যেহেতু পূর্ব সমস্যার 📍 হাতের চুলকানি
বাড়া-কমা ছিল। তাই, পরবর্তীতে তাকে আরো ৩ টা ডোজ GM দেওয়া হয়েছে। বর্তমানে কোন প্রকার GMR ও লাগছে না।রোগী ভালো আছে আলহামদুলিল্লাহ।
🤲🤲ইনশাল্লাহ এভাবেই জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসা সকলের মাঝে ছড়িয়ে পড়বে।সুস্থ থাকতে ক্ষতিহীন জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসা নিন।

26/09/2025

৩০ তারিখ পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে

জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে আমার লেখা সঙ্গীত✅✅এক যে ছিল হ্যানিম্যান,তিনি জনক হোমিওপ্যাথির তারই স্বপ্নের রুপ হলো জেনেটিক হোম...
23/09/2025

জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে আমার লেখা সঙ্গীত✅✅

এক যে ছিল হ্যানিম্যান,তিনি জনক হোমিওপ্যাথির

তারই স্বপ্নের রুপ হলো জেনেটিক হোমিওপ্যাথি।

এটি সবার জন্য নিরাপদ, করবে ইমিউনিটি শক্তিশালী

লাগবে না কোন এন্টিবায়োটিক, হবে সুস্থতা বাহুবলী।

ক্যান্সারসহ সমস্ত রোগ দূর করবে চিরতরে

পাথর টিউমার আঁচিলে লাগবে না অপারেশন কোনমতে।

নয় আর শক্তিকৃত ওষুধের ব্যর্থ চেষ্টা

ইকবাল স্যারের আবিষ্কারে সবাই হবে সচেষ্ট।

যেখানে ঔষধের ডোজ নিয়ে থাকবেনা দুশ্চিন্তা

সমস্ত হোমিওপ্যাথের মনে আসুক সুচিন্তা।

প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছে আপনার পাশে

নবজাত থেকে বৃদ্ধ রোগীর কষ্ট দূর হবে সাথে সাথে

লক্ষণ ভিত্তিক চিকিৎসা আর নয়, অল্প ডোজেই হবে সমাধান

আপনার ক্ষতিগ্রস্ত কোষ ঠিক হবে দমাদম।

আমরা ভালোবাসি জেনেটিক হোমিওপ্যাথি,

বিজ্ঞানের অনন্য আবিষ্কার এটি - আমরা ভালোবাসি জেনেটিক হোমিওপ্যাথি।

লেখিকা: ডা. শামীমা আফরিন আরিফা, আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার, উত্তরা।

রাসূল(সা:) বলেছেন,প্রতিটিরোগের ঔষধ রয়েছে। সুতরাং, সঠিক ঔষধ যখন রোগের জন্য ব্যবহার করা হয়,তখন আল্লাহর হুকুমে রোগী রোগ মুক...
19/09/2025

রাসূল(সা:) বলেছেন,প্রতিটি
রোগের ঔষধ রয়েছে। সুতরাং, সঠিক ঔষধ যখন রোগের জন্য ব্যবহার করা হয়,তখন আল্লাহর হুকুমে রোগী রোগ মুক্ত হয়ে যায়।
সঠিক ঔষধ নির্বাচনের জন্য জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করুন।

জেনেটিক হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্য -১) এখানে ক্যান্সারসহ যেকোন রোগ আরোগ্য হবে। একুইট বা কয়েক বছর ধরে হওয়া জটিল কঠিন ...
17/09/2025

জেনেটিক হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্য -
১) এখানে ক্যান্সারসহ যেকোন রোগ আরোগ্য হবে। একুইট বা কয়েক বছর ধরে হওয়া জটিল কঠিন রোগ "মাত্র ৩ দিন থেকে সর্বোচ্চ ৩মাসে" আরোগ্য হবে।
আর ডায়াবেটিস ক্যান্সারের মত দুরারোগ্য রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসবে কিন্তু অল্প খরচে সর্বদিকে উন্নতি হবে, ধীরে ধীরে ঔষধ কমতে থাকবে ।
পাথর টিউমার আঁচিল ইত্যাদি অপারেশন ছাড়াই দুর হবে ইনশাআল্লাহ।

২) শারীরিক মানসিক সামাজিক ৩ দিকেই পুর্নাঙ্গ সুস্থতার দিকে এগিয়ে যাবেন।

৩)টেস্ট বাণিজ্য আর ঔষধ নির্ভরতা থেকে বাঁচতে চাইলে অবশ্যই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন।

৪) আমাদের চিকিৎসায় আপনার এলোপ্যাথি ঔষধ বন্ধ করতে হবে না বরং আপনার শরীর ধীরে ধীরে এলোপ্যাথি ঔষধ কমাতে বাধ্য করবে।

৫) খাবার পানীয় নিয়ে অবৈজ্ঞানিক কোন নিষেধাজ্ঞা নেই । বরং আপনার পছন্দের সকল খাবার পানীয় খেতে পারবেন।

৬) শুধুমাত্র প্রচলিত হোমিও শক্তিকৃত ঔষধ স্পর্শ ঘ্রাণ খাওয়া নিষিদ্ধ।

৭) নিতান্ত প্রয়োজনে এন্টিবায়োটিক , স্টেরয়েড বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শে ছাড়া নিষেধ । এছাড়া যেকোন ভেষজ খাবার খেতে পারবেন । প্রয়োজনে সাধারণ মডার্ণ ড্রা*গস স্বল্প পরিমাণ খাওয়া যাবে (তবে মনে রাখতে হবে সব ক্যামিকেল ক্ষতিকর)

৮) শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিরাপদ চিকিৎসা।

৯) আমাদের উদ্দেশ্য আপনি সকল প্রকার ঔষধমুক্ত শক্তিশালী ইমিউনিটির অধিকারী হবেন। আপনি ঔষধ্মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে প্রবেশ করুন।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
GENETIC HOMEOPATHY

14/09/2025

কিডনি ভালো রাখার উপায় :
১/ পরিমিত পানি পান করবেন।
২/ লবণ কম খাবেন।
৩/অতিরিক্ত প্রাণিজ প্রোটিন পরিহার করুন।
৪/রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন।
৫/ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন

রোগী: আব্দুল লতিফবয়স:৬০ বছরসমস্যা: পাইলস-১৫ বছর ধরে,মলদ্বারের বাইরে বাড়তি মাংস,Dust Allergy, পায়খানা শক্ত,urin এর প্রব্ল...
10/09/2025

রোগী: আব্দুল লতিফ
বয়স:৬০ বছর
সমস্যা: পাইলস-১৫ বছর ধরে,মলদ্বারের বাইরে বাড়তি মাংস,Dust Allergy, পায়খানা শক্ত,urin এর প্রব্লেম, রাতে ঘন ঘন প্রস্রাব হয়,প্রস্রাবের বেগ হলে ব্যাথা করে।শ্বাসকষ্ট ১৫ বছর, শীতের শুরুতে ও শেষে বুক ব্যাথা হয়,ঘুম কম হয়,প্রতিদিন ৪/৫ রকমের এলোপ্যাথিক মেডিসিন খান।
✅✅সব সমস্যা যে ২/৩ মাসে একদম ভালো হবে এমন নয়। যত জটিল রোগী,তার জন্য সময় ও ধৈর্য লাগবে।১ম ডোজ GM দেওয়ার পর উনি আগের থেকে ভালো বোধ করেন।তারপর শুধু GMR এ উনি পূর্বের তুলনায় ভালো ছিলেন। যেহেতু বয়স্ক মানুষ, এক সমস্যা গেলে অন্য শারিরীক সমস্যা আসবেই। তবুও উনি ধৈর্য ধরে জেনেটিক হোমিওপ্যাথির সাথে আছেন। ৭ মাস পর উনাকে ২য় ডোজ GM দিয়েছি।
✅ আলহামদুলিল্লাহ বর্তমানে ১০ মাস ধরে উনি আমার অধীনেই আছেন। উনাকে আর কোন বাড়তি এলোপ্যাথিক ঔষধ খেতে হয় না।দাঁতে ছিদ্র থাকায় ডেন্টিস্ট দাঁত তুলে ফেলতে বলেছেন।তাও উনি এখন করবেন না। কারণ আগের তুলনায় শুধুমাত্র সামান্য দাঁতে ব্যাথা ছাড়া কোন সমস্যা নেই। তাও, GMR খেলে ব্যাথা কমে যায়।
🤔বর্তমানে কোন শারীরিক সমস্যা না থাকায় তার মনে হচ্ছে পেটে চর্বি জমে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছেন।কিন্তু তিনি কোন শারীরিক পরিশ্রম বা,ব্যায়াম করতে চান না।
👍এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি।

হাট্টিমাটিম টিমতারা মাঠে পাড়ে ডিমস্থান : সাফারি পার্ক
09/09/2025

হাট্টিমাটিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
স্থান : সাফারি পার্ক

Address

হাজী সবু খান রোড, জয়নাল মার্কেট ( আলিফ টাওয়ারের দিকে), দক্ষিণ খান, উত্তরা ৬
Dhaka
1230

Opening Hours

Monday 05:00 - 22:00
Tuesday 05:00 - 22:00
Wednesday 05:00 - 22:00
Thursday 05:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 05:00 - 22:00

Telephone

+8801314998230

Alerts

Be the first to know and let us send you an email when আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category