Shaheed Suhrawardy Medical College Hospital

Shaheed Suhrawardy Medical College Hospital স্বাস্থ্য সেবায় পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ

Director It started is Journey in 1963 as Ayub General Hospital.

Shaheed Suhrawardy Medical College Hospital (ShSMCH) is one of the important tertiary level Hospital in Bangladesh. It is Located in the North-Western part of Dhaka, Very adjacent to National Parliament and Gonobhabon, having a unique architectural heritages and excellent atmospheric environment. After liberation war Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman renamed it as 75 bedded Shaheed Suhrawardy General Hospital for the treatment of injured Bir-Freedom fighter. At that time, National Institute of Ophthalmology (NIO), National Institute of Cardiovascular Diseases (NICVD), National Institute of Traumatology and Orthopedic Rehabilitation (NITOR) were along with it, gradually above institutions started their journeys individually and it was converted as Medical College Hospital on 2009. Honorable Prime Minister Sheikh Hasina inaugurated academic activities of Medical College as Shaheed Suhrawardy Medical College & Hospital (ShSMCH) as 850 bedded hospital and started its full activities Due to over loaded of patient and to extend its services, Honorable Prime Minister Sheikh Hasina inaugurated 6th storied Vertical extension of Hospital Building on 2018 After completion of construction works it started as 1350 bedded hospital 2022. Now it is one of the main public treatment hospital in Dhaka city and adjacent districts. There are about 28 departments, 46 units, 24 hrs One Stop Emergency & Casualty (OSEC) services, 24/7 Indoor services, Outdoor services, ICU services, Laboratory services, almost all modern investigation facilities, almost all general, Special and sub special operations. Everyday large number of patients from different corners of Bangladesh come here for special management, Hospital authority provide all the medicines, and MSR according to needs of patients. Keeping with hospital services academic environments of this institute is very good. Every year about 190 MBBS students & 50 BDS students admitted here. Post Graduate courses of different subjects also available here. In Hospitals campus there is a BSC Nursing College, One Nuclear Medicine centre (will be started soon), Large playground for students. Two very nice hospitals gardens, adjacent environment of Gonobhabon & National Parliament is very charming. All the Doctors, Nurses, and others Staffs are very cordial about Patient’s management. It is our commitment to make the hospital as a center of excellence.

28/06/2024

রাসেল'স ভাইপার নিয়ে আতংকিত না হই
আসুন সচেতন হই

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বাগান "পুষ্প পল্লব"-এ চিত্রায়িত গান...
25/05/2024

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বাগান "পুষ্প পল্লব"-এ চিত্রায়িত গান...

Tribute to Najrul (Porodeshi Megh × Ajo Kande Kanone × Abar Valobashar Sadh Jage)Song : Sonar Godhuli Raage (সোনার গোধূলি রাগে)Singer : Susmita Debnath Suchi...

21/05/2024

২১মে ২০২৪ মংগলবার
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে
৷৷৷৷ ০৬ মাস পূর্ণ হল।।।।
যোগদানকালে মেডিকেল কলেজ হাসপাতাল
হিসাবে
Ranking ছিল ১৮
ছয়মাসে সোহরাওয়ার্দী হাসপাতালের আজকের
Ranking এখন ১১

২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার হজযাত্রী সেবায় সোহরাওয়ার্দী হাসপাতালপ্রিয় দেশবাসী গত শুক্রবার শুরু করেছিলেন হজযাত্রীদের সেবার জন...
26/04/2024

২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার
হজযাত্রী সেবায় সোহরাওয়ার্দী হাসপাতাল
প্রিয় দেশবাসী
গত শুক্রবার শুরু করেছিলেন হজযাত্রীদের সেবার জন্য মিলনায়তন রেডি করার কাজ।
আজ শুক্রবার সকল প্রস্ততি সম্পন্ন করলাম হজযাত্রীদের টীকাদান কার্যক্রম।
আশা করছি আগামী রবিবার ২৮ এপ্রিল হাজীদের টীকাদান শুরু করতে পারব ইনশাআল্লাহ।
হজযাত্রী গন সোহরাওয়ার্দী হাসপাতালে এসে ধারা বাহিক ভাবে যে ডেস্ক ফলো করবেন।
১~ ~আউটডোরে ঢুকেই রিসিপশন ডেস্কে যাবেন।
৫ টি হেল্প ডেস্ক রেডি আছে ( ইতিপূর্বে ছিলনা)
৫ জন নার্স পরীক্ষা নিরিক্ষার কাগজপত্র চেক করবেন এবং নাম এন্ট্রি করবেন এবং টোকেন প্রদান করবেন।
হেল্পডেস্কএর নম্বর অনুযায়ী হজযাত্রী গন সামনেই ২য় তলায় সেম নম্বর ডেস্কে সেবা নিবেন।
২~~ ২য় তলায় সুসজ্জিত মিলনায়তনে পুরুষ ও মহিলা হজযাত্রী সেবার কাউন্টার আলাদা করা আছে।
৩~~ হেল্প ডেস্ক'র নম্বর অনুযায়ী সকল ডেস্ক'র লাইন অনুসৃত হবে।
৪~~ প্রতি ডেস্ক প্রতিদিন ৭৫ জন হজযাত্রীর টোকেন দিবেন।
৭৫ জন পার হলে সংশ্লিষ্ট হজযাত্রী পরের দিনের ৭৫ জনের সিরিয়াল অনুযায়ী টোকেন পাবেন।
সুতরাং অযথা ভীড় না করে টোকেন নিন এবং আপনার নির্ধারিত তারিখে আসুন।
বিগত বছরগুলোতে সোহরাওয়ার্দী হাসপাতালে হজযাত্রীদের টীকাদান কার্যক্রম নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। হজযাত্রীদের অসহিষ্ণু আচরন ও আমাদের দূর্বল জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে।গত বছরের তুলনায় সেবার ডেস্ক আড়াই গুন করা হয়েছে।
নীচতলায় ৫ টি হেল্প ডেস্ক করা হয়েছে।এখান থেকে হজযাত্রীগন টোকেন নিবেন।
২য় তলায় মিলনায়তন সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত করা হয়েছে।
পুরুষ মহিলাদের পর্দা দিয়ে আলাদা করা হয়েছে।
গত বছর মেডিকেল টিমের ২টি ডেস্ক ছিল
এবছর ৫টি মেডিকেল চেকআপ ডেস্ক করা হয়েছে।মহিলাদের জন্য মহিলা ডাক্তার থাকবে।
টীকাদের ডেস্ক ৩টির স্থলে ৬ টি করা হয়েছে।
কম্পিউটার ডেস্ক ২টির স্থলে ৫ টি করা হয়েছে।
সম্মানিত হজযাত্রীদের এসিরুমে বসার ব্যবস্থা ও বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে।
মহিলা ও পুরুষদের পরিছন্ন আলাদা টয়লেট রেডি আছে।
সার্বিক সেবা পরিস্কার পরিছন্নতা শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ভিআইপি সেবা তো থাকছেই।
আমরা চেষ্টা করছি হজযাত্রীদের সুশৃঙ্খল সেবা প্রদানের।
আমাদের সেবা আল্লাহ 'র ঘরের মেহমানদের উদ্দেশ্যে। মহান আল্লাহ আমাদের সেবা কার্যক্রমকে সাফল্যমন্ডিত করুন।
বাগানে পানি দিলাম।রোগী সেবা কার্যক্রম সরেজমিনে দেখলাম। গন ভবন মসজিদে জুম্মার নামাজ শেষে মাননীয় সচিব জাহাঙ্গীর আলম স্যারকে হাসপাতাল কার্যক্রম ব্রিফ করলাম এবং আজকের শুক্রবার এভাবেই কাজ লাগালাম।

তারিখঃ- ১৫/০৪/২০২৪সময়: সকাল ৯ টাপবিত্র ঈদ-উল ফিতর-এর ছুটির অব্যবহিত পরে বাংলার ঐতিহ্যবাহী সর্বজনীন উৎসব বাংলা- নববর্ষের...
15/04/2024

তারিখঃ- ১৫/০৪/২০২৪

সময়: সকাল ৯ টা

পবিত্র ঈদ-উল ফিতর-এর ছুটির অব্যবহিত পরে বাংলার ঐতিহ্যবাহী সর্বজনীন উৎসব বাংলা- নববর্ষের ছুটি পেরিয়ে প্রথম কর্মদিবস আজ। স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে এসেছে হাসপাতাল চত্বরে, সকল কর্মকান্ডে। ইতিমধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় দিনের শুরুতে লাল গোলাপ হাতে পৌঁছে গেলেন অন্তঃবিভাগ থেকে শুরু করে বহির্বিভাগ পর্যন্ত প্রায় সকল ফ্লোরে । ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান / অধ্যাপক সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের।

বিরল এই সম্মাননা পেয়ে আনন্দে আপ্লুত হলেন সবাই। উচ্ছ্বসিত সকলে পাল্টা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিচালক মহোদয়কে।

পুরোনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে, জীর্ণ, ক্লান্ত, অবসাদের অবসান ঘটিয়ে কর্মচঞ্চল, সফল একটি নূতন বছরের স্বপ্ন ও সংকল্প ছড়িয়ে পড়ুক সকলের মন ও মননে।

10/04/2024
তারিখঃ ২৯-০২-২০২৪ইংহাসপাতাল ব্যবস্থাপনায় এই প্রথম পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান  মহোদয়ের নেতৃত্বে উপ-পরিচালক, সেনেটারী ই...
29/02/2024

তারিখঃ ২৯-০২-২০২৪ইং

হাসপাতাল ব্যবস্থাপনায় এই প্রথম পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান মহোদয়ের নেতৃত্বে উপ-পরিচালক, সেনেটারী ইন্সপেক্টর, ওয়ার্ড মাস্টার,আউটসোর্সিং সুপারভাইজারগন ও সংশ্লিষ্ট সকলের সাহায্যে সরকারি কর্মচারী ও আউটসোর্সিং কর্মচারীর সমন্বিত ডিউটি রোস্টার তৈরি করা হচ্ছে। পরিচালক মহোদয় হাসপাতাল ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করছেন।

।।শুক্রবার ২৩ফেব্রুয়ারী ২০২৪।।যার কাজ তাকেই করতে হবেযার কষ্ট তাকেই ভোগ করতে হবেযার আনন্দ তাকেই উপভোগ করতে হবে।আমার কাজ আ...
23/02/2024

।।শুক্রবার ২৩ফেব্রুয়ারী ২০২৪।।
যার কাজ তাকেই করতে হবে
যার কষ্ট তাকেই ভোগ করতে হবে
যার আনন্দ তাকেই উপভোগ করতে হবে।
আমার কাজ আমি করছি মানে হাসপাতাল পরিস্কার পরিছন্নতা কর্ম সরাসরি তদারকি করছি।
বাচ্চার মা হাসপাতালে রোগ যন্ত্রণা ভোগ করছে।
বাচ্চারা শিশুমেলায় আনন্দ উপভোগ করছে।
শীতের শেষে ফুলগুলো ঝড়ে পড়ার আগেই জুকারবার্গকে দায়িত্ব দিলাম আগামী বছর এই দিনে ফুলগুলো আবার দেখানোর জন্য।
ততদিনে হয়ত সবই অতীত সব কেবলই স্মৃতি।

তারিখ ১৫-০২-২০২৪ইংস্থান: পরিচালক মহোদয়ের কার্যালয়। অদ্য ১৫-০২-২০২৪ইং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবঘোষিত ইন্টার্...
15/02/2024

তারিখ ১৫-০২-২০২৪ইং
স্থান: পরিচালক মহোদয়ের কার্যালয়।
অদ্য ১৫-০২-২০২৪ইং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবঘোষিত ইন্টার্ন চিকিৎসক পরিষদ, হাসপাতালের পরিচালক মহোদয়ের সাথে সাক্ষাৎপূর্বক বর্তমান মেয়াদের কার্যক্রম শুরু করে। এই কমিটি অদ্য ১৫-০২-২০২৪ইং তারিখ থেকে আগামী ৩০-০৬-২০২৪ইং তারিখ পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। পরিচালক মহোদয় নবঘোষিত ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশের অসহায় মানুষের পেশাগত সেবা প্রদানের পাশাপাশি নবীন চিকিৎসকদের স্বার্থে আন্তরিকভাবে নিবেদিত থাকার আহ্বান জানিয়েছেন।

১২-০২- ২০২৪ সোমবারসীমাহীন খুশী অল্পতে তুষ্ট মানুষগুলো ঃমাঝবয়সী মহিলা কোমর দুলিয়ে নাচছে আর গাইছে দয়াল বাবা কেবলা কাবা গান...
12/02/2024

১২-০২- ২০২৪ সোমবার
সীমাহীন খুশী অল্পতে তুষ্ট মানুষগুলো ঃ
মাঝবয়সী মহিলা কোমর দুলিয়ে নাচছে আর গাইছে দয়াল বাবা কেবলা কাবা গান।সাথে যোগ দিয়েছে সাফিয়া আয়শা কল্পনা। হাত তালি দিয়ে জনতা উপভোগ করছে। কেউবা দলবেঁধে ছবি তুলছে।গল্প গান আর মজার আড্ডায় জমে উঠেছিল পুস্পপল্লব উদ্যান।
কেউ চা খাচ্ছে সিংগারা খাচ্ছে। খাবার বলতে ঐ টুকুই। কিন্তু নেই কোন অভিযোগ অনুযোগ।।সবার চোখে মুখে খুশীর ঝিলিক। গল্পের অতিশয্যে বলছি না। প্রকৃতই আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের বাগান পুস্পপল্লব মেতে উঠেছিল খুশীর জোয়ারে। এমন দৃশ্য কেউ কখনও দেখেনি সোহরাওয়ার্দী ক্যাম্পাসে।।
প্রিয় শুভান্যুধায়ী এবং দেশবাসী আজ থেকে আড়াই মাস পূর্বে এই হাসপাতালের দায়িত্ব নিয়ে দিনরাত পরিশ্রম করে এমনকি সকল ছুটির দিনেও কাজ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি পরিছন্ন সেবামুখী ভিন্ন আঙ্গিকের হাসপাতালে রুপান্তর করতে সক্ষম হয়েছি।
গত ০৫ ফেব্রুয়ারী মাননীয় স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম স্যার ও মাননীয় মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম স্যার সদলবলে সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেছেন।হাসপাতালের বহিরাংগন জরুরী বিভাগ পরিদর্শন সহ সামগ্রিক কর্মকান্ড পর্যবেক্ষন করেছেন। পরিদর্শন শেষে মাননীয় স্যারগন সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন।
আমার নির্দেশনায় সকল শ্রেনীর কর্মকর্তা কর্মচারীগন দিনরাত পরিশ্রম করেছেন বলেই সোহরাওয়ার্দী হাসপাতালের নাম মন্ত্রনালয় ও অধিদপ্তরের কর্তাব্যক্তিদের মুখে মুখে। সেকারণেই আজ সকল অফিস সহায়ক ও আউটসোর্সিং'র সকল কর্মীদের নিয়ে একটি স্বীকৃতিমুলক গেটটুগেদার আয়োজন করেছিলাম। ৪০০ কর্মচারীকে পরিপূর্ণ আপ্যায়ন করতে পারি নাই এ সীমাবদ্ধতা আমার।সামান্য চা সিংগারায় এত খুশী এ উদারতা আমার সকল কর্মচারী ভাইবোনদের।হাসপাতালের বর্তমান স্বীকৃতি ও প্রশংসা আজকের এই মিলন মেলায় উপস্থিত সকল কর্মীদেরকে উতসর্গ করলাম।

রাত ১০ ঘটিকা ০৫-০২-২০২৪টয়লেট পরিষ্কার  করাচ্ছি তবে ইত্যাদিতে দেখানোর জন্য নয়।করিডোর রঙ্গিন  করছি নিজের জন্য নয়মানুষের ক্...
05/02/2024

রাত ১০ ঘটিকা ০৫-০২-২০২৪

টয়লেট পরিষ্কার করাচ্ছি
তবে ইত্যাদিতে দেখানোর জন্য নয়।

করিডোর রঙ্গিন করছি নিজের জন্য নয়
মানুষের ক্ষনিকের ভাললাগার জন্য বৈ কিছু নয়।

হাসপাতাল পরিষ্কার রাখছি বিশুদ্ধ বাতাসে রোগীর নিশ্বাস নেবার মানসে বৈ অন্য কিছু নয়।

আঙ্গিনায় পুস্পদ্যান করেছি মানুষকে নতুন করে ভাবার জন্য
যেন সুখ জিনিসটা চোখ ও মনের সমন্বয়ে হয়।

২৪-০১-২০২৪ বুধবার শীতে কাতর বারান্দায় অপেক্ষমান রোগীর স্বজনদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা। বারান্দায় ম্যাট্রেস বিছিয়ে দিলাম।
24/01/2024

২৪-০১-২০২৪ বুধবার
শীতে কাতর বারান্দায় অপেক্ষমান
রোগীর স্বজনদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা।
বারান্দায় ম্যাট্রেস বিছিয়ে দিলাম।

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Suhrawardy Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shaheed Suhrawardy Medical College Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category