RAQI

RAQI We offer globally recognized products renowned for their excellence in beauty and healthcare.

সীমিত সময়ের জন্য.....
16/12/2025

সীমিত সময়ের জন্য.....

🇧🇩 ১৬ ডিসেম্বর উপলক্ষে বিশেষ বিজয় অফার!🇧🇩

মহান বিজয় দিবসের আনন্দে
🎉 ১৬% ডিসকাউন্ট সকল প্রোডাক্টে!

🚚 ডেলিভারি চার্জ মাত্র ১৬ টাকা!

✨ এই সুযোগ শুধু ১৬ ডিসেম্বর উপলক্ষে সীমিত সময়ের জন্য

👉 এখনই অর্ডার করুন
👉 প্রিয় প্রোডাক্ট নিন কম দামে
👉 বিজয়ের আনন্দ ভাগ করে নিন আমাদের সাথে ❤️

📩 অর্ডার করতে ইনবক্স করুন

বিজয়ের দিনে বিশেষ উপহার, শুধু আপনার জন্য!🇧🇩💚

বিজয় দিবসের এই গৌরবময় দিনেআমরা যেন সত্য, ধৈর্য আর ন্যায়ের পথে বিজয়ী হতে পারি।দুনিয়া ও আখিরাত—দুই জীবনেই সফলতা অর্জন হোক ...
16/12/2025

বিজয় দিবসের এই গৌরবময় দিনে
আমরা যেন সত্য, ধৈর্য আর ন্যায়ের পথে বিজয়ী হতে পারি।
দুনিয়া ও আখিরাত—দুই জীবনেই সফলতা অর্জন হোক আমাদের।
বিজয়ের চেতনায় গড়ে উঠুক সুন্দর আগামী।

আসসালামু আলাইকুম। সবাইকে প্রথম বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি যদি বাংলাদেশী হোন,তবে শুকরিয়া আদায় করুন।আপনি জানেনও না আল্লাহ ...
16/12/2025

আসসালামু আলাইকুম। সবাইকে প্রথম বিজয় দিবসের শুভেচ্ছা।
আপনি যদি বাংলাদেশী হোন,তবে শুকরিয়া আদায় করুন।আপনি জানেনও না আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কত্ত বড় নেয়ামত আপনি ভোগ করছেন।
মানতে কষ্ট হলে দেশের বাইরে যারা থাকেন, তাদের জিজ্ঞেস করতে পারেন,বা সুযোগ পেলে একবার হলেও এই মাটির মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি দিতে পারেন।

🇧🇩 ১৬ ডিসেম্বর উপলক্ষে বিশেষ বিজয় অফার!🇧🇩মহান বিজয় দিবসের আনন্দে🎉 ১৬% ডিসকাউন্ট সকল প্রোডাক্টে!🚚 ডেলিভারি চার্জ মাত্র ১৬...
15/12/2025

🇧🇩 ১৬ ডিসেম্বর উপলক্ষে বিশেষ বিজয় অফার!🇧🇩

মহান বিজয় দিবসের আনন্দে
🎉 ১৬% ডিসকাউন্ট সকল প্রোডাক্টে!

🚚 ডেলিভারি চার্জ মাত্র ১৬ টাকা!

✨ এই সুযোগ শুধু ১৬ ডিসেম্বর উপলক্ষে সীমিত সময়ের জন্য

👉 এখনই অর্ডার করুন
👉 প্রিয় প্রোডাক্ট নিন কম দামে
👉 বিজয়ের আনন্দ ভাগ করে নিন আমাদের সাথে ❤️

📩 অর্ডার করতে ইনবক্স করুন

বিজয়ের দিনে বিশেষ উপহার, শুধু আপনার জন্য!🇧🇩💚

প্রশ্ন যখন মেয়েরা কিসে আটকায়?👀মেয়েরা যেখানে আটকায় 👇
15/12/2025

প্রশ্ন যখন মেয়েরা কিসে আটকায়?👀
মেয়েরা যেখানে আটকায় 👇

15/12/2025

গল্পের ছলে হলে ও শিশুকে মিথ্যা কথা বলবেন না। ❌
তাহলে বড় হয়ে আপনাকেও মিথ্যা কথা বলবে।

লাইট টেক্সচার, গভীর ময়েশ্চার 💧ত্বক নরম, মসৃণ আর ফ্রেশ রাখার জন্য পারফেক্ট লোশন ✨
15/12/2025

লাইট টেক্সচার, গভীর ময়েশ্চার 💧
ত্বক নরম, মসৃণ আর ফ্রেশ রাখার জন্য পারফেক্ট লোশন ✨

ফেস ওয়াশ যেটা ত্বককে রাখে পরিষ্কার, ফ্রেশ আর ন্যাচারালি গ্লোইং ✨ডেইলি স্কিন কেয়ারের জন্য আমার ফেভারিট 💙
15/12/2025

ফেস ওয়াশ যেটা ত্বককে রাখে পরিষ্কার, ফ্রেশ আর ন্যাচারালি গ্লোইং ✨
ডেইলি স্কিন কেয়ারের জন্য আমার ফেভারিট 💙

🇯🇵 জাপানে ভয়াবহ প্রতারণা!নাগাসাকি প্রিফেকচারের হিরাদো শহরে আশির কোঠায় থাকা এক নারী প্রতারকদের ফাঁদে পড়ে প্রায় ৪০ কোটি ইয়...
14/12/2025

🇯🇵 জাপানে ভয়াবহ প্রতারণা!

নাগাসাকি প্রিফেকচারের হিরাদো শহরে আশির কোঠায় থাকা এক নারী প্রতারকদের ফাঁদে পড়ে প্রায় ৪০ কোটি ইয়েন মূল্যের স্বর্ণবার হারিয়েছেন।

প্রতারকরা নিজেদের **প্রসিকিউটর অফিসের কর্মকর্তা** পরিচয় দিয়ে ফোনে ভুয়া তদন্তের কথা বলে তার ব্যক্তিগত তথ্য নেয় এবং পরে সোনা কিনে হস্তান্তর করতে বাধ্য করে।

🚨 পুলিশ সতর্ক করেছে—
পুলিশ বা প্রসিকিউটর অফিস কখনোই ফোনে তদন্ত করে না, ব্যক্তিগত তথ্য বা সম্পদ হস্তান্তরের নির্দেশ দেয় না।

📌 সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড, ফুজি নিউজ নেটওয়ার্ক

👉 নিয়মিত নিউজ আপডেট পেতে Tokyo Tribune – টোকিও ট্রিবিউন এর সাথে থাকুন।

14/12/2025

#উম্মুল_মাসাকিন_যাইনাব_বিনতে_জাহাশ(রা.) #দানশীলতার_ইতিহাসে_অমর_এক_নাম

মায়ের মতো স্নেহময়, মরুভূমির বাতাসের মতো নির্মল, আর দানশীলতায় যেন আকাশের মতো বিস্তৃত তিনি যাইনাব বিনতে জাহাশ (রা.), যাঁকে মানুষ ডাকত “উম্মুল মাসাকিন” #মিসকিনদের_মা।

রাসূলুল্লাহ ﷺ স্ত্রীদের একদিন বলেছিলেন—

“তোমাদের মধ্যে যে সবচেয়ে লম্বা হাতে দান করে, সে-ই সবার আগে মারা যাবে।”
(সহিহ মুসলিম, ২৫৪২)

মহিলারা তখন হাত মেপে দেখতেন, কার হাত লম্বা! কিন্তু প্রকৃত অর্থ ছিল—যার দান সবচেয়ে প্রশস্ত সে-ই অগ্রগামী।নবীজি ﷺ ইন্তেকাল করার পর দেখা গেল ,সবার আগে মৃত্যুবরণ করেন যাইনাব (রা.)।যিনি সত্যিই ছিলেন দানে সবচেয়ে অগ্রবর্তী।

#দরবারে_১২_হাজার_দিরহামের_পাহাড়_আর_এক_মুহূর্ত_দেরি_না_করে_সব_বিলিয়ে_দেওয়া।

হযরত ওমর (রা.)–এর খেলাফতে মুমিনদের মায়েরা রাষ্ট্র থেকে বছরে ১২ হাজার দিরহাম ভাতা পেতেন,সে যুগে এটি ছিল বিস্ময়কর বিপুল অর্থ। একদিন সেই বিপুল স্বর্ণমুদ্রার স্তূপ যাইনাব (রা.)–এর সামনে ঢেলে দেওয়া হলো।তিনি স্তূপটির দিকে তাকিয়ে বললেন—

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!”
হে আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে নিরাপদ রাখুন।”

তারপর শুরু হলো দানের বন্যা এ বাড়িতে এতটুকু,ও বাড়িতে এতটুকু…পাড়া–প্রতিবেশীর প্রতিটি দরজায় পৌঁছালেন তিনি।
মুহূর্তেই সেই ১২ হাজার দিরহাম শেষ হয়ে গেল এক মুদ্রাও নিজের কাছে রাখলেন না।
এ খবর শুনে ওমর (রা.) বিস্মিত হয়ে তাঁর ঘরে এলেন।
বলেন—
“আমি শুনেছি আপনি সব দান করে দিয়েছেন! তাই আরও এক হাজার দিরহাম নিয়ে এলাম আপনার জন্য।”

কিন্তু যাইনাব (রা.)–এর হৃদয় ছিল দানেরই জন্য সৃষ্টি। তিনি সেই নতুন এক হাজার মুদ্রাও এক মুহূর্ত দেরি না করে দান করে দিলেন। তারপর হাত উঠালেন দোয়ার জন্য—

“হে আল্লাহ, পরের বছরে যেন আমি এসব মুদ্রা আর না দেখি।”

এ দোয়ার মানে ছিল—
“হে রব, আমাকে সম্পদের পরীক্ষায় রেখো না।
সম্পদ যদি আসে,আমি যেন তার আগে আপনার কাছে ফিরে যাই।”

এবং আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন পরের ভাতা বিতরণের আগেই , যাইনাব (রা.) দুনিয়া বিদায় নিলেন।ওমর (রা.) তাঁর জানাজার নামাজ পড়ান।
(রেফারেন্স: সহিহ মুসলিম ২৪৫৪; আল–বুখারি, কিতাবুজ্‌যাকাত)

🌿 ইবাদত ও তাকওয়া যেখানে হাজিরা দিচ্ছিলেন আয়েশা (রা.) নিজেও আয়েশা (রা.)–এর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেছিলেন—

“আমি যাইনাবের চেয়ে বেশি তাকওয়াবান, দানশীল ও সত্যবাদী আর কাউকে দেখিনি।”
(সহিহ মুসলিম, ২৪৪২)

নামাজ, রোজা, সিয়াম, সাদাকাহ সবকিছুতেই তিনি ছিলেন অগ্রগামী।কিন্তু দানে তিনি ছিলেন এক বিস্ময়।

🌸 যাইনাব (রা.) আমাদের কী শিখান?

• অর্থ হাতে আসলে মানুষের আসল পরীক্ষা শুরু হয়।
• দানের প্রকৃত সৌন্দর্য হলো অন্যকে দেওয়া, নিজেকে নয়।
• যার হৃদয় আল্লাহর আলোতে ভরা,তার কাছে স্বর্ণমুদ্রা কেবল দুনিয়ার ধুলাবালি।
• তাকওয়ার সর্বোচ্চ লক্ষণ ফিতনায় না জড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা।

#যাইনাব_বিনতে_জাহাশ(রা:)
#দান
© Dr. Jibon Nesa

আপনার স্কিন ড্রাই নাকি ওয়েলি নাকি সেনসেটিভ?  আর যদি হয় অতিরিক্ত শুষ্ক তাহলে ও কোনো চিন্তা নেই।
14/12/2025

আপনার স্কিন ড্রাই নাকি ওয়েলি নাকি সেনসেটিভ?
আর যদি হয় অতিরিক্ত শুষ্ক তাহলে ও কোনো চিন্তা নেই।

❄️✨ RAQI  Beauty Tips: শীতকালে ভ্যাসলিনের ব্যবহার✨❄️শীতকালে ত্বক শুষ্ক, রুক্ষ আর ফাটা হয়ে যায়?তাহলে ভ্যাসলিন হতে পারে আপ...
14/12/2025

❄️✨ RAQI Beauty Tips: শীতকালে ভ্যাসলিনের ব্যবহার✨❄️

শীতকালে ত্বক শুষ্ক, রুক্ষ আর ফাটা হয়ে যায়?
তাহলে ভ্যাসলিন হতে পারে আপনার সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান 💙

💡 ভ্যাসলিন কেন জরুরি?
✔ ত্বকের আর্দ্রতা ধরে রাখে
✔ শুষ্কতা ও ফাটা ভাব কমায়
✔ ঠোঁট, হাত-পা নরম রাখে
✔ স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করে

🧴 কীভাবে ব্যবহার করবেন?
👉 গোসলের পর হালকা ভেজা ত্বকে লাগান
👉 রাতে ঘুমানোর আগে ঠোঁট, কনুই, হাঁটু ও গোড়ালিতে ব্যবহার করুন
👉 লিপবামের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়

✨ অল্প ব্যবহারেই বড় উপকার—
শীতকালে ত্বকের সেরা বন্ধু ভ্যাসলিন!

Address

Dhaka

Telephone

+8801813048202

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAQI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram