14/12/2025
#উম্মুল_মাসাকিন_যাইনাব_বিনতে_জাহাশ(রা.) #দানশীলতার_ইতিহাসে_অমর_এক_নাম
মায়ের মতো স্নেহময়, মরুভূমির বাতাসের মতো নির্মল, আর দানশীলতায় যেন আকাশের মতো বিস্তৃত তিনি যাইনাব বিনতে জাহাশ (রা.), যাঁকে মানুষ ডাকত “উম্মুল মাসাকিন” #মিসকিনদের_মা।
রাসূলুল্লাহ ﷺ স্ত্রীদের একদিন বলেছিলেন—
“তোমাদের মধ্যে যে সবচেয়ে লম্বা হাতে দান করে, সে-ই সবার আগে মারা যাবে।”
(সহিহ মুসলিম, ২৫৪২)
মহিলারা তখন হাত মেপে দেখতেন, কার হাত লম্বা! কিন্তু প্রকৃত অর্থ ছিল—যার দান সবচেয়ে প্রশস্ত সে-ই অগ্রগামী।নবীজি ﷺ ইন্তেকাল করার পর দেখা গেল ,সবার আগে মৃত্যুবরণ করেন যাইনাব (রা.)।যিনি সত্যিই ছিলেন দানে সবচেয়ে অগ্রবর্তী।
#দরবারে_১২_হাজার_দিরহামের_পাহাড়_আর_এক_মুহূর্ত_দেরি_না_করে_সব_বিলিয়ে_দেওয়া।
হযরত ওমর (রা.)–এর খেলাফতে মুমিনদের মায়েরা রাষ্ট্র থেকে বছরে ১২ হাজার দিরহাম ভাতা পেতেন,সে যুগে এটি ছিল বিস্ময়কর বিপুল অর্থ। একদিন সেই বিপুল স্বর্ণমুদ্রার স্তূপ যাইনাব (রা.)–এর সামনে ঢেলে দেওয়া হলো।তিনি স্তূপটির দিকে তাকিয়ে বললেন—
“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!”
হে আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে নিরাপদ রাখুন।”
তারপর শুরু হলো দানের বন্যা এ বাড়িতে এতটুকু,ও বাড়িতে এতটুকু…পাড়া–প্রতিবেশীর প্রতিটি দরজায় পৌঁছালেন তিনি।
মুহূর্তেই সেই ১২ হাজার দিরহাম শেষ হয়ে গেল এক মুদ্রাও নিজের কাছে রাখলেন না।
এ খবর শুনে ওমর (রা.) বিস্মিত হয়ে তাঁর ঘরে এলেন।
বলেন—
“আমি শুনেছি আপনি সব দান করে দিয়েছেন! তাই আরও এক হাজার দিরহাম নিয়ে এলাম আপনার জন্য।”
কিন্তু যাইনাব (রা.)–এর হৃদয় ছিল দানেরই জন্য সৃষ্টি। তিনি সেই নতুন এক হাজার মুদ্রাও এক মুহূর্ত দেরি না করে দান করে দিলেন। তারপর হাত উঠালেন দোয়ার জন্য—
“হে আল্লাহ, পরের বছরে যেন আমি এসব মুদ্রা আর না দেখি।”
এ দোয়ার মানে ছিল—
“হে রব, আমাকে সম্পদের পরীক্ষায় রেখো না।
সম্পদ যদি আসে,আমি যেন তার আগে আপনার কাছে ফিরে যাই।”
এবং আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন পরের ভাতা বিতরণের আগেই , যাইনাব (রা.) দুনিয়া বিদায় নিলেন।ওমর (রা.) তাঁর জানাজার নামাজ পড়ান।
(রেফারেন্স: সহিহ মুসলিম ২৪৫৪; আল–বুখারি, কিতাবুজ্যাকাত)
🌿 ইবাদত ও তাকওয়া যেখানে হাজিরা দিচ্ছিলেন আয়েশা (রা.) নিজেও আয়েশা (রা.)–এর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেছিলেন—
“আমি যাইনাবের চেয়ে বেশি তাকওয়াবান, দানশীল ও সত্যবাদী আর কাউকে দেখিনি।”
(সহিহ মুসলিম, ২৪৪২)
নামাজ, রোজা, সিয়াম, সাদাকাহ সবকিছুতেই তিনি ছিলেন অগ্রগামী।কিন্তু দানে তিনি ছিলেন এক বিস্ময়।
🌸 যাইনাব (রা.) আমাদের কী শিখান?
• অর্থ হাতে আসলে মানুষের আসল পরীক্ষা শুরু হয়।
• দানের প্রকৃত সৌন্দর্য হলো অন্যকে দেওয়া, নিজেকে নয়।
• যার হৃদয় আল্লাহর আলোতে ভরা,তার কাছে স্বর্ণমুদ্রা কেবল দুনিয়ার ধুলাবালি।
• তাকওয়ার সর্বোচ্চ লক্ষণ ফিতনায় না জড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা।
#যাইনাব_বিনতে_জাহাশ(রা:)
#দান
© Dr. Jibon Nesa