29/07/2019
Collected...
#বাঁচতে হলে জানতে হবে ---
#প্লাটিলেট কি?
.... প্লাটিলেট হচ্ছে রক্তের উপাদান। একে অনুচক্রিকাও বলা হয়। এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
অর্থাৎ রক্তে বিভিন্ন ধরনের উপাদান থাকে - রেড ব্লাড সেল, প্লাজমা, প্লাটিলেট ইত্যাদি।
#প্লাটিলেটফেরেসিস পদ্ধতি--
... 'Plateletpheresis' বা 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিতে ১ জন ডোনার থেকেই ১ ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করা হয়।
....চিকিৎসা বিজ্ঞানে 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিতে একজন রক্তদাতা থেকে প্লাটিলেট সংগ্রহ করলে রক্তদাতার শরীর থেকে সর্বোচ্চ ২০ শতাংশ প্লাটিলেট কমে যায়, যা কোন ধরনের সাইড ইফেক্ট তৈরি করে না।
... একজন ডোনার প্লাটিলেট প্রদান করলে তার সেই প্লাটিলেট মাত্র ৮ থেকে ৯ দিনেই পূর্ণ হয়ে যায়।
আপনি চাইলে প্রতি ১৫ দিন পর পর প্লাটিলেট দান করতে পারবেন। অর্থাৎ প্রতি বছরের ২৪ বার দান করাও সম্ভব।
# প্লাটিলেটফেরেসিস পদ্ধতি কিভাবে কাজ করে?
- প্রথমে রক্তদাতার শরীর থেকে কিছু পরিমান রক্ত 'প্লাটিলেটফেরেসিস' মেশিনটির একটি পাত্রে জমা হয় এবং সে পাত্র থেকে রক্তের প্লাটিলেট, প্লাজমা এবং রেড ব্লাড সেল আলাদা হয়ে ৩ টি আলাদা পাত্রে জমা হয়... তারপর, এই জমাকৃত 'রেড ব্লাড সেল' গুলো যান্ত্রিকভাবে রক্তদাতার শরীরে আবার ফিরিয়ে দেয়া হয়... প্লাটিলেট এবং প্লাজমা কিন্তু আগের পাত্রেই আলাদা রয়ে গেল...
- 'রেড ব্লাড সেল' শরীরে ফিরে যাবার পর প্রক্রিয়াটি আবার প্রথম থেকে শুরু হয়... অর্থাৎ নতুন করে আরো কিছু রক্ত মেশিনটির পাত্রে জমা হয়... সেখান থেকে প্লাটিলেট, প্লাজমা এবং রেড ব্লাড সেল আলাদা পাত্রে জমা হয়... এবং 'রেড ব্লাড সেল' গুলো পুনরায় শরীরে ফিরিয়ে দেয়া হয়...
- এভাবে যখন প্লাটিলেটের পাত্রটি পূর্ণ হয়ে যায়, তখন প্লাটিলেটের পাত্রটি সরিয়ে নেয়া হয় এবং আলাদা পাত্রে জমা হওয়া 'প্লাজমা' পুরোটাই রক্তদাতার শরীরে আবার ফিরিয়ে দেয়া হয়।
নোটঃ
==> প্লাটিলেটফেরেসিস' পদ্ধতি অনেক সময় সাপেক্ষ... এই পদ্ধতিতে প্লাটিলেট দান করতে দেড় থেকে ২ ঘন্টা সময় লাগে।
==> এই পদ্ধতির জন্য স্বাস্থ্যবান রক্তদাতার প্রয়োজন হয়... কমপক্ষে ৫৫ কেজি ওজন হতে হয়... এবং পুরুষ রক্তদাতা হলে ভাল... কারন পুরুষ রক্তদাতাদের প্লাটিলেট কাউন্ট বেশি থাকে।
==> প্লাজমা ফিরিয়ে দেয়ার সময় রক্তদাতা বেশ 'শীত শীত' অনুভব করেন... 'প্লাজমা'গুলো সমস্ত শরীরের সাথে এডজাস্ট হতে কিছুটা সময় লাগে, তাই এমন অনুভূত হয়...
==> এই পদ্ধতিতে প্লাটিলেট সংগ্রহ কিছুটা ব্যয়বহুল। তবে ৪ জন রক্তদাতা ম্যানেজ করা যেমন সময় সাপেক্ষ ডোনার এর সংখ্যাও লাগছে বেশি।
==> ১ ব্যাগ প্লাটিলেট দান করেও আপনিও হতে পারেন ৪ জন ডোনারের সমতুল্য।
==> প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিকে অনেকে 'এফেরেসিস' পদ্ধতিও বলে... যদিও 'এফেরেসিস' আরো বিস্তৃত বিষয়... 'এফেরেসিস' সিস্টেমের মধ্যে যেটায় শুধু প্লাটিলেট কালেক্ট করা হয় সে পদ্ধতির নাম 'প্লাটিলেটফেরেসিস।
==> স্কয়ার হাসপাতাল, ধানমন্ডি ল্যাব এইড হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, এপোলো হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হসপিটাল, ক্যান্সার হাসপাতালে 'প্লাটিলেটফেরেসিস' এর ব্যবস্থা রয়েছে।
বিঃদ্রঃ প্লাটিলেট দান করার ১৫ দিন পর সরাসরি রক্তদানও করতে পারবেন।