Educare

Educare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Educare, Dhaka.

27/10/2025

৮ম বৃত্তি পরীক্ষার প্রস্তুতি
বিজ্ঞান
তৃতীয় অধ্যায়
জ্ঞানমূলক প্রশ্ন
১১। উদ্ভিদের বৃদ্ধির জন্য পানি ও খনিজ লবণ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : উদ্ভিদের বৃদ্ধিতে পানি ও খনিজ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি ও খনিজ লবণের দ্রবণ কাণ্ড ও শাখা-প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছায়। পাতা এগুলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য।
১২। অভিস্রবণ ও ব্যাপনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর : ব্যাপন ও অভিস্রবণের মধ্যে দুইটি পার্থক্য হলো—
ক. ব্যাপন প্রক্রিয়া তরল ও গ্যাস উভয়ের ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া শুধু দুটি তরলের ক্ষেত্রে ঘটে থাকে।
খ. ব্যাপন প্রক্রিয়ায় কোনো পর্দা বিভাজক হিসেবে কাজ করে না, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় একটি অর্ধভেদ্য পর্দা দুইটি তরলকে পৃথক রাখে।
১৩। উদ্ভিদ জীবনে খনিজ লবণের প্রয়োজনকেন?
উত্তর : উদ্ভিদের দেহের বৃদ্ধি, শরীরের পরিপূর্ণতা ও ক্ষয়পূরণের জন্য খনিজ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদে ভিন্ন ভিন্ন খনিজ লবণ ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। এদের যেকোনো একটির অভাবে উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটে।
আর এ কারণেই উদ্ভিদ জীবনে খনিজ লবণ খুব প্রয়োজন।

18/09/2024

বাংলাদেশ ও বিশ্বপরিচয় : পঞ্চম শ্রেণি

একাদশ অধ্যায়

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

বহু নির্বাচনী প্রশ্ন

১। বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাটে কোন উপজাতি সম্পদ্রায়ের বসবাস?

ক) গারো খ) খাসি

গ) ম্রো ঘ) ত্রিপুরা

২। খিংসাই উব্লাই নাংথউয়ের পূজা করে। তার

ভাষার নাম কী?

ক) মনপুরা খ) মনেপড়ে

গ) মনখেমে ঘ) মনযেয়ে

৩।

রিঝুর পরীক্ষার জন্য সে ‘বিশু’ উৎসবে তেমন বেশি সময় কাটাতে পারেনি। রিঝু কোন উপজাতির অন্তর্ভুক্ত?
ক) গারো খ) ভালোবাসা

গ) শ্রদ্ধা ঘ) ত্রিপুরা

৪। বিজু এমন একটি রাজ্যের নাম জানে যেখানে অতীতে খাসিরা বাস করত। রাজ্যটি হচ্ছে—

ক) জয়ন্তা খ) অজন্তা

গ) অবেং ঘ) মারুং

৫।

তোমরা একের অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে
কী জানাবে?

ক) সম্মান খ) ভালোবাসা

গ) শ্রদ্ধা ঘ) হিংসা

৬। গারো সমাজ মাতৃতান্ত্রিক। কোন সমাজের প্রভাবে তাদের আচরণ ও অনুশীলন পরিবর্তিত হচ্ছে?

ক) খাসি খ) বাঙালি

গ) চাকমা ঘ) মালপাহাড়ি

৭। ধ্রুবদের বাড়ি সিলেট জেলায় অবস্থিত।

তাদের এলাকায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে?
ক) গারো খ) খাসিচ

গ) ম্রো ঘ) ত্রিপুরা

৮। রূপালী খাসি জাতিসত্তার সদস্য। চার বোনের মধ্যে সে সবার ছোট। খাসি সমাজের নিয়ম অনুসারে পারিবারিক সম্পত্তি বণ্টন করা হলে—

ক) রূপালী বেশির ভাগের উত্তরাধিকারী হবে

খ) বড় বোন বেশির ভাগের উত্তরাধিকারী হবে

গ) দ্বিতীয় বোন বেশির ভাগের উত্তরাধিকারী হবে

ঘ) তৃতীয় বোন বেশির ভাগের উত্তরাধিকারী হবে

৯। কোন ক্ষুদ্র জাতিসত্তার মেয়েরা ‘কাজিম পিন’ নামক

ব্লাউজ ও লুঙ্গি পরে?

ক) খাসি খ) ম্রো

গ) গারো ঘ) ত্রিপুরা

১০।

ওঁরাওদের প্রধান খাবার কোনটি?
ক) মাছ খ) খিচুড়ি

গ) ভাত ঘ) রুটি

১১। ‘ওয়াংগালা’ কাদের প্রধান উৎসবের নাম?

ক) খাসি খ) গারো

গ) ম্রো ঘ) ত্রিপুরা

১২। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

ক) দকবান্দা খ) লুঙ্গি

গ) কাজিম পিন ঘ) ওয়াংলাই

১৩। ওঁরাওদের গ্রাম প্রধান কী নামে পরিচিত?

ক) হেডম্যান খ) কারবারি

গ) রোয়াজা ঘ) মাহাতো

১৪। খাসিরা সাধারণত কিভাবে জীবিকা নির্বাহ করে?

ক) কৃষিকাজ করে খ) মাছ চাষ করে

গ) গবাদি পশু পালন করে

ঘ) ব্যবসা-বাণিজ্য করে

১৫। গারোরা কোথায় বসবাস করে?

ক) ময়মনসিংহ খ) মাগুরা

গ) পটুয়াখালী ঘ) বাগেরহাট

১৬। ‘সালজং’ কিসের প্রতীক?

ক) সমুদ্রের খ) নদীর

গ) পাহাড়ের ঘ) সূর্যের

১৭। কারা পান-সুপারিকে খুবই পবিত্র মনে করে?

ক) গারোরা খ) খাসিরা

গ) চাকমারা ঘ) ম্রোরা

১৮। ত্রিপুরারা তাদের দলকে কী বলে?

ক) রয়া খ) রিফা

গ) দফা ঘ) ক্রামা

১৯। ‘কুড়ুখ’ কী?

ক) খাবার খ) পোশাক

গ) জাতি ঘ) ভাষা

২০। বাংলাদেশের কোন এলাকায় ক্ষুদ্র জাতিসত্তা

নেই?

ক) ময়মনসিংহ খ) দিনাজপুর

গ) রংপুর ঘ) খুলনা

২১। বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?

ক) মাতৃতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক

গ) ব্যক্তিতান্ত্রিক ঘ) পিতৃতান্ত্রিক

২২। ‘নকমান্দি’ কাদের বাড়ি?

ক) গারো খ) খাসি

গ) ম্রো ঘ) ত্রিপুরা

২৩। ‘কাজিম পিন’ কোন জাতিসত্তার মেয়েদের পোশাক?

ক) গারো খ) খাসি

গ) ওঁরাও ঘ) ত্রিপুরা

২৪। কোন জাতিসত্তার প্রধান উৎসবের নাম ওয়াংগালা?

ক) গারো খ) খাসিয়া

গ) হাজং ঘ) বম

২৫। ত্রিপুরা নারীদের পোশাকের কোন অংশকে রিসা

বলা হয়?

ক) ওপরের খ) নিচের

গ) মাঝের ঘ) শেষের

২৬। ওঁরাওদের বসবাস—

ক) বৃহত্তর খুলনা অঞ্চলে

খ) বৃহত্তর রাজশাহী অঞ্চলে

গ) বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে

ঘ) বৃহত্তর বরিশাল অঞ্চলে

২৭। বাংলাদেশের গারোরা কোন ভাষায় কথা বলে?

ক) আচিক খ) মনখেমে

গ) আরাকানি ঘ) ফুলাবারেং

২৮। কোন সমাজে মেয়েরা পরিবার ও সমাজে কর্তৃত্ব করে?

ক) ম্রো ও ত্রিপুরা খ) গারো ও খাসি

গ) চাকমা ও ওঁরাও ঘ) মারমা ও সূর্যবংশী

২৯। গারোদের আদি ধর্মের নাম কী?

ক) উব্লাই নাংথউ খ) তোরাই

গ) সাংসারেক ঘ) ধরমেশ

৩০। গারোদের সমাজ কিরূপ?

ক) পিতৃতান্ত্রিক খ) মাতৃতান্ত্রিক

গ) বড় ভাই প্রধান ঘ) বড় বোন প্রধান

৩১। গারোরা অধিকাংশই কোন ধর্মাবলম্বী?

ক) ইসলাম খ) হিন্দু

গ) খ্রিস্ট ঘ) বৌদ্ধ

৩২। বান্দরবান শহরের কাছে চিম্বুক পাহাড়ে গেলে তুমি কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ দেখতে পাবে?

ক) ওঁরাও খ) রাজবংশী

গ) মালপাহাড়ি ঘ) ম্রো

৩৩। অতীতে সিলেট অঞ্চলে জয়ন্তা ও জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। উক্ত রাজ্যে আগে কোন ক্ষুদ্র জাতিসত্তা বাস করত বলে ধারণা করা হয়?

ক) খাসি খ) ম্রো

গ) গারো ঘ) রাখাইন

৩৪। কে মুরং বিয়ে করে তাদের সমাজব্যবস্থা অনুযায়ী স্ত্রীর সাথে শ্বশুরবাড়িতে থাকেন। কে মুরং কোন ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্গত?

ক) চাকমা খ) ম্রো

গ) ফরম ঘ) গারো

৩৫। নারীরা মাথায় ফুল দিয়ে সেজে আনন্দ উৎসবে মেতে ওঠে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য

ফুটে উঠেছে?

ক) ফাগুয়া খ) সাংগ্রেন

গ) বিশু ঘ) ওয়াংগালা

৩৬। তিশমার পরিবারের ছেলেরা ফুংগ মারুং নামক পোশাক পরিধান করে। তিশমার পরিবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক) মারমা পরিবার খ) গারো পরিবার

গ) খাসি পরিবার

ঘ) চাকমা পরিবার



উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ।



পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

দ্বাদশ অধ্যায়

জলবায়ু পরিবর্তন

সংক্ষিপ্ত প্রশ্ন

১। জলবায়ু কী?

উত্তর : জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা।

২। জলবায়ু পরিবর্তন কী?

উত্তর : আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন।

৩। কিভাবে পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করা হয়?

উত্তর : পৃথিবীর সব স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করা হয়।

৪। বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে?

উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।

পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।
৫। পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে কেন?

৬। গ্রিনহাউস কী?

উত্তর : গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর, যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে।

৭। গ্রিনহাউস তৈরি করার কারণ কী?

উত্তর : তীব্র শীতে গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব রাখার জন্য গ্রিনহাউস তৈরি করা হয়।

৮। বায়ুমণ্ডল কী?

উত্তর : বায়ুমণল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর।

৯।

গ্রিনহাউস গ্যাস কী?
উত্তর : পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ ধরে রাখার জন্য দায়ী জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড হলো গ্রিনহাউস গ্যাস।

১০। গ্রিনহাউস প্রভাব কাকে বলে?

উত্তর : দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের ওই গ্যাসগুলোর কারণে আটকে পড়ে। ফলে রাতেও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকেই গ্রিনহাউস প্রভাব বলে।

১১। বায়ুমণ্ডলের কোন উপাদান গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে?

উত্তর : বায়ুমণ্ডলের জলীয়বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে।

১২। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণ কী?

উত্তর : জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়।

১৩। বায়ুর কোন উপাদানটি অনেক বেশি তাপ ধরে রাখে?

উত্তর : বায়ুর কার্বন ডাই-অক্সাইড অনেক বেশি তাপ ধরে রাখে।

১৪। বৈশ্বিক উষ্ণায়নের দুটি কারণ লেখ।

উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের দুটি কারণ—

i. জীবাশ্ম জ্বালানির ব্যবহার

ii. বনভূমি উজাড় করা।

১৫। বৈশ্বিক উষ্ণায়নের দুটি প্রভাব লেখ।

উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের দুটি প্রভাব—

i. মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে।

ii. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

১৬। জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব লেখ।

উত্তর : জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব—

i. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

ii. হঠাৎ ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিচ্ছে।

১৭। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?

উত্তর : জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

১৮। জলবায়ু পরিবর্তনের হার কমানোর দুটি উপায় লেখ।

উত্তর : জলবায়ু পরিবর্তনের হার কমানোর দুটি উপায়—

i. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।

ii. নবায়নযোগ্য শক্তি যেমন—সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়ানো।

১৯। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ কমানোর দুটি উপায় লেখ।

উত্তর : বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ কমানোর দুটি উপায় হলো—

i. অধিক হারে বৃক্ষরোপণ করা।

ii. দৈনন্দিন কর্মকাণ্ডে শক্তির ব্যবহার কমানো।

এইচএসসি প্রস্তুতি ২০২৫ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র
অঙ্কন : শেখ মানিক
তৃতীয় অধ্যায়

অর্থের সময়মূল্য



বহু নির্বাচনী প্রশ্ন

১। ভবিষ্যতে প্রাপ্ত টাকার এখনকার মূল্যকে কী বলা

হয়?

ক) বর্তমান মূল্য খ) ভবিষ্যৎ মূল্য

গ) বার্ষিকী ঘ) সম্পদ

২। যদি প্রতিবছর সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় তবে তাকে কী বলা হয়?

ক) বর্তমান মুল্য খ) ভবিষ্যৎ মূল্য

গ) বার্ষিকী ঘ) সম্পদ

৩। চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য বাড়বে?

ক) বর্তমান মূল্য খ) ভবিষ্যৎ মূল্য

গ বার্ষিকী বৃদ্ধি ঘ) মুনাফা বৃদ্ধি

৪।

চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য কমবে?
ক) বর্তমান মূল্য খ) ভবিষ্যৎ মূল্য

গ) বার্ষিকী বৃদ্ধি ঘ) মুনাফা বৃদ্ধি

৫। প্রতিবছরের শেষে টাকা জমা দেওয়া হলে বা গ্রহণ করা হলে তাকে কী বলা হয়?

ক) সাধারণ বার্ষিকী খ) প্রদেয় বার্ষিকী

গ) বর্তমান মূল্য ঘ) ভবিষ্যৎ মূল্য

৬। প্রতিবছরের প্রথমে টাকা জমা দেওয়া হলে বা গ্রহণ করা হলে তাকে কী বলা হয়?

ক) সাধারণ বার্ষিকী খ) প্রদেয় বার্ষিকী

গ) বর্তমান মূল্য ঘ) ভবিষ্যৎ মূল্য

৭। সময় রেখা দ্বারা কী নির্ধারণ করে?

ক) অর্থের সময়মূল্য খ) সম্পদ

গ) আয় ঘ) ব্যয়

৮।

সুদাসলের ওপর কোন সুদ প্রদান করা হয়?
ক) সরল সুদ খ) চক্রবৃদ্ধি সুদ

গ) নিট সুদ ঘ) মোট সুদ

৯। চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের সম্পর্ক—

ক) বিপরীতমুখী খ) সমমুখী

গ) সমান্তরাল ঘ) অসম

১০। কার্যকরী সুদের হার নির্ণয়ের সূত্র কোনটি?

ক) EIR = (1 + i)n - 1

খ) EIR = (1 + i/m)m - 1

গ) EIR = (1 + i/m)mn - 1

ঘ) EIR = (1 + i/m)n - 1

১১। বর্তমান মূল্য নির্ধারণে ব্যবহৃত হয়?

ক) বাট্টাকরণ খ) চক্রবৃদ্ধিকরণ

গ) সরলীকরণ ঘ) ক্রমযোজন

১২।

বিনিয়োগকারী কোন মূল্যকে অধিক গুরুত্ব দেয়?
ক) বর্তমান মূল্য খ) ভবিষ্যৎ মূল্য

গ) বার্ষিক বৃত্তি ঘ) চিরস্থায়ী বৃত্তি

১৩। কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হয়?

ক) পাক্ষিক খ) মাসিক

গ) ত্রৈমাসিক ঘ) ষান্মাষিক

১৪। কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে?

ক) মাসিক খ) ত্রৈমাসিক

গ) ষান্মাসিক ঘ) বার্ষিক

১৫। বর্তমান সময়ের ১০০ টাকা ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না কেন?

ক) সময়ের সাথে চাহিদার পরিবর্তন হয়

খ) সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়

গ) অর্থের সাথে ক্রয়ক্ষমতা পরিবর্তন হয়

ঘ) অর্থের সাথে চাহিদার পরিবর্তন হয়

১৬। যদি নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থ প্রদান

বা গ্রহণ করা হয় তবে তাকে কী বলে?

ক) বর্তমান মূল্য খ) ভবিষ্যৎ মূল্য

গ) বার্ষিক বৃত্তি ঘ) অর্থের সময়মূল্য

১৭।

অর্থের সময়মূল্য নির্ধারণের কারণ কোনটি?
ক) বাট্টার হার খ) সুদের হার

গ) আর্থিক নীতি ঘ) মুদ্রা নীতি

১৮। চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি কোনটি?

ক) বাট্টাকরণ খ) বার্ষিকীকরণ

গ) মূল্যায়ন ঘ) অর্ধবার্ষিকীকরণ

১৯। দ্বিমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বছরে চক্রবৃদ্ধির

সংখ্যা—

ক) ২ খ) ৪

গ) ৬ ঘ) ১২

২০। ব্যবসায়ে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে—

ক) অগ্রিম খরচ খ) প্রাপ্য বিল

গ) চেক ঘ) মজুদ পণ্য

২১। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?

ক) বাড়ি ভাড়া খ) ব্যবস্থাপকের বেতন

গ) বিজ্ঞাপন ব্যয় ঘ) কাঁচামাল

২২। বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কী বলে?

ক) চক্রবৃদ্ধি খ) মুদ্রাস্ফীতি

গ) বার্ষিক বৃত্তি ঘ) বাট্টাকরণ

২৩। ব্যাংক জমার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে নিচের কোনটি হ্রাস পাবে?

ক) বর্তমান মূল্য

খ) সাধারণ বার্ষিক বৃত্তির সংখ্যা

গ) ভবিষ্যৎ মূল্য

ঘ) অগ্রিম বার্ষিক বৃত্তির সংখ্যা

২৪। সুদাসলের ওপর সুদ ধার্য করা হলে তাকে

কী বলা হয়?

ক) চক্রবৃদ্ধি সুদ খ) সরল সুদ

গ) মোট সুদ ঘ) নামিক সুদ

২৫। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি গণনার ক্ষেত্রে চক্রবৃদ্ধির

সংখ্যা কত?

ক) ১ খ) ২

গ ৪ ঘ) ৬

২৬। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার মূল কারণ—

ক) মুদ্রা সংকোচন

খ) বিনিময় হার বৃদ্ধি

গ) মুদ্রাস্ফীতি

ঘ) ব্যাংক জমার হার বৃদ্ধি

২৭। কখন নামিক সুদ কার্যকরী সুদের সমান হয়?

ক) সমান হারে কিস্তি প্রদান করলে

খ) বছরের শুরুতে কিস্তি প্রদান করলে

গ) বছরে একবার চক্রবৃদ্ধি হলে

ঘ) বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে

২৮। কোন বার্ষিক বৃত্তির টাকা বছরের শুরুতে পরিশোধ করা হয়?

ক) বিলম্বিত খ) সাধারণ

গ) অগ্রিম ঘ) চিরস্থায়ী

২৯। বিধি-৭২ এর মাধ্যমে বের করা হয় কোন মূলধন কত সময়ে—

ক) দ্বিগুণ হয় খ) তিন গুণ হয়

গ) চার গুণ হয় ঘ) পাঁচ গুণ হয়

৩০। বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর সুদ গণনাকে বলা হয়—

ক) সরল সুদ খ) চক্রবৃদ্ধি সুদ

গ) বার্ষিক বৃত্তি ঘ) সাধারণ বৃত্তি

৩১। সমান সময়ের ব্যবধানে বছরের শেষে সমপরিমাণ

অর্থের নগদ প্রবাহকে কী বলে?

ক) সাধারণ বার্ষিক বৃত্তি খ) অগ্রিম বার্ষিক বৃত্তি

গ) বিলম্বিত বৃত্তি ঘ) চিরস্থায়ী বৃত্তি

৩২। ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধির মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?

ক) সমমুখী খ) বিপরীতমুখী

গ) নিরপেক্ষ ঘ) সমানুপাতিক

৩৩। বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

ক) i খ) n

গ) m ঘ) r



উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. গ।



পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায়ে তোমরা উব্লাই থাংথউয়ের সম্পর্কে জেনেছ। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত উব্লাই নাংথউ বিষয়ে আরো যা জানতে পারো—

উব্লাই নাংথউ
খাসিয়া নৃগোষ্ঠী, এদের প্রধান দেবতা উব্লাই নাংথউ। ছবি : সংগৃহীত
চিয়া সলউয়ি, চিয়া লেছি চিয়া কেং—শব্দগুলো বেশ অপরিচিত লাগতে পারে। এগুলো খাসিয়াদের বিভিন্ন ধরনের খাবারের নাম। খাসিয়াদের খাবারের এ রকম অচেনা নামের মতো এদের প্রধান দেবতার নামটাও আমাদের কাছে কিছুটা অচেনা। এদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।

মাতৃতান্ত্রিক খাসিয়া নারীরা পরিবার ও সমাজের কেন্দ্রীয় ভূমিকায় থাকে। ঠিক তেমনি উব্লাই নাংথউ খাসিয়াদের সব কাজের কেন্দ্রে যুক্ত থাকে। এই দেবতাকে প্রকৃতির নিয়ন্ত্রক হিসেবেও বিবেচনা করা হয়। মাটির উর্বরতা, ফসল ও পরিবেশের ভারসাম্যের দায়িত্ব থাকে তাঁর ওপর।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খাসিয়াদের জীবনধারা ও বিশ্বাসকে দুই ভাগে বিভক্ত করা যায়। এদের প্রাচীন ধর্মবিশ্বাস এবং আধুনিক খ্রিস্টধর্ম। উব্লাই নাংথউ মূলত প্রাচীন ধর্মবিশ্বাসের সঙ্গে জড়িত। তাদের প্রাচীন ধর্মীয় বিশ্বাস প্রকৃতি পূজাকেন্দ্রিক।

প্রকৃতিকে দেবতা হিসেবে পূজা ও বিভিন্ন ঋতুভিত্তিক উৎসব পালন করে উব্লাই নাংথউয়ে বিশ্বাসী খাসিয়ারা। এই ধর্মীয় বিশ্বাসে আত্মার প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং পূর্বপুরুষদের আত্মার পূজা করা হয়। খাসিয়াদের মতে, প্রকৃতি ও মানুষ একে অন্যের সঙ্গে সংযুক্ত, একে অন্যের প্রতি নির্ভরশীল। তাই তারা পাহাড়, বন, জলাশয় এবং গাছপালাকে পবিত্র মনে করে। সেগুলোর প্রতি তাদের আচরণ অত্যন্ত সংবেদনশীল।
প্রাচীন বিশ্বাস অনুসারে, খাসিয়ারা মনে করে সব জীবিত প্রাণী এবং প্রকৃতির মধ্যে আত্মা বিদ্যমান। ফলে তারা প্রকৃতিকে সম্মান জানিয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করে। ফসল কাটার উৎসব এবং নতুন পান চাষ শুরু করার আগে আয়োজন করে বিশেষ পূজার।
খাসিয়ারা প্রেতবাদী ও সর্বপ্রাণবাদেও বিশ্বাসী। এরা জীবজন্তুর পূজার পাশাপাশি বিভিন্ন ব্রত-পার্বণ পালন করে। খ্রিস্টান ধর্ম প্রচারকদের আগমনের আগে বেশির ভাগ খাসিয়া উব্লাই নাংথউকে প্রধান দেবতা হিসেবে মানত। ওই সময় এরা বেশির ভাগই ছিল একেশ্বরবাদী। বর্তমানে খাসিয়া সমাজে ক্যাথলিক খ্রিস্টধর্ম মতবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে অনেকেই উব্লাই নাংথউকে প্রধান দেবতা হিসেবে মানে না। এদের আদি ধর্মীয় গ্রন্থ বিলুপ্ত হয়ে গেছে। খ্রিস্টান খাসিয়ারা প্রোটেস্টান্ট। এরাও উব্লাই নাংথউ বিশ্বাসী খাসিয়াদের মতো শবদাহ করে। তবে শরীরের যেসব অংশ আগুনে সহজে পুড়ে না (যেমন—নাভি, হাড়), সেগুলো কবর দেয়।

এসএসসি প্রস্তুতি ২০২৫ : অর্থনীতি

দ্বিতীয় অধ্যায়

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ

বহু নির্বাচনী প্রশ্ন

১। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী এযাবৎকালে দেশে কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?

ক) ২৪টি খ) ৪২টি

গ) ২৮টি ঘ) ২৫টি

২। উৎপাদন বাড়ানোর কাজে নিচের কোনটিকে

ব্যবহার করা হয়?

ক) প্রাথমিক দ্রব্য খ) মূলধনি দ্রব্য

গ) চূড়ান্ত দ্রব্য ঘ) মধ্যবর্তী দ্রব্য

৩। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোটি?

ক) কয়লা খ) প্রাকৃতিক গ্যাস

গ) তামা ঘ) চুনাপাথর

৪।

বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি?
ক) ৩টি খ) ২টি

গ) ৪টি ঘ) ৫টি

৫। বাংলাদেশের গ্যাসক্ষেত্রে গ্যাস মজুদের পরিমাণ

কত?

ক) ১৯.৮০ বিলিয়ন ঘনফুট খ) ২৯.৮০ ট্রিলিয়ন ঘনফুট

গ) ৩৯.৮০ ট্রিলিয়ন ঘনফুট ঘ) ৩৮.৮০ বিলিয়ন ঘনফুট

৬। সার শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোটি?

ক) প্রাকৃতিক গ্যাস খ) চুনাপাথর

গ) সিমেন্ট ঘ) সিলিকা বালু

৭। সাবান উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?

ক) চীনামাটি খ) কঠিন শিলা

গ) গন্ধক ঘ) চুনাপাথর

৮।

সেন্ট মার্টিন দ্বীপে কোন খনিজ দ্রব্য মজুদ রয়েছে?
ক) চুনাপাথর খ) চীনামাটি

গ) গন্ধক ঘ) সিলিকাবালু

৯। নিচের কোনটি উৎপাদিত সম্পদ?

ক) চুনাপাথর খ) প্রতিভা

গ) কাঁচামাল ঘ) উদ্যোগ

১০। সম্প্রতি কোন অঞ্চলে কয়লা উত্তোলন করা হচ্ছে?

ক) দিনাজপুরের বড়পুকুরিয়ায় খ) সিলেটের ভাঙ্গারহাটে

গ) চট্টগ্রামে

ঘ) দিনাজপুরের মধ্যপাড়ায়

১১। তেল পরিশোধনে কোনটি ব্যবহৃত হয়?

ক) গন্ধক খ) চুনাপাথর

গ) তামা ঘ) কয়লা

১২।

সম্প্রতি কোথায় খনিজ তেল পাওয়া গেছে?
ক) শাহজিবাজারে

খ) সিলেটের হরিপুরে

গ) সিলেটের ভাঙ্গারহাটে

ঘ) কুতুবদিয়া দ্বীপে

১৩। সিলেটের বনভূমিতে পাওয়া যায়—

ক) বাঁশ ও বেত খ) শাল ও গজারি

গ) সেগুন ও গর্জন ঘ) শাল ও গরান

১৪। গ্যাস, তেল ও কয়লার সাহায্যে যে বিদ্যুৎ

উৎপন্ন হয় তাকে কী বলে?

ক) পানি বিদ্যুৎ খ) স্থির বিদ্যুৎ

গ) চলতি বিদ্যুৎ ঘ) তাপ বিদ্যুৎ

১৫। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?

ক) মাতামুহুরী খ) নাফ

গ) কর্ণফুলী ঘ) সাঙ্গু

১৬। অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক) ২টি খ) ৪টি

গ) ৩টি ঘ) ৫টি

১৭।

খেলার মাঠ কোন জাতীয় দ্রব্য?
ক) অবাধলভ্য দ্রব্য খ) স্থায়ী ভোগ্য দ্রব্য

গ) অস্থায়ী ভোগ্য দ্রব্য ঘ ) অর্থনৈতিক দ্রব্য

১৮। গুদামঘর কোন জাতীয় দ্রব্য?

ক) অস্থায়ী দ্রব্য খ) মূলধনি দ্রব্য

গ) স্থায়ী দ্রব্য ঘ) অর্থনৈতিক দ্রব্য

১৯। আয় — ভোগ = ?

ক) বিনিয়োগ খ) মূলধন

গ) সঞ্চয় ঘ) মুনাফা

২০। কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

ক) ভোগ খ) সঞ্চয়

গ) বিনিয়োগ ঘ) আয়

২১। অবস্তুগত সম্পদ হলো—

i. চেয়ার-টেবিল

ii. শিক্ষকের পাঠদান

iii. উকিলের সেবা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২২। অপ্রাচুর্যতা কথাটির অর্থ কী?

ক) চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ

খ) যোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ

গ) সম্পদের পরিমাণ অসীম ঘ) সম্পদের পরিমাণ সসীম

২৩। অর্থনৈতিক কাজ হলো—

i. কাঠুরিয়ার কাজ

ii. মহিলাদের ঘরের কাজ

iii. শ্রমিকের কল-কারখানায় কাজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৪। কৃষি খাতে শ্রমশক্তির শতকরা কত ভাগ নিয়োজিত?

ক) ১৩.০৫ ভাগ খ) ৬৩ ভাগ

গ) ৪০.৬২ ভাগ ঘ) ৪০.৩৫ ভাগ

২৫। ব্যক্তির সঞ্চয় নির্ভর করে মূলত—

i. যখন Y>C ii. দূরদৃষ্টি

iii. সুদের হার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৬। বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের

অবদান শতকরা কত ভাগ?

ক) ৭০ খ) ৮০

গ) ৯০ ঘ) ৮০

২৭। নিচের কোনটি কৃষি খাতের অন্তর্ভুক্ত?

ক) হিমায়িত মৎস খ) বস্ত্রশিল্প

গ) ফসল কাটা ঘ) প্রশিক্ষণ

২৮। সংগঠকের প্রাপ্ত আয়কে কী বলে?

ক) খাজনা খ) মজুরি

গ) সুদ ঘ) মুনাফা

২৯। বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয় ভাগে করা হয়েছে?

ক) ৫ খ) ৬

গ) ৪ ঘ) ২

৩০। শক্তি সম্পদের বিভিন্ন উপকরণ হলো—

i. সৌর তাপ ii. জৈব গ্যাস

iii. বায়ুপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii



উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ।

05/06/2024

তথ্যঝুঁকি মোকাবেলায় মানববন্ধনের একাংশ।

তথ্যঝুঁকি মোকাবেলায় মানববন্ধন।
05/06/2024

তথ্যঝুঁকি মোকাবেলায় মানববন্ধন।

13/05/2024
12/05/2024

৭ম শ্রেণির দলীয় কাজ উপস্থাপন।

19/09/2017

পঞ্চম শ্রেণির ইংরেজির ৯নং প্রশ্ন Wh-Questions যেভাবে শিখাবেন: -
=========================================== সংগৃহীত ।
প্রথমে অর্থগুলি Wh-word গুলি শিখিয়ে নেন :
Who- কে, কে কে, কারা, Whom- কাকে, কাদেরকে , Whose- কার, কাদের, What- কী, কী কী, Which- কোনটি, কোন কোনটি, কোনগুলি When – কখন, Where- কোথায়, Why – কেন, কী কারণে, কী জন্যে, How – কিভাবে, কেমনভাবে, কেমন
প্রথমে একটু জেনে নেওয়া দরকার : Sentence কত ধরনের হতে পারে – উত্তর: গঠনগতভাবে ৬ ধরনের। (তবে ভাবগতভাবে ৫ প্রকার) এখানে শুধু গঠনগত ৬ ধরনের, তা দেখানো হল। যেমন -
১. মূল Verb যুক্ত বাক্য = He reads English. (সে ইংরেজি পড়ে।)
২. Noun যুক্ত বাক্য = He is a student. (সে একজন ছাত্র)
৩. Adjective যুক্ত বাক্য = He is very happy. (সে খুব সুখী)
৪. আছে বা নেই যুক্ত বাক্য = He has a car. (তার একটি গাড়ি আছে)
৫. কোথাও কোন কিছু আছে বা নেই- এরূপ বাক্য = There is a car in his house. (তার বাড়িতে একটি গাড়ি আছে)
৬. কোন কিছু করা, হওয়া – এরূপ বাক্য = Walking in the morning is good for health. /
To walk in the morning is good for health. /
It is good for health to walk in the morning. (সকাল বেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।
আরো কিছু উদাহরণ :
১. আমি আপনার সাথে আছি – I am with you.
২. আমি এখন বাড়িতে আছি – I am in the house now.
৩. আমি ভালো আছি – I am well/ good.
৪. বয়স : I am ten years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় – এধরণের বাক্য : এখন সাড়ে দশটা বাজে – It is half past ten.
কিভাবে Question তৈরি করবেন :-
=====================
যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায় –
যেমন – ১. Sentence-এর Subject ধরে ২. Sentence-এর Object ধরে
প্রথমে Sentence-এর Subject শিখব –
ইংরেজি বাক্যের গঠন : Subject + Verb + Object/ Complement.
Formation : Who / What / Which + V + O?
অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
Example :
1. He reads English. (সে ইংরেজি পড়ে।)
এটা দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় – ১. কে ইংরেজি পড়ে? ২. সে কী পড়ে?
Q. Sub. ধরে- 1. Who reads English? Obj. ধরে - 2. What does he read?
পরিক্ষায় Underlined দেয়া Word-টিকে লক্ষ্য করে Question তৈরি করতে হবে।
2. He goes to school.
Q. Who goes to school?
3. He is a student.
Q. Who is a student?
সমাধান : Subject ব্যক্তিবাচক হওয়ায় Who বসল এবং বাকি Verb + Object নিয়ম অনুযায়ী বসল।
2. Education makes a man perfect.
Q. What makes a man perfect.
.
3. This is my book.
Q. Which is your book?
সমাধান : ‘Subject’ This, হওয়ায় Which বসল।
এখন Sentence-এর Object শিখব – তবে একটু জেনে নেই Object-এর ঘরে কী কী ধরনের word থাকতে পারে ---

Object-এর ঘরে ব্যক্তিবাচক word, বস্তু/ প্রাণিবাচক word, সময়, স্থানবাচক, কারণসূচক, সংখ্যা, পরিমাণবাচক word, Adjective, adverb ইত্যাদি।
Formation : (Whom, What, Which, When, Where, Why, How) + Aux + Sub + Verb+--?
Note: Object-এর ঘরে ব্যক্তিবাচক object থাকলে Whom,
বস্তু/ প্রাণিবাচক object থাকলে What,
this, these, that, those থাকলে Which,
Timing word থাকলে When,
স্থানবাচক word থাকলে Where,
কারণসূচক word ( যেমন: for, because, to + verb) থাকলে Why,
কিভাবে বুঝালে How দিয়ে Sentence শুরু করতে হবে।
Example :
1. He is teaching English. (তিনি ইংরেজি পড়াচ্ছেন।) (English ধরে)
Q. What is he teaching? (তিনি কী পড়াচ্ছেন?)
2. He bought this yesterday. (তিনি ইহা গতকাল কিনেছেন।) (this ধরে)
Q 1. Which did he buy yesterday? (তিনি কোনটি গতকাল কিনেছেন?)
Q 2. When did he buy this? (তিনি ইহা কখন কিনেছেন?) (yesterday ধরে)
.
3. He is teaching us English. (তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন।)
Q 1. Whom is he teaching English? (তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন?) (us ধরে)
Q 2. What is he teaching you? (তিনি তোমাদেরকে কী পড়াচ্ছেন?) (English ধরে)

.
4.. He will come tomorrow. (তিনি আগামীকাল আসবেন।) ( tomorrow ধরে)
Q. When will he come? (তিনি কখন আসবেন?)
.
5. He lives in Dhaka. (তিনি ঢাকায় থাকেন।) (in Dhaka ধরে)
Q. Where does he live? (তিনি কোথায় থাকেন?)
6. We go to school to read. (আমরা স্কুলে পড়তে যাই।) (to read ধরে)
Q. Why do you go to school? (তোমরা কেন স্কুলে যাও?)
7. He goes to school by bus. (সে বাসে স্কুলে যায়।) (by bus ধরে)
Q. How does he go to school? (সে কিভাবে স্কুলে যায়?)

.....
পরিক্ষায় Underlined দেয়া Word-টিকে লক্ষ্য করে Question তৈরি করতে দেয়া হবে।

29/07/2017

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি
ইংরেজি
মডেল টেস্ট
(Part-A)
মান : ৩৫
Read the following text and answer the questions: (1-4).
What food is good food? Sometimes the food we like to eat isn't the healthiest food for us. The Food Pyramid helps us to understand the different food groups, and it tells us how much of each food group we should eat. Look the picture of the Food Pyramid. We eat more of the foods at the bottom of the pyramid. What foods do you see at the bottom? These are things made from grain, for example, rice, ruti and bread. Potatoes are not grains, but they are similar. Grains give us energy.
Fruit and vegetables are in the next level of the pyramid. These are also very important for us. They have vitamins. They help our eyes and our health. On the next level, there are fish, meat, dairy products, beans and lentils. Meat, fish and chicken have protein. Beans and lentils do, too!
Dairy products are things like milk and eggs. They help our teeth and bones. Protein and dairy make us strong. Fat and oil are at the top of the Food Pyramid. These make food delicious, but our body does not need very much of them.
Sometimes, we can't get food from all the different food groups. But when we have choices about food, we need to make good choices.
1. Choose the best answer from the alternatives : 10–1=10
a) The first sentence of this passage is
an ¾ sentence.
i. assertive ii. interrogative iii. imperative iv. optative
b) What type of food is important for human body?
i. light food ii. heavy food iii. healthy food iv. all the above
c) Food pyramid can be compared to a ¾ of food.
i. chart ii. name iii. number iv. none of the above
d) They have vitamins. In this sentence, the underlined word is a ¾ verb.
i. to be ii. helping iii. to have iv. main
e) Dairy product refers to ¾.
i. fruits and juice ii. cake and sugar iii. milk and corns iv. meat and egg
f) We get energy from ¾.
i. meat and fish. ii. beans and lentils iii. fruit and vegetables iv. rice and ruti
g) Which of the following is treated as good food?
i. rich food ii. cheap food iii. balanced food iv. artificial food
h) We get ¾ from bins and lentils.
i. vitamin ii. oil iii. fat iv. protein
i) which element of the food help our eyes and health?
i. mineral ii. vitamin iii. carbohydrate iv. calcium
j) "These make food delicious, but our body does not need very much of them." The underlines word is a ¾.
i. adjective ii. preposition iii. interjection iv. conjunction
2. Match the words of both column with their similar meaning. 5–1=5
Column - A Column - B
a) Good i. Zenith
b) Similar ii. the lowest part
c) Food Pyramid iii. healthy
d) Top iv. equal
e) bottom v. Food chart
Answers
a)+iii : Good-healthy
b)+iv : Similar-equal
c)+v : Food pyramid-food chart
d)+i : Top-zenith
e)+ii : Bottom-the lowest part
3. Answer the following questions : 5–2=10
a) What is food pyramid?
b) How many part are there in the food pyramid?
c) What can we get from grains?
d) How does food pyramid help us?
e) Which foods are not very much useful for our body?
Answer : a) Food pyramid is a chart or list of food that shows us different types of food.
b) There are four part in the food pyramid.
c) We can get energy from grains.
d) Food pyramid helps us to choose the right kind of food which is beneficial to our health.
e) Fat and oil are not very much useful
for our body.
4. Write a short composition on ‘Food Pyramid.’ [Remember to use capital letters, punctuation and correct spelling.] 10
Answer :
Food Pyramid
Food pyramid is a chart to show the four groups of foods. There are four levels in this chart. Every level is not equally important. The foods at the bottom are the most important foods for us. The importance decreases gradually to reach to the top of the chart. However, we should eat from each level according to our need. Food pyramid is necessary for our good health.

29/07/2017

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি
বাংলা

মডেল টেস্ট
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এ দেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এ দেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এ দেশের অপূরণীয় ক্ষতি হবে। পকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় তারা নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তাঁরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশেদুল হাসানও বাদ পড়েননি। শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লা কায়সারকে। সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, নিজাম উদ্দীন আহমদ ও আ ন ম গোলাম মোস্তাফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বী, আবদুল আলীম চৌধুরী, মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া হয় আরো বহুজনকে। তাঁরা কেউই আর জীবিত ফিরে আসেননি।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো : ১×৫=৫
১। অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
(i) বীরশ্রেষ্ঠদের কাহিনি
(ii) চিরদিন যাঁরা স্মরণীয়
(iii) স্মরণীয় যাঁরা চিরদিন
(iv) স্মরণীয় ও বরণীয় যাঁরা চিরদিন
২। পরাজয় অবধারিত জেনে পাকিস্তানিরা কী করে?
(i) পালিয়ে যায়
(ii) আত্মগোপন করে
(iii) নতুন নতুন পরিকল্পনা করে
(iv) নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে
৩। পাকিস্তানিরা কেন দেশের শক্তিমান ও প্রতিভাবানদের ধরে নিয়ে যায়?
(i) দেশকে মেধাশূন্য করার জন্য
(ii) সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এ দেশের অপূরণীয় ক্ষতি হবে বলে।
(iii) সৃষ্টিশীল মানুষেরা তাঁদের কীর্তিকলাপ বহির্বিশ্বকে জানিয়ে দিতে পারেন বলে।
(iv) সৃষ্টিশীল মানুষকে মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি ভয় করত বলে।
৪। সন্তোষচন্দ্র ভট্টাচার্য কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
(i) ইতিহাস (ii) ইংরেজি
(iii) বাংলা (iv) ভূগোল
৫। তাঁরা কেউই আর ফিরে আসেননি কেন?
(i) মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন বলে
(ii) ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন বলে
(iii) পাকিস্তানিরা তাঁদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল বলে
(iv) তাঁদের কারো সন্ধান পাওয়া যায়নি বলে
২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ১+২+২ = ৫
(ক) ‘মুক্তিযুদ্ধ’ কোন পদ?
(খ) পাকিস্তানিরা কিভাবে আমাদের অপূরণীয় ক্ষতির কাজ শুরু করে? দুটি বাক্যে লেখো।
(গ) শত্রুরা কাকে তুলে নিয়ে যায়? একইভাবে আর কাদের ধরে নিয়ে যাওয়া হয়?
৩। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো : ১×৫ = ৫
মনস্বী, যশস্বী, অবধারিত, অপূরণীয়, প্রখ্যাত
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব পাঁচটি বাক্যে লেখো ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
একবার বনের পশুদের নাচ দেখিয়ে এক বানরের খুব নাম-যশ হয়েছিল। পশুরা মুগ্ধ হয়ে বানরকে তাদের রাজা করে নিল। কিন্তু রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই বানরের ছিল না। বুদ্ধিমান আর পণ্ডিত বলে শিয়ালের নামডাক কিছু কম নয়। তবু তাকে বাদ দিয়ে পশুরা বানরকে রাজা করায় শিয়ালের রাগ গিয়ে পড়ল বানরের ওপর। সে শুধু বানরকে জব্দ করার ফন্দি আঁটতে লাগল। একদিন বনের পথে ঘুরতে ঘুরতে শিয়াল দেখল, ঝোপের আড়ালে একটি ফাঁদ পাতা রয়েছে। ফাঁদ চোখে পড়তেই শিয়াল আনন্দে লাফিয়ে উঠল। সে ভাবল, যে করেই হোক ওই হাবাগোবা বানরকে এনে এই ফাঁদে ফেলতে হবে। তাহলে জন্মের মতো তার রাজাগিরির সাধ ঘুচবে। তখুনি শিয়াল চলে এলো বানরের কাছে। করজোড়ে বলে, মহারাজ, এই অধমকে যদি আপনার সেবা করার সুযোগ দেন, তবে ধন্য হই। বানর পায়ের ওপর পা তুলে কলার খোসা ছাড়াচ্ছিল। একটা আস্ত পাকা কলা কোঁৎ করে গিলে ফেলে গম্ভীর মুখে বলল, তোমার মনের ইচ্ছাটা নির্ভয়ে বলে ফেল। শিয়াল বলল, এক জায়গায় খুব ভালো খাবার দেখে এসেছি প্রভু। বনরাজ্যে আপনি ছাড়া অমন খাবারের যোগ্য আর কেউ নেই। যদি দয়া করে অনুমতি করেন, সে জায়গায় আপনাকে নিয়ে যেতে পারি। শিয়ালের চালাকি বানর কিছুই বুঝতে পারল না। সে খুশি হয়ে শিয়ালের সঙ্গে রওনা হলো। মনের খুশি মনে চেপে শিয়াল বানরকে সেই ফাঁদের কাছে ঝোপটা দেখিয়ে বলল, মহারাজ এই ঝোপের পেছনেই সব খাদ্য লুকানো আছে। আপনি এবার গিয়ে খেতে শুরু করুন। আমি হলাম আপনার দাস, একটু দূরে দাঁড়ানোই ভালো। বোকা বানর শিয়ালের কথায় ভুলে সুখাদ্যের লোভে ঝোপের ভেতরে গিয়ে ঢুকল আর ফাঁদে আটকে পড়ল। তখন সে বাঁচাও, বাঁচাও চিত্কার করে শিয়ালকে ডাকতে লাগল। শিয়াল বাঁকা হেসে বলল, বানর মশাই, তুমি একটা আকাট মূর্খ। এই বুদ্ধি নিয়ে পশুদের রাজা হওয়া যায় না। শিকারিরা এখনই আসবে। তোমার যোগ্য ব্যবস্থা তারাই করবে।
৫। সঠিক উত্তর লেখো : ১×৫=৫
১। ওপরের অনুচ্ছেদে কী বিষয়ে আলোচনা করা হয়েছে?
(i) বানরের বোকামি নিয়ে
(ii) বানরের চালাকি নিয়ে
(iii) বানরের রাজা হওয়া নিয়ে
(iv) বানরের খাওয়ার লোভ নিয়ে
২। বানরের ওপর শিয়াল রাগ করল কেন?
(i) পশুরাজ সিংহকে বাদ দিয়ে বানরকে রাজা করেছে বলে
(ii) পশুরা শিয়ালকে বাদ দিয়ে বানরকে রাজা করেছে বলে
(iii) বনের পশুদের নাচ দেখিয়ে শিয়াল বানরের মতো নাম-যশ করতে পারেনি বলে
(iv) বানরের বাঁদরামি শিয়াল সহ্য করতে পারত না বলে
৩। শিয়াল বানরকে কিসের লোভ দেখাল?
(i) কালো জাম
(ii) পাকা কলা
(iii) খুব ভালো খাবারের
(iv) পাকা কাঁঠালের
৪। শিয়াল বাঁকা হেসে বানরকে কী বলে সম্বোধন করেছে?
(i) মূর্খ (ii) গাধা
(iii) বুদ্ধু (iv) রামগাধা
৫। অনুচ্ছেদটির শিক্ষণীয় দিক কী?
(i) লোক বুঝে আর অবস্থা বুঝে চলতে হয়।
(ii) যোগ্যতার অতিরিক্ত দায়িত্ব যারা নেয়, তাদের বিপদ পদে পদে।
(iii) সতর্ক থাকলে বিপদ কখনো কাবু করতে পারে না।
(iv) নিজেকে নির্দোষ প্রমাণের জন্য মানুষ অন্যকে দোষারোপ করে।
৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। ১×৫=৫
শব্দ—শব্দার্থ
পশু—জন্তু।
বুদ্ধিমান—জ্ঞানী, চালক।
জব্দ—নাকাল।
নিগৃহীত—লাঞ্ছিত।
ফন্দি—গুপ্ত কৌশল, মতলব।
কৌশল—চক্রান্ত।
নির্ভয়ে—ভয় না করে।
(ক) আমাদের শ্রেণি শিক্ষক একজন সৎ ও ................ ।
(খ) রাশেদ সব সময় মুন্নাকে .............. করতে চায়।
(গ) রহিম মিয়া ইঁদুর ধরার জন্য ......... পেতে রেখেছে।
(ঘ) রাজা গরিব লোকটিকে ......... তার কথা বলার অনুমতি দিলেন।
(ঙ) সিংহকে বলা হয় .............. রাজ।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :
(ক) বানরের কী করে নাম-যশ হয়েছিল? শিয়াল কেন বানরকে রাজা হিসেবে মেনে নিতে পারল না?—এ সম্পর্কে চারটি বাক্য লেখো। ১+৪=৫
(খ) কী দেখে শিয়াল আনন্দে লাফিয়ে উঠল? কী বলে বানরকে সে ঝোপের কাছে নিয়ে এলো? এ সম্পর্কে চারটি বাক্য লেখো। ২+৩=৫
(গ) শিয়াল কিভাবে বানরকে জব্দ করল, সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। ৫
৮। নিচের যুক্ত ব্যঞ্জনগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো : ২×৫=১০ (ক) জ্ঞ (খ) ন্দ (গ) হ্ম (ঘ) ত্র (ঙ) প্ত
৯। উপযুক্ত স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লেখো। ৫
কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর ও মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের বেশির ভাগ ভূমির গড়ন একই রকম এ অঞ্চল মধুপুরগড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীরা বলেন, এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরনো।
১০। এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো : ১×৫=৫
(ক) সমুদ্রের তীরের বালুময় স্থান
(খ) মনের ইচ্ছা
(গ) একের সঙ্গে অন্যের
(ঘ) দেখে ভয় লাগে এ রকম শুকনো চেহারা
(ঙ) জনশূন্য স্থান
১১। নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো : ১×৫=৫
অবরুদ্ধ, বজ্র, জনপদ, খাজনা, খুশবু
১২। কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ১০
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দলো না পায়ে
ছিঁড় না নরম পাতা। ।
শুধু দেখ আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা।
(ক) কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী? ২
(খ) হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? তারা আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে? —দুটি বাক্যে লেখো। ৩
(গ) কবিতাংশটুকুর মূলভাব লেখো। ৫
১৩। মনে করো, তোমার নাম জাওয়াদ বা জাইমা। তুমি কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বা ছাত্রী। তুমি স্বাধীনতা দিবস উপলক্ষে তোমার বিদ্যালয়ে আবৃত্তি বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এ পরিপ্রেক্ষিতে নিচের ফরমটি পূরণ করো। ৫
প্রতিযোগিতার ফরম
১. নাম :
২. বিদ্যালয়ের নাম :
৩. শ্রেণি :
৪. রোল নম্বর :
৫. যে বিষয়ে প্রতিযোগিতায় ইচ্ছুক :
আবেদনকারীর স্বাক্ষর :

১৪। মনে করো, তোমার নাম বর্ষণ বা বর্ষা। তুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বা ছাত্রী। অতিরিক্ত গরমে তোমাদের দুপুরে ক্লাস করতে কষ্ট হচ্ছে। তাই সকালে ক্লাস নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো।

১৫। যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো : ১০
(ক) প্রিয় স্বদেশ [ভূমিকা, দেশের নাম, সীমারেখা ও আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, প্রধান প্রধান নদ-নদী, জনসংখ্যা ও ভাষা, জাতীয় প্রতীকসমূহ, প্রকৃতি ও পরিবেশ, উপসংহার]
(খ) বাংলাদেশের জাতীয় পশু (বাঘ) : [ভূমিকা, পশুর নাম, আকৃতি, আবাসস্থল, রং, খাদ্যাভ্যাস, কোথায় দেখা যায়, উপসংহার]
(গ) বিদায় হজ (ভূমিকা, মহানবী (সা.)-এর সিদ্ধান্ত, মক্কায় যাত্রা, মহানবী (সা.) কর্তৃক প্রদত্ত বক্তব্য, কৃতদাস-দাসী সম্পর্কে বক্তব্য, মুসলমানদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বক্তব্য, ধর্ম সম্পর্কে বক্তব্য, বিশেষভাবে মনে রাখার মতো চারটি কথা, মহানবী (সা.) কর্তৃক আমাদের জন্য রেখে যাওয়া দুটি জিনিস, আল্লাহর উদ্দেশে বক্তব্য, উপসংহার]
(ঘ) শহীদ তিতুমীর [ভূমিকা, জন্মপরিচয়, তিতুমীর নামকরণ, শিক্ষাজীবন, শারীরিক শিক্ষা গ্রহণ, স্বদেশ চেতনা, মক্কা গমন, অসাম্প্রদায়িক মনোভাব, স্বাধীনতার ঘোষণা, বাঁশের কেল্লা নির্মাণ, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ, উপসংহার]

Address

Dhaka
1000

Telephone

01744884338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Educare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram