Payra Community Blood Centre

Payra Community Blood Centre আমরা করবো রক্ত দান,বেচেঁ যাবে হাজারো প্রান।
এই স্লোগান কে সামনে রেখে ❤️❤️❤️পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার❤️❤️❤️ এর ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়....

25/11/2025

ঢাকা করাইল বস্তিতে আগুনের খবর সত্যিই অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আল্লাহ তায়ালা সব ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদে রাখুন, তাদের দুঃখ-কষ্ট সহজ করে দিন—আমীন।

এই কঠিন সময়ে সবার প্রতি অনুরোধ, আমরা যেভাবে পারি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিই।
আল্লাহ সকলকে হেফাজত করুন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে দিন—আমীন।

📢 বিজ্ঞপ্তিজাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।দুঃখ...
08/11/2025

📢 বিজ্ঞপ্তি
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বর্তমানে সরকারি ভর্তুকির ফ্রি কিট সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে।
ফলে এখন থেকে প্রাইভেট কোম্পানির কিট ব্যবহার করে এফেরেসিস প্লেটলেট প্রসিডিউর সম্পন্ন করা হচ্ছে।

🔹 বর্তমান ব্যয় নির্ধারণ করা হয়েছে:
৳১৭,৮৫০ (এফেরেসিস প্লেটলেট প্রসিডিউর ও ক্রসম্যাচিংসহ)

অনেক ডোনার ও রোগীর স্বজন এই পরিবর্তনের বিষয়টি না জানার কারণে সমস্যায় পড়ছেন।
সুতরাং, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে ডোনেট করতে যাওয়ার আগে,
অবশ্যই রোগীর লোককে বর্তমান খরচ সম্পর্কে অবগত করে নেবেন।

অন্যথায় পূর্বের মতো ফ্রি কিটের ধারণায় ডোনার ও রোগীর পরিবার হয়রানির সম্মুখীন হতে পারেন।

আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি।
সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে।

ধন্যবাদান্তে,
রিপোর্ট প্রস্তুতকারক

কপি পোস্ট

04/11/2025
ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
03/11/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।
এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।
একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—
মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।
অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার,
না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপন।
“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”
সূরা আর রহমান,আয়াত-১৩

31/10/2025

📢 পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার

আলহামদুলিল্লাহ,
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার এর কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা মন্ডলির পরিচিতি সভায় প্রতিষ্ঠাতা জনাব মাহাবুবুর রহমান (অপু) উপস্থিত থেকে সংগঠনের বিগত দিনের কার্যবিবরণীর গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরেন।

তার আলোচনায় সংগঠনের অতীত অর্জন ও কার্যক্রমের ধারাবাহিকতা যেমন প্রকাশ পায়, তেমনি তিনি তুলে ধরেন ভবিষ্যতে কিভাবে সংগঠনটি আরও সুসংগঠিতভাবে সারা দেশে বিস্তৃত হয়ে মানবসেবার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

তার দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে মানুষের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য।

🤲 আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মানুষের সেবায় কাজ করার তাওফিক দান করুন। আমীন।


#আমরা_করব_রক্তদান_বেঁচে_যাবে_হাজারো_প্রাণ
#মানবসেবাই_আমাদের_লক্ষ্য
#পরিচিতি_সভা_২০২৫

Address

East Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Payra Community Blood Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram