02/12/2025
বাংলাদেশের সঙ্গে হেলথ সিল্ক রোড গড়ে তুলতে চাই: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন 🇧🇩🤝🇨🇳
ঢাকা, ২ ডিসেম্বর — বাংলাদেশের জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে চীন থেকে প্রথম মোবাইল সার্জিক্যাল ভেহিকেল আগামী মাসেই বাংলাদেশে পৌঁছাবে—এ খবর জানালেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চীন–বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধনকালে তিনি বলেন—
✔ আগামী বছর আরও বেশি চীনা চিকিৎসক বাংলাদেশে কাজ করবেন
✔ ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (TCM) বাংলাদেশেও বিস্তৃত হবে
✔ দুই দেশের স্বাস্থ্য সহযোগিতা দ্রুত এগিয়ে যাচ্ছে
রাষ্ট্রদূত উল্লেখ করেন, ফুওয়াই ইয়ুননান হাসপাতাল ও এনআইসিভিডির সঙ্গে যৌথ সহযোগিতায়—
🔹 শতাধিক জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর স্ক্রিনিং ও চিকিৎসা সম্পন্ন হয়েছে
🔹 ১৫০ জনেরও বেশি বাংলাদেশি চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে
যা চীন–বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার একটি শক্তিশালী অগ্রগতি।
তিনি আরও জানান—বাংলাদেশে ১,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণে চীনের পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্রদূতের ভাষায়—
“আমরা একসঙ্গে হেলথ সিল্ক রোড গড়ে তুলতে চাই, যা দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনবে।”
🏥 ASHA Medicine Corner-এর দৃষ্টিভঙ্গি
চীন–বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার এই নতুন দিগন্ত বাংলাদেশের রোগী, চিকিৎসা ব্যবস্থা এবং মেডিকেল টেকনোলজিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
ASHA Medicine Corner বিশ্বাস করে—এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ দেশের চিকিৎসা সেবার মানকে আরও শক্তিশালী করবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন।
🔰 ASHA Medicine Corner
Global Medicine Supply • Trust • Quality • Compliance
📞 WhatsApp: +8801711205306
🌐 Serving patients worldwide with genuine medicines