07/12/2025
প্রকৃতি থেকে যে ৭টি ভিটামিন খুব সহজে পাবেন:
১) ভিটামিন A
উপকার: চোখের দৃষ্টি ভালো রাখে, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
প্রাকৃতিক উৎস:
•গাজর
•মিষ্টি কুমড়া
•কলিজা
•ডিম
•পালং শাক
২) ভিটামিন B1 (থায়ামিন)
উপকার: স্নায়ু শক্তি ও হজম শক্তি ভালো রাখে।
প্রাকৃতিক উৎস:
•ব্রাউন রাইস
•মুগডাল
•বাদাম
•সূর্যমুখী বীজ
•কলা
৩) ভিটামিন B2 (রাইবোফ্লাভিন)
উপকার: স্কিন, চুল ও শক্তি উৎপাদনে সহায়তা করে।
প্রাকৃতিক উৎস:
•দই
•ডিম
•ছোলা
•পালং শাক
•দুধ
৪) ভিটামিন B6
উপকার: স্নায়ু, রক্ত ও ব্রেইন হেল্থের জন্য জরুরি।
প্রাকৃতিক উৎস:
•কলা
•বাদাম
•টমেটো
•মাছ
•আলু
৫) ভিটামিন C
উপকার: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, লোহা শোষণে সাহায্য করে।
প্রাকৃতিক উৎস:
•আমলকি
•লেবু
•কমলা
•পেয়ারা
•টমেটো
৬) ভিটামিন D
উপকার: হাড়–জোড় শক্ত করে, হরমোন ব্যালান্সে সাহায্য করে।
প্রাকৃতিক উৎস:
•সূর্যের আলো (সবচেয়ে ভালো উৎস)
•ডিমের কুসুম
•মাছ (স্যামন, সার্ডিন)
•দুধ
৭) ভিটামিন E
উপকার: ত্বক–চুল–প্রজনন ক্ষমতা উন্নত করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
প্রাকৃতিক উৎস:
•বাদাম
•সূর্যমুখী তেল
•অ্যাভোকাডো
•পালং শাক
•কুমড়ার বীজ
Like | Comment | Share