Study Abroad Consultation

Study Abroad Consultation Opening a new era for Bangladeshi Student who want to study in Doctor , Engineering or any higher study in China and Russia.

22/06/2019

Southwest Petroleum University(SWPU)
西南石油大学
Chengdu City , Sichuan Province

Scholarship Covers:(奖学金)
1. Tuition Fees Free(免学费)
2. Accommodation Fees(免住宿费)
3. Insurance Fees Free(免保险费)
4. Registration Fees Free(免注册费)
5. Stipend4000-8000CNY/Year(Please Check the Note)(生活补贴4000-8000人民币/年)

Major Taught in English for Bachelor Degree(本科英文授课专业)
1. Petroleum Engineering(石油工程)
2. Software Engineering(软件工程)
3. Computer Science & Technology(计算机科学与技术)
4. Civil Engineering(土木工程)
5. Mechanical Engineering(机械工程)
6. Electrical Engineering & Automation(电气工程和自动化)
7. Chemistry and Chemical Engineering(化学工程与工艺)
8. International Trade and Economics(国际经济与贸易)
9. Environment Engineering (环境工程)
10. Resource Exploration Engineering (资源勘查工程)
11. Exploration Technology and Engineering (勘查技术与工程)
12. Materials Science and Engineering (材料科学与工程)

Documents :1. Passport 2.Photo 3. Higher Secondary /A Level / Grade 12/ High School Certificate and Transcript 4.Medical Check up Certificate 5.Non Criminal Record 6.Bank Statement 7.English Proficiency Certificate 8.Application From
申请材料:1.护照2.证件照3.高中毕业证书和成绩单4.体检表5.无犯罪记录证明5.英文水平证明6.银行存款证明7.申请表

Note Policy of Stipend : University authority will evaluate student’s performance of each semesters (Result in exams, Class performance , Attendance , Behavior etc) and will select around 30-40% Students for stipend .Those who will be selected for stipend will get stipend for last semester. Stipend will be given by two Type : Type A 8000CNY/Year ; Type B: 4000CNY/Year.
根据学生每学年的在校成绩和表现,学生可申请优秀国际学生奖学金。优秀国际学生奖学金分为一等奖学金和二等奖学金,奖励标准为:一等奖学金8000元/学年,二等奖学金4000元/学年。

Deadline : 6th June 2019, Class will be started from September 2019截止日期:2019.06.06

13/02/2019

China University স্কলারশীপ
বাংলাদেশ থেকে এখন অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীনে আসছেন।

অন্যদিকে চীনের অনেকগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে অনেকে সঠিক তথ্যের অভাবে হয়রানির শিকার হচ্ছেন।

***কিছু স্কলারশিপ শিক্ষার্থীর সম্পূর্ণ খরচ অর্থাৎ টিউশন ফি থেকে শুরু করে বিনা মূল্যে আবাসন প্রদান করে। সঙ্গে দেয় নির্দিষ্ট পরিমাণ মাসিক খরচ।

***আর কিছু আছে শুধু টিউশন ফি স্কলারশিপ হিসেবে দেয়। আর যদি স্কলারশিপ নাও পান তবে নিজ খরচে পড়ার সুবিধাও রয়েছে।

স্কলারশিপে যা যা পাবেনঃ
ডিপ্লোমা প্রোগ্রামঃ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিবিএ, হোটেল ম্যানেজম্যান্ট।
(এস.এস.সি এর পরে ভর্তি হতে পারবেন)
- টিউশন ফি ফ্রি।
- হোস্টেল ফি ফ্রি।

ব্যাচেলর প্রোগ্রামঃ ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ, হোটেল ম্যানেজম্যান্ট।
(এইচ.এস.সি এর পরে ভর্তি হতে পারবেন)
- টিউশন ফি ফ্রি।
- হোস্টেল ফি ফ্রি।

মাস্টার্স এবং পি.এইচ.ডিঃ
- টিউশন ফি ফ্রি।
- হোস্টেল ফি ফ্রি।
- প্রতি মাসে ২০,০০০-৪৫,০০০/= মাসিক বৃত্তি।

নিজ খরচে পড়তে পারবেনঃ
- এম বি বি এস।

আংশিক স্কলারশিপে পড়তে পারবেনঃ
- এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।

কেন চায়নায় যাবেনঃ
*পরাশুনার মাধ্যম : English
*আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় আর ল্যাব সুবিধা। গবেষণারও সুযোগ প্রচুর।
*আইইএলটিএস অথবা টোফেল এর দরকার পড়ে না।
*কোনো সেশনজট নেই। শিক্ষার সুন্দর পরিবেশ। আছে সমৃদ্ধ লাইব্রেরি ও খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা।
*জীবনযাত্রার ব্যয় তেমন বেশি নয়। শহর ভেদে ৬ থেকে ১০ হাজার টাকার মধ্যে।
*চীনের ক্রমবর্ধমান অর্থনীতি পড়াশোনার বাইরেও চোখ খুলে দিবে।

চায়না যাওয়ার প্রক্রিয়াঃ
> প্রয়োজনীয় একাডেমিক পেপার্স জমা করা।
> ইউনিভার্সিটিতে পেপার্স পাঠানো।
> অফার লেটার/এডমিশন লেটার পেয়ে যাবে।
> এডমিশন এবং প্রশাসনিক ফি জমা করা।
> মেডিকেল চেক-আপ করা।
> অরিজিনাল JW202 (ভিসা অনুমোদন পত্র), এডমিশন লেটার পেয়ে যাবে।
> ভিসার জন্য অ্যাম্বাসিতে যাওয়া।
> অন্যান্য সকল ফি জমা করা।
> Air Ticket সংগ্রহ করা।
> চায়না যাওয়ার পূর্ব প্রস্তুতি।
> University প্রতিনিধি এসে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে।
You can Contact with me through Facebook messenger or in my we chat
+8801764446888
Email : redwan.rony@outlook.com

Or visit my office with your academic documents

Address : House 12, Road 1, Block F, Banasree Rampura, Dhaka

28/09/2018


Please visit our office with your academic documents

Address : House 12, Road 1, Block F, Banasree Rampura, Dhaka

পোষ্টটি সম্পূর্ণ ফ্রেসার স্টুডেন্টডের জন্য লেখা,যারা কিনা HSC পরীক্ষায় সদ্য পাশ করলেন।আপনার ভবিষ্যত জীবন আর সুন্দর ও উজ্জল হোক এই কামনা করি।

সো,কাইন্ডলি ধের্য নিয়ে পুরো পোস্টটি পড়বেন কারণ আপনাদের জন্যই আমাদের লেখালেখি, হাজারো ব্যস্ততার মাঝেও আপনারদের কে রিপ্লাই ,ফ্রী সার্ভিস দিয়ে দিনের পরে দিন।লেখাতে কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানাবেন।

অনেকেই ভর্তি পরীক্ষার যুদ্ধে আগে ভাগেই ঝেপে পড়েছেন বিকজ সবারই ড্রিম থাকে দেশের সেরা সেরা ইউনিভার্সিটি গুলোতে পড়ার।তাই সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে যায় সেই প্রতিযোগিতায় জয়ী হতে বাট রেসের নিয়ম তো মানতেই হবে!কেউ জিতবে কেউবা হারবে! তার মানে এই নয় যে আপনি একেবারেই হেরে গেলেন,আপনার দিন শেষ! জীবনের পথ চলা কেবল তো শুরু ভাইয়া............. অনেক দূর চলার এখনো বাকি!হতাশার কিছু নেই, মনে রাখবেন আল্লাহর দুনিয়ায় এক দরজা বন্ধ হয়তো হাজারো দরজা খুলে যায়। আপনার আশেপাশে কত যে সুযোগের হাতছানি দিবে তা ভাবতেই পারবেন না। শুধু দরকার সঠিকভাবে সেই সুযোগ গুলোকে কাজে লাগানো। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখেন তবেই পারবেন ইনশাআল্লাহ।

অনেকেই আছে জিপিএ ৫ না পেয়ে একদম হতাশ হয়ে নাওয়া খাওয়া ছেড়ে দেয়।কাঁদতে কাঁদতে কয়েক ডজন টিস্যু বাক্সই যেন ফুরিয়ে ফেলে!😂😂😅 মনে হয় জিপি এ ৫ ই বুঝি সবকিছু!না ভাইয়া,মোটেও তা না। চারপাশে খেয়াল করে দেখ কত হাজার হাজার ভাই আছে যারা জিপিএ ৫ না পেয়েই দেশ বিদেশের নামি দামী ইউনিভার্সিটিতে অধ্যয়ন করতেছে, ভালো পদে জব করতেছে দেশ ও দশের মুখ উজ্জ্বল করছে। কই তাদের তো জিপিএ ৫ নেই ?????

তবে কিভাবে কী হলো,তাদের ছিলো হার না মানার মনোভাব,দৃঢ় সংকল্প। আর সেটাই তাদের কে নিয়ে গেছে সফলতার দ্বার গোড়ে। সো,তারা পারলে আপনি পারবেন না কেন, ভাই?প্রশ্ন রইলো আপনার কাছেই ?

এখন আসি টু দ্যা পয়েন্টে,সবাইকে যে দেশেই পড়তে হবে এমন কথা কোন অভিধানে লেখা আছে?দেশের গুন্ডির বাহিরে একটু নিজেকে ভাবুন!দেশের বাহিরে বিভিন্ন দেশে হাজার হাজার ইউনিভার্সিটি আছে আপনারই অপেক্ষায়, যেখানে কিনা আপনি নিজেই নিজেকে এ্যাডমিট করিয়ে নিতে পারেন।একটা কথা মাথায় রাখবেন ভাইয়া ,ইন্টারনেট আপনার কাছে তো দুনিয়া আপনার মুঠোয়। সব তথ্য মোবাইল নামক ছোট্ট এই ডিভাইস থেকেই ঘরে বসেই আপনি পাবেন।বি স্মার্ট & থিংক ডিফারেন্টলি ব্রো।

বিশ্বের দ্বিতীয় বুহত্তম দেশ ও বিশ্বের প্রধান অর্থনীতিক দেশ হিসেবে পরিচিত এই দেশ চায়না (চীন) 🇨🇳
চীনের শিক্ষাব্যবস্থা এখন বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তায় শীর্ষে ৷৷

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, বিভিন্ন দেশের প্রায় চার লাখ শিক্ষার্থী এখন অধ্যয়ন করছে সেখানে ৷৷
মানসম্মত শিক্ষা ও তুলনামূলক কম খরচের জন্য অনেক শিক্ষার্থীই চীনে উচ্চশিক্ষার দিকে ঝুঁকছেন ৷৷
আর আপনি যদি ভালো ইংলিশ আর চীনা ভাষায় একটু পারদর্শী হন, তাহলে ডিগ্রি পাওয়ার পর সেখানেই পাবেন আপনার পছন্দের চাকরি ৷৷ হ্যাঁ, বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে চীনা নাগরিকদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদেরও সমমূল্যায়ন করে থাকে ৷৷

চায়নার সরকারের সহযোগিতায় এখন বিদেশি ছাত্র/ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে চায়নার বেশ কিছু ভার্সিটি ৷৷

তবে দেশটা এশিয়ার মাঝে বলে অনেকেই পাত্তা দিচ্ছে না 😂 অনেক এর চুল্কানি মুলক কথা আছে অনেকে বলে এশিয়ার দেশ এত্ত উন্নত না 😝
উনারা মনে করেন চীনে কিছু নাই 😡
সবই ইউরোপে আছে 😝
মাঝে মাঝে মনে হয় তাদেরকে কান ধরে চীনে এনে দেখাই চীন এ কি নাই ¿? 😡
উন্নত দেশ গুলোতে জীবন ব্যবস্থা যেমন চীন ও তেমন ৷৷ Shanghai, Beijing, hangzhou,Guangzhou সহ আরো অনেক সিটি ঘুরলে আহাম্মকগুলা বুঝতে পারবে ৷৷ 😊
আসলে যারা এসব কথা বলে যে,
চীন এত উন্নত না বা চীনের শিক্ষার মান ভালো না আসলে তারা কখনও বিদেশ আসতে পারবে না বা আপনি বিদেশে পড়তে আসবেন বলে হিংসে হয় তাদের 😊

_____এবার আসল কথা বলি 😊
চায়নায় স্কলারশিপ নিয়ে পড়ার আগে জেনে নিন কিছু তথ্যঃ

১. QS World Ranking এর টপ ১০০০ টা ভার্সিটির মধ্যে চায়নারই ৫০+ ভার্সিটি আছে ৷৷ এছাড়া এই ৫০ টা ভার্সিটির মধ্যে আছে প্রজেক্ট ২১১ ও প্রজেক্ট ৯৮৫।।
প্রজেক্ট ২১১ ও ৯৮৫ সম্পর্কে জানতে গুগল করুণ।।

২. চায়নার প্রযুক্তি অনেক উন্নত এবং পড়াশোনার মান ও পরিবেশ অনেক ভাল এবং পুরোপুরি রাজনীতি মুক্ত দেশ বলা যায় 😊

৩. এখন ইউএসএ, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সহ উন্নত দেশগুলায় অনেক ভ্যালুয়েবল চাইনিজ শিক্ষা এবং চাইনিজ প্রযুক্তি 😊

প্রথমেই কোনো বাংলাদেশের এজেন্সি বা অন্য কোনো মাধ্যমের লোভনীয় প্রচারণার শরণাপন্ন না হয়ে নিজেই সঠিক তথ্যাবলী সংগ্রহ করুন এবং নিজ দ্বায়িত্বে যাচাই করুন ৷৷

বর্তমানেও চীন সরকারি শিক্ষাবৃত্তির আওতা এবং বিভিন্ন প্রোগ্রামের আওতায় বৃত্তি দিচ্ছে ৷৷ এগুলো হলো চায়না স্কলরশীপ কাউন্সিলের প্রোগ্রাম, চায়নিজ ইউনিভার্সিটি প্রোগ্রাম, গ্রেট ওয়াল প্রোগ্রাম, ইইউ প্রোগ্রাম, এইউএন প্রোগ্রাম, পিআইএফ প্রোগ্রাম এবং ডব্লিউএমও প্রোগ্রাম ৷৷

চীনের ওয়াল্ড রেংকিং এ ভালো এমন ২৭৯টি ভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল, জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার ডিগ্রিতে স্কলরশীপ দিচ্ছে ৷৷

আমি মনে করি চীনের ভার্সিটিতে পড়তে পারা ভাগ্যের ব্যাপার ♥

So why you choose us

আপনি আমাদের মাধ্যমে কাজ করাতে চাইলে অবশ্যই এবং অবশ্যই যাবতীয় ডকুমেন্ট স্বশরীরে এসে আমাদের অফিসে দিয়ে যেতে হবে এবং ৩০০ টাকার দলিলে যাবতীয় এগ্রিমেন্ট করতে হবে যাতে ভবিষ্যতে আপনার বা আমাদের মাঝখানে কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয়।
স্টুডেন্ট ফাইল প্রসেস থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আমরা সকল ধরনের সহযোগিতা করে থাকি।
ভিসা পাওয়ার আগে আপনাকে একটি টাকাও দিতে হবে না। আমরা আপনার পক্ষ থেকে সকল খরচ বহন করবো।
এডমিশন এবং ভিসা সংক্রান্ত সকল সহযোগিতার জন্য আপনার ডকুমেন্ট নিয়ে চলে আসুন আমাদের অফিসে
অফিসে আসার আগে অবশ্যই আমাদের আপনার এপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।

সো কি বুঝলেন মোরাল অফ দ্যা হিস্টোরি??ভাইরে একটু কষ্ট করেন এ্যাট লিষ্ট বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও একটু কষ্ট করেন দেখবেন লাইফটা সেট হয়ে গেছে,যতসামান্য খরচে অর্জন করবেন বিশ্বমানের ডিগ্রী সাথে অজস্র সুনাম আর খ্যাতি।

For more information :
Md mostakim sarkar
Sichuan university, China
Civil engineering department
wechat +8613032893926
Phone number : 01764446888
01556601888
E-mail : mdmostakimsarkar@outlook.com

ইনশাল্লাহ্ আমরা সবাই পাচ ওয়াক্ত নামায ওয়াক্ত মোতাবেক পরার চেস্টা  করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জেন আমাদের সকলকে মশজিদ...
20/08/2018

ইনশাল্লাহ্ আমরা সবাই পাচ ওয়াক্ত নামায ওয়াক্ত মোতাবেক পরার চেস্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জেন আমাদের সকলকে মশজিদে গিয়ে নামায পরার তৌফিক দেন এবং আমাদের সবাইকেই সবার পরিবারের সাথে ঈদ পালন করার তউফিক দান করুক।

17/06/2018

Urgent Notice

***Study In China***💶SCHOLARSHIP Open!Bachelor & Master's Program☝️Session: September Intake 2018🎁Medium: EnglishMajor: ...
14/05/2018

***Study In China***
💶SCHOLARSHIP Open!
Bachelor & Master's Program
☝️Session: September Intake 2018
🎁Medium: English

Major:
1)Civil Engineering
2)Architecture Engineering
3)Electrical Engineering
4)Computer Science and Technology
5)Software Engineering
6)Mechanical Engineering
7)Optical Engineering
8)Electronics Engineering
9)Material Science and Engineering
10) Naval architecture and Naval Engineering
11) BBA
12) MBA

🛑Tuition Fees Free
🛑Hostel Fees Free (2 Person Sharing Room) [Depends On University]

# যদি কেউ Interested হন তাহলে আমার সাথে ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।

# সময় খুবই সীমিত, সরাসরি দেখা করে অথবা ফোনে কথা বলতে পারেন আমার সাথে।

Cell: 01515687671__

13/03/2018

Attention to All ...........

***Study In China***💶SCHOLARSHIP FOR Bachelor & Master's Program☝️Session: March 2018🎁Medium: EnglishMajor: 1)Civil Engi...
06/12/2017

***Study In China***
💶SCHOLARSHIP FOR Bachelor & Master's Program
☝️Session: March 2018
🎁Medium: English

Major:
1)Civil Engineering
2)Architecture Engineering
3)Electrical Engineering
4)Computer science and technology
5)Software Engineering
6)Mechanical Engineering
7)Optical Engineering
8)Electronics Engineering
9)Material science and Engineering
10) BBA
11) MBA

🛑Tuition Fee Free
🛑Hostel Fee Free (2/4 Person Sharing Room)

#সময় সীমিত যদি কেউ Interested হন তাহলে আমার সাথে ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।

20/11/2017

Dear Brother and Sister please be aware of this human trafficking....

23/10/2017

সুইডেন নামটি শুনলেই আমাদের মাথায় একটি জিনিস ঘুরপাক খায়, সেটি হচ্ছে নোবেল পুরস্কার। বাল্টিক সাগরের পশ্চিমে অবস্থিত উত্তর ইউরোপের এই দেশটি পরিচিত শান্তি এবং উদ্ভাবনের জন্য। মাত্র ১০ মিলিয়ন জনসংখ্যার এই দেশ ভলভো, স্ক্যানিয়া, এরিকসন, IKEA এবং H& M সহ আরো অনেক বড় বড় কোম্পানির উৎপত্তিস্থল। এখানকার পড়াশোনা এবং গবেষণার মানও সুপরিচিত বিশ্বজুড়েই। অনেকেই সুইডেনে পড়তে যেতে চান কিন্তু বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন। তাদের জন্যই আজকের এই লেখাটি, মূলত স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে।

ক্যারোলিন্সকা ইন্সটিউট, সুইডেন; source: henriknygrendesign.se

সুইডেনে কাগজে কলমে দুটি সেমিস্টারের কথা বলা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ভর্তি করায় আগস্ট সেশনে। ২০১৮ সালের আগস্ট সেশনের জন্য ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে ১৫ অক্টোবর থেকে। তাই এখনই সময় আগস্ট সেশনের জন্য আবেদন করার।

IELTS লাগে কিনা?

সুইডেনের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই স্নাতকোত্তর কোর্সের শর্ত হচ্ছে IELTS এ ৬.৫ বা তার বেশি স্কোর হতে হবে। তবে আপনার স্নাতক ডিগ্রির পড়াশোনা যদি ইংরেজি মাধ্যম হয়ে থাকে, তাহলে IELTS ছাড়াও ভর্তির সুযোগ পাওয়া যায়। তবে IELTS ছাড়া সুযোগ থাকলেও ভিসা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তাই IELTS দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

University of Gothenburg; source: bestcollegesintheworld.com

টিউশন ফি কত এবং স্কলারশিপ আছে কিনা?

টিউশান ফি বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনাকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে। তবে তা বছরে সর্বনিম্ন ৭ লাখ বা তার থেকে বেশি হয়। সুইডেনে দুই ধরনের স্কলারশিপ আছে। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে টিউশান ফি স্কলারশিপ এবং আরেকটি হচ্ছে সুইডিশ সরকার থেকে, যেটি SI স্কলারশিপ নামে পরিচিত। SI স্কলারশিপের জন্য সর্বনিম্ম ৩,০০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা লাগবে। বিশ্ববিদ্যালয়ের টিউশান ফি স্কলারশিপের জন্য আপনাকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে। ডেডলাইন শেষ হওয়ার আগেই তাই বিশ্ববিদ্যালয়ের সাইট থেকে ভালো করে প্রক্রিয়া বুঝে নিয়ে আবেদন করে ফেলুন।

ব্যাংক স্টেটমেন্ট

যদি আপনার কোর্স হয় এক বছরের, তবে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা দেখাতে হবে। দুই বছরের কোর্সের জন্য ১৬ লাখ টাকা দেখাতে হবে। ব্যাংক একাউন্ট হতে হবে আপনার নামে, মানে, আপনার বাবা-মা পর্যন্ত আপনার স্পন্সর হতে পারবে না। সাধারণত ব্যাংকে এই টাকা ভিসা আবেদন করার ৩ মাস আগে জমা দিলেই হয় এবং রাখতে হবে ভিসা না পাওয়া পর্যন্ত। টাকার উৎস দেখতে চাওয়া হয় না, সুতরাং এটি নিয়ে কোনো ঝামেলা নেই। তবে আপনার সাথে যদি স্বামী/স্ত্রী-সন্তান নিয়ে যেতে চান, তাহলে ব্যাংকে আরো বেশি টাকা দেখাতে হবে।

Kristianstad University; source: studyinsweden.se

পরিবার সহ যাওয়া যাবে?

হ্যাঁ, সুইডেন এ কারণেই বিবাহিতদের প্রথম পছন্দ। আপনি চাইলে আপনার স্বামী/স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন। আবেদনকারীর স্বামী/স্ত্রীও চাকরি করতে পারবে, এজন্য আলাদা কোনো অনুমতির দরকার হবে না এখানে। এমনকি স্বামী/স্ত্রী চাইলে পড়াশোনাও করতে পারবে, তা-ও ফ্রি-তে! এজন্য কোনো টিউশন ফি দিতে হবে না।

পড়াশোনা শেষে থাকা যাবে কিনা?

পড়াশোনা শেষ করার পর আপনি চাকরি খোঁজার উদ্দেশ্যে ভিসা বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন। এই ৬ মাসে আপনি যদি ফুলটাইম চাকরি পান, তবে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ২ বছরের ভিসা দেয়া হবে। তাছাড়া আপনি যদি এক সেমিস্টার শেষ করেন মানে ৩০ ক্রেডিট শেষ করার পর ফুল টাইম কাজের অফার পান, তাহলে আপনি শিক্ষার্থী ভিসা থেকে কাজের ভিসায় যেতে পারবেন।

পার্ট টাইম চাকরি

আপনি যদি বড় শহরগুলোর কোনো বিশ্ববিদ্যালয়ে আসেন, যেমন মালমো, স্টকহোম, গোটেনবার্গ, তাহলে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। মাঝারি শহরগুলোতেও চাকরি পাওয়া যায়, তবে একটু সময় লাগে। পার্ট টাইম চাকরি করার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি চাইলে পড়াশুনার পাশাপাশি ফুল টাইম চাকরিও করতে পারেন।

লুন্ড ইউনিভার্সিটি, সুইডেন; source: Youtube

যাবতীয় গুরুত্বপূর্ণ তারিখ

১৬ অক্টোবর, ২০১৭- অনলাইনে সার্ভিস খোলা হয়।
১৫ জানুয়ারি- আবেদনের শেষ দিন।
১ ফেব্রুয়ারি- আবেদন ফি এবং যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন।
৬ এপ্রিল- আপনি নির্বাচিত হয়েছেন কিনা, সেটি এই তারিখে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
ভর্তি আবেদন প্রক্রিয়া

University of Borås; source: blogs.studyinsweden.se

প্রথম ধাপ: একাউন্ট খোলা

ভর্তি প্রক্রিয়া শুরু করার সর্বপ্রথম ধাপ হলো সুইডেন ইউনিভার্সিটি এডমিশন সাইটে একাউন্ট করা। একাউন্ট করার জন্য এই ওয়েবসাইটে যান। ডানদিকে উপরে লগ ইন ক্লিক করুন। তারপর বামে নিচে Create একাউন্ট ক্লিক করুন। এরপর If you don’t have a Swedish personal identification number ক্লিক করুন। ফর্ম পূরণ করে Create Account এ ক্লিক করুন। তারপর একই ওয়েবসাইটে গিয়ে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। একাধিক একাউন্ট খুলতে যাবেন না, তাহলে সব একাউন্ট বাতিল হয়ে যেতে পারে।

দ্বিতীয় ধাপ: প্রোগ্রাম খুঁজে বের করা

সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দমতো কোর্স খুঁজে নিতে পারেন। অথবা ইউনিভার্সিটি এডমিশন সাইটেই সার্চ অপশন থেকে আপনার পছন্দের বিষয় খুঁজতে পারেন। আপনার বিষয় সংক্রান্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগামই দেখার জন্য কোর্স খুঁজতে পারেন এখানে অথবা এখানে। ফিল্টার অপশনে মাস্টার্স নির্বাচন করবেন আর পড়াশোনার ভাষা ইংরেজি এবং পড়াশোনার সময় ডে টাইম নির্বাচন করবেন।

এক সেমিস্টারে আপনি মোট ৪টি বিষয়ে আবেদন করতে পারবেন, সেটি হোক একই বিশ্ববিদ্যালয় অথবা ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কোনোভাবেই তার চেয়ে বেশি কোর্সে আবেদন করবেন না। তবে আপনাকে ৪টিতেই আবেদন করতে হবে, এমন কোনো কথা নেই। চাইলে আপনি ১, ২ অথবা ৩টি কোর্সেও আবেদন করতে পারেন। কোর্সে আবেদন করার পরে আপনার মেইলে এপ্লিকেশন নিশ্চিত করার জন্য একটি মেইল পাবেন।

ইয়ানশপিং ইউনিভার্সিটি; source: Study in Sweden

৩য় ধাপ: এপ্লিকেশন ফি এবং কাগজপত্র পাঠানো

এপ্লিকেশন ফি ৯০০ সুইডিশ ক্রোনোর, যেটি বাংলাদেশি টাকায় প্রায় ৯,০০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি। এপ্লিকেশন ফি ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হয়। কিছু ডকুমেন্ট পাঠাতে হয় আর কিছু ডকুমেন্টের সফট কপি আপলোড করতে হয়। সাধারণত আপনার স্নাতক ও স্নাতকোত্তর সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত করে পাঠাতে হয় এবং IELTS, মোটিভেশান লেটার, পাসপোর্টের কপি ইত্যাদি আপলোড করলেই হয়। আর কী কী ডকুমেন্ট লাগে, সেটি আপনার কোর্সের শর্তাবলী থেকে দেখে নিতে হবে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় সিভি, মোটিভেশনাল লেটার ইত্যাদি চায়। বাংলাদেশি ছাত্রদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, সেটি দেখে নিতে পারেন এই লিংক থেকে। ডকুমেন্ট পাঠানোর পর ৬ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন, আপনি এডমিশন পেয়েছেন কিনা সেটি জানার জন্য। যদি অফার লেটার পান, তাহলে এক সেমিস্টারের টিউশন ফি জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে মাইগ্রেশন বোর্ডে।

কিছু দরকারি ওয়েবসাইটের লিংক

এডমিশন পোর্টাল
সুইডেনে পড়াশুনা সম্পর্কিত তথ্যের জন্য অফিশিয়াল সাইট
ভিসা সম্পর্কিত তথ্যের জন্য সুইডেন মাইগ্রেশান বোর্ডের সাইট
সুইডেন ইন্সটিটিউট (SI) স্কলারশিপ সম্পর্কিত তথ্যের জন্য সাইট

22/10/2017

সুইডেন নামটি শুনলেই আমাদের মাথায় একটি জিনিস ঘুরপাক খায়, সেটি হচ্ছে নোবেল পুরস্কার। বাল্টিক সাগরের পশ্চিমে অবস্থিত উত্তর ইউরোপের এই দেশটি পরিচিত শান্তি এবং উদ্ভাবনের জন্য। মাত্র ১০ মিলিয়ন জনসংখ্যার এই দেশ ভলভো, স্ক্যানিয়া, এরিকসন, IKEA এবং H& M সহ আরো অনেক বড় বড় কোম্পানির উৎপত্তিস্থল। এখানকার পড়া

Address

House# 12, Road# 1, Block F, Banasree, Rampura, Dhaka-1219
Dhaka
1217

Telephone

+8801740290954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Abroad Consultation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram