Doctor's Cupping Corner

Doctor's Cupping Corner MBBS Doctor দ্বারা পরিচালিত। ঔষধ ও কাপিং এর সমন্বয়ে অসুস্থতার বেস্ট সলিউশন পেতে আমাদের সেবা নিন।

দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা—শুধু ক্লান্তিই আনে না, সঙ্গে নিয়ে আসে বিভিন্ন শারীরিক সমস্যা। প্রতিদিন একই রুটিনে ঘন্টার পর ...
05/12/2025

দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা—শুধু ক্লান্তিই আনে না, সঙ্গে নিয়ে আসে বিভিন্ন শারীরিক সমস্যা। প্রতিদিন একই রুটিনে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকার কারণে আপনার শরীরে এমন অনেক সমস্যা তৈরি হতে পারে, যা ধীরে ধীরে সিরিয়াস রূপ নেয়।

🔶 ডেস্ক ওয়ার্কের কারণে আপনি কোন কোন সমস্যায় ভুগতে পারেন?
ঘাড়ে তীব্র ব্যথা ও শক্তভাব
কোমর ব্যথা ও সায়াটিকা
কাঁধে জ্বালাপোড়া ও হালকা ব্যথা
মাথাব্যথা ও মাইগ্রেন
দেহে রক্তসঞ্চালন কমে যাওয়া
স্ট্রেসের কারণে মাংসপেশীতে টান

🔶 কোন কোন পেশাজীবীরা বেশি ঝুঁকিতে থাকেন?
কর্পোরেট অফিস কর্মী
কম্পিউটার অপারেটর
গ্রাফিক ডিজাইনার
কল সেন্টার এজেন্ট
অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার
ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার
শিক্ষার্থী যারা দীর্ঘসময় ডেস্কে বসে পড়াশোনা করেন

🔶 হিজামা কীভাবে এসব সমস্যা কমাতে সাহায্য করে?
হিজামা শুধু ব্যথা কমায় না, ব্যথার মূল কারণেও কাজ করে—
জমে থাকা টক্সিন বের করে রক্তসঞ্চালন বাড়ায়
শক্ত হয়ে যাওয়া মাংসপেশীকে রিল্যাক্স করে
স্নায়ুর চাপ কমিয়ে ঘাড় ও কোমরের ব্যথা লাঘব করে
মানসিক চাপ কমাতে সহায়ক
দীর্ঘদিনের ব্যাক পেইন ও সায়াটিকায় দারুণ কার্যকর

📌 আমাদের পেশেন্টদের সফলতার গল্প দেখতে নিচের কমেন্ট বক্স চেক করুন।
বাস্তব রিভিউ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন—হিজামা কতটা উপকারী।

📞 হিজামা করাতে যোগাযোগ করুন
ঘাড়, কোমর বা কাঁধের ব্যথা যদি আপনার নিয়মিত সমস্যা হয়ে থাকে, তাহলে আর অপেক্ষা নয়। ইনবক্স করুন বা কল করুন 01775565572

আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে এমন একটি সমস্যার মুখোমুখি হোক, যা পুরো জীবন তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং স্বাভাবিক জী...
03/12/2025

আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে এমন একটি সমস্যার মুখোমুখি হোক, যা পুরো জীবন তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে?
খৎনা অনেকে খুব সাধারণ একটি কাজ বলে ভাবেন—কিন্তু অসাবধানতা, অপরিজ্ঞতা বা অস্বাস্থ্যকর পরিবেশে করা খৎনা একটি শিশুর জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে।

🔻 ভুল খৎনার সম্ভাব্য ঝুঁকি
অতিরিক্ত কাটলে তীব্র রক্তপাত ও স্থায়ী যন্ত্রণা থেকে যেতে পারে
কম কাটলে বারবার ইনফেকশন ও ভবিষ্যতে সার্জারি পর্যন্ত লাগতে পারে
ভুল জায়গায় কাটলে গুরুত্বপূর্ণ টিস্যুর ক্ষতি হতে পারে
অপরিষ্কার ব্লেড বা যন্ত্র ব্যবহারে মারাত্মক ইনফেকশন বা সেপসিস
বড় হয়ে শিশুর ভিতরে “আমি আলাদা” ধরনের মানসিক চাপ তৈরি হওয়া
জটিলতা ঠিক করতে অতিরিক্ত মেডিকেল খরচ

🔻 কেন অদক্ষ বা অপ্রশিক্ষিত কারো কাছে করানো বিপজ্জনক?
কোনো মেডিকেল ট্রেনিং নেই
জীবাণুমুক্ত পরিবেশ নেই
আধুনিক যন্ত্রপাতির অভাব
জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা নেই

একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে শিশুর পুরো ভবিষ্যৎ—
✔ সঠিক সিদ্ধান্ত নিলে সারাজীবনের শান্তি
❌ ভুল সিদ্ধান্ত হলে আজীবনের অনুশোচনা

তাই নিজেকে প্রশ্ন করুন—
👉 সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে কি সন্তানের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে চাই?
👉 ভুল হলে আমি কি নিজেকে ক্ষমা করতে পারব?
👉 বড় হয়ে সে কি আমাকে দোষ দেবে না?

✨ Doctor’s Cupping Corner-এ
আমরা সুন্নাহ ভিত্তিক আধুনিক ও নিরাপদ কসমেটিক খৎনা সেবা দিয়ে থাকি।
🩺 প্রশিক্ষিত ও অভিজ্ঞ বিশেষজ্ঞ
🧼 জীবাণুমুক্ত পরিবেশ
🛠 আধুনিক ও নিরাপদ যন্ত্রপাতি
🛡 শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার

📞 সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় আজই যোগাযোগ করুন: 01775565572

ডক্টর'স কাপিং কর্নারে ডাক্তাররা লেটেস্ট টেকনলোজিতে ডিভাইস খতনা করেন। যা প্রায় ব্যথামুক্ত ও রক্তপাতহীন। একই সাথে নিরাপদ ...
03/12/2025

ডক্টর'স কাপিং কর্নারে ডাক্তাররা লেটেস্ট টেকনলোজিতে ডিভাইস খতনা করেন। যা প্রায় ব্যথামুক্ত ও রক্তপাতহীন। একই সাথে নিরাপদ ও আরামদায়ক। খতনার পর পরই বাচ্চা প্যান্ট পড়তে পারে। হাটা চলা দৌড়ানো, সবই পারে।

আমাদের এখানে যারা খতনা করেন তারা সবাই ডাক্তার। এছাড়া সার্জারী বিশেষজ্ঞও রয়েছেন। তার মাধ্যমেও করাতে পারেন।

লোকেশান: ১৯/১০ সমীরন ( লিফট 1, ফ্ল্যাট 1B) বাবর রোড, ব্লক-বি, ২ নং গেইট,(স্বপ্ন সুপার শপের পাশে) ঢাকা।

শিশুমেলা পার্কের বিপরীত পাশে

https://maps.app.goo.gl/7GzvSTbnqwQkNxSe9

এপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01775565572


#আলিসক্ল্যাম্প_খতনা




#মেডিকেল_খতনা

ুপারভিশনে_খতনা







#আধুনিক_মুসলমানি


29/11/2025

আমাদের সেন্টারে ৬৫ বছর বয়সী এক রোগী দীর্ঘদিনের কোমর ও পিঠের ব্যথা নিয়ে আসেন। তিনি জানান, প্রায় ৭–১০ বছর ধরে ব্যথা স্থায়ীভাবে ছিল এবং হাঁটা, দাঁড়ানো, এমনকি নামাজের সময়ও কষ্ট হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসা ও ওষুধ ব্যবহার করেও তিনি আরাম পাননি।
প্রথম সেশনে কাপিং করানোর পর তিনি ব্যথার চাপ কিছুটা কমে যাওয়ার কথা জানান।
দ্বিতীয় সেশন শেষে তিনি স্পষ্টভাবে বলেন যে আগের তুলনায় হাঁটাচলায় টান অনেক কমে গেছে এবং নামাজে যাওয়া সহজ হচ্ছে।
তৃতীয় সেশন পর্যন্ত এসে রোগী জানান, তার ব্যথা প্রায় ৮০% কমে গেছে এবং তিনি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন যে, দীর্ঘদিনের ব্যথা থেকে এমন আরাম তিনি অনেকদিন পাননি। আলহামদুলিল্লাহ, কাপিং থেরাপির প্রতি তার আস্থা এখন আরও বেশি বেড়েছে।

সুন্নাহভিত্তিক হিজামা চিকিৎসা এখন অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে – Doctor’s Cupping Corner, দেশের সেরা সেন্টার। 📞 01775-565572

শুকনো কাশি যেন সারছেই না। অনেক ঔষধ খেয়েও কিছু হচ্ছে না। অনেকেই সাফার করছেন ২০ দিন/ ১ মাস ধরে। কমার কোন নাম গন্ধ নাই। কার...
26/11/2025

শুকনো কাশি যেন সারছেই না। অনেক ঔষধ খেয়েও কিছু হচ্ছে না। অনেকেই সাফার করছেন ২০ দিন/ ১ মাস ধরে। কমার কোন নাম গন্ধ নাই। কারো কারো কাশতে কাশতে মাথা ব্যথা। গলা ছিলে যাচ্ছে।

সমাধান কিসে?
সমাধান আছে আমাদের চিকিৎসায়। ইনশাআল্লাহ শুকনা কাশি কয়েক দিনের মধ্যেই সেরে যাবে। #ঔষধ ও #কাপিং এর মাধ্যমে আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন।

বিস্তারিত: 01775565572

22/11/2025

এক বয়স্ক চাচা এসে বললেন—
"বাবা, আগের মতো হাঁটতে পারি না… ব্যথা পায়ে ধরলে জীবনটাই থেমে যায়।"

হিজামা করার পরে উঠে দাঁড়িয়ে বললেন—
"বাবা, এইটা তো আমায় নতুন জীবন দিলা!"

এটাই হিজামা—
🟢 কারো হাসি ফিরিয়ে দেয়।
🟢 কারো রাতের ঘুম ঠিক করে।
🟢 কারো ব্যথা কমায়।

সুসংবাদ! Doctor's Cupping Corner-এ এখন থেকে শুরু হয়েছে আধুনিক PRP (Platelet Rich Plasma) চিকিৎসা।এই চিকিৎসা চুল পড়া রোধ,...
21/11/2025

সুসংবাদ! Doctor's Cupping Corner-এ এখন থেকে শুরু হয়েছে আধুনিক PRP (Platelet Rich Plasma) চিকিৎসা।
এই চিকিৎসা চুল পড়া রোধ, টাক সমস্যা সমাধান, ত্বকের যত্ন এবং জয়েন্ট পেইন রিলিফে দারুণ কার্যকর ।

আজই এপয়েন্টমেন্ট নিন এবং PRP চিকিৎসার মাধ্যমে পেয়ে যাও নতুন আত্মবিশ্বাস।

📞 এপয়েন্টমেন্ট ০১৭৭৫৫৬৫৫৭২

Doctor's Cupping Corner-এ এখন ওয়েট কাপিং এর পাশাপাশি ড্রাই কাপিং সার্ভিসও চালু হয়েছে।যারা ব্যথা উপশম, রিলাক্সেশন বা ব্লা...
19/11/2025

Doctor's Cupping Corner-এ এখন ওয়েট কাপিং এর পাশাপাশি ড্রাই কাপিং সার্ভিসও চালু হয়েছে।
যারা ব্যথা উপশম, রিলাক্সেশন বা ব্লাড সার্কুলেশন বাড়াতে নন-ইনভেসিভ থেরাপি খুঁজছেন—ড্রাই কাপিং হতে পারে দারুণ একটি সমাধান।

যেকোনো সেবা নিতে এখনই কল করুনঃ 01775-565572

চুল পড়া নিয়ে আর চিন্তা নয়!Doctor’s Cupping Corner নিয়ে এসেছে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে দারুণ অফার রেগুলার সেশন: ৩০০০৳ (...
07/11/2025

চুল পড়া নিয়ে আর চিন্তা নয়!
Doctor’s Cupping Corner নিয়ে এসেছে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে দারুণ অফার

রেগুলার সেশন: ৩০০০৳ (১২ কাপ)
ডিসকাউন্ট প্রাইস: মাত্র ২০০০৳
অর্থাৎ পাচ্ছেন ১০০০৳ বিশাল ছাড়!

চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে এখনই বুক করুন আপনার সেশন

📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01775-565572

রাসূলুল্লাহ সঃ কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন। [ম...
04/11/2025

রাসূলুল্লাহ সঃ কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন। [মিশকাত হা/৪৫৪৬]

হিজামা করানোর সেরা দিনগুলোতে আপনার এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01775-565572

03/11/2025

নিয়মিত মাথা ভার ভার লাগে? বাইরে গেলেই ব্যথা বেড়ে যায়? মাথার এক পাশ ব্যথা করে?
এগুলো হতে পারে মাইগ্রেনের লক্ষণ!

হিজামা (কাপিং থেরাপি) রক্ত সঞ্চালন ঠিক রেখে মাইগ্রেনের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা রাখে—
প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এই চিকিৎসা পদ্ধতি এখন অনেকের প্রথম পছন্দ।

আজই যোগাযোগ করুন — Doctor’s Cupping Corner - এ।

📞 01775565572

02/11/2025

রাতে কোমর ব্যথায় ঘুম ভেঙে যায়?
এপাশ-ওপাশ ফিরতে কষ্ট হয়, কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলেই ব্যথা বেড়ে যায়?

চিন্তা নয়! Doctor’s Cupping Corner-এর হিজামা থেরাপির মাধ্যমে এই ব্যথা থেকে মিলতে পারে কার্যকর আরাম ও স্থায়ী সমাধান।
প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসায় ফিরে পান প্রশান্তিময় ঘুম ও ব্যথামুক্ত জীবন।

📞 এখনই যোগাযোগ করুন: 01775565572

Address

Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801775565572

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Cupping Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Cupping Corner:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category