19/10/2025
আমি ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছি। আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসতেন। প্রতিদিন নতুন নতুন মজার রেসিপি করে আমাদের খাওয়াতেন।
তারপর গ্র্যাজুয়েশনের জন্য ঢাকায় চলে আসি — আর সেই মায়ের হাতের রান্না খাওয়াটা যেন এক স্বপ্ন হয়ে যায়। কতদিন যে খাইনি, ভাবলে এখনও মন কেঁদে ওঠে।
হঠাৎ একদিন ছুটিতে বাড়ি গেলাম। রাস্তায় যেতে যেতে মনে মনে প্ল্যান করছিলাম — “বাড়ি গিয়ে মায়ের হাতে কি কি রান্না খাবো!”
কিন্তু বাসায় গিয়ে যা দেখলাম, তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম...
আমার মায়ের কবজিতে তীব্র ব্যথা। রান্না তো দূরের কথা, নিজের দৈনন্দিন কাজগুলোও ঠিকমতো করতে পারছেন না।
মনটা খুব খারাপ হয়ে গেল। এলাকার এক ডাক্তারের পরামর্শে কিছু টেস্ট ও ওষুধ শুরু করলাম, কিন্তু তাতে খুব একটা উন্নতি হচ্ছিল না।
এরপর আমি আমার এক বন্ধুর সঙ্গে বিষয়টা শেয়ার করি। সে আমাকে Doctor’s Cupping Corner-এর কথা বলে।
তার পরামর্শে আমি মাকে নিয়ে ঢাকায় Doctor’s Cupping Corner-এ যাই।
সেখানে ডাক্তার সাহেব মা’কে ভালোভাবে ডায়াগনোসিস করে বলেন — ৩ থেকে ৪টি সেশন কাপিং থেরাপি নিতে হবে।
আমরা ওদের পরামর্শ মতো কাপিং শুরু করি। যেহেতু আমাদের বাসা ঢাকার বাইরে, তাই মা’কে আপাতত আমার সঙ্গেই রাখি।
দুইটি সেশন শেষ হওয়ার পর, আলহামদুলিল্লাহ — মা’র কবজির ব্যথা প্রায় চলে গেছে! 🥹
আর সবচেয়ে আনন্দের বিষয় হলো — গতকাল রাতে মা নিজেই রান্না করে আমাদের খাইয়েছেন! ❤️
আরও দুইটি সেশন বাকি আছে, ইনশাআল্লাহ সবগুলো শেষ হলে মা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
কাপিং সত্যিই খুব কার্যকর ও প্রাকৃতিক চিকিৎসা।
আপনাদের কারও এমন ব্যথা বা দীর্ঘদিনের শারীরিক সমস্যা থাকলে একবার Doctor’s Cupping Corner-এ গিয়ে দেখতেই পারেন।
👉 এটি আমাদের একজন রোগীর বাস্তব অভিজ্ঞতা, যা তিনি নিজেই আমাদের সঙ্গে শেয়ার করেছেন।