05/12/2025
দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা—শুধু ক্লান্তিই আনে না, সঙ্গে নিয়ে আসে বিভিন্ন শারীরিক সমস্যা। প্রতিদিন একই রুটিনে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকার কারণে আপনার শরীরে এমন অনেক সমস্যা তৈরি হতে পারে, যা ধীরে ধীরে সিরিয়াস রূপ নেয়।
🔶 ডেস্ক ওয়ার্কের কারণে আপনি কোন কোন সমস্যায় ভুগতে পারেন?
ঘাড়ে তীব্র ব্যথা ও শক্তভাব
কোমর ব্যথা ও সায়াটিকা
কাঁধে জ্বালাপোড়া ও হালকা ব্যথা
মাথাব্যথা ও মাইগ্রেন
দেহে রক্তসঞ্চালন কমে যাওয়া
স্ট্রেসের কারণে মাংসপেশীতে টান
🔶 কোন কোন পেশাজীবীরা বেশি ঝুঁকিতে থাকেন?
কর্পোরেট অফিস কর্মী
কম্পিউটার অপারেটর
গ্রাফিক ডিজাইনার
কল সেন্টার এজেন্ট
অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার
ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার
শিক্ষার্থী যারা দীর্ঘসময় ডেস্কে বসে পড়াশোনা করেন
🔶 হিজামা কীভাবে এসব সমস্যা কমাতে সাহায্য করে?
হিজামা শুধু ব্যথা কমায় না, ব্যথার মূল কারণেও কাজ করে—
জমে থাকা টক্সিন বের করে রক্তসঞ্চালন বাড়ায়
শক্ত হয়ে যাওয়া মাংসপেশীকে রিল্যাক্স করে
স্নায়ুর চাপ কমিয়ে ঘাড় ও কোমরের ব্যথা লাঘব করে
মানসিক চাপ কমাতে সহায়ক
দীর্ঘদিনের ব্যাক পেইন ও সায়াটিকায় দারুণ কার্যকর
📌 আমাদের পেশেন্টদের সফলতার গল্প দেখতে নিচের কমেন্ট বক্স চেক করুন।
বাস্তব রিভিউ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন—হিজামা কতটা উপকারী।
📞 হিজামা করাতে যোগাযোগ করুন
ঘাড়, কোমর বা কাঁধের ব্যথা যদি আপনার নিয়মিত সমস্যা হয়ে থাকে, তাহলে আর অপেক্ষা নয়। ইনবক্স করুন বা কল করুন 01775565572