Doctor's Cupping Corner

Doctor's Cupping Corner MBBS Doctor দ্বারা পরিচালিত। ঔষধ ও কাপিং এর সমন্বয়ে অসুস্থতার বেস্ট সলিউশন পেতে আমাদের সেবা নিন।

চুল পড়া নিয়ে আর চিন্তা নয়!Doctor’s Cupping Corner নিয়ে এসেছে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে দারুণ অফার রেগুলার সেশন: ৩০০০৳ডি...
07/11/2025

চুল পড়া নিয়ে আর চিন্তা নয়!
Doctor’s Cupping Corner নিয়ে এসেছে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে দারুণ অফার

রেগুলার সেশন: ৩০০০৳
ডিসকাউন্ট প্রাইস: মাত্র ২০০০৳
অর্থাৎ পাচ্ছেন ১০০০৳ বিশাল ছাড়!

চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে এখনই বুক করুন আপনার সেশন

📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01775-565572

রাসূলুল্লাহ সঃ কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন। [ম...
04/11/2025

রাসূলুল্লাহ সঃ কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন। [মিশকাত হা/৪৫৪৬]

হিজামা করানোর সেরা দিনগুলোতে আপনার এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01775-565572

03/11/2025

নিয়মিত মাথা ভার ভার লাগে? বাইরে গেলেই ব্যথা বেড়ে যায়? মাথার এক পাশ ব্যথা করে?
এগুলো হতে পারে মাইগ্রেনের লক্ষণ!

হিজামা (কাপিং থেরাপি) রক্ত সঞ্চালন ঠিক রেখে মাইগ্রেনের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা রাখে—
প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এই চিকিৎসা পদ্ধতি এখন অনেকের প্রথম পছন্দ।

আজই যোগাযোগ করুন — Doctor’s Cupping Corner - এ।

📞 01775565572

02/11/2025

রাতে কোমর ব্যথায় ঘুম ভেঙে যায়?
এপাশ-ওপাশ ফিরতে কষ্ট হয়, কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলেই ব্যথা বেড়ে যায়?

চিন্তা নয়! Doctor’s Cupping Corner-এর হিজামা থেরাপির মাধ্যমে এই ব্যথা থেকে মিলতে পারে কার্যকর আরাম ও স্থায়ী সমাধান।
প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসায় ফিরে পান প্রশান্তিময় ঘুম ও ব্যথামুক্ত জীবন।

📞 এখনই যোগাযোগ করুন: 01775565572

31/10/2025

হাঁটুর ব্যথায় কি আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে?
সিঁড়ি দিয়ে উঠা-নামা যেন যুদ্ধের মতো লাগে, নামাজে সিজদা দিতে গেলেই তীব্র ব্যথা হয়?
এটি হতে পারে অস্টিওআর্থরাইটিস (Osteoarthritis) — যা হাড় ও জয়েন্টের ঘর্ষণজনিত সমস্যা।

সুখবর হলো, এই সমস্যার সমাধান এখন সম্ভব Doctor’s Cupping Corner এ!
আমরা হিজামা (Cupping Therapy)-এর মাধ্যমে হাঁটুর ব্যথা ও জয়েন্ট ইনফ্লেমেশনকে স্বাভাবিক উপায়ে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করি —
🔹 ব্যথা ও ফোলাভাব কমায়
🔹 রক্ত সঞ্চালন বাড়ায়
🔹 ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক আরাম দেয়

আপনার হাঁটুর সুস্থতার যাত্রা শুরু হোক আজই — ইনশাআল্লাহ।
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01775565572

ব্যথা কমছে না? ওষুধে কাজ হচ্ছে না?এখন সময় প্রাকৃতিক ও কার্যকর সমাধানের — Doctor’s Cupping Corner এ হিজামা থেরাপির মাধ্যম...
29/10/2025

ব্যথা কমছে না? ওষুধে কাজ হচ্ছে না?
এখন সময় প্রাকৃতিক ও কার্যকর সমাধানের — Doctor’s Cupping Corner এ হিজামা থেরাপির মাধ্যমে ব্যথার মূল কারণের চিকিৎসা।

📞 এখনই যোগাযোগ করুন: 01775565572

বন্ধুর হাসিতেই লুকিয়ে আছে সুস্থতার গল্প! 😊Doctor’s Cupping Corner–এ হিজামা করানোর পর শরীর যেমন হালকা লাগে, তেমনি মনও হয়ে...
27/10/2025

বন্ধুর হাসিতেই লুকিয়ে আছে সুস্থতার গল্প! 😊
Doctor’s Cupping Corner–এ হিজামা করানোর পর শরীর যেমন হালকা লাগে, তেমনি মনও হয়ে যায় ফ্রেশ! 🧘‍♂️

👉 একবার চেষ্টা করেই দেখো, পার্থক্যটা নিজেই বুঝবে।

এপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন: 📞 01775565572

26/10/2025

অত্যন্ত দূঃখের সাথে জানাচ্ছি যে, আজকে সকাল ৯টায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হঠাৎ করেই রেস্ট্রিকটেড করে দেয়া হয় এবং সেটা এখন পর্যন্ত চালু করা সম্ভব হয় নাই। কোন ধরণের সতর্কতা ছাড়াই এমন আকস্মিক ঘটনায় আমাদের স্বাভাবিক কাস্টমার কেয়ারের কার্যক্রম ব্যহত হয়েছে। আমাদের অনেক পেসেন্টরাই হয়ত আমাদেরকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে পাচ্ছে না।

আমরা এই ঘটনায় আন্তরিকভাবে দুঃখিত ও মর্মাহত। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত অনুগ্রহ করে আমাদের পেইজে ম্যাসেজ করুন কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে: 01775565572

Doctor's Cupping Corner নিয়ে এলো ঢাকায় হোম সার্ভিসে মুসলমানি 🕌এখন থেকে আর হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার ঝামেলা নেই — ✅আমাদ...
26/10/2025

Doctor's Cupping Corner নিয়ে এলো ঢাকায় হোম সার্ভিসে মুসলমানি 🕌
এখন থেকে আর হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার ঝামেলা নেই — ✅
আমাদের অভিজ্ঞ মেডিকেল টিম গিয়ে আপনার বাসায় নিরাপদ ও আরামদায়কভাবে মুসলমানি সম্পন্ন করবে ইনশাআল্লাহ।

📞 এখনই বুকিং করুন: ০১৭৭৫৫৬৫৫৭২

24/10/2025

কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন? নিয়মিত হিজামা থেরাপিতে ফিরে পান স্বস্তি ও আরাম 🩺✨
এপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন: 📞 01775565572

খৎনার পর শিশুর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট অবহেলা থেকেও হতে পারে অস্বস্তি বা সংক্রমণ। তাই জেনে নিন কিছু ...
22/10/2025

খৎনার পর শিশুর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট অবহেলা থেকেও হতে পারে অস্বস্তি বা সংক্রমণ। তাই জেনে নিন কিছু প্রয়োজনীয় পরামর্শ—

✅ পরিষ্কার, নরম ও ঢিলেঢালা কাপড় পরান যেন জায়গাটা শুষ্ক ও আরামদায়ক থাকে।
✅ অতিরিক্ত হাঁটা-দৌড় বা খেলা প্রথম কয়েকদিনের জন্য এড়িয়ে চলুন, যাতে জায়গাটিতে অপ্রয়োজনীয় চাপ না পড়ে।
✅ পর্যাপ্ত বিশ্রাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ হালকা, পুষ্টিকর ও নরম খাবার খাওয়ান যাতে শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে।
✅ ডাক্তারি ফলোআপ করতে ভুলবেন না — শিশুর সঠিক আরোগ্য নিশ্চিত করতে এটি অত্যন্ত জরুরি।

👶 সামান্য যত্ন, সামান্য সচেতনতা — তবেই আপনার শিশুর খৎনার পরের সময়টা হবে নিরাপদ ও আরামদায়ক।

🔹 নিরাপদ ও আধুনিক খৎনা সেবা নিতে আজই যোগাযোগ করুন Doctor’s Cupping Corner - এ।

এপয়েন্টমেন্টের ‍নিন: 01775565572

আমি ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছি। আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসতেন। প্রতিদিন নতুন নতুন মজার রেসিপি কর...
19/10/2025

আমি ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছি। আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসতেন। প্রতিদিন নতুন নতুন মজার রেসিপি করে আমাদের খাওয়াতেন।
তারপর গ্র্যাজুয়েশনের জন্য ঢাকায় চলে আসি — আর সেই মায়ের হাতের রান্না খাওয়াটা যেন এক স্বপ্ন হয়ে যায়। কতদিন যে খাইনি, ভাবলে এখনও মন কেঁদে ওঠে।

হঠাৎ একদিন ছুটিতে বাড়ি গেলাম। রাস্তায় যেতে যেতে মনে মনে প্ল্যান করছিলাম — “বাড়ি গিয়ে মায়ের হাতে কি কি রান্না খাবো!”
কিন্তু বাসায় গিয়ে যা দেখলাম, তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম...

আমার মায়ের কবজিতে তীব্র ব্যথা। রান্না তো দূরের কথা, নিজের দৈনন্দিন কাজগুলোও ঠিকমতো করতে পারছেন না।
মনটা খুব খারাপ হয়ে গেল। এলাকার এক ডাক্তারের পরামর্শে কিছু টেস্ট ও ওষুধ শুরু করলাম, কিন্তু তাতে খুব একটা উন্নতি হচ্ছিল না।

এরপর আমি আমার এক বন্ধুর সঙ্গে বিষয়টা শেয়ার করি। সে আমাকে Doctor’s Cupping Corner-এর কথা বলে।
তার পরামর্শে আমি মাকে নিয়ে ঢাকায় Doctor’s Cupping Corner-এ যাই।
সেখানে ডাক্তার সাহেব মা’কে ভালোভাবে ডায়াগনোসিস করে বলেন — ৩ থেকে ৪টি সেশন কাপিং থেরাপি নিতে হবে।

আমরা ওদের পরামর্শ মতো কাপিং শুরু করি। যেহেতু আমাদের বাসা ঢাকার বাইরে, তাই মা’কে আপাতত আমার সঙ্গেই রাখি।
দুইটি সেশন শেষ হওয়ার পর, আলহামদুলিল্লাহ — মা’র কবজির ব্যথা প্রায় চলে গেছে! 🥹

আর সবচেয়ে আনন্দের বিষয় হলো — গতকাল রাতে মা নিজেই রান্না করে আমাদের খাইয়েছেন! ❤️
আরও দুইটি সেশন বাকি আছে, ইনশাআল্লাহ সবগুলো শেষ হলে মা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।

কাপিং সত্যিই খুব কার্যকর ও প্রাকৃতিক চিকিৎসা।
আপনাদের কারও এমন ব্যথা বা দীর্ঘদিনের শারীরিক সমস্যা থাকলে একবার Doctor’s Cupping Corner-এ গিয়ে দেখতেই পারেন।

👉 এটি আমাদের একজন রোগীর বাস্তব অভিজ্ঞতা, যা তিনি নিজেই আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

Address

Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801775565572

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Cupping Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Cupping Corner:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category