29/09/2025
Comprehensive Management in UHC
আমাদের অনেক চিকিৎসক ভাই বোনেরা শীঘ্রই উপজেলায় তাদের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে যাচ্ছেন ইংশা-আল্লাহ। তাদের নতুন জীবনের সফলতা কামনা করছি।
যারা উপজেলায় যাচ্ছেন তাদের অনেকেই হয়তো থাকবেন যারা এর আগে কখনো উপজেলায় যাননি। তাদের উপজেলার অনেক কিছুই অজানা থাকবে।
সেখানে কী ধরনের রোগী আসে,
কী রিসোর্স সেখানে আছে,
কতটুকু ম্যানেজমেন্ট সেখানে করা সম্ভব,
Indoor এ কী কী রোগী থাকে এবং তাদের কিভাবে ম্যানেজ করা হয়,
আউটডোরে কোন কোন রোগী বেশী আসেন,
জরুরী বিভাগের জরুরী অবস্থা কিভাবে হ্যান্ডেল করতে হয়,
মেডিকোলিগ্যাল ইস্যুগুলো কিভাবে সুন্দর করে ম্যানেজ করতে হয়,
কী ধরনের পয়জনিং কেইস আসে, তার কী ম্যানেজমেন্ট,
পেডিয়াট্রিক রোগীদের ক্ষেত্রে কোনো ঔষধ দিতে পারবো, কত ডোজে দিতে পারবো,
প্রেগ্নেন্ট মা কী কী সমস্যা নিয়ে আসে, তার কী ম্যানেজমেন্ট দিলে মা এবং বাচ্চা কারো অসুবিধা বা ক্ষতি হবেনা আমার দ্বারা,
ইত্যাদি অনেকের কাছেই অজানা থাকা অস্বাভাবিক নয়।
অনেকেই জাস্ট ইন্টার্নশীপ কম্পলিট করেও এই মহান দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, তাদেরও হয়তো অনেক কিছুই নতুন লাগবে, ভয় লাগবে।
এসকল কিছু চিন্তা করে আপনাদের প্রিয় Axis Medical School আয়োজন করছে Comprehensive Management in UHC নামক ওয়ার্কশপ।
এই ওয়ার্কশপে মোট চারটা Module মোট ২০ টা ক্লাস হবে ইনশা-আল্লাহ।
Module-
1. Indoor
2. Outdoor
3. Emergency
4. Medico-legal
আর এই ২০ টা ক্লাসে ইনশা-আল্লাহ মেডিসিন, সার্জারী, গাইনী, পেডি সহ এগুলোর সাব ব্রাঞ্চ যেমন Neurology, Cardiology, Endocrinology, Respiratory Medicine ইত্যাদির যা কিছু উপজেলায় জানা প্রয়োজন তা ইংশা-আল্লাহ খুব সহজ ভাবে শেখানো হবে।
আর ক্লাস নেবার জন্য আমরা পেয়েছি এমন সব সম্মানিত মেন্টরদের যারা উপজেলায় সফলতার সাথে কাজ করার পাশাপাশি সেই রিলেটেড সাব্জেক্টে হয়তো পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছেন অথবা কোর্স কম্পলিট করে কন্স্যাল্ট্যান্ট হয়ে গেছেন। সুতরাং ইনশা-আল্লাহ Updated Knowledge & Information এর কোন ঘাটতি হবেনা।
আমাদের সাথে থাকা এই ৩ সপ্তাহ আপনার উপজেলা জীবনের ৩ বছর সময়কে আরো অনেক সুন্দর, সহজ ও আরামদায়ক করবে বলেই আমরা বিশ্বাস করি।
তো আর দেরী কেনো...?
আসুন Comprehensive Management in UHC এর সাথে শুরু করুন আপনার ৩ সপ্তাহের journey...
কমেন্টে আগ্রহ প্রকাশ করতে পারেন..
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/BLbLAU6DTUobTs6Y7
প্রয়োজনে যোগাযোগ করুন: 01325061942 (হোয়াটসঅ্যাপে)