Axis Medical School

Axis Medical School Axis Medical School
Journey Towards Excellence

About Axis Medical School
বাংলায় সহজবোধ্য করে অনলাইন লেকচার তৈরি হবে মেডিক্যালের সব বিষয়ের উপর। টপিক ভিত্তিক লেকচার, প্রফ ভিত্তিক লেকচার, সাবজেক্ট ভিত্তিক লেকচার, ক্লিনিক্যাল লেকচার, এক্সাম প্রস্তুতিভিত্তিক লেকচার সহ সব ধরণের লেকচার তৈরি হবে। আমরা নিজেদের মত করে সহজে আনন্দের সাথে শিখবো।
আমাদের শ্রেষ্ঠ স্যারেরা ক্লাস নিবেন। মেধাবী বড় ভাইয়া-আপুরা ক্লাস নিবেন। আমরা সবাই ক্লাস নিব। বিভিন্ন টপিকের উপর গোছানো, সুন্দর, সহজবোধ্য লেকচার তৈরি হবে। ইউটিউব/ওয়েবসাইটে সার্চ দিলেই আমাদের পছন্দের লেকচারটি পেয়ে যাব।একেবারে আমার মনের মত লেকচার। বাংলায় সহজবোধ্য লেকচার। সবার জন্য ফ্রি একসেস থাকবে। যে কোন সময় দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ এই অনলাইন লেকচার গুলো দেখতে পারবে। শিখতে পারবে।
এরকম একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে Axis Medical School আপনিও যোগ দিন আমাদের সাথে। যোগ দিন Team member হিসেবে, Instructor হিসেবে, Ambassador হিসেবে। আপনার প্রতিভা ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা নিজেরা পড়বো-পড়াবো, শিখবো-শিখাবো। সবাই একসাথে, একই সময়ে ক্লাস করবো Axis Medical School -এ। Axis Medical School হবে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিক্যাল ক্লাস রুম।
🎯 Axis Medical School-এর সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য নিন্মে কিছু গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করা হলোঃ
🧧 𝐉𝐨𝐢𝐧 𝐚𝐬 𝐀𝐱𝐢𝐬 𝐓𝐞𝐚𝐦 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫
☑️ Axis Campus Ambassador Hunt: https://forms.gle/U3UtvDAsPRHfsiYZ8
☑️ Axis Mentor Hunt: https://forms.gle/ZLCe8C3wzyB3qtd76
🧧 𝐀𝐱𝐢𝐬 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐒𝐢𝐭𝐞𝐬
☑️ Axis page: https://www.facebook.com/AxisMedicalSchool
☑️ Axis Facebook Group: https://www.facebook.com/groups/191650447970729
☑️ Axis YouTube Channel: https://www.youtube.com/
☑️ Axis What's App Helpline: https://wa.me/message/L2JETE2HD4III1
☑️ Axis Telegram Channel: https://t.me/AxisMedicalSchool
☑️ Axis Website: https://axisms.net/
☑️ Axis Instagram:
https://www.instagram.com/axismedicalschoolbd/
☑️ Axis Twitter -
https://twitter.com/AxisMedicalS?s=09
☑️ Axis LinkedIn
https://www.linkedin.com/mwlite/company/axis-medical-school
🧧 𝐀𝐱𝐢𝐬 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 & 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜𝐚𝐥 𝐒𝐭𝐮𝐝𝐲
☑️ Study with Axis (1st - Final Year Membership): https://forms.gle/Eq8ZCH9vXqJ7uXHn7
☑️ Axis All Clinical Workshops (Live & Recorded): https://forms.gle/JYXim99WVFco737c7
☑️ Axis Publications: https://forms.gle/X5hqUB2GA1Q2sWMt5
🧧 𝐀𝐱𝐢𝐬 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧
📞 Helpline: 01730495115-7
📧 Gmail: axismedicalschool@gmail.com
⛳️ Address: Dilara Tower (6D, 5th Floor 77, Bir Uttam C.R Datta Road, Sonargaon Road, Dhaka 1205
Location: https://goo.gl/maps/ftDUfbvyWkhqWQVE8
🛑 Office Hour: 11:00 AM - 08:00 PM

🔥 MBBS 1st Year Students! Ready to Master Your Basics? 🔥📚 Anatomy, Physiology, Biochemistry → সব কিছুই এখন এক Membership...
30/09/2025

🔥 MBBS 1st Year Students! Ready to Master Your Basics? 🔥

📚 Anatomy, Physiology, Biochemistry → সব কিছুই এখন এক Membership-এ!
👉 145+ Recorded Classes
👉 Class PDF for Easy Revision
👉 Prof-Placed Mentors যারা আপনাকে গাইড করবে
👉 24/7 Chatbox Support
👉 ২ বছরের Access – যতবার খুশি revise করুন!

💡 এই কোর্স আপনার জন্য যদি—
✔️ First Year exam নিয়ে কনফিউশনে থাকেন
✔️ Card by Card clear understanding চান
✔️ Strong Foundation বানাতে চান Final পর্যন্ত
🚀 আর দেরি নয়!

Axis Medical School-এর সাথে আপনার 1st Year হবে ১০০% কনফিডেন্ট।

📞 Call: 01730-495115 | 01730-495117

আপনাদের এই ইতিবাচক রিভিউ আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি 😍  এভাবেই Davidson কোর্সের সাফল্য ছড়িয়ে পড়ুক সবার মাঝে 🤗
30/09/2025

আপনাদের এই ইতিবাচক রিভিউ আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি 😍

এভাবেই Davidson কোর্সের সাফল্য ছড়িয়ে পড়ুক সবার মাঝে 🤗

📚 Axis Publication – আপনার একাডেমিক ও ক্লিনিক্যাল জার্নির সঙ্গী!Axis Medical School এর অধীনে প্রকাশিত Axis Publication স...
29/09/2025

📚 Axis Publication – আপনার একাডেমিক ও ক্লিনিক্যাল জার্নির সঙ্গী!
Axis Medical School এর অধীনে প্রকাশিত Axis Publication সবসময়ই মেডিকেল স্টুডেন্ট ও ডাক্তারদের জন্য মানসম্মত ও তথ্যবহুল বই প্রকাশ করে আসছে।
✨ আমাদের বই সমূহ ✨
🔹 ১ম ও ২য় বর্ষের জন্য
• Item Book 1
🔹 ৩য় বর্ষের জন্য
• Item Book 2
• Short Case
• Axis OSPE Solution
🔹 ৪র্থ বর্ষের জন্য
• Short Case
• Easy Hematology
• Axis OSPE Solution
🔹 ৫ম বর্ষ ও ইন্টার্নদের জন্য
• Short Case
• Easy Hematology
• Easy Endocrinology
• Davidson Based SBA Book
• Acute Medicine in Ward
• Pediatrics Long Case
• Diagnosis Detective
• Axis OSPE Solution
🔹 Post-Intern Exclusive
• Davidson Based SBA Book
• Diagnosis Detective
• Pediatrics Long Case
• Acute Medicine in Ward
• Easy Endocrinology
• Easy Hematology
• Pediatric Neurology
________________________________________
📖 আমাদের প্রতিটি বই সাজানো হয়েছে এক্সাম, ক্লিনিক্যাল প্র্যাক্টিস ও পোস্ট-গ্রাজুয়েশন জার্নির কথা মাথায় রেখে।
✅ Clear Concept
✅ Clinical focus
✅ Easy to Remember
📌 অর্ডার লিঙ্ক প্রথম কমেন্টে
📞 Helpline: 01780504667 / 01730495116

🎯 MBBS 5th Year Students Attention! 📚 Davidson Crash Course – আপনার Final Prof প্রস্তুতির Perfect Companion! 🩺 সেরা মেন্...
29/09/2025

🎯 MBBS 5th Year Students Attention!

📚 Davidson Crash Course – আপনার Final Prof প্রস্তুতির Perfect Companion!

🩺 সেরা মেন্টরদের হাতে তৈরি ৫০+ Recorded Classes
🖊 Book Marking System – যেকোনো টপিক যেকোনো সময় রিভিউ
💬 24/7 Chatbox Support – ডাউট হলে সঙ্গে সঙ্গে মেন্টরদের সাথে যোগাযোগ
⏳ ২ বছরের Access – বারবার রিভিশন করার সুযোগ

✅ যাদের লক্ষ্য:
🔹 কম সময়ে Maximum রিভিশন
🔹 Davidson বই Confidently কভার করা
🔹 Final Prof Exam এ Smart Preparation

📞 Contact Now:
📱 01730-495115 | 01730-495117

আগ্রহীরা কমেন্টে জানান 👇

29/09/2025

🟢Liver Abscess এর LongCase নিয়ে Dr. Sayeef Hossain Mark স্যারের ক্লাসের অংশ বিসেস।

Long Case Solutions of Medicine & Surgery কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন 👇

29/09/2025

Comprehensive Management in UHC
আমাদের অনেক চিকিৎসক ভাই বোনেরা শীঘ্রই উপজেলায় তাদের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে যাচ্ছেন ইংশা-আল্লাহ। তাদের নতুন জীবনের সফলতা কামনা করছি।
যারা উপজেলায় যাচ্ছেন তাদের অনেকেই হয়তো থাকবেন যারা এর আগে কখনো উপজেলায় যাননি। তাদের উপজেলার অনেক কিছুই অজানা থাকবে।
সেখানে কী ধরনের রোগী আসে,
কী রিসোর্স সেখানে আছে,
কতটুকু ম্যানেজমেন্ট সেখানে করা সম্ভব,
Indoor এ কী কী রোগী থাকে এবং তাদের কিভাবে ম্যানেজ করা হয়,
আউটডোরে কোন কোন রোগী বেশী আসেন,
জরুরী বিভাগের জরুরী অবস্থা কিভাবে হ্যান্ডেল করতে হয়,
মেডিকোলিগ্যাল ইস্যুগুলো কিভাবে সুন্দর করে ম্যানেজ করতে হয়,
কী ধরনের পয়জনিং কেইস আসে, তার কী ম্যানেজমেন্ট,
পেডিয়াট্রিক রোগীদের ক্ষেত্রে কোনো ঔষধ দিতে পারবো, কত ডোজে দিতে পারবো,
প্রেগ্নেন্ট মা কী কী সমস্যা নিয়ে আসে, তার কী ম্যানেজমেন্ট দিলে মা এবং বাচ্চা কারো অসুবিধা বা ক্ষতি হবেনা আমার দ্বারা,
ইত্যাদি অনেকের কাছেই অজানা থাকা অস্বাভাবিক নয়।
অনেকেই জাস্ট ইন্টার্নশীপ কম্পলিট করেও এই মহান দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, তাদেরও হয়তো অনেক কিছুই নতুন লাগবে, ভয় লাগবে।
এসকল কিছু চিন্তা করে আপনাদের প্রিয় Axis Medical School আয়োজন করছে Comprehensive Management in UHC নামক ওয়ার্কশপ।
এই ওয়ার্কশপে মোট চারটা Module মোট ২০ টা ক্লাস হবে ইনশা-আল্লাহ।
Module-
1. Indoor
2. Outdoor
3. Emergency
4. Medico-legal
আর এই ২০ টা ক্লাসে ইনশা-আল্লাহ মেডিসিন, সার্জারী, গাইনী, পেডি সহ এগুলোর সাব ব্রাঞ্চ যেমন Neurology, Cardiology, Endocrinology, Respiratory Medicine ইত্যাদির যা কিছু উপজেলায় জানা প্রয়োজন তা ইংশা-আল্লাহ খুব সহজ ভাবে শেখানো হবে।
আর ক্লাস নেবার জন্য আমরা পেয়েছি এমন সব সম্মানিত মেন্টরদের যারা উপজেলায় সফলতার সাথে কাজ করার পাশাপাশি সেই রিলেটেড সাব্জেক্টে হয়তো পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছেন অথবা কোর্স কম্পলিট করে কন্স্যাল্ট্যান্ট হয়ে গেছেন। সুতরাং ইনশা-আল্লাহ Updated Knowledge & Information এর কোন ঘাটতি হবেনা।
আমাদের সাথে থাকা এই ৩ সপ্তাহ আপনার উপজেলা জীবনের ৩ বছর সময়কে আরো অনেক সুন্দর, সহজ ও আরামদায়ক করবে বলেই আমরা বিশ্বাস করি।
তো আর দেরী কেনো...?
আসুন Comprehensive Management in UHC এর সাথে শুরু করুন আপনার ৩ সপ্তাহের journey...
কমেন্টে আগ্রহ প্রকাশ করতে পারেন..
রেজিস্ট্রেশন ‍লিংক: https://forms.gle/BLbLAU6DTUobTs6Y7
প্রয়োজনে যোগাযোগ করুন: 01325061942 (হোয়াটসঅ্যাপে)

🎯 MBBS 3rd ইয়ার ভাই-বোনদের জন্য গুড নিউজ!📚 Pharmacology + Forensic Medicine + Explore Ward – সব একসাথে এখন আর ভয় না, মজা...
28/09/2025

🎯 MBBS 3rd ইয়ার ভাই-বোনদের জন্য গুড নিউজ!
📚 Pharmacology + Forensic Medicine + Explore Ward – সব একসাথে এখন আর ভয় না, মজা করে শিখো!

Axis Medical School নিয়ে এসেছে –
✅ রেকর্ডেড ক্লাস
✅ বুক মার্কিং সিস্টেম
✅ ২ বছরের ফুল অ্যাক্সেস
✅ ২৪/৭ মেন্টর সাপোর্ট (Pharmacology এর জন্য)


💊 Pharmacology তে কভার হচ্ছে:
🔹 Antimicrobials
🔹 CVS, Renal, Blood, Endocrine, GIT
🔹 General + Autonomic Pharmacology
🔹 CNS, Clinical & Respiratory Pharmacology

🔎 Forensic Medicine:
ক্রাইম কেসের মজার কেস স্টাডি, প্র্যাক্টিক্যাল টিপস, স্মার্ট শর্টকাট – সব এক কোর্সে!

🏥 Explore Ward:
🔹 রিয়েল পেশেন্ট কেস ডিসকাশন
🔹 প্রফদের শেখানো হাই-ইয়েল্ড টিপস
🔹 ওয়ার্ডে কনফিডেন্স বাড়ানোর গাইডলাইন

📞 আজই নাম্বারে কল করো: 01730-495115 / 01730-495117
🌐 ভিজিট করো: axisms.net

💡 Tag করো তোমার 3rd ইয়ার বন্ধুদের – একসাথে পড়লে মনে থাকবে আরও বেশি! 🫶

27/09/2025

🩻ECG & X-RAY ডেমো ক্লাস
🎯 “এক নজরে বুঝুন, Clinical Confident হোন!”

ECG & X-ray পূর্ণাঙ্গ কোর্সের সাথে যুক্ত থাকতে কমেন্ট করুন 👇

মেডিকেল শিক্ষার্থীদের জন্যএকটি চরম সত্য কথা হচ্ছে-তারা তাদের নন মেডিকেল ফ্রেন্ডদের মতো কখনো নিশ্চিন্ত মনে থাকতে পারে না ...
27/09/2025

মেডিকেল শিক্ষার্থীদের জন্য
একটি চরম সত্য কথা হচ্ছে-

তারা তাদের নন মেডিকেল ফ্রেন্ডদের মতো কখনো নিশ্চিন্ত মনে থাকতে পারে না !
আপনারা আপনাদের মেডিকেলের প্রথম কার্ডের ক্লাসগুলো করতে গিয়ে নিশ্চয় এই অভিজ্ঞতার মুখোমুখী হয়েছেন। এই বাস্তবতাকে যদি মূল্যায়ন না করেন তাহলে বিশ্বাস করেন যেই লক্ষ্য নিয়ে এই সেক্টরে এসেছেন সেই লক্ষ্য দিন দিন শুধু দূরেই চলে যাবে।
খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই।

শুধু একটু নিয়ম মেনে পড়াশোনা করুন।
ক্লাসের বাহিরে পড়াশোনা করতে যেনো ভোগান্তিতে না পড়তে হয়, অনলাইনে সময় নষ্ট করে রিসোর্স খুজতে না হয় সেই জন্যই কি আক্সিসের ক্লাসগুলো সাজানো হয়েছে।

পড়ার জন্য সহায়ক এক্সিসের কিছু রিসোর্সঃ
এক্সিসের 1st - 5th Card-এর সম্পূর্ণ সিলেবাস রেকর্ডেড আছে।
এছাড়া General Embryology & Histology প্রোগ্রামতো আছেই।

বিস্তারিত জানতে INTERESTED কমেন্ট করতে হবে। 👇

26/09/2025

🎯বেস্ট মেন্টরদের সাথে আজই শুরু করুন আপনার Davidson যাত্রা🚀

Davidson Elite Program কোর্সে ভর্তি হতে কমেন্ট সেকশনে Interested লিখুন। 👇

আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ 😊

26/09/2025

📖 Master Acute Cases with Confidence!
🚑 ICU হোক বা Ward – Acute Medicine in Ward Book হবে আপনার সর্বোত্তম সহযাত্রী।
✅ Evidence-based concise guideline
✅ Step-by-step case management
✅ Essential for emergency & ward practice

👨‍⚕️👩‍⚕️ MBBS Final Year Student, Intern Doctor এবং Young Clinician দের জন্য পারফেক্ট একটি Companion Book!

📦 আজই সংগ্রহ করুন এবং হোন আরও আত্মবিশ্বাসী একজন Clinician।
📌 অর্ডার লিঙ্ক পাবেন প্রথম কমেন্টে
📞 Helpline: 01780504667 / 01730495116

🎯 MBBS 3rd ইয়ার ভাই-বোনদের জন্য গুড নিউজ!📚 Pharmacology + Forensic Medicine+ Explore Ward –  এগুলো এখন আর ভয় না, মজা করে...
26/09/2025

🎯 MBBS 3rd ইয়ার ভাই-বোনদের জন্য গুড নিউজ!
📚 Pharmacology + Forensic Medicine+ Explore Ward – এগুলো এখন আর ভয় না, মজা করে শিখো!

Axis Medical School নিয়ে এসেছে –

✅ রেকর্ডেড ক্লাস
✅ বুক মার্কিং সিস্টেম
✅ ২ বছরের ফুল অ্যাক্সেস
✅ ২৪/৭ মেন্টর সাপোর্ট

💊 Pharmacology তে কভার হচ্ছে:
🔹 Antimicrobials
🔹 CVS, Renal, Blood, Endocrine, GIT
🔹 General + Autonomic Pharmacology
🔹 CNS, Clinical & Respiratory Pharmacology

🔎 Forensic Medicine:
ক্রাইম কেসের মজার কেস স্টাডি, প্র্যাক্টিক্যাল টিপস, স্মার্ট শর্টকাট – সব এক কোর্সে!

🏥 Explore Ward:
🔹 রিয়েল পেশেন্ট কেস ডিসকাশন
🔹 প্রফদের শেখানো হাই-ইয়েল্ড টিপস
🔹 ওয়ার্ডে কনফিডেন্স বাড়ানোর গাইডলাইন

💡 Tag করো তোমার 3rd ইয়ার বন্ধুদের – একসাথে পড়লে মনে থাকবে আরও বেশি! 🫶

Address

Dilara Tower (6B & 6D, 1st Lift-5th Floor), 77, Bir Uttam C R Datta Road, Hatirpool, Dhaka (Near Eastern Plaza), Dhaka
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Axis Medical School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Axis Medical School:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram