ovizat.com

ovizat.com Health and beauty products

দুই দিনের সফর। সবার আগে ব্যাগে ঢোকান এক গাদা ঔষধ। সকালে একমুঠ খেতে হবে, রাতেও লাগবে। আর গ্যাসের ঔষধ তো লাগবেই। পেটে জমে ...
18/09/2025

দুই দিনের সফর। সবার আগে ব্যাগে ঢোকান এক গাদা ঔষধ। সকালে একমুঠ খেতে হবে, রাতেও লাগবে। আর গ্যাসের ঔষধ তো লাগবেই। পেটে জমে আছে চর্বির বালিশ। ঘাড়ে ব্যাথা, কোমরে ব্যাথা। ছুটে চলেছেন জীবনের প্রয়োজনে। ভাবছেন এখনো ফিট আছি।

ফিট থাকতেই হবে। বাড়ির কাজটা শেষ করতে হবে। ছেলেমেয়েদের ভালো অবস্থান নিশ্চিত করা বাবা মায়ের দায়িত্ব। তাইতো ছুটছেন আর ছুটছেন। একবারও ভাবছেন না। আমি কি ফিট আছি ? নাকি অসুখের স্রোতের বিপরিতে ঔষধ খেয়ে সাঁতার কাটছি। দায়িত্ব পালনে শারীরিক ফিটনেসের কোন বিকল্প নেই। ৫ পয়েন্টে যাচাই করুন শারীরিক ফিটনেস।

১। ক্ষুধা পেলে আপনার কেমন লাগে ? অবস্থা এমন হয়, আপনাকে খেতেই হবে, না খেলে চোখে অন্ধকার দেখেন, হাত পা কাঁপে, মাথা ঘুরে পরে যাওয়ার অবস্থা হয়।

২। হঠাৎ একদিন রাত জাগলে কি পরের দিন খুবই অস্বস্তি লাগে, পরে পরে ঘুমাতে হয়।

৩। একটানা কাজ করতে পারেন না, ক্লান্তি লাগে। বার বার স্মার্ট ফোনে হাত চলে যায়। কাজে মনোযোগ নষ্ট হয়।

৪। প্রায়ই ঘুম ঘুম ভাব বা ক্লান্তি অনুভব করলে আপনি আনফিট। এর প্রধান কারন বাজে খাবার এবং রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া। বাজে খাবার শরীরে টক্সিন জমা করে।

৫। যদি মাঝে মাঝেই সর্দি, কাশি, জ্বর হয়। পেটের অসুখে ভুগেন।

এই পাঁচটি বৈশিষ্ট যদি আপনার থাকে, তাহলে আপনি শারীরিক ভাবে ফিট নন। আপনার শরীরে টক্সিন জমেছে।
ফিট হওয়া এবং সুস্থ থাকতে লাইফ স্টাইল বদলে ফেলুন। আগামীকাল শুক্রবার শরীর টক্সিন মুক্ত করার দারুন সুযোগ। পুরো দিন ফাস্টিং করুন। শরীর টক্সিন মুক্ত হবে।

আজকে চিনি বা চিনি জাতীয় খাবার বন্ধ করুন।   ১৪ দিন পর দেখবেন মুখের ত্বকে ব্রন ওঠার প্রবনতা কমে গেছে। ত্বক উজ্জ্বল হয়েছে।
11/09/2025

আজকে চিনি বা চিনি জাতীয় খাবার বন্ধ করুন। ১৪ দিন পর দেখবেন মুখের ত্বকে ব্রন ওঠার প্রবনতা কমে গেছে। ত্বক উজ্জ্বল হয়েছে।

সমস্যাটা আগে ছিল না। ইদানিং দেখা যাচ্ছে। পরিচিত কেউ সামনে আসলে হঠাৎ তার নাম মনে করতে পারছেন না। কি যেন নাম ! কি যেন নাম ...
09/09/2025

সমস্যাটা আগে ছিল না। ইদানিং দেখা যাচ্ছে। পরিচিত কেউ সামনে আসলে হঠাৎ তার নাম মনে করতে পারছেন না। কি যেন নাম ! কি যেন নাম ! মনে মনে চেষ্টা করেন, কিন্ত সফল হতে পারেন না। লজ্জায় তার নাম জিজ্ঞাসাও করতে পারেন না। আলাপ শেষে পরিচিত জন চলে গেলেন, তবুও নামটা মনে আসল না।

বাসায় ফিরেও ঘটে নানান ঘটনা। হয়ত পিপাসা পেয়েছে। মগে পানি ভরতে কিচেনে ঢুকলেন। ফিরে আসলেন সবরি কলা হাতে। কলা খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর, আবার পিপাসা পেল। তখন খেয়াল হল, ওহ ! আমি তো তখন পানি খেতে কিচেনে ঢুকেছিলাম !

এমন নানান সমস্যা হচ্ছে। কাজে মনোযোগ দিতে পারছেন না। কাজ শেষে বাসায় ফিরে মনে পরল, অতি গুরুত্বপূর্ণ একটা ফোনালাপ করা হয়নি। একটানা কাজ করতে গিয়ে কাজে ভুল হচ্ছে। কেন এমন হচ্ছে ? কি হয়েছে আপনার ?

আপনার ব্রেইন ঠিকমত ফাংশন করছেনা।

ভয়ের কিছু নেই। ব্রেইন ঠিকমত ফাংশন করলেই সমস্যা দূর হয়ে যাবে। ব্রেইন ঠিকমত ফাংশন করতে একটি উপাদান খুব গুরুত্বপূর্ণ। তার নাম কোলিন ( Choline )। এটি পর্যাপ্ত পরিমানে পাওয়া যায় ডিমে। প্রতিদিন কুসুম সহ ডিম খেলেই ব্রেইন যথেষ্ট কোলিন পাবে।

প্রশ্ন হল কয়টা ডিম খাবেন ?

অনেকেই ভয় দেখায়, ডিম খেতে সাবধান। কুসুম ছাড়া খেও। কত কথা ! আমি হেলদি লাইফস্টাইল ফলো করি ২০১৯ এর জুন থেকে। তখন থেকেই প্রতিদিন গড়ে ৩ টার বেশি ডিম খেয়েছি।

গত কয়েক বছরে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়নি। আলহামদুলিল্লাহ। ওজন প্রায় ৮০ কেজি থেকে ৬৬ কেজি চলমান। কোন অসুখ হয়নি। কোন গ্যাসের ট্যাবলেট খাইনি।

আপনি যদি হেলদি লাইফস্টাইল ফলো করেন, তাহলে ৪ টা ডিম প্রতিদিন অনায়াসে খেতে পারবেন। ব্রেইন ফাংশন করবে স্বাভাবিক। কাজে মনোযোগ বাড়বে। নাম ভুলে যাবেন না। প্রয়োজনীয় কাজ যথাসময়ে করবেন।

ইনশাআল্লাহ

ওয়ারেন বাফে। অনেকেই উচ্চারন করেন ওয়ারেন বাফেট। মিডিয়ায় দেখি সেভাবেই লেখা হয়। আসলে উচ্চারন হবে ' ওয়ারেন বাফে '।সে যাই হোক...
08/09/2025

ওয়ারেন বাফে। অনেকেই উচ্চারন করেন ওয়ারেন বাফেট। মিডিয়ায় দেখি সেভাবেই লেখা হয়। আসলে উচ্চারন হবে ' ওয়ারেন বাফে '।

সে যাই হোক। ভদ্রলোক অনেক দিন যাবত আমেরিকায় শীর্ষ ধনী হিসেবে আছেন। 'সব ডিম এক ঝুড়িতে রাখবেন না।' তার এই বিখ্যাত 'বিনিয়োগ বাক্য' আমাদের মুখস্থ। একবার তাকে দাওয়াত দেয়া হল। আমেরিকার এক ইউনিভারসিটিতে। বক্তব্য দেয়ার জন্য, হল ভর্তি ছাত্রদের সামনে।

তিনি ছাত্রদের প্রশ্ন করলেন ' যদি তোমাদের একটি গাড়ি বেছে নিতে বলা হয়। এমন গাড়ি, যে গাড়ি তুমি সারাজীবন চালাবে। জীবনে কখনো ঐ গাড়ি পরিবর্তনের সুযোগ পাবেনা। তখন কেমন গাড়ি বেছে নিবে ? গাড়িটির কেমন যত্ন করবে ?'

ছাত্ররা সবাই উত্তর দিয়েছিল ' সেরা গাড়িটিই বেছে নেব। খুবই সাবধানতায় চালাব। অত্যান্ত নিবিড় যত্ন ও পরিচর্যা করব।'

তখন বাফে বলেছিলেন ' What do you learn from this car for your body? '

গাড়ি নষ্ট হলে আবার মেরামত করা যায়। গ্লাস খুলে গেলে বদলানো যায়। ইঞ্জিন নষ্ট হলেও চেঞ্জ করা যায়। সবকিছুই নতুনের মত হয়ে যায়। কিন্ত আমাদের একটাই শরীর। এই শরীর টা নিয়েই সারাজীবন চলতে হয়। এর কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে আর আগের মত হয় না। একটু ভাবেন তো, তাহলে এই শরীরটার কেমন যত্ন করা উচিত !

খেয়াল করেছেন ? আপনার আইকনিক ব্যাক্তিরা কিন্ত সাস্থ্য সচেতন। আমাজনের জেফ বেজোস প্রতিদিন এক ঘণ্টা ওয়ার্ক আউট করেন। এলন মাস্ক যথেষ্ট পরিমানে সুপার ফুড খান। জাকারবারগ নিয়মিত হেলথ স্মুদি খান। রিচারড ব্রানশন ভোরে ঘুম থেকে উঠেন।

শাহরুখ, সালমান তাদের কথা তো জানেনই। এমনকি আয়মান সাদিক, রেজা কিবরিয়াও খুব সাস্থ্য সচেতন। রেজা কিবরিয়া তো ভাতই খান না।

এখন আপনি কি করবেন, সিদ্ধান্ত আপনার।

দুটো ইংরেজি নাম আছে এই ফুলের। দেখতে বেশ সুন্দর। গাছ হয় ছোট ঝোপের মত। পাতা প্রায় ১২ ইঞ্চি লম্বা হয়। একটা গাছে একশ'র কম...
01/09/2025

দুটো ইংরেজি নাম আছে এই ফুলের। দেখতে বেশ সুন্দর। গাছ হয় ছোট ঝোপের মত। পাতা প্রায় ১২ ইঞ্চি লম্বা হয়। একটা গাছে একশ'র কমবেশি পাতা থাকে।

পাতাগুলো দেখতে সবুজ রঙের। আকৃতি ডাবের পানি পানের স্ট্রয়ের মত লম্বা।

আমাদের বাড়ির উঠোনে ফুলটি ফুটেছে। মোট দুটো গাছ। একটি গাছের ফুলের ছবি তুললাম। গাছগুলো আমরা লাগাইনি। প্রকৃতির দান হিসেবে একা একাই বেড়ে উঠেছে।

এবার বৃষ্টির সিজনটা শুরু হয়েছে একটু তারাতারি। কিন্তু শেষ হচ্ছে না। এখনো ঝরেই চলেছে আসাঢ়ের বৃষ্টি।

বর্ষাকালেই ফুলটি ফোটে। মনে হয় বৃষ্টির যন্ত্রনা মুছে দিতেই, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করছে। আমরা একে ডাকি 'বৃষ্টি ফুল' নামে।
আর ইংরেজিতে ডাকা হয়, জেফির লিলি বা রেইন লিলি নামে।

উফ ! আর ভাল্লাগে না। রিলস থেকে শর্টস। আবার সেখান থেকে টিকটকে। তারপরেও ভালো লাগে না। ফেসবুকে ঢুকে পরেন। সেখানে এ ওকে গালি...
19/08/2025

উফ ! আর ভাল্লাগে না। রিলস থেকে শর্টস। আবার সেখান থেকে টিকটকে। তারপরেও ভালো লাগে না। ফেসবুকে ঢুকে পরেন। সেখানে এ ওকে গালি দিচ্ছে, আপনিও দুটো কমেন্ট করে আসলেন। অফিসে কাজে মন বসে না। মনের শান্তি বিদায় নিয়েছে।

বউকে ইদানিং বিরক্তিকর মনে হয়। সেক্স ড্রাইভ কমে গেছে। প্রচুর ক্ষুধা লাগে। বার্গার কেক মিষ্টি এগুলো খেতে অনেক ভালো লাগে। কি হয়েছে আপনার ? নিয়ন্ত্রন হারিয়েছেন। মস্তিস্কের নিউরোট্রান্সমিটার ডোপামিনের উপর।

প্রথমে যখন কন্টেন্ট গুলো দেখতেন তখন ডোপামিন আপনাকে আনন্দ দিত। কিন্ত এখন আরও বেশি ডোপামিন দরকার। কোন কন্টেন্ট আর চাহিদামত ব্রেইনে লেভেলের ডোপামিন উদ্দীপিত করতে পারছেনা।

তাই ঘুমের সমস্যা হচ্ছে। ওজন বেড়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে কারন ছাড়া রেগে যাচ্ছেন। কারও কথা সহ্য হচ্ছে না। রিক্সাওায়ালা, মুদি দোকানির সাথে ঝগড়া হচ্ছে। উপায় কি ? উপায় আছে। ১৫ দিনে যা যা করবেন।

১. সারাদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ মিনিটের বেশি সময় কাটাবেন না। রাত ৯ টার পর ফোন থেকে দূরে থাকুন। সকাল ৯ টার পূর্বে কোন এ্যাপে ঢুকবেন না। সোশ্যাল মিডিয়ায় একেবারেই না যাওয়া সবচে ভালো।
২. চিনি যুক্ত খাবার খাওয়া ছেড়ে দিন।
৩. সকাল ৯ টা থেকে বিকাল ৩ টার মধ্যে ১ ঘণ্টা রোদে থাকবেন।
৪. সন্ধ্যার পর টিভির সামনে বসবেন না। টিভি আপনার বিরক্তির অন্যতম কারন।
৫. প্রতিদিন ব্যায়াম করুন। ব্যায়াম ন্যাচারাল ডোপামিন নিয়ে আসবে। ভালো লাগা শুরু হবে।
৬. জামাতে মনোযোগ দিয়ে নামাজ আদায় করুন। ফোকাস বাড়বে। অন্য ধর্মের হলে মেডিটেশন করুন।
৭. প্রতিদিন খাবারে ডিম, ঘি, বাদাম রাখুন। গরুর মাংস খেতে কোন বাধা নেই।
৮. সালাদ খাবেন। ভাতের থেকে বেশি সবজি খাবেন। লাল চালের ভাত।
৯. সময় পেলেই অফিসের চেয়ার ছেড়ে উঠে হাঁটাহাঁটি করুন।
১০. নিশ্বাসের ব্যায়াম করুন।

এভাবে মাত্র ১৫ দিন চলুন। নিজেই অনুভব করবেন জীবনে শৃঙ্খলা ফিরেছে। মনে তৃপ্তি পাবেন। কাজে ফোকাস বেড়ে যাবে। বউকে আগের চেয়ে সুন্দরী মনে হবে। চেষ্টা করুন মাত্র ১৫ দিন !

জুমার পূর্বের মুহূর্ত। সাদা মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ। হিমেল হাওয়ার সাথে সূর্যের আলো মিশে নাতিশীতোষ্ণ আবহাওয়া...
15/08/2025

জুমার পূর্বের মুহূর্ত। সাদা মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ। হিমেল হাওয়ার সাথে সূর্যের আলো মিশে নাতিশীতোষ্ণ আবহাওয়া। রাস্তায় একটি সাংকেতিক হর্ন বাজিয়ে এ্যাম্বুলেন্স ছুটে গেল। ভিতরে রোগী, জরুরী অবস্থা। গন্তব্য হাসপাতাল। উদ্দেশ্যে নিরাময় লাভ করা।

জরুরী অবস্থায় আমাদের কে মেডিসিনাল চিকিৎসা নিতে হয়। আর জরুরী না হলে অন্য চিকিৎসা নেয়া যেতে পারে। হেলদি লাইফস্টাইল হতে পারে মেডিসিন। জরুরী না হলে ইদানিং কেউ কেউ আকুপাংচার চিকিৎসা নেন।

আকুপাংচার কি ? এটা কিভাবে কাজ করে ?

এই চিকিৎসা এসেছে চীন থেকে। প্রাচীন কালে চীনে উদ্ভিদের ভেষজ গুণাবলি এবং বৈশিষ্ট নিয়ে গবেষণা করেন শেন নং। তিনি সম্রাট ফুয়ু নামে পরিচিত ছিলেন। তখনকার চীনে চিকিৎসার প্রচলিত পদ্ধতি ছিল গাছ লতাপাতার ঔষধ। গরম শিক দিয়ে ছ্যাকা দেয়া এবং আকুপাংচার।

আমাদের শরীরে আছে ইমিউন সিস্টেম। এর সমস্ত রোগ প্রতিরোধের ক্ষমতা আছে। এই সিস্টেমে গোলমাল হলেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। আধুনিক মেডিসিনের চিকিৎসকেরা রোগীর সমস্যা চিণ্হিত করেন। সেই অনুযায়ী ঔষধ দেন। রোগী ঔষধ খেয়ে অসুখ নিরাময়ের চেষ্টা করেন।

আকুপাংচারের কাজটাও তাই। কিন্ত এখানে ঔষধ খেতে হয় না। নার্ভকে উদ্দীপিত করে শরীরের ভেতরে কেমিক্যাল কে বাড়িয়ে বা কমিয়ে দেয়া হয়। এতেই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

এই কাজটা ঠিকঠাক মত করাটাই আকুপাংচারের কাজ। অনেকেই এই চিকিৎসা ব্যবস্থাকে নিচু চোখে দেখেন। কিন্ত বিষয়টা তা নয়। ১৯৭৯ সালে হু আকুপাংচারকে চিকিৎসা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেয়।

যুবকের চোখে রঙিন সপ্ন। ব্যস্ত সময় কাটছে। বউয়ের গহনা কেনা, ড্রেস কেনা। ড্রেসের সাথে ম্যাচিং করে স্যান্ডেল। কত কি ! মান সম...
13/08/2025

যুবকের চোখে রঙিন সপ্ন। ব্যস্ত সময় কাটছে। বউয়ের গহনা কেনা, ড্রেস কেনা। ড্রেসের সাথে ম্যাচিং করে স্যান্ডেল। কত কি ! মান সম্পন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। কনে আগে থেকেই পরিচিত। তাদের প্রেমের রসায়ন কয়েক বছরের। আর মাত্র কয়েক দিন। এরপরে শুধুই সুখের সাগরে অবগাহন।

তার বিবাহিত বন্ধুরা মনে মনে বলছেন, 'চান্দু বিয়েটা হয়ে যাক, এরপর বুঝবে মাসের দিন গুলো কিভাবে পার হয়'। যারা বিবাহিত আছেন, তারা জানেন, বিয়ের পর আসে জীবনের বাস্তবতা। প্রেম তো মুভির মত রঙিন বিষয়। বাস্তবিক সংসারে কত ঝামেলা ! আজ যে প্রেমিকা কাল সে ভয়াবহ আচরন করে। কেন সংসারে অশান্তি, দায়ী কে ? পুরুষ দায়ী ?

আসলে বিষয় টা ভালোভাবে জানতে হবে। ছুটির দিনে সকালে যখন আমি কেডস, ট্রাউজার পরে ব্যায়ামের জন্য বের হই, তখন আমার ছেলে মেয়েও আমার সাথে বের হয়। ছেলেটা বড়, বয়স ১১+ আর মেয়েটা ছেলের ৫ বছরের ছোট।

কলোনির ভিতরের রাস্তায় ভালোভাবেই হাঁটা বা দৌড়ানো যায়। রাস্তার পাশে বাড়ি। কিছু বাড়ির সামনে ফুলের গাছ। লাল, সাদা, গোলাপি নানান রকম ফুল। আমার মেয়ে সেখান থেকে ফুল ছিঁড়বেই। তাকে আটকানো যায় না। কিন্ত ছেলের সে দিকে ভ্রুক্ষেপ নেই।

বাসায় যদি ছেলেকে বলি, আব্বু পানি খাব। সে পানি এনে দেয়। যে মগে আমি পানি খাই সেই মগেই নিয়ে আসে। কিন্ত মগের তিন ভাগের একভাগ ভরা থাকে। আর মেয়েকে বললে, একই মগে পানি নিয়ে আসে। মগ পানিতে পরিপূর্ণ থাকে। ছোট্ট হাতে খুব সাবধানে পানির মগ ধরে এনে আমাকে দেয়।

নারী আর পুরুষের শারীরিক গঠনে যেমন পার্থক্য আছে, তেমনি মানসিক গঠনেও। নারীর আবেগের জায়গাটা আমরা খেয়াল করি না। কোন যত্ন নেই না। তাদের আবেগ আমাদের কাছে তুচ্ছ মনে হয়। আমাদের অবহেলায় ঘরে অশান্তি বাড়ে।

ঘরকে শান্তিময় করতে পারেন। কিভাবে করবেন ? নারীর আবেগের জায়গাটা জানতে হবে। তার স্বভাব কে বুঝতে হবে। লেখক 'আদহাম শারকাবি' নারীর স্বভাবকে চমৎকার করে তুলে ধরেছেন এই বইয়ে।

লেখক জন্মেছেন লেবাননের 'সুর' শহরে। সেখানেই বেড়ে উঠা। তিনি এখন মুলত একজন ইসলামের দায়ি। লিখেছেন বেশ কিছু বই। আরাবিয়ান যুব সমাজে দারুন জনপ্রিয়। বইটি লিখতে তিনি বিভিন্ন বিজ্ঞজনের সহায়তা নিয়েছেন। করেছেন প্রচুর পড়াশুনা। অভিনব উপায়ে নিয়েছেন নারীর মতামত।

যে যুবক নতুন বিয়ে করতে যাচ্ছেন তার জন্য বইটি অবশ্য পাঠ্য। আর যারা বিবাহিত আছেন তারাও পাঠ করবেন। চমকে উঠবেন, কত অহেতুক ভুল করে জীবনের শান্তি নষ্ট করে চলেছেন !

হজম ক্ষমতা কমে গেছে। পেটের মধ্যে ভুটভাট শব্দ। খেলে পেট ফুলে থাকে। পুষ্টিকর খাবার খেয়েও শরীরে শক্তি পাচ্ছেন না। কেন এমন হ...
12/08/2025

হজম ক্ষমতা কমে গেছে। পেটের মধ্যে ভুটভাট শব্দ। খেলে পেট ফুলে থাকে। পুষ্টিকর খাবার খেয়েও শরীরে শক্তি পাচ্ছেন না। কেন এমন হয় ?

পেটের এসিড কমে গেলে এমন টা হয়। খাবার হজমে সমস্যা হয়, খাবারের পুষ্টি শোষিত হয় না।

আর এই পেটের এসিড কমানোর জন্য তিনটি জিনিস দায়ী।

১. উচ্চ মাত্রার সুগারি খাবার। যেমন - বার্গার, কেক, পিতজা ইত্যাদি।
২. ঘন ঘন খাবার খাওয়া। দিনে ৫/৬ বার খেতে গেলেই আমরা খাই সিঙ্গারা, পুরি, চানাচুর, বিস্কুট ইত্যাদি।
৩. স্ট্রেস, এটাকে সবসময়ই ম্যানেজ রাখতে হবে।

প্রেগন্যান্সি টেস্ট কিট। চেক করতেই দুটো লাল দাগ ভেসে উঠল। মুহূর্তেই আনন্দ ছড়িয়ে পড়ল আপানার সারা দেহে মনে। এ এক অন্যরকম অ...
10/08/2025

প্রেগন্যান্সি টেস্ট কিট। চেক করতেই দুটো লাল দাগ ভেসে উঠল। মুহূর্তেই আনন্দ ছড়িয়ে পড়ল আপানার সারা দেহে মনে। এ এক অন্যরকম অনুভূতি। যা কারও সাথে শেয়ার করা যায় না। শুধুই অনুভব। মাতৃত্বে পরিপূর্ণ হতে চলেছে জীবন।

এরপর বিশেষজ্ঞ পরামর্শের জন্য গেলেন। তারা আপনাকে পরামর্শ দিল একদম বেড রেস্টে থাকবেন।কারন আপনি অসুস্থ।

'অসুস্থ' শব্দটা মনটাকে ভেঙে দিল। আপনি নড়াচড়া বন্ধ করে দিলেন। একজন সুস্থ মানুষ যদি ৭ দিন একটানা শুয়ে বসে কাটায়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স বহু গুনে বেড়ে যায়। তবে তা সাময়িক।

ইনসুলিন রেজিস্ট্যান্স হলে শর্করা কোষে ঢুকতে পারেনা। তারা রক্তে থেকে যায়। রক্তে শর্করার এই থেকে যাওয়াকেই আমরা বলি ডায়াবেটিস। ৭ দিনেই যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাহলে ৯ মাস বেড রেস্টে থাকলে কি অবস্থা হতে পারে, তা সহজেই অনুমেয়।

নারী সন্তান ধারনে সক্ষম। আল্লাহ তায়ালা নারী কে সেভাবেই তৈরি করেছেন। যথাসময়ে সন্তান ভূমিষ্ঠ করতেও সাধারনত কোন ব্যতায় ঘটে না। তাই গর্ভকালীন অবস্থার জন্য নারীকে অসুস্থ বলা সমীচীন নয়। এসময় ভালো কথা শোনানো দরকার। তার প্রয়োজন মমতা আর ভালবাসা।

গর্ভকালীন সময়ে হেলদি খাবার খাবেন। সব ধরনের আলট্রা প্রসেসড ফুড বাসায় নিষিদ্ধ। স্বাভাবিক নড়াচড়া অব্যাহত রাখবেন। খারাপ লাগলে রেস্ট নিবেন। পশ্চিমা ডাক্তারেরা গর্ভকালীন উপযোগী ব্যায়াম করতে বলেন। ভালো ঘুমাবেন, এসময় প্রার্থনার পরিমান বাড়িয়ে দিন। হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন।

ডায়াবেটিস ! ধারে কাছেও আসবে না। ইনশাআল্লাহ

07/08/2025

আইসিডিডিআরবি গবেষণা ঢাকার শতভাগ শিশুর দেহে মাত্রাতিরিক্ত সিসা। শিশুর আয়রন, ক্যালসিয়াম, জিংক এর অভাব দূর করুন।

এইচ জয় দিনশাহের হার্ট এ্যাটাক হয় বিকেলের দিকে। নিজ অফিসে বসে থাকতেই। দ্রুততম সময়ে মারা যান। তারিখ ২০০০ সালের ৮ ই জুন। আম...
06/08/2025

এইচ জয় দিনশাহের হার্ট এ্যাটাক হয় বিকেলের দিকে। নিজ অফিসে বসে থাকতেই। দ্রুততম সময়ে মারা যান। তারিখ ২০০০ সালের ৮ ই জুন। আমেরিকায় হই চই পরে যায়। এত দিনের প্রচলিত ধারনা ভুল প্রমানিত হয়।

সবাই জানত লাল মাংস, ঘি, তেল এ জাতীয় খাবারের কারনেই হার্ট এ্যাটাক হয়। কিন্ত দিনশাহ ছিলেন 'আমেরিকান ভেগান সোসাইটির' সভাপতি। তিনি কেন মারা গেলেন ?

তিনি তো মাছ মাংস ডিম ঘি তেল এ জাতীয় খাবার খেতেন না। খেতেন শুধুই ভেজিটেবল। তাহলে তার কেন হার্ট এ্যাটাক হল ? গবেষণা আগে থেকেই চলছিল। তথ্য সামনে চলে এল। লাল মাংস, ঘি, তেল এসব খাবার দায়ী নয়। আলট্রা প্রসেসড ফুড হার্ট এ্যাটাকের প্রধান আসামী। বাজে খাবার বডিতে ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন থেকে আসে হন্তারক, হার্ট এ্যাটাক।

হলুদের চা ইনফ্লামেশন কমাতে দারুন কাজ করে। আমি প্রায় দিনেই খাই। হলুদ নেই 'কারকুমার' টা। তাদের দাবী প্রডাক্ট অরগানিক। আর বিশেষ পদ্ধতিতে হলুদ প্রস্তত করা হয়। একারনে হলুদের সব গুনাগুন অক্ষুন্ন থাকে। হলুদে মেশানো থাকে সঠিক মাপে গোল মরিচের গুলো।

তৈরি করা সহজ। একমগ গরম পানিতে এক চামচ হলুদ দেই। এক চামচ নারিকেল তেল। চা চামচের এক চামচ মধু দেই। চামচ দিয়ে নাড়াচাড়া করি। ব্লিনড করলে আরও ভালো হয়। এক মগ চা দুই কাপে ঢেলে দুজনে খাই।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ovizat.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ovizat.com:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram