Mehedi Homeo Hall - মেহেদী হোমিও হল

Mehedi Homeo Hall - মেহেদী হোমিও হল হোমিওপ্যাথি সাথে থাকুন, সুস্থ থাকুন।

COVID-19 করোনা ভাইরাস প্রতিরোধ করতে ও শরীরের Immunity বাড়াতে হোমিওপ্যাথিক ঔষুধ সেবন করুন। হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ...
07/06/2020

COVID-19 করোনা ভাইরাস প্রতিরোধ করতে ও শরীরের Immunity বাড়াতে হোমিওপ্যাথিক ঔষুধ সেবন করুন।

হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষুধ নিজে খাবেন না। ডাক্তারের পরামর্শ নিন

করোনা সহ সকল রোগের চিকিৎসা করা হয়।

হোমিওপ্যাথিক_চিকিৎসা, সেরা_চিকিৎসা

যোগাযোগ:
ডাঃ মোঃ শেরে আলম
ডি.এইচ.এম.এস (ঢাকা)
ফোন: ০১৯১১৩৯৬২৯১

মেহেদী হোমিও হল
দোকান নং এ-১৭, হযরত শাহ্ আলী মহিলা কলেজ শপিং কমপ্লেক্স, মিরপুর ১, ঢাকা ১২১৬

02/06/2020

থ্যালাসেমিয়া (Thalassemia) একটি বংশগত রক্তের রোগ। হিমোগ্লোবিন রক্তের খুবই গুরত্বপূর্ণ উপাদান। আমরা নিশ্বাসের সঙ্গে যে .....

02/06/2020
31/05/2020

ক‍্যানসারের গরীব রোগী।মেডিক‍্যাল 90 হাজার টাকা রেখে বলল আরমাত্র 4দিন বাচবে বলে বিদায় কর দিল।আত্মীয়।আমি ঔষধ পাঠিয়ে দিলাম।সুস্থ হয়ে 1 বছর পর কয়েকজন রোগী নিয়ে আসে।এর মাঝে একজন ছিল আমেরিকায় চিকিৎসা করা।এর পর করোনার কারনে যোগাযোগ বন্ধ।রোগীরা ছিল মানিকগঞ্জের।

31/05/2020

COVID-19 করোনা ভাইরাস প্রতিরোধ করতে ও শরীরের Immunity বাড়াতে হোমিওপ্যাথিক ঔষুধ সেবন করুন।

করোনা সহ সকল রোগের চিকিৎসা করা হয়।

হোমিওপ্যাথিক_চিকিৎসা, সেরা_চিকিৎসা

যোগাযোগ:
ডাঃ মোঃ শেরে আলম
ডি.এইচ.এম.এস (ঢাকা)
ফোন: ০১৯১১৩৯৬২৯১

মেহেদী হোমিও হল
দোকান নং এ-১৭, হযরত শাহ্ আলী মহিলা কলেজ শপিং কমপ্লেক্স, মিরপুর ১, ঢাকা ১২১৬

ডাঃ মোঃ শেরে আলমডি.এইচ.এম.এস (ঢাকা)ফোন: ০১৯১১৩৯৬২৯১মেহেদী হোমিও হলদোকান নং এ-১৭, হযরত শাহ্ আলী মহিলা কলেজ শপিং কমপ্লেক্স...
28/03/2020

ডাঃ মোঃ শেরে আলম
ডি.এইচ.এম.এস (ঢাকা)
ফোন: ০১৯১১৩৯৬২৯১

মেহেদী হোমিও হল
দোকান নং এ-১৭, হযরত শাহ্ আলী মহিলা কলেজ শপিং কমপ্লেক্স, মিরপুর ১, ঢাকা ১২১৬

দুধের সাথে মিশিয়ে খালিপেটে কালোজিরা খেলে যা হবে। কালোজিরা একটি সহজলভ্য মশলা। বলা হয়ে থাকে সর্বরোগের ওষুধ এই মশলাটি। এমনক...
20/03/2020

দুধের সাথে মিশিয়ে খালিপেটে কালোজিরা খেলে যা হবে। কালোজিরা একটি সহজলভ্য মশলা। বলা হয়ে থাকে সর্বরোগের ওষুধ এই মশলাটি। এমনকি ক্যান্সারের মতো ভয়ানক রোগ থেকে মুক্তি দিতে পারে এই উপাদানটি। কালো জিরেতে রয়েছে ফসফরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষ~মতা বাড়াতে সাহায্য করে। শরীরের যে কোনও জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালো জিরে রোজ খাদ্য তালিকায় যোগ করে নিন।
পেটের সমস্যা নিরাময়ে কালো জিরে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তবে এর জন্য শিখতে হবে কালোজিরার ব্যবহার। জেনে নিন কীভাবে ব্যবহার করতে হবে। কালো জিরে তেল ছাড়া ভেজে, গুঁড়ো করে নিন। আধাকাপ দুধের সঙ্গে এক চিমটে কালো জিরে মিশিয়ে খান রোজ খালি পেটে। পেটের সমস্যা থেকে জলদি আরাম পাবেন।
ঠাণ্ডায় কালোজিরা শ্বাসকষ্ট থাকলে কাপড়ে কালো জিরে নিয়ে বার বার শুকুন। কয়েক মুহূর্তে আরাম পাবেন। নাক থেকে জল গড়ালেও কালো জিরে হাতে ঘষে কয়েকবার শুকলে কমে যাবে।

দিন দিন হোমিওপ্যাথি চিকিৎসা জনপ্রিয়তা পাচ্ছে। কারণ হোমিওপ্যাথি ঔষধ ন্যাচারাল নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং এতে রয়েছ...
19/03/2020

দিন দিন হোমিওপ্যাথি চিকিৎসা জনপ্রিয়তা পাচ্ছে।
কারণ হোমিওপ্যাথি ঔষধ ন্যাচারাল নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং এতে রয়েছে আশ্চর্য সফলতা।
তাইতো বলা হয় হোমিও চিকিৎসা নিলে,
রোগ থেকে চির মুক্তি মিলে।

চির তরুন থাকার টিপস্ঃযিনি অসংখ্য হার্ট অপারেশন করেও সকলের হৃদয় জয় করেছেন সেই সফল চিকিৎসক ডাঃ দেবী শেঠীর চির তরুণ থাকার ট...
13/03/2020

চির তরুন থাকার টিপস্ঃ

যিনি অসংখ্য হার্ট অপারেশন করেও সকলের হৃদয় জয় করেছেন সেই সফল চিকিৎসক ডাঃ দেবী শেঠীর চির তরুণ থাকার টিপস্ দিয়েছেন যা মেনে চললে আমাদের সকলের উপকারে আসবে,,,।
তার আরেকটি অমিয় বাণী "ধর্মীয় অনুশাসন মেনে চলুন, সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখুন,হার্ট ভাল থাকবে"।
এমন অসংখ্য উপদেশ হতে কয়েকটি তুলে ধরলাম। আসুন আমরা সকলে মেনে চলার চেষ্টা করি।

১. খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের মধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। এর পর বাথরুমে যান।
২. বাথরুম থেকে ফিরে এসে আরও এক গ্লাস পানি খান এবং তার পর খান দুধ ছাড়া খুব হালকা এক কাপ চা। আপনার ওজন বেশি হলে চিনি খাওয়া ছেড়ে দিন। চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না।

৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি
খাবেন।

৪. পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি রা
জলচিকিৎসা। মূলত এটি হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা। আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে- ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করলে প্রায় ৩৬ ধরণের রোগ হয় না এবং হলেও সেরে যায়।

৫. অপর পক্ষে, দুধহীন এবং দুধ-চিনি-হীন হালকা
গরম চা হচ্ছে আড়াই হাজার বছর আগের একটি
চায়নিজ হারবাল মেডিসিন । সেকালে এই চা দিয়ে হার্ট, ব্লাড প্রেসার (উচ্চ রক্তচাপ) ও পেটের
নানা রকম রোগের চিকিৎসা করা হতো। আবার
আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যাচ্ছে- চায়ে
রয়েছে অ্যান্টিঅিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে
নিশ্চিত অবদান রাখে। এ ছাড়াও অন্য বহুগুণ
রয়েছে চায়ে। তবে যে চা-টা প্রক্রিয়াজাত হয়নি, সে চায়ের গুণাগুণই অপেক্ষাকৃত ভালো।

৬. ভিটামিন সি একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ এর
গুণাগুণ অসংখ্য। জানা গেছে, দিনে ১ হাজার
মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চির তরুণ থাকে। তবে ট্যাবলেট খেলে কিছুই উপকার পাওয়া যায় না।
প্রতিদিনই কমবেশী খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ
তাজা ফলমূল। ভিটামিন সিও ক্যান্সার ঠেকাতে
সাহায্য করে। আমলকি, সব ধরনের লেবু, টমেটো,কমলা, পেয়ারা, নানা রকর টক স্বাদের ফলে বিভিন্ন মাত্রায় ভিটামিন সি রয়েছে।

৭. ধূমপানসহ সকল ধরণের নেশা জাতীয় অভ্যাস
ত্যাগ করুণ। কারণ নেশা মানুষকে সকল দিক দিয়ে ধ্বংস করে দেয়।

৮. রেডমিট অর্থাৎ গরু, মহিষ, খাসি, ভেড়া
ইত্যাদির মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। ফার্মের
মুরগিও চলবে না। শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খাওয়া চলতে পারে।

৯. প্রচুর পরিমাণে আধা-সেদ্ধ শাক-সবজি,
তরিতরকারি এবং খুব অল্প পরিমাণে ভাত-রুটি
খাওয়া উচিত। ভাজাভুজি খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি, ঘি, মাখন খাবেন না। মসলার বিভিন্ন ভেষজ গুণ আছে, তবুও রান্নায় খুব বেশি মসলা ব্যবহার করবেন না।

১০. সালাদ হিসাবে প্রতিদিন বেশি করে খাবেন
কাঁচা লেটুস পাতা, পুদিনা পাতা, টমেটো ইত্যাদি।

১১. বিধিনিষেধ না থাকলে সকালে খালি পেটে এক চামচ মধু খাবেন।

১২. ছোট-বড় সব ধরনের মাছ খাবেন। সমুদ্রের
মাছ খাওয়া অভ্যাস করতে পারলে তো খুবই ভালো। কেননা, এটা মহৌষধ। গাদা-গাদা মাছের কাটা খাওয়া ঠিক নয়। ওতে পাকস্থলিতে পাথর হতে পারে।

১৩. সূর্যমূখী ফুলের বীজ হচ্ছে হার্টের ভেষজ
ওষুধ। রান্নায় সূর্যমূখী তেল ব্যবহার করলে
হার্টের সুরক্ষা যেমন হয়, তেমনি হার্টের অসুখ
থাকলে তা সারাতে সাহায্য করে।

১৪. প্রতিদিন অল্প একটু টক দই খাওয়ার অভ্যাস
করুন। টক দই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে
সাহায্য করে ।

লাইক ও শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন।
11/03/2020

লাইক ও শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন।

Address

Hazrat ShaAli Mohila College Shopping Complex
Dhaka
1216

Telephone

+8801619003008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Homeo Hall - মেহেদী হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category