08/04/2024
বিবেচনার জন্য সবিনয়ে অনুরোধ🙏
প্রায় সময় লক্ষ্য করছিবিভিন্নরকম দানের, অনেক গুলো ছবি তুলে ফেবু কে পোস্ট করি আমরা।
যা আমার কাছে দৃষ্টি নন্দন মনে হয় না।
শুধু তাই নয়-আমাদের অনেকের মনোযোগ আকর্ষন করা ও প্রচার বৃদ্ধির জন্য বন্ধুদের ট্যাগ করি।
যা না করে,শুধু সকলের অবগতির জন্য একটা কালার টেক্সট পোস্ট লিখে দিলেই ভালো,তাতে যাদের অবগতি বা অনুপ্রাণিত হবার হবে।
আর যিনি/যারা টাকা দিচ্ছেন তার অবগতি/বিস্বাসের জন্য ব্যক্তিগত ভাবে যত গুলো ছবি ইচ্ছে দেওয়া যেতে পারে।
মানুষের হাত পেতে রাখা বা দেওয়ার ছবি প্রচার নিজেকে জাহির করার সামিল।
প্রকৃত ভাবেই কি আমরা কাউকে কিছু দিতে পারি?
পৃথিবীতে আমাদের বলে কি কিছু আছে?
যদি থাকতো,তাহলে তো কবরেই নিয়ে যেতাম😃
মহান করুনাময় আল্লাহ আমাদের হেদায়েত দান করুন-আমিন 🤲
এটা আমার ব্যক্তিগত প্রস্তাব।
কারো মন খারাপ না করার জন্য অনুরোধ রইলো 🙏
আমার বিস্তারিত মনোভাব জানতে-
আমার এই ভিডিও ক্লিপ টা দেখার জন্য অনুরোধ করছি 🙏