Healing Aid Hospital & Diagnostic.

Healing Aid Hospital & Diagnostic. N/A

বিবেচনার জন্য সবিনয়ে অনুরোধ🙏প্রায় সময় লক্ষ্য করছিবিভিন্নরকম দানের, অনেক গুলো ছবি তুলে ফেবু কে পোস্ট করি আমরা।যা আমার কাছ...
08/04/2024

বিবেচনার জন্য সবিনয়ে অনুরোধ🙏

প্রায় সময় লক্ষ্য করছিবিভিন্নরকম দানের, অনেক গুলো ছবি তুলে ফেবু কে পোস্ট করি আমরা।
যা আমার কাছে দৃষ্টি নন্দন মনে হয় না।
শুধু তাই নয়-আমাদের অনেকের মনোযোগ আকর্ষন করা ও প্রচার বৃদ্ধির জন্য বন্ধুদের ট্যাগ করি।

যা না করে,শুধু সকলের অবগতির জন্য একটা কালার টেক্সট পোস্ট লিখে দিলেই ভালো,তাতে যাদের অবগতি বা অনুপ্রাণিত হবার হবে।
আর যিনি/যারা টাকা দিচ্ছেন তার অবগতি/বিস্বাসের জন্য ব্যক্তিগত ভাবে যত গুলো ছবি ইচ্ছে দেওয়া যেতে পারে।
মানুষের হাত পেতে রাখা বা দেওয়ার ছবি প্রচার নিজেকে জাহির করার সামিল।
প্রকৃত ভাবেই কি আমরা কাউকে কিছু দিতে পারি?
পৃথিবীতে আমাদের বলে কি কিছু আছে?
যদি থাকতো,তাহলে তো কবরেই নিয়ে যেতাম😃

মহান করুনাময় আল্লাহ আমাদের হেদায়েত দান করুন-আমিন 🤲
এটা আমার ব্যক্তিগত প্রস্তাব।
কারো মন খারাপ না করার জন্য অনুরোধ রইলো 🙏

আমার বিস্তারিত মনোভাব জানতে-
আমার এই ভিডিও ক্লিপ টা দেখার জন্য অনুরোধ করছি 🙏

 #পেনশন🤔অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীয়ে নিম্ন বা নিম্ন মধ্যবিত্তের গ্যাড়াকলে-যারা ব্যক্তি জীবনে সম্মান ও সততার সাথে-জীবন অতি...
17/08/2023

#পেনশন🤔

অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীয়ে নিম্ন বা নিম্ন মধ্যবিত্তের গ্যাড়াকলে-যারা ব্যক্তি জীবনে সম্মান ও সততার সাথে-জীবন অতিবাহিত করেছেন।
সোনালী ব্যাংক থেকে সেই পেনশন ভোগী-
শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত ব্যাক্তিগন আমাদের বাবা-মা/দাদা-দাদী/নানা-নানী বা চাচা-চাচী বা কারো খালা-খালু,যারা অত্যান্ত কষ্টকরে-ব্যাংকের সিড়ি বেয়ে,
ব্যাংক ম্যানেজারের রুমে গিয়ে হাজিরা দিয়ে,
তাদের পেনশন নিতে হয়!
আমরা কি কখনও তাদের কষ্ট অনুভব করেছি🥲
শুধু তাই নয়-তাদের সাথে সৌজন্য সুলভ ব্যবহারও করা হয় না।
অনেক বয়স্ক আছেন,যারা বিছানা থেকে ঊঠতেই পারেন না বা স্ট্রোকের রোগী বা হাটুতে সমস্যা বা এ বয়সের বিভিন্ন রোগে ভূগছেন।
তাদের জন্য কি কোন আইন বা নিয়ম নেই?
এ বিষয়ে আইন কি বলে-জানতে চাই।
যেমন-রেজিষ্ট্রি অফিসে নিয়ম আছে-
বাসায় গিয়ে কমিশন করে রেজিষ্ট্রেশন করার,
এখানে কি তেমন কোন নিয়ম নেই? 🤔🤔

31/12/2022
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে💚ফ্রী মেডিকেল চেক আপ চলছে__ _
16/12/2022

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে💚
ফ্রী মেডিকেল চেক আপ চলছে__ _

অত্র এলাকার পল্লী চিকিৎসকদের সাথে আলোচনা সভায়-আমাদের হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক
14/11/2022

অত্র এলাকার পল্লী চিকিৎসকদের সাথে আলোচনা সভায়-
আমাদের হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক

  মহিলা/পুরুষ নিয়োগ করা হবে।Hemayetpur Savar Dhaka থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।সরাসরি যোগাযোগ এর মাধ্যমে-সাক্ষাৎ করে কথা ...
18/10/2022

মহিলা/পুরুষ নিয়োগ করা হবে।
Hemayetpur Savar Dhaka
থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।
সরাসরি যোগাযোগ এর মাধ্যমে-সাক্ষাৎ করে কথা বলুন।
আলোচনা করে-যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে,ইনশাআল্লাহ।
017 5885 5573,
01934446605

Address

Hrishipara, Shingair Road, Hemayetpur, Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Healing Aid Hospital & Diagnostic. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Aid Hospital & Diagnostic.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category