23/09/2025
বাংলাদেশের ওষুধ শিল্পে এক ঐতিহাসিক অর্জন হিসেবে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন “বঙ্গভ্যাক্স” এর জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট অর্জন করেছে। এটি বাংলাদেশের কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা দেশের চিকিৎসা গবেষণা ও উদ্ভাবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, মহামারির সময়ে বিজ্ঞানী কাখন নাগ এবং নাজনীন সুলতানার তত্ত্বাবধানে এ mRNA-ভিত্তিক ভ্যাকসিনটি তৈরি করা হয়।
২০২০ সালে ভ্যাকসিনটির সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স প্রথমবার যুক্তরাষ্ট্রের NCBI ডাটাবেজে প্রকাশিত হয়। পরে এর গবেষণা আন্তর্জাতিক স্বনামধন্য জার্নাল Vaccine (Elsevier) এবং Nature Scientific Reports-এ প্রকাশিত হয়। একই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বঙ্গভ্যাক্সকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করে। সেই সময় বাংলাদেশেই প্রথমবারের মতো বানরকে নিয়ে প্রিক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়, যেখানে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়।
গ্লোব বায়োটেকের কর্মকর্তারা জানান, বঙ্গভ্যাক্স হচ্ছে বিশ্বের একমাত্র এক-ডোজের mRNA ভ্যাকসিন, যা একাধিক কোভিড ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তাদের উদ্ভাবিত ন্যানোটেকনোলজি প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি এ প্রযুক্তি ভবিষ্যতে ক্যান্সার, ডায়াবেটিসসহ জটিল ও দীর্ঘমেয়াদি রোগের উন্নত চিকিৎসা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।