MY JELLY

MY JELLY বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পার্সোনাল লুব্রিকেন্ট ব্র্যাণ্ড। বাংলাদেশে প্রথম। ব্যাথা মুক্ত আনন্দময় মিলন।

14/04/2025

সম্মানিত সকল ডাক্তার, কেমিস্ট, ভোক্তা ও শুভানুধ্যায়ী কে জানাই শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা 🎉

নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি এই প্রত্যাশায়- শুভ নববর্ষ -১৪৩২ (বংগাব্দ)

Wishing all a very Happy New Year 🎉❤️
31/12/2024

Wishing all a very Happy New Year 🎉❤️

আজ বুধবার (৮ মে) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। থ্যালাসেমিয়া সম্পর্...
08/05/2024

আজ বুধবার (৮ মে) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়।

'জীবনের ক্ষমতায়ন, অগ্রগতি আলিঙ্গন: সবার জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা’ শীর্ষক প্রতিপাদ্যে বিশ্বব্যাপী এবারের থ্যালাসেমিয়া দিবস পালিত হচ্ছে।

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। এসব রোগী ছোট বয়স থেকেই রক্তস্বল্পতায় ভোগে।

এদের বৈশিষ্ট্য হচ্ছে- তারা যেহেতু তাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ রক্ত তৈরি করতে পারে না, তাই অন্যের রক্ত ট্রান্সফিউশন নিয়ে তাদের জীবন চালাতে হয়। বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, তাদের সন্তানদের মধ্যে কেউ কেউ থ্যালাসেমিয়ার রোগী হতে পারে, যার ফলে এক বছর বয়স থেকে রক্তশূন্যতা দেখা দেয় এবং প্রায় প্রতি মাসেই নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে হয় তাদের স্বাভাবিক বয়োবৃদ্ধির জন্য।

পরিসংখ্যানে জানা যায়, বাংলাদেশে বর্তমানে প্রতি ১৪ জনে একজনের থ্যালাসেমিয়ার বাহক রয়েছে আর ৭০ হাজারের বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি বছর ছয় হাজার শিশু বিভিন্ন রকমের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, বাংলাদেশের জনসংখ্যার সাত শতাংশ অর্থাৎ প্রায় এক কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ফেডারেশনের (টিআইএফ) তথ্যমতে, বিশ্বব্যাপী ১০ কোটি থ্যালাসেমিয়ার বাহক রয়েছেন। এছাড়াও প্রতিবছর কমপক্ষে ৩ লাখ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।

Happy Women’s day…
08/03/2024

Happy Women’s day…

Happy Valentine's Day🎉❤️Your favorite MY JELLY is now available in Daraz...just a click away...ভালোবাসার মূহুর্ত গুলো হো...
14/02/2024

Happy Valentine's Day🎉❤️

Your favorite MY JELLY is now available in Daraz...just a click away...
ভালোবাসার মূহুর্ত গুলো হোক রঙীন... মাই জেলি এখন আরও হাতের নাগালে...

25% OFF For New Users! - Buy MY Jelly 50gm Personal lubricant Same work like KY & RY Jelly at lowest prices in Bangladesh. Express Home Delivery in Dhaka, CTG & Countrywide

https://www.youtube.com/watch?v=D1BsKitw7RM
21/11/2023

https://www.youtube.com/watch?v=D1BsKitw7RM

মাই জেলি হচ্ছে একটা পার্সোনাল লুব্রিক্যান্ট। এই মাই জেলি লুব্রিকেন্ট আকারে বাজারে নিয়ে এসেছে শরীফ ফার্মাসিটিক...

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের সাথে খেলবে ৩টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের কবে ...
28/02/2023

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের সাথে খেলবে ৩টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের কবে কোন খেলা দেখে নিন ও পরবর্তী সময়ের জন্য ফিক্সচারটি সেভ করে রাখুন। সিরিজের প্রথম ২ টি ওয়ানডে ও শেষ ২ টি টি- টুয়েন্টি ম্যাচ হবে ঢাকার মিরপুরে এবং বাকী ম্যাচগুলো হবে চট্টগ্রামে। সিরিজের সবগুলো ম্যাচ দেখতে পাবেন গাজী টিভি, টফি ও রেবিটহোল মোবাইল অ্যাপস এ।

03/01/2023

#সন্তানের_বয়ঃসন্ধিতে_বাবা_মায়ের_করনীয়
আমরা জানি, বয়ঃসন্ধি জীবনের এমন একটা সময়, যে সময়টা ছেলেবেলাকে বড় বেলার সাথে সংযুক্ত করে। এই সময় শারীরিক এবং মানসিক আমূল পরিবর্তন সাধিত হয়। ছোট থেকে হঠাৎ বড় হয়ে যাওয়া নিয়ে এই বয়সী বাচ্চাগুলোর মধ্যে একটা দিশেহারা ভাব চোখে পড়ে বেশি। মূলত হরমোনের তারতম্যের জন্য এগুলো হয়ে থাকে।
মনে হয়, এই সেদিনের বাচ্চা, ধাঁই ধাঁই করে বড় হয়ে যাচ্ছে! মেয়েটার আচমকা পিরিয়ড শুরু হয়। বুকে নারীত্বের বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থেক প্রকট হতে থাকে। অবয়ব জুড়ে লাবণ্য, পেলবতার ছড়াছড়ি। ছেলেটারও ফিনফিনে গলার স্বর কেমন মেঘ গর্জনের মতো গমগমে। দাড়িগোঁফের সাথে পাল্লা দিতে হিমসিম। ওদিকে এক্সিলারী এবং পিউবিক হেয়ারও জানান দেয়, তুমি বড় হয়ে গেছো গো।
কৈশোরের কোমলতা খুশিমনে পরাজিত হয় তারুণ্যের টগবগে স্রোতের কাছে। মুখে ব্রন, কন্ঠে অন্যের স্বর আর শরীরে অন্যের শরীর (পড়ুন, বড়র শরীর) নিয়ে দিশেহারা এই বয়সী বাচ্চার। তার উপর আছে বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ। ওই ছেলেটা যেনো কেমন করে তাকায়! বুক ধড়ফড় করে! তারপরও না তাকালে যেনো রাজ্যের অভিমান লাগে! আরেহ, এই মেয়েটা তো অদ্ভূত! এর মনোযোগ পেতে ওর বাসার সামনে দিনে দুইবেলা চক্কর দেয়া এমন কোন ব্যাপার! এদিকে পাড়াপ্রতিবেশি ছে ছে করে, হায় হায় গেলো গেলো। পোলাপান এমন ক্যান! বাপু আমরা বড় হয়নি?
হয়েছেন জনাব/জনাবা, কিন্তু ভুলে গেছেন যে, আপনারও এই দিন গেছে। আমারও গেছে, সবারই যায়। দিনমান পড়াশোনা করা ছেলেটা অথবা মেয়েটা যে পৃথিবীর তাবৎ আজাইরা কাজ থেকে মুক্ত, সেও দেখি একদিন ফুল হাতে নিয়ে ঢুলুঢুলু মনে অনুভব করে অন্যআলো, অন্যঘ্রাণ! বড় কাউকে দেখলে চট করে বইয়ের ভাঁজে লুকিয়ে ফেলে! কারো নীল খামে কুলকুল করে ঘামে আবার কী এক অজানা অচেনা ভালোলাগায় ফেলে দিতে মন চায় না, ভুল বানানে লেখা তারই মতো হরমোনের তোরে কাঁপতে থাকা অচেনা বালকের চিঠি! কলকাঠি নাড়ছে হরমোন আর দোষ দিচ্ছেন ওদের! ওদের আর কী দোষ বলুন? বেচারা ওরা! বড়দের মতো আচরণ করলে বলেন ইঁচড়ে পাকা, ছোটোদের মতো করলে ন্যাকা! ভারী জ্বালা তো!
এই সময় মেয়েটাকে শারীরিক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে ঢিলেঢালা পোশাক। পিরিয়ডে একটু মনোযোগ। ওর সাহায্য লাগবে কিনা, জানতে চান। নিজের অভিজ্ঞতা শেয়ার করুন, দেখুন মেয়ে কেমন নির্ভার বোধ করে।
কন্যাশিশুকে পিরিয়ড হওয়ার আগেই এর সম্বন্ধে ধারণা দিতে হবে। ব্যপারটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে তার প্রথম এবং পরবর্তী পিরিয়ড ম্যানেজ করা সহজ হবে। দশ এগারো বছর থেকে বাচ্চার স্কুল ব্যাগে আলাদা করে একটা কর্নার রাখা উচিত যেখানে প্যাড, পেন্টি ইত্যাদি থাকবে এবং বুঝিয়ে বলতে হবে, যেকোনো সময় পিরিয়ড হয়ে যেতে পারে। হলে সে যেনো ঘারড়ে না যায়। ওয়াশরুমে যেয়ে যেনো প্যাড পরে নেয়। এ ব্যাপারে আগেই ডেমো দিয়ে রাখতে হবে। কিভাবে পরে, কিভাবে ডিস্কার্ড করে, কিভাবে হাইজিন মলনটেইন করে ইত্যাদি সম্বন্ধে ও বলতে পারেন। প্রয়োজনে বন্ধুদের সহায়তা নিতে পারে। আবার বন্ধুর প্রয়োজনে নিজেও এগিয়ে যেতে পারে।
বয়ঃসন্ধিতে থাকা ছেলেটাকে বলুন, বেটা আমি তোর বাবা। আমারো এই দিন গেছে রে বাপ। আহা, কী যে সইসব দিন! প্রথম শেইভের কথা এখনো মনে আছে। কেটেকুটে একেবারে রক্তারক্তি কান্ড। আবেগ আর আতংক। এখনো মনে পড়লে কেমন যে লাগে! আপনার অভিজ্ঞতা শুনতে শুনতে ছেলে ভাববে, আরেহ আমি তো একা নই। আমার বাবাও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তবে আমার আর ভয় কি?
ছেলের মা বাবারাও ও তার ওই বয়সী পুত্র সন্তানকে তার শারীরিক পরিবর্তন সম্পর্কে ধারনা দিতে পারেন। একদিন সকালে বয়ঃসন্ধিতে থাকা আমার বড় পুত্র তার বাবাকে আকুল স্বরে বলছে, বাবা আমিতো পিসু করে দেইনি। এসব কি আমার ট্রাইজারে। তার বাবা খুব সহজ কন্ঠে যেনো কিছুই হয়নি এমন ভাবে বললেন, পেনাইল ডিসচার্জ মানে স্বপ্নদোষ হয়েছে তোমার। এগুলো এ বয়সে হতে পারে। পারসোনাল হাইজিন মেইনটেইন করো কেমন! আর হ্যাঁ এটা স্বাভাবিক ব্যপার। এসব নিয়ে বেশি ভেবো না। ছেলের মায়েরা পিরিয়ড সম্বন্ধে ও একটু ধারণা দিয়ে রাখতে পারেন। যাতে সে পরিবার বা স্কুলে এমন কিছু দেখলে ব্যপারটা সহজভাবে নেয়।
শরীরবৃত্তীয় ব্যপারগুলোকে খাওয়া, ঘুমানো, ওয়াশরুমে যাওয়ার মতো সহজ, স্বাভাবিক নিত্য ধরে নিলে ভালো। অযথা বেশি সিক্রেট মনে করে আলাদা করার দরকার নেই। গোপন মনে করলে বরং কৌতুহল জাগে। নিষিদ্ধ জিনিসে ফিসফিসানি বাড়ে। কী দরকার ভাই? বৃষ্টি পড়লে ফিসফাস করেন? কিংবা আকাশে মেঘ করলে? না তো! বরং আনন্দিত হন ঋতু পরিবর্তনে। মানব শরীরও আকাশের চেয়ে কম নয়। সেখানেও মেঘ করে, বৃষ্টি হয়, বিজলি চমকায়, ঋতু পরিবর্তন হয়। জাস্ট টেইক ইট ইজি এন্ড গো ইজি। শুভকামনা।
©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি,
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

Motion sickness is a common problem in our country. Specially, females are more prone to suffer. Motion sickness ( যাত্র...
30/05/2022

Motion sickness is a common problem in our country. Specially, females are more prone to suffer.
Motion sickness ( যাত্রাপথে বমি) না হলে আপনিও উপভোগ করতে পারবেন পথের সবুজ প্রান্তর, ভ্রমনের পরিপূর্ণ আনন্দ।

শরীফ ফার্মার Travelit (ট্রাভেলিট) আপনাকে দিবে সেই স্বস্তি... বাংলাদেশে প্রথম বিশ্বের জনপ্রিয় যাত্রাপথে বমি প্রতিরোধী ঔষধ সাইক্লিজিন হাইড্রোক্লোরাইড ১ তারিখ থেকে পাবেন আপনার পাশের ফার্মেসীতেই।

*** যাত্রা পথে বমি বা মোশন সিকনেস কি আপনার ভ্রমনকে অস্বস্তিকর ও দুঃস্বপ্নে পরিনত করে ......???????? *** পথের সুন্দর মনোর...
28/05/2022

*** যাত্রা পথে বমি বা মোশন সিকনেস কি আপনার ভ্রমনকে অস্বস্তিকর ও দুঃস্বপ্নে পরিনত করে ......????????
*** পথের সুন্দর মনোরম দৃশ্যগুলি কি কখনই উপভোগ করা হয়না এই বমির কারনে?
*** চোখ বন্ধ করেই কি পুরোটা পথ কাটিয়ে দেন?
কমেন্টেস এ আপনাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করুন.........

27/05/2022

ভ্রমণ কি সবসময় আনন্দদায়ক হয় 🤔🤔🤔 ???

সব রোগীর সব গল্প মনে রাখতে পারিনা। তবে ভীড়ের মাঝে কখনো কখনো কিছু কিছু গল্প এতো মনে দাগ কাটে মাঝে মাঝে শব্দ দিয়ে সেগুলোকে...
10/05/2022

সব রোগীর সব গল্প মনে রাখতে পারিনা। তবে ভীড়ের মাঝে কখনো কখনো কিছু কিছু গল্প এতো মনে দাগ কাটে মাঝে মাঝে শব্দ দিয়ে সেগুলোকে আটকে রাখতে ইচ্ছে হয়!
ছবিটিতে যেই ম্যাসেজটি দেখতে পাচ্ছেন, সেটি বেশ পুরানো। আমার একজন রোগী আমাকে পাঠিয়েছিলেন।চিকিৎসা নিতে ঢাকার বাইরে থেকে তিনি আমার চেম্বারে এসেছিলেন স্বামীসহ।
ম্যাসেজটা কেমন অদ্ভূত না?
পড়ে মনে হচ্ছে না যে 'কেমন মানুষরে ভাই ইনি? লজ্জা-শরমের কোন বালাই নেই নাকি'?
আজকে রোগীর নাম-পরিচয় গোপন রেখে আপনাদেরকে এর পেছনের গল্পটা বলব।
দু'জনই ভীষণ সুন্দর দেখতে একটি দম্পতি। বাইরে থেকে বোঝার কোন উপায় নেই যে তাদের জীবনে কোন কষ্ট থাকতে পারে!
এই দম্পতিটির মূল সমস্যাটি ছিল এটাই যে, তাদের বিয়ের ৬ বছর পেরিয়ে গেলেও তারা কিছুতেই ফিজিক্যাল রিলেশনশিপ বলতে আমরা প্রথাগতভাবে যা বুঝি সেই সম্পর্কটি স্থাপন করতে পারছিলেন না।
এই সত্যি গল্পটিতে স্ত্রীর দিক থেকে ভয়াবহ Performance Anxiety ছিল। ইন্টিমেট রিলেশনশিপের কথা শুনলেই প্রচন্ড ভয়ে তিনি কুকড়ে থাকতেন। বারবার ভয়ে অজ্ঞান হবার উপক্রম/আসলেই অজ্ঞান হবার ঘটনা ঘটতো।
৬ বছর! কি করবেন, কোথায় যাবেন বোঝেননি!সম্পর্কটা কেমন যেতে পারে একবার চিন্তা করুন!
তিনি যে হাজব্যান্ডের দিকটা বুঝতেন না ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম না! তিনি নিজে যে পারফরম্যান্সটা পারছেন না এ নিয়ে স্ত্রীর অপরাধবোধ ছিল আকাশছোঁয়া! ভয়টা ঠিক কিভাবে সামলাবেন তিনি স্রেফ এটা কিছুতেই মিলাতে পারতেন না।
গল্পটার সুন্দর অংশটা হল, ভদ্রমহিলার স্বামীর ধৈর্য ছিল সীমাহীন। এই অপ্রাপ্তিটার/কষ্টটার সাথে প্রতিনিয়ত তিনি মানিয়ে নিতে চেষ্টা করেছেন। মেয়েটার আরো দশটা ভাল গুণের দিকে তাকিয়ে সারা জীবন এই পরীক্ষা মাথা পেতে নেয়ার একটা ছেলেমানুষি সরলতা নিয়ে বসেছিলেন। একবার ও বলতেন না 'বউকে ডিভোর্স দেব'!
তাদের এই ভালোবাসার গল্প, ধৈর্যের গল্প, সম্পর্কে শ্রদ্ধার গল্প আমার ভেতরে খুব খুব ভালো লাগার জন্ম দিয়েছিল।
৬ বছর! সময়ের হিসেবে খুব কম তো নয়! কি বলেন?
ফিজিক্যাল রিলেশনশিপ নানা কারনে কারো কারো জন্যে ভয়াবহ আতংকের ব্যাপার হতে পারে।
'আরে! এই অযৌক্তিক ভয়ের কোন মানে আছে? সব ঠিক হয়ে যাবে' এইসব ভুজুং-ভাজুং বলে কিছুতেই এই ভয়ে যারা ভোগেন তাদের ভয় ভাংগানো যায় না!
অনেকের কাছেই সমস্যাটি অত্যন্ত হাস্যকর মনে হলেও, কেবলমাত্র প্রফেশনালরা বুঝবেন কেন এইসব কেসগুলো ম্যানেজ করা আমাদের জন্যে অত্যন্ত চ্যালেঞ্জিং!
গল্পটা শেষ করি।
এই দম্পতির সাথে ১টি ১.৫ ঘন্টার লম্বা সেশনে বসি আর ২ টি ২০ মিনিটের ফলো আপ সেশন।
তাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকীর ঠিক একদিন পরে এই দম্পতি অবশেষে তাদের সম্পর্কটি স্থাপন করতে সমর্থ হন।
আমি ছুটিতে ছিলাম দেখে আমাকে ফোনে পাচ্ছিলেন না! এদিকে আমার রোগী রীতিমত অস্থির ছিলেন কখন আমাকে জানাবেন!
এরকম দম্পতিদের সম্পর্কটা ঠিক করাই আমার কাজ। তাই হয়তো এটা আমার জন্যে দৈনন্দিন অভিজ্ঞতার মতই একটি জিনিস। কিন্তু তাঁদের জন্যে তো এই ঘটনাটা, সেই দিনটা বিশাল কিছু!
ভদ্রমহিলার কান্না-হাসি মেশা সেই আবেগটা ফোনের এপারে বসে বুঝতে আমার খুব একটা দেরি হয়না!
এই দম্পতি ৬ বছর ধরে ভুগছিল।
আমি ১২ বছর, ২ বছর, ৩ মাস নানা সময় ধরে ভোগা মানুষ পেয়েছি এবং পাই রোগী হিসেবে। এদের হাহাকার কাছ থেকে না দেখলে কষ্টটার তীব্রতা কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব না।
আমার পেশাটাই এমন যেখানে স্রোতের বিপরীতের গল্পগুলোর সাথেই রোজ বাস করি আমি। নিজে যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জ নিয়ে, লড়েই কাজটা করে যাই প্রতিনিয়ত। তাও মুখে বলি- এই কাজটাকে ভালোবাসি।
কারনটা সাদামাটা।
যারা ভোগেন কেবল তারাই তো আসলে জানেন সারাটা জীবন এর ভোগান্তিটা আসলে কি জিনিস! সেজন্যেই হয়তো আমাকে খুব আপন ভেবে ফেলেন। সারাজীবনের জন্যে! ছেলেমেয়ের নাম কি রাখব এমনকি সেটা জানতেও রোগী ফোন দিচ্ছেন এমন নজির ও আছে ! চিকিৎসক হিসেবে এই সব আনন্দগুলোরই লোভে পড়ে গেছি!
গল্পটা শেষ।
তবে এই গল্পটার মাধ্যমে আপনাদেরকে আমি একটি জরুরী ম্যাসেজ দিতে চাই -
ইন্টিমেট রিলেশনশিপ সংক্রান্ত টপিকগুলো সামনে আসলেই মুচকি মুচকি হাসাহাসি বা ফিসফাস করবেন না। এসব অবিবেচক মানুষদের জন্যে মানায়।
বিয়ের সম্পর্কটা পবিত্র।
সুখের হাত ধরেই এই সম্পর্কটাতে আল্লাহ অনেক পরীক্ষা ঢুকিয়ে দেন। তাই যেকোন দম্পতি হাহা-হিহির বদলে আপনার আমার কাছ থেকে মন থেকে আসা দোয়া ডিজার্ভ করে।
Coppied from
Dr Shusama Reza's time line
MD Psycho-Sexologist

Address

15 (New), Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when MY JELLY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MY JELLY:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram