06/01/2026
শীতকাল এলেই চোখের এই সমস্যা কেন হয়? জানুন সতর্কবার্তা
শীতকাল শুরু হলে অনেকের চোখে অস্বস্তিকর কিছু সমস্যা দেখা দেয়। এগুলোকে অনেক সময় সাধারণ মনে করা হলেও, বাস্তবে এটি Allergic Conjunctivitis—চোখের একটি অ্যালার্জিজনিত প্রদাহ—হতে পারে।
কেন শীতে এই সমস্যা বেশি হয়
* ধুলো ও কুয়াশার পরিমাণ বৃদ্ধি
* শুষ্ক ও ঠান্ডা বাতাস
* বিভিন্ন অ্যালার্জেনের সংস্পর্শ
* চোখের সংবেদনশীলতা বৃদ্ধি
সাধারণ লক্ষণসমূহ
* চোখে তীব্র চুলকানি
* চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়া
* চোখ লাল হয়ে যাওয়া
* চোখে জ্বালা বা আলোতে তাকাতে কষ্ট
* বারবার চোখ ঘষতে ইচ্ছে করা
করণীয়
* চোখে বারবার হাত দেওয়া এড়িয়ে চলুন
* ধুলোবালি ও ধোঁয়াযুক্ত পরিবেশ থেকে দূরে থাকুন
* পরিষ্কার ঠান্ডা পানির সেঁক উপকারী হতে পারে
* চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো আই ড্রপ ব্যবহার করবেন না
সময়মতো সচেতন হলে চোখের জটিলতা এড়ানো সম্ভব। নিজে সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।
👉 শিশু ও প্রাপ্তবয়স্কদের সকল আধুনিক চক্ষু সেবা পেতে যোগাযোগ করুন—
MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা
📞 01780-162478, 01914-946662
#চোখের_যত্ন #চোখের_অ্যালার্জি #শীতকালীন_সমস্যা #স্বাস্থ্য_সচেতনতা #চক্ষু_স্বাস্থ্য
#চুলকানি_ও_পানি_পড়া