BUETS.com

BUETS.com It's a educational site

BUETS Online Service এর মাধ্যমে আমরা দিচ্ছি অনলাইন শিক্ষকদের মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন প্রশ্ন ও সমস্যা সমাধান, English এর Spoken ও Grammar এবং অনলাইন বিভিন্ন কোর্সসহ কর্পোরেট কোর্স (যেমন IELTS, GRE, SAT, GMAT ইত্যাদি) সংক্রান্ত বিস্তারিত তথ্য, উপকরণ, পরামর্শ ও সহযোগীতা।
BUETS Admission and Academic Care দিচ্ছে অনলাইন সেবা, ইউনিক চেইন ভিত্তিক একাডেমিক সাপোর্ট, শিক্ষাবৃত্তি প্রকল্প, মান সম্পন্ন প্রকাশনী, প্রফেশনাল ও আইসিটি বিষয়ক কোর্স, বিভিন্ন গ্যারান্টেড প্রোগ্রাম এবং সর্বোপরি সবধরণের শিক্ষা সেবা

বুয়েটস এডিমশন এন্ড একাডেমি শিঘ্রই তাদের প্রকাশিত বিভিন্ন একাডেমিক বই সমূহের সহজ সমাধান ও সহজ পদ্ধতিতে ইংরেজি, গণিত এর ম্যাজিক কৌশল এবং বিভিন্ন বিজ্ঞান ও সাহিত্যের বই সমূহ বাজারে আনতে যাচ্ছে।

বুয়েটস এডিমশন এন্ড একাডেমি হচ্ছে BUET, Medical, DU এবং IBA শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান,
যা একজন শিক্ষা প্রার্থীকে উচ্চ স্বপ্ন পূরণে ও বিশ্ববিদ্যালয়ের ছোঁয়া পেতে সহায়তা করে।

বুয়েটস এডিমশন এন্ড একাডেমি দিচ্ছে দরিদ্র ও মধ্য মেধাবি শিক্ষার্থীদের আর্থিক শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন Exam পূর্ব মডেল টেস্ট ও Monthly টেস্ট বিনামূল্যে করা সুব্যবস্থা। এছাড়াও থাকছে বিনামূল্যে প্রাইমেক্স প্রকাশিত বই।

বুয়েটস.com এর মাধ্যমে দূরবর্তী আগ্রহী শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা সেবা পৌছে দিতে আমাদের শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধায়ন ও আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলছে আমাদের এই কার্যক্রম।

04/03/2017

গুরুত্বপূর্ন কিছু তথ্যঃ

১০" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।

০৫" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। নিচের ছলিং এ প্রতি ০১' (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।

পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।
সিএফটি অর্থাৎ ঘনফুট। এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।

কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০"÷ ১২ =০.৮৩৩) এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে
মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা 15 মিমি সিলিং প্লাষ্টারে ১:3 অনুপাতে
সিমেন্ট দিতে হয়। এবং মসলার পুরুত্ব 6-7 মিমি . . বীম এবং কলাম সিলিং এর মতো
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯১/২"x৪১/২"x২ ৩/৪")
মসলাসহ = (১০"x৫"৩")
10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)
Convert
1" = 25.4 mm
1" = 2.54 cm
39.37" = 1 m
12" = 1' Fit
3' = 1 Yard (গজ)
1 Yard = 36"
72 Fit = 1 bandil.
রডের হিসাব
1" = 8 sut (সুত)
1/2" = 4 sut (সুত)
1/4 = 2 sut (সুত)
1/8 = 1 sut (সুত)125"
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন =০.১৮৮কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন =০.২৭০৬কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন =০.৪৮১২কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন =০.৭৫১৮কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন =০.৯০৯৭কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন=১.১৭৪৭কেজি।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০০ sft ৫" গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০" গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

03/03/2017

এস্টিমেট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ....
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

ধন্যবাদ, এই ধরনের পোষ্ট পাবার জন্য আমদের পেইজ এবং পোষ্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ।

Residential Building Step by Step Construction Work:1. Marking2. Earthwork work Excavation Footing3. River Sand filling ...
26/02/2017

Residential Building Step by Step Construction Work:

1. Marking
2. Earthwork work Excavation Footing
3. River Sand filling Footing
4. PCC Laying work Footing
5. Footing Matt & Column Reinforcemen tSteel fabrication& er****on work
6. Footing Matt and Column Shuttering work
7. Footing De-Shuttering work
8. Basement Column Marking work
9. Basement Column Shuttering work
10. Basement Column RCC laying work
11. Plinth beam marking work
12. Plinth beam sand filling work
13. Plinth beam PCC laying work
14. Plinth beam Reinforcement Steel fabrication & er****on work
15. Plinth beam Shuttering work
16. Plinth beam RCC laying work
17. Plinth beam De-Shuttering work
18. Basement 230mm brick laying work
19. Basement Inner & External wall plastering work
20. Basement Gravel filling work
21. Gravel Consolidation work
22. Gravel in inside anti-termite filling work
23. Basement Floor Sand filling work
24. Basement Floor PCC laying work
25. Basement belt beam RCC laying work Above Basement to Ground Floor
26. Ground floor Column marking work
27. Ground floor Column Reinforcement steel fabrication and er****on work
28. Ground floor Column shuttering work
29. Ground floor Column RCC laying work
30. Ground floor Column De-Shuttering work
31. Ground floor Roof beam & Roof Slab Shuttering work
32. Ground floor Roof beam & Slab Reinforcement Steel fabrication & er****on work
33. Ground floor Roof Slab Electrical pipe laying work
34. Ground floor Roof slab Shuttering side & Support checking work
35. Ground floor Roof slab RCC laying work
36. Ground floor Roof slab De-shutteringwork
37. Ground floor Inner & External wall 230mm brick work Up to window sill level
38. Ground floor window sill reinforcement steel er****on and fabrication work
39. Ground floor window sill RCC laying work
40. Ground floor brick work Up to lintel level
41. Ground floor Lintel & Sun shade shuttering work
42. Ground floor Lintel and Sun shade Reinforcement steel er****on and fabrication work
43. Ground floor Lintel and Sunshade RCC laying work
44. Ground floor Lintel De-shuttering work
45. Ground floor brick work Up to Roof level
46. Ground floor Doors & Windows fixing work
47. Ground floor Wall electrical pipe and box fixing work
49. Ground floor Ceiling plastering wok
50. Ground floor Inner wall plastering work
51. Ground floor all windows grill fixing work
52. Ground floor Vertified tiles laying work
53. Ground floor Ceiling and wall Painting work
54. Ground floor electrical wiring and fittings fixing work
55. Staircase, Sump, Toilet etc.

23/11/2016

দুই বন্ধু একই সাথে বিজনেস শুরু করেছিল। একজন ব্রান্ডিং এর পেছনে অর্থ খরচ করেছিল। আরেকজন ব্রান্ডিং এর পেছনে পয়সা খরচ করাকে অর্থহীন মনে করেছিল। যে ব্রান্ডিং এর পেছনে পয়সা খরচ করেছিল তার প্রডাক্ট এখন সারা বাংলাদেশে চলে। যে ব্রান্ডিং এর পেছনে পয়সা খরচ করাকে অর্থহীন মনে করেছিল তার প্রডাক্ট শুধুমাত্র একটি এলাকায় নির্দিষ্ট কিছু কাস্টমারের মধ্য চলে। ব্রান্ডিং বুঝনেওয়ালা বন্ধু এখন কোটি টাকার মালিক, ব্রান্ডিংকে অগ্রাহ্য করা বন্ধু এখন লাখ টাকার মালিক। আর ওই দুই বন্ধুর আরেক বন্ধু ছিল যে তাদেরকে ব্যবসা করতে নিষেধ করেছিল। সে এখন হাজার পতি। মাসে ১৫ হাজার টাকার বেতনের চাকরি করে। আর ওই হাজার পতির আরেকটি বন্ধু ছিল যে চাকরী করতে নিষেধ করে ডেসটিনি করতে বলেছিল। সে? সে এখন কাওরান বাজারে সবজি বিক্রি করে।
Copied from - দেশ বিদেশের বিজ্ঞাপন

16/11/2016

ফিনল্যান্ডের মানুষের কাছে শিক্ষা বিষয়টা অনেকটা এ রকম—হয় আমরা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য তৈরি করব, নয়তো জীবনের জন্য। দ্বিতীয় পথটাই তারা অনুসরণ করেন। তাই তাদের স্কুলে কোনো পরীক্ষা নেই। তবে তাদের শিক্ষার্থীরা জানে কীভাবে ট্যাক্সের কাজ করতে হয়, ওয়েবসাইট বানাতে হয়, শতকরা নির্ণয় করতে হয়। এর কোনো কিছুই শিখিয়ে দেওয়া হয় না। বাস্তব জীবনে করতে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা বাধ্য হয়ে ঠেকে শিখছি তা নয়; বরং দেখে শিখছি, বুঝে শিখছি।

এখানেই কিন্তু শেষ নয়। এখন তারা অভূতপূর্ব একটা সিদ্ধান্ত নিয়েছে। ফিনল্যান্ড হতে যাচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে স্কুলে ধরাবাধা কোন সাবজেক্ট থাকবে না। আলাদা আলাদা সাবজেক্টের বদলে শিক্ষার্থীরা কোন ঘটনা বা বিষয়কে বিভিন্ন সাবজেক্ট দিয়ে বিশ্লেষণ করে শিখতে পারবে। যেমন, আগে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থান শুধু ছিলো ইতিহাসের পাতায়, কেবলমাত্র ইতিহাস বিষয়টিতেই এ নিয়ে আলোচনা হতো। কিন্তু ফিনিশদের নতুন এ নিয়মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুই ইতিহাস নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ম্যাথমেটিক্সের কি ভূমিকা ছিলো, পুরো যুদ্ধটা বিশ্বের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলেছে, বিশ্বযুদ্ধের ফলে রাজনৈতিক পট পরিবর্তন এসবই বিশ্লেষন করা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ার সময়। এর মধ্যে দিয়ে কিন্তু গণিত, অর্থনীতি এমনকি পৌরনীতিও শেখা হয়ে গেলো!

জটিল লাগছে? আরেকটা উদাহরণ দেই তবে। ধরলাম, একটা কোর্সের নাম ‘Working in a Cafe’। একটা ক্যাফেতে কাজ করতে গেলে কিসে পারদর্শী হতে হয়? ইংরেজি ভাষাজ্ঞান দরকার হয়, আর কমিউনিকেশন স্কিল থাকতে হয়। আর টাকাপয়সার হিসেবটাও একটু জানা লাগে, মানে হিসাববিজ্ঞানটাও বেশ একটু পারতে হয়। তার মানে যা হলো, এই এক কোর্স করলেই ইংরেজি ভাষা, হিসাববিজ্ঞান এমনকি কমিউনিকেশন স্কিল শেখা হয়ে গেলো!

এভাবেই পরিবর্তনের পথে এগোচ্ছে ফিনল্যান্ড। সেকেলে শিক্ষক-ছাত্র সম্পর্কেও আসবে পরিবর্তন। সেসব দিন আর থাকবে না, যখন শিক্ষক মহাশয় আরামে বসে থাকতেন চেয়ারে, আর বেঞ্চে শিক্ষার্থীদের পা ঠকঠকানি-কখন বুঝি পড়া বলতে তার ডাক পড়ে। ফিনল্যান্ডে সেসব দিন শেষ। শিক্ষার্থীরা নতুন এই পদ্ধতিতে ছোট্ট ছোট্ট গ্রুপে ভাগ হয়ে একসাথে সমস্যাগুলো আলোচনা করবে। ২০২০ সালের মধ্যেই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবার কথা।

জিপিএ ফাইভ পাওয়াটা কিন্তু সবকিছু নয়। কিছুই না শিখে শুধু জিপিএ ফাইভ পেলে কি চলবে? শেখার মতো করে শিখতে পারলে, সেই আগ্রহটা থাকলে দুনিয়া জয় করাও সম্ভব! :D

04/11/2016

বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ক গ্রুপের তালিকা :http://ugadmission.buet.ac.bd/ka_selected_roll.pdf

খ গ্রুপের তালিকা :http://ugadmission.buet.ac.bd/kha_selected_roll.pdf

ক গ্রুপের অপেক্ষমান তালিকা :http://ugadmission.buet.ac.bd/ka_waiting_roll.pdf

খ গ্রুপের অপেক্ষমান তালিকা :http://ugadmission.buet.ac.bd/kha_waiting_roll.pdf

বিস্তারিত : http://ugadmission.buet.ac.bd/index.html

স্বাগতম বুয়েট '১৬ ব্যাচ :)

Whatever happens to you, don’t fall in despair. Even if all the doors are closed, a secret path will be there for you th...
31/10/2016

Whatever happens to you, don’t fall in despair. Even if all the doors are closed, a secret path will be there for you that no one knows. You can’t see it yet but so many paradises are at the end of this path. Be grateful! It is easy to thank after obtaining what you want, thank before having what you want.

~ Shams Tabrizi
Image: c1113

পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম...
25/10/2016

পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম...

জেনে নিন বাড়ি তৈরি করার ইট সিমেন্ট আর রডের যাবতীয় হিসাব নিকাশhouse-engineeringহিসাব১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফ...
23/10/2016

জেনে নিন বাড়ি তৈরি করার ইট সিমেন্ট আর রডের যাবতীয় হিসাব নিকাশ
house-engineeringহিসাব

১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

==============================================

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।
সূত্রঃ ইন্টারনেট

22/10/2016

মাথা ছাড়া যেমন মানব দেহের কথা কল্পনা
করা যায় না, তেমনি ধৈর্য ছাড়া কোনো
কিছুই সঠিক হয় না।

Address

Dhaka
1215

Telephone

+8801714036177

Alerts

Be the first to know and let us send you an email when BUETS.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BUETS.com:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

BUETS.com

BUETS Online Service এর মাধ্যমে আমরা দিচ্ছি প্রযুক্তি ও ব্যবসা সংক্রান্ত বিস্তারিত তথ্য, উপকরণ, পরামর্শ ও সহযোগীতা। BUETS দিচ্ছে অনলাইন সেবা, ইউনিক চেইন ভিত্তিক একাডেমিক সাপোর্ট, শিক্ষাবৃত্তি প্রকল্প, মান সম্পন্ন প্রকাশনা, প্রফেশনাল আইসিটি বিষয়ক কোর্স, বিভিন্ন গ্যারান্টেড প্রোগ্রাম এবং সর্বোপরি সবধরণের শিক্ষা সেবা। বুয়েটস শিঘ্রই তাদের প্রকাশিত বিভিন্ন প্রফেশনাল প্রযুক্তি বিষয়ক বই সমূহ প্রকাশ করতে যাচ্ছে যার মধ্যে সহজ প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও ব্যবসা সংক্রান্ত বেশ কিছু ম্যাজিক কৌশল, বিভিন্ন বিজ্ঞান ও সাহিত্যের বই সমূহ বাজারে আনতে যাচ্ছে। বুয়েটস হচ্ছে BUET, Medical, DU এবং IBA শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান, যা একজন প্রযুক্তিপ্রেমি ও শিক্ষা প্রার্থীকে তার উচ্চ স্বপ্ন পূরণে সহায়তা করে। বুয়েটস দিচ্ছে দরিদ্র ও মধ্য মেধাবি শিক্ষার্থীদের আর্থিক শিক্ষাবৃত্তি সহ, বিভিন্ন Exam পূর্ব মডেল টেস্ট ও Monthly টেস্ট বিনামূল্যে করার সুব্যবস্থা। এছাড়াও থাকছে বিনামূল্যে প্রকাশিত বই সমূহ। buets.com এর মাধ্যমে দূরবর্তী আগ্রহী ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও বিজ্ঞান শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ও প্রযুক্তি সেবা পৌছে দিতে চাই আমরা।

আমাদের শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধায়ন ও আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলছে আমাদের এই কার্যক্রম।