Psychiatrist Dr. Mekhala Sarkar

Psychiatrist Dr. Mekhala Sarkar Psychiatrist
MBBS, MPH (Epidemiology),
FCPS (Psychiatry). Chamber: Popular Diagnostic Ltd. House #16, Road # 2, Dhanmondi R/A, Dhaka 1205.

For Appointment, contact: 10636 মানসিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করা হয়।

মানসিক উপসর্গ ও রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা ।

সঠিক সন্তান পালন পদ্ধতি নিয়ে আলোচনা। শিশুদের নানা ধরণের মানসিক সমস্যা বা আচরণগত সমস্যা নিয়ে ভিডিও।

মন ভাল থাকার পরামর্শ, অর্থাৎ কিভাবে জীবন যাপন করলে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন।

🍁প্যানিক Attack এ আকস্মিক মৃত্যুভীতি হতে পারে। এক্ষেত্রে হঠাৎ করে তীব্র খারাপ লাগে, মনে হয় এখুনি মারা যাবো, হার্ট অ্যাটা...
03/01/2026

🍁প্যানিক Attack এ আকস্মিক মৃত্যুভীতি হতে পারে। এক্ষেত্রে হঠাৎ করে তীব্র খারাপ লাগে, মনে হয় এখুনি মারা যাবো, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবে বা খারাপ কিছু হয়ে যাবে।

🪴কিন্তু প্যানিক অ্যাটাক মূলত: হঠাৎ করে তীব্র উদ্বেগের উপসর্গ! । উদ্বেগের শারীরিক উপসর্গ (বুক ধড়ফড়, শ্বাস কষ্ট, ঘেমে যাওয়া, পেটে চাপ বোধ করা, মাথা টলমল করে উঠা ইত্যাদি) খুব অল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করে বলে মনে হয় শরীরের কোন খারাপ কিছু হয়ে যাবে।

🍂 প্যানিক অ্যাটাক নিয়ে ভয় পাবার কিছু নাই। আপনি চিকিৎসা নিন আর না নিন, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

🌱প্যানিক আটাক হবার প্রাথমিক পর্যায়ে শ্বাস প্রাশ্বাসে ব্যায়াম করুন। উপসর্গ সহজে কমে যাবে।

সাইকিয়াট্রিস্ট ডা: মেখলা সরকার।
Psychiatrist Dr. Mekhala Sarkar

02/01/2026

🌵আমাদের জীবনের ভালো-মন্দ এই সমুদ্রের জোয়ার ভাটার মতো! আমাদের আবেগও কিন্তু এমনই।

🌵মাঝে মাঝে ঢেউগুলো আমাদের আবেগে (দু:খ, আনন্দ, বেদনা...) আমাদের ভাসিয়ে, কখনো ছোট ছোট ঢেউ আসে, আবার আবেগের ভাটাকালিন জীবন থাকে শান্ত, নিরুত্তাপ-কিছুই যেন অনুভূত হয় না!

🌵আবেগের এই জোয়ার ভাটা সহজভাবে নিন। যে কষ্ট আপনাকে আজ ভাসিয়ে দিচ্ছে, এর শেষ হবে। জীবনের কিছুই স্থায়ী না।

সাইকিয়াট্রিস্ট ডা. মেখলা সরকার
আপনার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।

🍂 মানুষ হিসেবে জন্মগ্রহন কিন্তু একধরনের ‘সুযোগ’। 🪴 এ সুযোগ অনিন্দ্য এবং অত্যাশ্চর্য এ জীবনকে উপভোগ করার। আমরা জীবনের স্ব...
01/01/2026

🍂 মানুষ হিসেবে জন্মগ্রহন কিন্তু একধরনের ‘সুযোগ’।

🪴 এ সুযোগ অনিন্দ্য এবং অত্যাশ্চর্য এ জীবনকে উপভোগ করার। আমরা জীবনের স্বাদ নেই পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, কাজের মাধ্যমে , অন্যের জীবনে আমাদের ছোট ছোট ইতিবাচক অবদানের মাধ্যমে; সর্বোপরি ভালোবাসা এবং গভীরভাবে উপলব্ধির মধ্য দিয়ে।

🌹মানসিকভাবে ভালো থাকা আমাদের 'সীমিত সময়ে'র এ সুযোগ সর্বাত্মকভাবে ব্যবহারের অন্যতম নির্ধারক!

🌻 মনের যত্ন নিন, জীবনের সম্ভবনা খুলুন!!

সাইকিয়াট্রিস্ট ডাঃ মেখলা সরকার
৬ জানুয়ারি, ২০২৩


Psychiatrist Dr. Mekhala Sarkar

Happy New Year 2026 to all!
31/12/2025

Happy New Year 2026 to all!

অস্তমিত ২০২৫! আরো একটি বছর চলে গেলো চোখের পলকে। যা কিছু ঘটেছে, কাংখিত বা অনাকাঙ্ক্ষিত মেনে নিন, মনে নিন, বিশেষত যা আপনি ...
31/12/2025

অস্তমিত ২০২৫! আরো একটি বছর চলে গেলো চোখের পলকে।

যা কিছু ঘটেছে, কাংখিত বা অনাকাঙ্ক্ষিত মেনে নিন, মনে নিন, বিশেষত যা আপনি পরিবর্তন করতে পারবেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনা যতটুকু মোকাবিলা করতে পেরেছেন সেটি কিন্তু আপনার শক্তি। এই শক্তিকে মূল্যায়ন করুন। এই শক্তি আপনাকে সামনের সময় আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে।

যা ভালো কিছু ঘটেছে, অথবা খারাপ যা ঘটতে পারতো কিন্তু ঘটেনি সেটিও মূল্যায়ন করুন। যেমন-আপনার ও পরিবারের সুস্থতা, পরিবার, বন্ধু-বান্ধবের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক স্থিতিশীলতা ইত্যাদি।

ভালো ও মন্দ আপনি কতটুকু কিভাবে গ্রহন করেছেন সেটি অনেকাংশে নির্ধারণ করবে আপনার সামনের পথ চলা।

২০২৬ এর জন্য আগাম শুভেচছা! আগামী বছরেও মনের ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন।

ডা. মেখলা সরকার
সাইকিয়াট্রিষ্ট!

🌻সমালোচনা বা অন্যের নেতিবাচক মন্তব্যউপেক্ষা করুন। 🪴বরং নিজের উপর আস্থা রাখুন, নিজের ইতিবাচক বৈশিষ্ট্যর উপর আরো মনোযোগী হ...
29/12/2025

🌻সমালোচনা বা অন্যের নেতিবাচক মন্তব্য
উপেক্ষা করুন।

🪴বরং নিজের উপর আস্থা রাখুন, নিজের ইতিবাচক বৈশিষ্ট্যর উপর আরো মনোযোগী হোন।

🍁কারন আপনার সম্পর্কে অন্যের ভাবনা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

🙏সাইকিয়াট্রিস্ট ডাঃ মেখলা সরকার
৫ জানুয়ারি, ২০২৩

Psychiatrist Dr. Mekhala Sarkar

🌳 অন্যের ইতিবাচক বৈশিষ্ট্য দেখতে পাওয়া এবং প্রশংসা করতে পারার ক্ষমতা আপনার সুন্দর মনকেই কিন্তু প্রতিফলন করে।🌱অন্যের প্রত...
28/12/2025

🌳 অন্যের ইতিবাচক বৈশিষ্ট্য দেখতে পাওয়া এবং প্রশংসা করতে পারার ক্ষমতা আপনার সুন্দর মনকেই কিন্তু প্রতিফলন করে।

🌱অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধন্যবাদ জ্ঞাপন করুন (Honest Appreciation) । এ অভ্যাস আপনাকে মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করবে।

🌳 আপনার পরিবেশ, চারপাশ সুন্দর করার নির্ধারক কিন্তু আপনিই!

মনের যত্ন নিন, জীবনের সম্ভবনা খুলুন!

ডাঃ মেখলা সরকার
সাইকিয়াট্রিস্ট
২৭.১২.২০২৩।

Psychiatrist Dr. Mekhala Sarkar

27/12/2025

মানসিক চাপে কি কি পেটের উপসর্গ হতে পারে?

Dr Mekhala Sarkar
Psychiatrist

Psychiatrist Dr. Mekhala Sarkar

বাবা-মা  ডিভোর্সড হলে বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেসন্তানের ক্ষেত্রে- 🌳সন্তানকে বাবা বা মায়ের সম্পর্কে নেতিবাচক ধারনা ...
26/12/2025

বাবা-মা ডিভোর্সড হলে বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলে

সন্তানের ক্ষেত্রে-

🌳সন্তানকে বাবা বা মায়ের সম্পর্কে নেতিবাচক ধারনা দিবেন না। বাবা- মা সম্পর্কে নেতিবাচক ধারনা শিশুমনে হীনমন্যতা, বিসন্নতা তৈরি করতে পারে। হীনমন্যতা 'সফল' মানুষ হবার ক্ষেত্রে অন্যতম বাধা।

🌳একক সন্তান পালনের ক্ষেত্রে সন্তানের যত্নের পাশাপাশি নিজের ভালো থাকার প্রতি মনোযোগী হোন।

-বন্ধু-বান্ধব, প্রতিবেশী,আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ বাড়ান, সামাজিক মেলামেশা বাড়ান, কাজের ক্ষেত্র বাড়ান, নিজের প্রতি সময় দিন।

🍁এককভাবে সন্তান পালন নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে মানসিকভাবে আপনার ভালো থাকা, আত্মবিশ্বাস এই চ্যালেঞ্জ সুন্দরভাবে মোকাবিলা করতে সাহায্য করবে।

সাইকিয়াট্রিস্ট ডাঃ মেখলা সরকার
২২.১০.২২
Psychiatrist Dr. Mekhala Sarkar

বাবা-মায়ের ডিভোর্স 🔹সন্তানের সুষ্ঠ মানসিক বিকাশের ক্ষেত্রে বাধা না বরং আপনার 'সঠিক' সন্তান পালন পদ্ধতির উপর নির্ভর করবে ...
25/12/2025

বাবা-মায়ের ডিভোর্স

🔹সন্তানের সুষ্ঠ মানসিক বিকাশের ক্ষেত্রে বাধা না বরং আপনার 'সঠিক' সন্তান পালন পদ্ধতির উপর নির্ভর করবে তার ইতিবাচক ও সফল মানুষ হওয়া।

❗অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা 'সাময়িকভাবে' থামিয়ে দিতে পারে কিন্তু কখনোই জীবনের অপার সম্ভবনার বন্ধ করতে পারে না।

🪴আপনি আত্মবিশ্বাসী হোন, আপনার সন্তানও আত্মবিশ্বাসী হিসেবে সুন্দরভাবে গড়ে উঠবে।

ডাঃ মেখলা সরকার,
সাইকিয়াট্রিস্ট, ১৭.১০.২২


Psychiatrist Dr. Mekhala Sarkar

কক্সবাজার, ২০২৫
25/12/2025

কক্সবাজার, ২০২৫

কিশোর বয়স থেকেই আপনার সুপারভিশনে সন্তানদের নিজের টুকটাক জিনিস কেনাকাটা (বই খাতা, ফটোকপি করা, নিজের জামা কাপড় ইত্যাদি) বা...
24/12/2025

কিশোর বয়স থেকেই আপনার সুপারভিশনে সন্তানদের নিজের টুকটাক জিনিস কেনাকাটা (বই খাতা, ফটোকপি করা, নিজের জামা কাপড় ইত্যাদি) বা আর্থিক লেনদেনে সন্তানদের যুক্ত করুন। পরবর্তীতে সংসারের কিছু জিনিসপত্র কেনাকাটার দায়িত্ব দিন।এতে

🔺 ছোট থেকেই বাচ্চাদের আত্মবিশ্বাস তৈরি হয়

🎈সন্তান আত্মনির্ভরশীল হয়

🔺আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা তৈরী হয়

🎈পরিবারের প্রতি দায়িত্ববোধ তৈরী হয়

🔺সামাজিক দক্ষতা বা জীবন দক্ষতা তৈরী হয়

ডা. মেখলা সরকার
সাইকিয়াট্রিষ্ট

Address

Popular Diagnostic Ltd. House #16, Road # 2, Dhanmondi R/A, Dhaka. For Appointment, Contact: 10636
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Psychiatrist Dr. Mekhala Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram