FH SHOP

FH SHOP বিভিন্ন ভেষজ ঔষধি গাছের চূর্ণ/পাউডার, গাঁজানো রসুন-মধু, হোম-মেড ফুড, তেল, মসলা ও ড্রাই ফ্রুটস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

03/12/2025
30/11/2025

পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।

চিনির স্বাস্থ্যঝুঁকি ছাড়াই মিষ্টি খেতে চান? স্টেভিয়া পাতা থেকে তৈরি ১০০% প্রাকৃতিক এই পাউডার চিনির চেয়ে অনেক বেশি মিষ্টি...
29/11/2025

চিনির স্বাস্থ্যঝুঁকি ছাড়াই মিষ্টি খেতে চান? স্টেভিয়া পাতা থেকে তৈরি ১০০% প্রাকৃতিক এই পাউডার চিনির চেয়ে অনেক বেশি মিষ্টি হলেও রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না – ডায়াবেটিক রোগী, ওজন সচেতন ও প্রাকৃতিক খাদ্যপ্রীতি যেকোনো বয়সী মানুষের জন্য এক আদর্শ বিকল্প।

চা, কফি, শরবত, হেলদি স্ন্যাকস, ডেজার্ট—সবখানেই নিরাপদভাবে ব্যবহার করুন।

বেল (Wood apple)  একটি ঔষধি ফল যা পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি করে । হজমশক্তি বৃদ্ধি করে, কোষ্টকাঠিন্য, আমাশয়, ডায়রিয়...
27/11/2025

বেল (Wood apple) একটি ঔষধি ফল যা পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি করে । হজমশক্তি বৃদ্ধি করে, কোষ্টকাঠিন্য, আমাশয়, ডায়রিয়া, IBS, অন্ত্রের আলসার ও ক্ষত নিরাময়ে কার্যকর ।

🌿 সজনে পাতা চূর্ণ (Moringa Powder) 🌿 সজনে পাতা খুবই পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। একে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্বস ব...
26/11/2025

🌿 সজনে পাতা চূর্ণ (Moringa Powder) 🌿
সজনে পাতা খুবই পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। একে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্বস বলা হয়। ইংরেজিতে ‘Moringa ’। পুষ্টিগুণ বিবেচনা করে সজনেপাতাকে ‘অলৌকিক পাতা’ বলা হয়ে থাকে। এ ছাড়া একে ‘নিউট্রিশন সুপার ফুড’ও বলা হয়। আবার অনেক গবেষকেরা একে ‘পুষ্টির ডিনামাইট’ও বলেছেন। চলুন জেনে নেই সজনে পাতা চূর্ণ সম্পর্কে বিস্তারিত -
🌿 প্রতি ১০০ গ্রাম সজনেপাতার পুষ্টি উপাদানঃ
ফ্যাট ১.৪ গ্রাম, সোডিয়াম ৯ গ্রাম, কার্বোহাইড্রেট ৮.৩ গ্রাম, ক্যালোরি ৯২, প্রোটিন ৬.৭ গ্রাম, খাদ্য–আঁশ ২ গ্রাম, ক্যালসিয়াম ১৮৫ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৩৭ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৪২ মিলিগ্রাম, ফোলেট ৪০ মাইক্রোগ্রাম, নায়াসিন ২.২২ মিলিগ্রাম, ভিটামিন এ ৭৫৬৪ আইইউ ও ভিটামিন সি ৫১.৭ মিলিগ্রাম।
🌿 স্বাস্থ্য উপকারিতাঃ
০১। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।
০২। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রণ বিদ্যমান, যা এ্যানেমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
০৩। সজনে শরীরে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম অবদান রাখে।
০৪। মানুষের শরীরের প্রায় ২০% প্রোটিন যার গাঠনিক একক হলো এমাইনো এসিড। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবোলিজম এবং অন্যান্য শারীরবৃত্ত্বীয় কার্যাবলী পরিপূর্ণরূপে সম্পাদনে এমাইনো এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের শরীরের যে ৯ টি এমাইনো এসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়, তার সবগুলোই এই মরিঙ্গার মধ্যে বিদ্যমান।
০৫। এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মত কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে।
০৬। নিয়মিত দৈনিক সেবন শরীরের ডিফেন্স মেকানিজমকে আরো শক্তিশালী করে এবং ‘ইমিউনিটি স্টিমুল্যান্ট’ হওয়ার দরুন এটি ‘এইডস’ আক্রান্ত রোগীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
০৭। এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে।
০৮। শরীরের ওজন কমাতেও ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভুমিকা পালন করে থাকে।
০৯। এটি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। পাতা থেকে তৈরি এক টেবিল চামচ পাউডারে ১৪% প্রোটিন, ৪০% ক্যালসিয়াম, ২৩% আয়রণ বিদ্যমান, যা ১ থেকে তিন বছরের শিশুর সুষ্ঠু বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোকালীন সময়ে ৬ টেবিল চামচ পাউডার একজন মায়ের প্রতিদিনের আয়রণ এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে।
১০। এটির এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি যকৃত ও কিডনী সুস্থ্য রাখতে এবং রূপের সৌন্দর্য বর্ধক হিসেবেও কাজ করে থাকে।
১১।সজনে-তে প্রায় ৯০টিরও বেশি এবং ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান।
১২। এতে ৩৬ টির মত এন্টি-ইনফ্ল্যামমেটরি বৈশিষ্ট্য আছে। এছাড়াও এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে।
🌿 প্রতিক্রিয়াঃ ডঃ লয়েল ফিউগিল এর মতে, দৈনিক এই পাতা গ্রহণে কোন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া নেই।
অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবেঃ সজনে পাতা রুমিনেন্ট জাতীয় প্রাণীদের ক্ষেত্রে প্রোটিনের একটি অন্যতম উৎস হিসেবে ব্যবহার করা হয় যার মাঝারি মানের রুচিকরতা বিদ্যমান। পোল্ট্রি, শূকর, খোরগোশ এবং মাছের জন্য খাদ্য হিসেবে এই পাতা ও বীজের ব্যবহার বেশ কার্যকর।

পেটের অসুবিধা, কষা পায়খানা, হজমের গণ্ডগোল কিংবা অসম্পূর্ণ মলত্যাগ—এই সমস্যাগুলো আজকাল প্রায়ই দেখা যায়। অনেকেই নিয়মিত এসব...
25/11/2025

পেটের অসুবিধা, কষা পায়খানা, হজমের গণ্ডগোল কিংবা অসম্পূর্ণ মলত্যাগ—এই সমস্যাগুলো আজকাল প্রায়ই দেখা যায়। অনেকেই নিয়মিত এসব সমস্যায় ভোগেন, কিন্তু কেমিক্যালযুক্ত ওষুধের পরিবর্তে প্রাকৃতিক সমাধান খুঁজছেন।

‘কোষ্ঠ ক্লিয়ার’ হচ্ছে এমন একটি ভেষজ রেমেডি, যা তৈরি হয়েছে তিনভাগ ত্রিফলা (হারিতকী, বহেড়া, আমলকি) এবং একভাগ সোনা পাতা মিশিয়ে। এই বিশেষ অনুপাত আমাদের নিজস্ব গবেষণাভিত্তিক ফর্মুলায় নির্ধারিত, যা পেটের সমস্যা সমাধানে কার্যকরভাবে কাজ করে।

উপকারিতা:
✔️ হজমে সহায়তা করে, গ্যাস্ট্রিক ও অম্বল কমায়
✔️ কষা পায়খানা দূর করে, মলত্যাগকে সহজ করে
✔️ কোষ্ঠকাঠিন্য দূর করে পেট হালকা ও স্বস্তিদায়ক করে
✔️ যারা প্রতিদিন পায়খানা করতে পারেন না বা অসম্পূর্ণ মনে হয় – তাদের জন্য দারুণ কার্যকর
✔️ কোলন পরিষ্কার করে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে
✔️ প্রাকৃতিকভাবে লিভার ও অন্ত্রের কার্যকারিতা উন্নত করে

কোষ্ঠ ক্লিয়ার কাদের জন্য উপযোগী?

যাদের নিয়মিত মলত্যাগ হয় না
যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন
যাদের পেটের মধ্যে ভারী বা গ্যাস জমে থাকে
যারা কেমিক্যাল ফ্রি, হার্বাল সমাধান খুঁজছেন

22/11/2025

Address

Godaun Moor (Hospital Road), Islampur, Dhamrai
Dhaka
1350

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801771503214

Alerts

Be the first to know and let us send you an email when FH SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to FH SHOP:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

FH SHOP শুরু করা নিয়ে আমার কিছু কথা

আগের দিনে, আমাদের একটু কাঁসি হলেই মা, দাদীরা তুলসী পাতার রস খাওয়াতো, বাসক পাতার রস খাওয়াতো । চুলকানিতে নিম পাতার রস খাওয়াতো ও বেটে শরীরে লাগিয়ে দিতো । এই ট্রেডিশন এখন আর নাই । এসবের স্থান এখন আধুনিক চিকিৎসা দখল করে নিয়েছে । মানুষের সামান্য সর্দি হাঁচি হলেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যাচ্ছে , সামান্য কারনে এন্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে, প্রচুর ওষুধ খাওয়ার কারনে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে তা তারা নগদে টের পাচ্ছেনা ।

তবে বর্তমানে মানুষ সচেতন হচ্ছে, ক্যামিকেল যুক্ত ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে জানছে। তারা এখন আবার ন্যাচারাল চিকিৎসা গ্রহন করতে চাচ্ছে ।

হাজার বছরের পুরাতন ভেষজ চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে মূলত ক্ষতিকর ঔষধ থেকে দূরে থেকে প্রকৃতির সাথে একাত্ম হয়ে প্রাকৃতিক চিকিৎসা গ্রহনের ইচ্ছা থেকে ।