08/03/2025
আমার ডে-কেয়টা বন্ধ করতে বাধ্য হয়েছি।তাও আমি আমার এই প্রাপ্তি এই পেইজের সাথে শেয়ার না করে পারছি না।
কারণ এই প্রাপ্তির পুরোটাই নীড়ের অবদান।
আমার ভালোবাসার নীড়।
জানি না আবার কখনো শুরু করতে পারবো কিনা?
সবটুকু চেষ্টা দিয়েই গড়ে তুলতে চেয়েছিলাম।
প্রতিবন্ধকতা সবসময় সবকিছু আগতে দেয় না।
উদ্যোক্তা হিসেবে এ্যাওয়ার্ড ।
আন্তর্জাতিক নারী দিবস ও সেট অপরাজিতা এ্যাওয়ার্ড ২০২৫।