04/11/2025
আজকের অবহেলা কালকের ভয়াবহ রোগ এর কারণ
আমার কাছে প্রায়ই এমন পেশেন্ট আসে যাদের খাদ্যভাস শুনতে গিয়ে পুরা বাসার টা শোনা হয়ে যায়, কেমন কি রান্না হয় থেকে অনেক কিছু বোঝা যায়
তখন বলি আপনার সাথে আপনার মা/বাবা'র ডায়েট নেওয়া বেশী জরুরি কিন্তু আমরা তো আর জোর করে নিয়ে আসতে পারি না, জোর করে এপয়েন্টমেন্ট নিতে বলা তো আমাদের কাজ নয়
কিন্তু বিশ্বাস করেন সময় থাকতে না শুরু করলে পরে ১০বার ফলোআপ নেন বা সারাদিন স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন তাও সুস্থতা আসবে না যদি ক্যান্সারের মতো বিরল রোগ হয়ে যায়
তবে কিছু ক্যান্সারে স্টেজ ১/২ এ অনেক ভাবেই কিউরেবল, আমিও জানি বাবা - মা কথা শোনে না, আমারো শোনে না কিন্তু সাফার করতে হয় কিন্তু দিনশেষে রোগী নিজের এবং তার সন্তান দের ই নেক্সট পোস্টে এক মা এর হিস্ট্রি দেই
একজন পেশেন্ট এর মা ও আমার কাছে পেশেন্ট হয়ে আসে, সে আসার ৪মাস পরে, তখন শুধু ছিলো
📌অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
📌ওজন আধিক্যতা
📌 ফ্যাটি লিভার গ্রেড -১
📌 কোমড়ে ব্যথা পেয়েছিলো বলে ৪মাস বেড রেস্ট
কিন্তু ৪০মিনিটের ও বেশী আলাপে সে গোপন করে যায় তার ৯-১০ মাস আগে
২দিন ধরে ব্রেস্ট থেকে লিকুইড বের হয়
এবং পরের ২দিন আকারে পরিবর্তন আসে
সেকেন্ড ফলোআপের আগেই, তার মেয়ে আমাকে জানায়, তার মা'য়ের একটা ফোড়া হয় সেটার অপারেশন হয়েছে ব্রেস্টে এবং তারপর ধরা পরে ক্যান্সার
within a blink
তার ক্যান্সার স্টেজ ৩
😔 শুধু এটাই না যেই লিভারে জাস্ট ফ্যাটি আসছিলো "যেই ফ্যাটি লিভার আসা রে আপনারা খুবই নরমাল ভাবে নেন"
মায়িশা ফারজানা অন্তরা
নিউট্রেশন এবং ডায়েট কনসালটেন্ট
বি.এস.সি (অনার্স), এম.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান) ঢাবি
সিএনডি (বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতাল)
লাইফ মেম্বার (আইএপিইএন) ইন্ডিয়া এসোসিয়েশন ফর পেরেন্টাল এবং ইন্টারনাল নিউট্রেশন, ইন্ডিয়া
গুলশান ক্লিনিক লি.
তালহা হেল্থ কেয়ার লি.
বাড্ডা জেনারেল হাসপাতাল এবং ডায়াগনস্টিক (পিভিটি)লি.
সিআরপি কনসালটেন্ট এবং ডায়াগনস্টিক লি.