Physiotherapy and Hijama Solution BD

Physiotherapy and Hijama Solution BD Hijama therapy / Cupping therapy

10/10/2025
🌿 হিজামা – সুন্নাহ চিকিৎসা, প্রাকৃতিক সুস্থতার পথ 🌿আপনি কি জানেন❓হিজামা (Cupping Therapy) হলো রাসূলুল্লাহ ﷺ এর প্রিয় চি...
21/09/2025

🌿 হিজামা – সুন্নাহ চিকিৎসা, প্রাকৃতিক সুস্থতার পথ 🌿

আপনি কি জানেন❓
হিজামা (Cupping Therapy) হলো রাসূলুল্লাহ ﷺ এর প্রিয় চিকিৎসা পদ্ধতি।
এটি শরীর থেকে দূষিত রক্ত ও টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখে এবং নানা ধরনের ব্যথা ও অসুস্থতা দূর করতে সাহায্য করে। ✨



💡 হিজামা কিভাবে কাজ করে:
হিজামা করার সময় কাপ দিয়ে ত্বকের উপর হালকা ভ্যাকুয়াম সৃষ্টি করা হয়।
এই ভ্যাকুয়াম
1️⃣ রক্ত সঞ্চালন বাড়ায়,
2️⃣ শরীরের জমে থাকা টক্সিন ও বিষাক্ত পদার্থ বের করে,
3️⃣ পেশি ও টিস্যুর টেনশন কমিয়ে ব্যথা উপশম করে,
4️⃣ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

এটি আপনার শরীরের ন্যাচারাল হিলিং প্রসেসকে সক্রিয় করে তোলে। 🌱



🔥 হিজামার উপকারিতা:
✅ মাথা ব্যথা ও মাইগ্রেন কমাতে সহায়ক
✅ জয়েন্ট পেইন, ব্যাক পেইন ও মাংসপেশীর ব্যথা উপশম
✅ শরীরকে ডিটক্সিফাই করে
✅ মানসিক চাপ ও স্ট্রেস কমায়
✅ রক্ত সঞ্চালন উন্নত করে

📅 হিজামার উত্তম সময়:
হিজরি মাসের ১৭, ১৯, ২১ তারিখ



📍 ঠিকানা:
Hijama Solution BD
🏠 বাসা: ১২৫৬, রোড নং ০৯, মিরপুর ডিওএইচএস (কালচারাল সেন্টারের বিপরীতে)
📞 ফোন: +8801761955769
🏡 হোম সার্ভিসও পাওয়া যাবে



💬 আজই বুকিং করুন এবং সুস্থ জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন!

আলহামদুলিল্লাহ আজকে হিজামা করালেন ফ্রিল্যান্সার ও কম্পিউটার ইন্জিনিয়ার মোঃ তাশরিফ ভাই। উনার একটানা অনেক সময় বসে থাকার ক...
14/09/2025

আলহামদুলিল্লাহ আজকে হিজামা করালেন ফ্রিল্যান্সার ও কম্পিউটার ইন্জিনিয়ার মোঃ তাশরিফ ভাই। উনার একটানা অনেক সময় বসে থাকার কারণে লোয়ার ব্যাকে ব্যথা ও হ্যামেস্ট্রিং মাসলে পেইন ছিল।

08/09/2025

═══════════════════════════════
🕌 হিজামার সুন্নাহ তারিখ 🌙
(সেপ্টেম্বর ২০২৫, বাংলাদেশ)
═══════════════════════════════

৯ সেপ্টেম্বর ২০২৫ — মঙ্গলবার
১১ সেপ্টেম্বর ২০২৫ — বৃহস্পতিবার
১৩ সেপ্টেম্বর ২০২৫ — শনিবার

(হিজরি ১৭, ১৯, ২১ রবিউল আউয়াল ১৪৪৭)

───────────────────────────────
Hijama Solution BD
📞 +8801761955769
───────────────────────
House no. 1256(Pridarshini),Road 09,Mirpur DOHS

হিজামা (কাপিং থেরাপি) করার সুন্নাহ তারিখের হাদীস সহিহ হাদিস গ্রন্থে এসেছে। নিচে গুরুত্বপূর্ণ হাদিস রেফারেন্স দেওয়া হলো:⸻...
08/09/2025

হিজামা (কাপিং থেরাপি) করার সুন্নাহ তারিখের হাদীস সহিহ হাদিস গ্রন্থে এসেছে। নিচে গুরুত্বপূর্ণ হাদিস রেফারেন্স দেওয়া হলো:



১. সহিহ হাদিস (সুনান আবু দাউদ)

হাদিস:

عَنْ أَنَسٍ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ ﷺ عَنْ الْحِجَامَةِ لِأَيِّ يَوْمٍ هُوَ؟ فَقَالَ:
“إِنَّ أَمْثَلَ مَا تَحْتَجِمُونَ فِيهِ سَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى وَعِشْرِينَ”

বাংলা অনুবাদ:
আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করা হলো: কোন দিনে হিজামা করা উত্তম? তিনি বললেন:
“তোমাদের জন্য হিজামা করার সর্বোত্তম দিন হলো চন্দ্রমাসের ১৭, ১৯ এবং ২১ তারিখ।”

রেফারেন্স:
• সুনান আবু দাউদ, হাদিস নং 3861
• জামে আত-তিরমিজি, হাদিস নং 2051
• ইবনে মাজাহ, হাদিস নং 3486
• আল-আলবানী সহিহ বলেছেন (সহিহ সুনান আবু দাউদ, হাদিস 3861)।



২. সহিহ বুখারি ও সহিহ মুসলিম

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“الشفاء في ثلاثة: شربة عسل، وشرطة محجم، وكية نار، وأنا أنهى أمتي عن الكي.”

বাংলা অনুবাদ:
“তিন জিনিসে আরোগ্য রয়েছে: মধু পান, হিজামার মাধ্যমে রক্ত বের করা এবং আগুন দ্বারা দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতের জন্য দাগ দেওয়া নিষেধ করেছি।”

রেফারেন্স:
• সহিহ বুখারি, হাদিস নং 5680
• সহিহ মুসলিম, হাদিস নং 2205

Call for appointment
01761955769
House 1256(Pridarshini),Road 09,Mirpur DOHS.

হিজামার (কাপিং থেরাপি) সূনাতি তারিখ হল প্রতিটি ইসলামিক (হিজরি) মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ। হাদিসে বর্ণিত আছে, নবি মুহাম্মদ ...
12/08/2025

হিজামার (কাপিং থেরাপি) সূনাতি তারিখ হল প্রতিটি ইসলামিক (হিজরি) মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ। হাদিসে বর্ণিত আছে, নবি মুহাম্মদ (সﷺ) এই তারিখগুলোতে—বিশেষ করে সোমবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার—হিজামা করতেন ।

আজ তারিখ অনুযায়ী:

আজ ৩ আগস্ট ২০২৫, যা হিজরি ৯ সফর ১৪৪৭ এ, অর্থাৎ মাসের ৯ তারিখ ।

এই মাসে সফর ১৪৪৭ অনুযায়ী সূনাতি হিজামার তারিখগুলো:

১৭ সফর → হবে ১১ আগস্ট ২০২৫ (সোমবার),

১৯ সফর → হবে ১৩ আগস্ট ২০২৫ (বুধবার),

২১ সফর → হবে ১৫ আগস্ট ২০২৫ (শুক্রবার) ।

House 1256(Pridarshini),Road 09,Mirpur DOHS
01761955769

Address

Road 09, House 1256, DOHS Mirpur
Dhaka
1216

Telephone

+8801761955769

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy and Hijama Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapy and Hijama Solution BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram