Dr.Touhida Akter Poly

Dr.Touhida Akter Poly MBBS,FCPS Medicine (Final part)
Future Medicine Internist

What is ur Radiological findings & Dx? শীতকালে অনেক বেশি শ্বাসকষ্টের রোগী পাওয়া যায়।তবে,সবার শ্বাসকষ্টের কারন একই হয়,এমন...
31/12/2025

What is ur Radiological findings & Dx?

শীতকালে অনেক বেশি শ্বাসকষ্টের রোগী পাওয়া যায়।তবে,সবার শ্বাসকষ্টের কারন একই হয়,এমন নয়!

N.B: ২০২৫ সালকে বিদায় দিয়ে,নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে!আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।

27/12/2025

আজকে ওয়ার্ডে একজন রোগী আসেন বমি ও খিচুনী নিয়ে,সাথে রোগী অনেক উত্তেজিত ছিলো।

৫-৬ জন মিলেও রোগীকে ধরে রাখা যাচ্ছিলো না!ক্যানুলা ছিড়ে ফেলে,ফলে ব্লাড রোগীর এটেন্ডেন্টের উপর পরে,সাথে আমার উপরেও পরে!

যাইহোক,রোগীর প্রেসার দেখি ১৮০/১১০(প্রেসার properly দেখা যায় নি,কারন রোগীর কাছেই যাওয়া যাচ্ছিলো না!)।রোগীর স্বজনকে জিজ্ঞাসা করলাম- হাই-প্রেসার কবে থেকে?

উনারা আমার দিকে এমনভাবে তাকালো,যেনো অবাক হয়েছে!

পরে বলেছি- প্রেসার একদিনে বাড়ে নি।এটা বেড়ে গিয়েই ব্রেইনের ক্ষতি করেছে।এজন্যে রোগী এখন পাগলামী করছে ও বকাবকি করছে অবচেতন মনেই!

রোগীকে প্রেসার কমানোর জন্যে ইঞ্জেকশন দিলাম & শান্ত করার ওষধও দিয়েছি।

রোগটির নাম: Hypertensive encephalopathy with emergency(মানে Target organ damage)

আশা করি এই যাত্রায় রোগী খারাপ কিছু হওয়া থেকে হয়তো বেচে যাবেন আল্লাহ চাইলে!

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে এসব রোগীই Survive করে না mostly.

যাদের খাবারে নিয়ন্ত্রন নেই,তাদের উচিত প্রেসার ও ডায়াবেটিস চেক-আপ করা ৩-৪ মাস পরপর।অন্যথায়,এই রোগীর মত অবস্থা হবে।

অবশ্যই Healthy diet দরকার,সাথে ব্যায়াম।তাহলে Life enjoyable হবে।

Que:
Difference B/W Hypertensive urgency & emergency?

আপনাদের কেউ কেউ আমাকে  Inbox এ নক করেছেন।কোন একটা Settings এ সমস্যার জন্যে Sms seen করার পরেও Reply করতে পারি নি(সবার নয়...
26/12/2025

আপনাদের কেউ কেউ আমাকে Inbox এ নক করেছেন।কোন একটা Settings এ সমস্যার জন্যে Sms seen করার পরেও Reply করতে পারি নি(সবার নয়,কয়েকজনের)।

এজন্যে আমি দুঃখিত।
যে বা যারা কুমিল্লার হোমনাতে চেম্বারে দেখাতে চান,Cover photo তে নাম্বার আছে,সেখানে কল করলেই details পেয়ে যাবেন।

যারা Study purpose এ নক করেছেন,চেষ্টা করবো সেই imaging টা upload করে দিতে।

N.B: যাদের প্রোফাইল লক করা,তাদের messenger এ reply করতে problem face করতে হচ্ছে!খুব Urgent হলে আমার FB ID তে SMS করতে পারেন।Page এর Followings এ আছে।

ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে, নানুর বাড়ির মেলায় যেতাম!ক্লাস eight এর পর থেকে ঘরকুনো হয়ে যাই!ছোটবেলায় ডিসেম্বরের ২৫ তারিখে ...
28/11/2025

ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে, নানুর বাড়ির মেলায় যেতাম!ক্লাস eight এর পর থেকে ঘরকুনো হয়ে যাই!

ছোটবেলায় ডিসেম্বরের ২৫ তারিখে মেলাতে যেতামই।এখন ২বার হয় সম্ভবত।

Btw,আমার কাজিনের you tube channel এর video share করলাম।কিছু সময়ের জন্যে Childhood এ back করেছি।

তবে,যারা বাগান ভালোবাসেন(Gardening),তাদের জন্যে এই চ্যানেলে শেখার মত অনেক ভিডিও রয়েছে।পুরো ছাদ ভর্তি গাছ।

গাছের যত্ন,প্রাকৃতিক সার তৈরি সবই Masha-Allah ভালোভাবে জানে & Share করে।

ওর ছাদবাগানের কিছু গাছ মাঝে মাঝে আমাদের বাড়িতে transfer হয়!

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

ছবি দেখে মনে হবে,রোগী সিজদা দিচ্ছে!আসলে তা নয়!রোগীর পেটে ব্যথা,যা এমন পজিশনে থাকলে রোগী স্বস্তি অনুভব করে একটু। Muhammad...
26/11/2025

ছবি দেখে মনে হবে,রোগী সিজদা দিচ্ছে!

আসলে তা নয়!রোগীর পেটে ব্যথা,যা এমন পজিশনে থাকলে রোগী স্বস্তি অনুভব করে একটু।

Muhammadum/prayer position পাওয়া যায় অগ্ন্যাশয়ে সমস্যা হলে,যেটাকে Acute pancreatitis বলে।
ঝুঁকে বসলে প্যানক্রিয়াস ও আশেপাশের টিস্যুর টান ও চাপ কমে, সিলিয়াক প্লেক্সাসের ইরিটেশন কমে— তাই প্যানক্রিয়াটাইটিসের ব্যথা প্রেয়ার পজিশনে উপশম হয়।

Pancreatitis এর অনেক কারন রয়েছে।যেমন:

পিত্তথলিতে পাথর
মদ্যপানের অভ্যাস ইত্যাদি।

Acute pancreatitis থেকে বিভিন্ন অর্গান affected হতে পারে,যেটাকে "Sepsis" বলে।

Acute pancreatitis with sepsis থাকা মানে life threatening condition হওয়া!

  :একজন ৪৬ বছরের রোগী কাশি,শ্বাসকষ্ট নিয়ে এসেছে।ধূমপানের History আছে।রোগটির ডায়াগনোসিস কি হবে?What is ur Radiological fi...
23/11/2025

:
একজন ৪৬ বছরের রোগী কাশি,শ্বাসকষ্ট নিয়ে এসেছে।

ধূমপানের History আছে।রোগটির ডায়াগনোসিস কি হবে?

What is ur Radiological findings & Dx?

ভূমিকম্প? দৌড়াবেন না—বাঁচার চেষ্টা করুন!ঢাকার অধিকাংশ আবাসনই ৫–৭ তলার অ্যাপার্টমেন্ট। এ ধরনের ভবনে ভূমিকম্পে বাঁচা বা মা...
22/11/2025

ভূমিকম্প? দৌড়াবেন না—বাঁচার চেষ্টা করুন!
ঢাকার অধিকাংশ আবাসনই ৫–৭ তলার অ্যাপার্টমেন্ট। এ ধরনের ভবনে ভূমিকম্পে বাঁচা বা মারা যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে—আপনার প্রথম ১০–২০ সেকেন্ডে নেওয়া সিদ্ধান্ত।
ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ির দিকে যাওয়াই সবচেয়ে সাধারণ ভুল—এবং এটিই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ।
❌ কম্পন শুরু হলে যে ভুলগুলো প্রাণঘাতী হতে পারে
১. সিঁড়ির দিকে দৌড়ানো
বিশ্বের বিভিন্ন স্ট্রাকচারাল রিসার্চ অনুযায়ী—
নিচের তলা ধসে পড়লে ওপরের তলা সরাসরি সিঁড়ির উপর ভেঙে পড়ে।
ধাক্কাধাক্কি, ভিড়, আলো নিভে যাওয়া—
৯০% মৃত্যু বা গুরুতর আঘাত সিঁড়িতেই ঘটে।
২. বারান্দায় যাওয়া
বারান্দার রেলিং ভূমিকম্পে একাধিক দিক থেকে চাপ পায়, যা সহজেই ভেঙে নিচে পড়ে যেতে পারে।
৩. লিফট ব্যবহার
কম্পনে লিফট জ্যাম, দড়ি ছিঁড়ে যাওয়া, মাঝপথে আটকে পড়া—সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
✔️ বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়: Drop – Cover – Hold On
১. বেডরুমে থাকলে
খাটের নিচে ঢুকে মাথা–ঘাড় ঢেকে রাখুন। খাট ভেঙে পড়লেও ভেতরে “লাইফ ট্রায়াঙ্গেল” তৈরি হয়, যা নিরাপদ।
২. ড্রয়িং/ডাইনিং
মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন।
কাঁচ, জানালা, বড় ফ্রেম, শোকেস থেকে দূরে থাকুন।
৩. কিছুই না পেলে
দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
একে বলা হয় “সেফ কর্নার পজিশন”—ভবন ধসে পড়লেও সাধারণত কোণার অংশ সম্পূর্ণ চাপে ভাঙে না।
৪. বাথরুম
অনেক সময় সবচেয়ে শক্ত অংশ। বালতি/হেলমেট মাথায় দিলে আঘাত কমে।
৫. মাথা রক্ষার ব্যবস্থা
হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা পাবেন তাই মাথার ওপর চেপে ধরুন।
ভূমিকম্পে যেকোনো ভাঙা বস্তু মাথা লক্ষ্য করে পড়ে।
🏠 ১ম বা ২য় তলায় থাকলে আপনি সবচেয়ে ভাগ্যবান
এই দুই তলায় থাকা মানুষদেরই নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে।
✔️ কম্পন শুরু হওয়ার সাথে সাথেই দরজা খুলে রাখুন, জ্যাম হয়ে গেলে বের হতে পারবেন না।
✔️ প্রথম ১৫–২০ সেকেন্ডে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামুন।
✔️ বাইরে এসে ভবন থেকে অন্তত ১০০ ফুট দূরে দাঁড়ান।
✔️ বিদ্যুতের খুঁটি, তার, গাছের নিচে দাঁড়ানো ❌
✔️ সম্ভব হলে খোলা মাঠে অবস্থান নিন।
🆘 ধ্বংসস্তূপে আটকে গেলে কী করবেন? (ইন্টারন্যাশনাল রেসকিউ প্রোটোকল)
✔️ চিৎকার করবেন না → ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে
✔️ হুইসেল থাকলে বাজান → দূর থেকে সহজে শোনা যায়
✔️ না থাকলে, দেয়াল বা পাইপে ৩ বার করে টোকা দিন → এটি আন্তর্জাতিক “SOS Rescue Signal”
✔️ মোবাইলের টর্চ অন রাখুন, কিন্তু কথা বলবেন না → ব্যাটারি বাঁচাতে হবে
✔️ মুখে কাপড় চেপে রাখুন → ধুলো কম ঢুকবে, শ্বাস নেওয়া সহজ হবে
আজ থেকেই ন্যূনতম কিছু প্রস্তুতি নিন
🔸 বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল রাখুন
🔸 ভারী আলমারি, ফ্রিজ, টিভি—দেয়ালে স্ক্রু দিয়ে ফিক্স করে রাখুন
🔸 গ্যাস সিলিন্ডার চেইন বা স্ট্যান্ড দিয়ে বেঁধে রাখুন
🔸 ঘরের দরজা যেন অটো-লক না হয়
🔸 চাবি সবসময় হাতের কাছে রাখুন
🔸 জরুরি নম্বর পরিবারে সবার ফোনে সেভ করুন
একটি লাইন মনে রাখুন:
🔸 ৪র্থ তলা বা তার উপরে থাকলে — দৌড়ানো মানে মৃত্যুর ঝুঁকি। আশ্রয় নিন।
🔸 ১ম–২য় তলায় থাকলে — প্রথম ২০ সেকেন্ডই আপনার জীবন। দ্রুত বের হন।
শেষ কথা
প্রস্তুতি ছাড়া বাঁচা ভাগ্যের উপর।
প্রস্তুতি থাকলে বাঁচা আমাদের হাতে।
প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয়—
মানুষ ভঙ্গুর, কিন্তু সচেতনতা আমাদের সবচেয়ে বড় শক্তি।
একটু প্রস্তুতি, একটু জ্ঞান— অনিশ্চিত এক মুহূর্তেও জীবন বাঁচাতে পারে।
#ভূমিকম্প

21/11/2025

ভূমিকম্পের সময় কী করবেন: যখন মাটি কাঁপে, তখন প্রস্তুত থাকুন!

ঢাকার যে অবস্থা সেখানে বড় সাইজের ভুমিকম্প হলে হয়ত কিছুই করা যাবে না। এত বিল্ডিং সব গায়ে গায়ে লাগা, তেমন কোন সেফটি চেক ছাড়াই অনেকগুলা নির্মান করা। ভুমিকম্পের পর আমাদের নাই কোন ন্যাশানাল ইমার্জেন্সি রেস্পন্স যেটা রেডি টু ডিপ্লয়, নাই ন্যাশানাল এম্বুলেন্স সার্ভিস আর হাসপাতালে নাই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেগুলা ইকুইপড মাস ক্যাজুয়েল্টি হ্যান্ডেল করার। এটা একটা সুযোগ এগুলা সব আপগ্রেড করার - বিশেষজ্ঞ অনেক আছে, জাস্ট দরকার সরকারের সদিচ্ছা।

তাও কিছু জিনিস জানা দরকার সবার পার্সোনাল সেফটির জন্যে। ভূমিকম্প কোনো সতর্কতা ছাড়াই আঘাত হানে, তাই এই অপরিহার্য নির্দেশিকাটি একবার দেখে নিন! বিশেষ করে বাংলাদেশ ভুমিকম্প জোনে, তাই প্রস্তুত থাকা অরুরি।

১. নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন! (যদি ভেতরে থাকেন) - Drop, Cover and Hold On

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ:
* তাৎক্ষণিকভাবে হাত ও হাঁটুর ওপর নুইয়ে পড়ুন (Drop)। এই অবস্থান আপনাকে ঝাঁকুনিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে।

* আপনার মাথা ও ঘাড় হাত দিয়ে প্রটেক্ট করেন (COVER)। সম্ভব হলে একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে যান। যদি আশেপাশে কোনো আশ্রয় না থাকে, তবে একটি ভেতরের দেয়ালের (বাইরের দেয়াল বা জানালার কাছে নয়) পাশে নিচু হয়ে বসুন।

* ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত আপনার আশ্রয়স্থল (টেবিল/ডেস্ক) ধরে থাকুন (HOLD ON)।

২. ঘরের ভেতরে যা এড়িয়ে চলবেন:

* বাইরে দৌড়ে যাবেন না যতই মনে হয় এটা করতে। বাইরের দরজার কাছে বা দেয়ালের পাশ দিয়ে ছোটার সময় ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে আহত হওয়ার ঝুঁকি থাকে।

* জানালার কাঁচ, আয়না, বাইরের দরজা এবং দেয়াল এবং পড়ে যেতে পারে এমন যেকোনো কিছু, যেমন ভারী ফার্নিচার বা আলমারি থেকে দূরে থাকুন।

* লিফট ব্যবহার করবেন না (Do NOT)।

৩. যদি আপনি বাইরে থাকেন:

* বড় বিল্ডিং, রাস্তার ল্যাম্প পোস্টএবং ইউটিলিটি তার থেকে দূরে সরে যান। কোন বাসার বাইরের দরজার ঠিক বাইরে এবং বাইরের দেয়ালের পাশে সবচেয়ে বেশি বিপদ থাকে।

* একবার খোলা জায়গায় এলে, নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন। ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত নিচু হয়ে থাকুন।

৪. গাড়িতে থাকলে:

* নিরাপদে রাস্তার পাশে গাড়ি থামান এবং হ্যান্ডব্রেক অন করবেন। ভবন, ব্রিজ, ওভারপাস বা ইউটিলিটি তারের নিচে থামানো এড়িয়ে চলুন।

* ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত আপনার গাড়ির ভেতরে থাকুন । গাড়ি আপনাকে ধ্বংসাবশেষ থেকে রক্ষা করতে পারে।

ঝাঁকুনি বন্ধ হওয়ার পর

১. নিজের এবং অন্যদের আঘাত কেমন হয়েছে দেখুন আর ভাবেন কোন চিকিৎসা লাগবে কিনা।

২. আফটারশক বা পরবর্তী ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকুন। আবার হলে তাৎক্ষণিকভাবে নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন।

৩. বিপদগুলো বুঝে নিন: ছোট আগুন লাগলে তা নেভান। গ্যাস, পানি এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দেখুন। যদি গ্যাসের গন্ধ পান, তবে জানালা খুলুন, দ্রুত ঘর থেকে বের হয়ে যান এবং মূল গ্যাসের ভালভ বন্ধ করে দিন।

মুসলিম যারা, আমাদের জন্যে অতি গুরুত্বপুর্ন যে এই সময় গুলোতে আল্লাহর স্মরন করি, তাওবা করি ও তাঁর সাহায্য কামনা করি।

লেখাঃ ডা. রাঈয়্যিক রিদওয়ান, ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট

19/11/2025

নাকের ড্রপ দীর্ঘদিন ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে?প্রশ্নটা সবার জন্যেই খুব গুরত্বপূর্ন।

Ans:

নাকের ড্রপ ৫-৭ দিনের বেশি ব্যবহার করা উচিত নয়।অনেকেই মাসের পর মাস ব্যবহার করে।

M/A: Nasal decongestant (নাকের ড্রপ) নাকের ভিতরে মিউকোসাতে যে রক্তনালী থাকে,সেটার সংকোচন করে।ফলে নাকের ভিতরে ফোলা কমে যায়,রোগী শ্বাস-প্রশ্বাস নিতে পারে ভালো।এই ড্রপ সাময়িক (৫-৭ দিন)ব্যবহারের জন্যে।

যা যা ক্ষতি হতে পারে-

1.বেশিদিন ব্যবহার করলে রক্তনালীর সংকোচন থেকে মিউকোসাতে রক্তচলাচলে বাধা-প্রাপ্ত হয়।ফলে নাকের ভিতরে শুষ্কতা,জ্বালা-পোড়া,nasal crusting হয়।

2. Rebound rhinitis: একসময় রক্তনালী সংকোচিত হয় না(resistance develop করে)আর,উল্টো নাকের ভিতরে আরো বেশি ফোলে যায়,শ্বাস নিতে বেশি সমস্যা হয়।নাক সারাক্ষন বন্ধ মনে হয়।

3. দীর্ঘদিন ব্যবহারের জন্যে নাকের ঘ্রানশক্তি কমে যেতে পারে।মানে অনেকেই ঠিকভাবে ঘ্রান পায় না!

NTK: এজন্যে ৫-৭ দিনের বেশি ব্যবহার করা যাবে না।সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শে বিকল্প চিকিৎসা নিতে হবে!

What is ur Radiological findings & Dx?
17/11/2025

What is ur Radiological findings & Dx?

  :একজন রোগী যখন জন্ডিস নিয়ে আসে,তখন তার evaluation অনেকভাবে করতে হয়।এখানে History অনেক important.1.জ্বরের সাথে সাথেই জন...
16/11/2025

:
একজন রোগী যখন জন্ডিস নিয়ে আসে,তখন তার evaluation অনেকভাবে করতে হয়।

এখানে History অনেক important.

1.জ্বরের সাথে সাথেই জন্ডিস + recent বাইরের ফুচকা/চটপটি/বিশুদ্ধ পানি পান না করার H/O= Acute viral hepatitis

2. জ্বর হওয়ার কিছুদিন পর থেকে জন্ডিস + পেশায় কৃষক/গবাদিপশু পালক/sweage worker= Leptospirosis

3. জন্ডিস + পেটে পানি + testicular atrophy= Decompensated cirrhosis

4. আগে চুলকানী, তারও অনেকদিন পরে জন্ডিস= Primary billiary cholangitis(PBC)

5. হঠাৎ ওজন কমে যাওয়া + alteration of bowel habit + দিনে দিনে জন্ডিসের মাত্রা বেড়ে যাওয়া= Pancreatic CA

6. জ্বর + জন্ডিস + Low BP + high WBC count= Sepsis একটা D/D

7. জ্বর + Organomegaly + Cytopenia+(Lab findings =High TG + High Ferritin + High LDH) +- জন্ডিস= Hemophagocytic Lymphohistiocytosis syndrome(Autoimmune)

8.Autoimmune hepatitis

9. Wilson's disease

10.Dengue expanded syndrome etc

N.B: অনেক সময় জন্ডিসের কোন কারন পাওয়া যায় না।কৃষক হওয়ার পরেও Ix এর report negative হয় ।তখন suspected ধরেই Rx + Sepsis একটা D/D থাকে!

  : What is ur ECG findings & Dx?
15/11/2025

:

What is ur ECG findings & Dx?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Touhida Akter Poly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram