22/10/2025
এক প্রকার জ্বিন সম্পর্কে আমাদের অনেকের 'ই অজানা, যা আপনার জন্য খুবি ক্ষতিকর, আমরা যাদুর জ্বিন বা যাদুতে আক্রান্ত হওয়া নিয়ে যতটা আতংকিত থাকি এর চেয়েও এটা মারাত্মক!
বলা চলে এই জ্বিন নিরব ঘাতক, যা শরীরের লুকায়িত থাকে, আক্রান্ত ব্যক্তি বুঝতে 'ই পারেনা সে জ্বিন দ্বারা আক্রান্ত।-
যেমনঃ -
➡ দিনে দিনে অসুস্থতা বেড়ে যাওয়া
➡ভিন্ন রোগ লেগে থাকা অসুস্থ থাকা
➡ শরীরের ব্যথা,মাথা ব্যথা,জয়েন্ট জয়েন্ট ব্যথা
➡ আয় উন্নতি পথে বাধা
➡ সম্পর্ক নষ্ট করা
➡একাকীত্ব থাকা
➡ শরীর স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাওয়া
ইত্যাদি সহ নানান সমস্যা জড়াজড়ি থাকে একজন ব্যক্তি।
➡ ব্যক্তি যদি আক্রান্ত থাকে প্রাথমিকভাবে কিছু আলামত উপস্থিতি পাওয়া যায়।
যেমনঃ -
➡ জ্বিন শরীরে থাকার কারণে রুগীর মধ্য আচরণে পরিবর্তন আসে।কখনো কখনো এমন আচরণ করে যা সে বলার না।
➡ কখনো কখনো এমন কাজ করে যা তার দ্বারা করা অসম্ভব।
➡ মেজাজ গরম হয়ে থাকে,মেজাজ খিটখিটে হয়ে থাকে, হঠাৎ করেই অকারণে রেগে যায়, রাগলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং মুখ দিয়ে ফেনা বাহির হয়।
➡ শরীরের নির্দিষ্ট অংশে ব্যাথা থাকে।মাথা ব্যথা প্রায় লেগে থাকে। রুগে জড় জড়িত ডাক্তারের চিকিৎসা কাজ না হওয়া।
➡ ঘুমের শুরু চোখ লেগে এসেছে এমনি শরীরে নাড়াচাড়া বা শরীরের ঝাকি মারা, রাতে ঘুম কম হয় সারারাত ঘুমালেও সকালে উঠে মনে হয় ঘুমায়নি।
➡ স্বপ্নে সাপ, কুকুর, ভয়ংকর প্রাণী আক্রমণ, নানা টাইপের প্রাণী স্বপ্নে দেখে।
ইত্যাদি
➡ এই নিরব ঘাতক জ্বিন দ্বারা আক্রান্ত হয় একজন ব্যক্তি নজর এবং হিংসার জন্য। এজন্য একজন পেশেন্ট এর মধ্য নজর এবং হিংসার সিমটম গুলি লক্ষ্য করা যায় এবং বিদ্যমান থাকে।
রুকইয়াহ করার সময় খুব রেয়ার উপস্থিতি জানান দেয় এবং পেশেন্ট এর শরীরে সহজে এক্টিভ হয় না। যদি জ্বিন যাদুর সাথে জড়িত থাকে তাহলে দির্ঘ সময় পর এক্টিভ হয় আর যদি যাদুর সাথে জড়িত না থাকে তাহলে রুকইয়াহ করার সময় পালিয়ে যায় -রুকইয়াহ করার সময় যে যে সিমটম লক্ষ্য করা সে অনুযায়ী চিকিৎসা গাইডলাইন অনুসরণ করলে খুব দ্রুতই শিফা পাওয়া যাবে ইং শা আল্লাহ্।
➡ আমাদের সেন্টারের ঠিকানা
"আর রহমাহ রুকইয়াহ সেন্টার "
-ঢাকা মিরপুর
- এক নাম্বার
- মাজার রোড
-বাতেন নগর
What's app -017200-33876
Call-01611-282839